my dream of life

আমার লেখা কবিতা ও গল্প।writing by moni modak। কলমে ও কণ্ঠে : মনি মোদক 🙏🙏

সবাইকে নমস্কার আমি মনি মোদক। আমি আমার এই ইউটুব চেনেল এ আমার লেখা সমস্ত রকমের নতুন কবিতা ও গল্প আপনাদের কাছে তুলে ধরতে চায়। আপনাদের যদি নতুন ধরনের কবিতা বা গল্প ভালো লেগে থাকে তাহলে দয়াকরে আমার চেনেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করুন।আমাকে এই নতুন পথ চলতে প্লিজ সাহায্য করুন। আপনাদের একটু সাপোর্ট এ আমি আমার স্বপ্নটা পূরণ করতে সফল হবো।

💐🙏🙏🙏🙏🙏💐 moni modak



my dream of life

7 months ago | [YT] | 32

my dream of life

8 months ago | [YT] | 15

my dream of life

নতুন বাংলা কবিতা
https://youtu.be/p1SpcpHENSA?si=DmyFw...

8 months ago | [YT] | 12

my dream of life

আমার সকল বন্ধুকে আন্তরিক ভালোবাসা ও শুভকামনা। আমার সকল বন্ধুরা কেমন আছো জানিও? আমি অনেক দিন যাবৎ কোনো কবিতার ভিডিও দিতে পারছিনা, আমার শরীর ভীষণভাবে অসুস্থ😔একটা অপারেশন হয়েছে গত সপ্তাহে। তাই আমার সকল বন্ধুকে অনুরোধ সকলে পাশে থেকো প্লিজ 🙏কেউ ভুল বুঝে চলে যেওনা 😔।আমার শরীর অনেক দিন যাবৎ খারাপ যাচ্ছে প্রায় ৩ - ৪ মাস থেকে তাই কারোর ভিডিও দেখতে পারিনা, তাই বন্ধুরা কেও ভুল বুঝে চলে যেওনা প্লিজ 🙏।আর নতুন বন্ধুরা তোমরাও পাশে থেকো 🙏আমি তোমাদের পাশে আছি সবসময় আর থাকবো ❤️❤️।। 🙏🙏

1 year ago | [YT] | 14

my dream of life

আমার সকল বন্ধুকে জানাই আন্তরিক শুভকামনা ও আগামীদিনের শুভেচ্ছা। যারা নতুন বন্ধু হতে চান তাঁরা দয়া করে ফুল ভিডিও দেখে তার পর লাইক কমেন্টস করবেন না হলে সাব কেটে যায়। আর নতুন বন্ধু হতে চাইলে কমিউনিটি তে একটা লেটার দিবেন , আমি সময় মতো ব্যাক দিয়ে দেব। কিন্তু অনেকে এমন বন্ধু আছে যারা সাব করে কিন্তু রিটার্ন বন্ধুত্ব পেয়ে যাবার পরে সাব কেটে দেই, এটা একদমই উচিত না সকলের ভাবনার ও বন্ধুত্বের মর্যাদা দেওয়া উচিত এভাবে কাউকে বোকা বানিয়ে উপরে উঠা যায়না। তাই বন্ধুত্বের ভালোবাসা ও সন্মান বজায় রাখতে চেষ্টা করুন,কারো পাশে থাকলে ভালো মানবিকতা নিয়ে পাশে থাকুন দুদিন পরে কেটে চলে যাবেন না। নতুন বন্ধুদের আমন্ত্রণ জানালাম এবং পুরোনো বন্ধুদের সাথে থাকার অনুরোধ জানালাম। কেউ পাশে থাকলে আমি অবশ্যই তার পাশে থাকবো। 🙏🙏🙏🙏🙏

1 year ago | [YT] | 34

my dream of life

আমার সকল বন্ধুকে জানাই অনেক অনেক শুভকামনা 🙏🙏। আজ এই পোস্টটা করার আমার একটাই কারণ, কিছু দিন থেকেই আমার প্রচুর পরিমানে সাব কেটে যাচ্ছে বন্ধুরা। অনেকে পুরো ভিডিও না দেখেই সাব করছে কেউবা সাব করে ২-১দিন পর তুলে নিচ্ছে, এটা কেন বন্ধুরা? এরকম টা করা উচিত নয়। আমরা সকলে কিছু না কিছু কারণে এই প্লাটফর্ম এ চেনেল খুলেছি, সকলের একটা না একটা স্বপ্ন আছে সেটা নিজের প্রতিভার উপর নির্ভর করে তাই বন্ধুরা কেউ ফুল ওয়াচ না করে সাব করবেনা সেটা আমি বা অন্যকেউ যেই হোকনা কেন। আর এই প্লাটফর্ম -এ কেউ একা একা স্বপ্ন পূরণ করতে পারেনা। স্বপ্ন পূরণ করতে হলে একে অন্যকে পূর্ণ বন্ধুত্বের মর্যাদা দিতেই হবে। তাই বন্ধুরা সকলকে একটাই অনুরোধ পুরো ভিডিও দেখে তার পর সাব করবে। এসো বন্ধুরা সবাই সবাইকার পাশে থাকি। যদি কিছু ভুল হয়েছে ক্ষমা করে দিও 🙏🙏🙏🙏
আর সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা 💐💐💐।।

1 year ago | [YT] | 31