“First Deserve, Then Desire.”
🎉 Welcome to my channel!
Thank you so much for being here. Your support inspires me every day. Through this platform, my mission is to empower both students and teachers by sharing meaningful, accessible, and effective educational resources.
📘 About the Channel
This channel is dedicated to helping learners of all levels — from
PSC, JSC, SSC, HSC, to higher education including BBA, BBS, MBA, and National University programs.
"Blending traditional education with digital methods to create meaningful learning."
What You’ll Find Here:
• 📚 Study Materials & Assignments
• ❓ MCQs & Creative Suggestions
• 📝 Short Notes & Math Tricks
• 📢 Admission Circulars & Scholarship Info
• 🏫 School, College & University Updates
• 📰 Educational News, Hacks & Announcements
About Me
Supoth Kanto Sarker Supto
🎓 Teacher | 🎤 Speaker | 💡 Education Enthusiast | 🌐 Digital Marketing & SEO Expert.
🏢Founder & CEO of Accounting Fighter.
Accounting Fighter
" বিলাসিতার রঙিন জগতে, আমি এক সাদা-কালো মস্তিষ্কের মানুষ "🫰
2 weeks ago | [YT] | 12
View 2 replies
Accounting Fighter
Hlw honorable students and friends
আপনাদের মাঝে কেউ কি আছেন যিনি ধানমন্ডি 8Aতে থাকেন বা আশেপাশে কোনো এলাকায় আছেন? আপনাদের সহযোগিতা আশা করছি যদি কোনো সহৃদয় ব্যক্তি থেকে থাকেন, অনুগ্রহ করে আমাকে একটু নক দিবেন।
3 weeks ago | [YT] | 3
View 3 replies
Accounting Fighter
প্রিয় শিক্ষার্থীরা,
ব্যক্তিগত কাজে দেশের বাহিরে থাকার কারনে আমি বা আমার সহকর্মীরা কেউ আপডেট ভিডিও দিতে পারছি না। আমাদের বেশ খানিক টা সময় লাগবে। আমরা অতি দ্রুত দেশে ফিরে কাজ শুরু করে দিবো।
এ অবস্থায় যারা আমাদের সাথে যোগাযোগ করতে পারছো না বা তোমাদের কোনো প্রশ্নের উত্তর পাচ্ছেো তার জন্য দুঃখিত।
1 month ago | [YT] | 7
View 12 replies
Accounting Fighter
🗞️২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ আগামী ১ মার্চ থেকে শুরু হবে।
💫 নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে, ফলাফল আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে দিতে নির্দেশনা দেয়া হয়েছে।
1 month ago | [YT] | 5
View 1 reply
Accounting Fighter
BREAKING 📌📌
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা কমানো হয়েছে!
এখন GPA ৬.৫০ থাকলেই B, C ও D ইউনিটে পরীক্ষা দিতে পারবে 😱🔥
1 month ago | [YT] | 7
View 0 replies
Accounting Fighter
“If you are capable, the whole world will adjust to you. But if you fail, you will have to adjust to the whole world.”
👉 যখন তুমি নিজেকে যোগ্য করে তুলবে, তখন মানুষ, পরিস্থিতি, এমনকি সময়ও তোমার পক্ষে কাজ করবে।
কিন্তু তুমি যদি দুর্বল হও বা অযোগ্য থেকে যাও, তখন পরিস্থিতির সাথে তোমাকেই মানিয়ে নিতে হবে — কারণ পৃথিবী কারও জন্য থেমে থাকে না।
🔹 শিক্ষণীয় সত্য:
পৃথিবী কাউকে ভালো বা মন্দ হিসেবে বিচার করে না —
সে কেবল যোগ্যতা চিনে।
তুমি যদি নিজের যোগ্যতা প্রমাণ করতে পারো,
তাহলে মানুষ, সময়, ভাগ্য — সব তোমার হয়ে কাজ করবে।
কিন্তু যদি না পারো,
তাহলে তাদের সাথে তোমাকেই মানিয়ে নিতে হবে।
1 month ago | [YT] | 15
View 0 replies
Accounting Fighter
আপনি যতই ট্যালেন্টেড হন, যতই কাজ জানুন — যদি “Office Politics” না বোঝেন, তাহলে একসময় দেখবেন, আপনার জায়গাটা কেউ
“Relationship” দিয়ে দখল করে নিয়েছ Corporate Reality Check:
1 “Work Hard” নয়, “Play Smart” কালচার
অফিসে সবসময় “Who you know” অনেক সময় “What you know” এর চেয়েও গুরুত্বপূর্ণ।
আপনি প্রেজেন্টেশন দারুণ করলেন, কিন্তু বসের সাথে যে ভালো সম্পর্ক রাখে — সে-ই প্রমোশন পায়।
২। Team Dynamics beats Individual Talent
আপনি যতই ব্রিলিয়ান্ট হোন, যদি টিমের কারও ইগো হিট করে দেন — ধীরে ধীরে আপনি “Out of circle”!
– ভুল ধরলে আপনি “Negative”
– বেশি কাজ করলে “Show Off”
– কম বললে “Silent worker”
অর্থাৎ, Politics-free zone বলে কিছু নেই!
৩। “Teamwork” নামে Influence Game!
বাংলাদেশের অনেক অফিসে “Team coordination” মানেই “Whom you please”!
যে বেশি “Sir” বলতে পারে, decision challenge করে না — সেও “Culture Fit”!
আর নতুন আইডিয়া দেয়া মানুষটাকেই বলা হয় “Too aggressive.
৪। বাস্তব উদাহরণ:
একজন ব্রিলিয়ান্ট মার্কেটিং এক্সিকিউটিভের নতুন আইডিয়া “Rejected” হয় কারণ টিমে তার বন্ধুবান্ধব ছিল না।
কয়েক সপ্তাহ পর সেই একই আইডিয়া বসের প্রিয়জন পেশ করে — আর সেটাই হয় “Approved আইডিয়া নয়, আইডিয়া কার মুখ থেকে আসছে সেটাই মেইন ফ্যাক্টর
৫। মানসিক প্রভাব:
Bangladesh Employee Sentiment Survey (2024) অনুযায়ী —
৭৬% কর্মী বলেন, internal politics তাদের ক্যারিয়ার গ্রোথে বাধা দেয় ৬১% মনে করেন, “Hard work is less valued than good connections.”
Conclusion:
Corporate success isn’t just about performance — it’s about perception, relationship, and strategy.
Talent আপনাকে visible করে, কিন্তু politics-ই ঠিক করে আপনি টিকবেন কিনা।
1 month ago | [YT] | 4
View 0 replies
Accounting Fighter
এইচএসসি পরীক্ষার জন্য নির্দেশনা না পাওয়া পর্যন্ত টেস্ট পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
HSC 26 Batch এর ক্লাস কার্যক্রম চলমান থাকবে ✅
1 month ago | [YT] | 11
View 0 replies
Accounting Fighter
🌙 “শুধু চোখে পড়ে না”
আমরা অনেক সময় নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি,
দিনরাত পরিশ্রম করি, তবুও মনে হয়—ফল আসছে না।
বাস্তবিক অর্থে আমরা ভাবি, কিছুই হচ্ছে না…
কিন্তু সত্যি কথা হলো—
হচ্ছে, শুধু এখনো আমাদের চোখে পড়ছে না।
যে পরিশ্রম আজ নীরব,
সেই পরিশ্রমই কাল কথা বলবে।
সময়ই একদিন প্রমাণ করে দেবে—
তুমি বৃথা দৌড়াওনি,
তোমার প্রতিটি চেষ্টা ছিল অর্থবহ। ✨
যেমন গাছ চারা অবস্থায় ধীরে ধীরে মাটির নিচে শক্ত হয়,
তেমনি তোমার progress ও এখন ভিতরে ভিতরে গড়ে উঠছে—
চোখে না পড়লেও, সেটাই তোমার ভবিষ্যতের ভিত। 🌱
1 month ago | [YT] | 14
View 0 replies
Accounting Fighter
🌟 একটি নতুন মাইলফলক — 20,000 Subscribers! 🌟
আজ "Accounting Fighter" পরিবার ছুঁয়ে ফেলেছে ২০,০০০ প্রিয় মুখের ভালোবাসা। 🎉
এটা কেবল একটি সংখ্যা নয় — এটি প্রতিটি মানুষের আস্থা, প্রতিটি মন্তব্যের উৎসাহ,
আর প্রতিটি নিরলস শিক্ষার্থীর স্বপ্নের প্রতিফলন।
প্রতিটি ভিউ মানে একটুকরো বিশ্বাস,
প্রতিটি লাইক মানে একফোঁটা ভালোবাসা,
আর প্রতিটি সাবস্ক্রিপশন — যেন আমার শিক্ষাযাত্রার নতুন অধ্যায়।
✨ আমাদের লক্ষ্য — জ্ঞানকে আরও সহজ, আরও হৃদয়ের কাছাকাছি করা।
✨ আমাদের প্রতিজ্ঞা — যে শিক্ষার্থী শেখার চেষ্টা করে, Accounting Fighter তার পাশে থাকবে সবসময়।
এই পথচলায় তোমরাই আমার অনুপ্রেরণা, তোমরাই আমার শক্তি।
আমি বিশ্বাস করি — একদিন আমরা একসাথে আরও বড় স্বপ্ন ছুঁয়ে দেখবো,
আর সেই দিনও তোমরাই থাকবে পাশে, ঠিক আজকের মতো। 🚀
💙 আন্তরিক ধন্যবাদ Accounting Fighter পরিবারের প্রতিটি সদস্যকে।
তোমাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় অর্জন।
1 month ago | [YT] | 10
View 2 replies
Load more