Musical Swarnali

Musical Swarnali - Share all kinds of songs - like Rhyming Songs | Rabindra Songs | Nazrul Songs | Modern Songs | New Bangla Romantic Songs | Movie Songs | Country Songs,etc.This channel is very different from all the music channels.
 So,If you are pleased to listen and visit my channel😊
Thank you very much everyone for reading this short description of mine.Stay with me🥰 please subscribe my YouTube channel...◉‿◉


Musical Swarnali

আমার বাবার জন্য প্রার্থনা করবেন সবাই,যেন দ্রুত সুস্থ হয়ে উঠে বাড়ি যেতে পারে।

1 month ago | [YT] | 0

Musical Swarnali

রবীন্দ্র জয়ন্তীতে আমার নিবেদন।

সবাইকে শোনার আমন্ত্রণ রইলো।

3 months ago | [YT] | 5

Musical Swarnali

Hello Everyone 👋😊

অনেকদিন পরে একটা গান আপলোড করলাম সকলকে শোনার জন্য আমন্ত্রণ রইলো🎼🎶❤️

গানটি শুনবেন আর লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ😊সকলকে।

#musicalswarnali

3 months ago | [YT] | 1

Musical Swarnali

Today is April Fool's Day.
Believe Nothing.
Trust No One

5 months ago | [YT] | 0

Musical Swarnali

কোকিল এতো সর্বনাশ করেও তার কিন্তু,প্রশংসা আছে বলতে হবে।

সেটা কি ? সে আবার নাকি সুমধুর ডাক দেয় কুহুকুহু করে। বসন্তের কোকিলের ডাক শুনতে বড়ো মিষ্ট 😄লাগে!

কোকিল নিজে কু হয়ে অন্য কে কু বলতে আসে বিষয়টি একটু ভাবার আছে কিন্তু🤔 কেননা কোকিল কাকের বাসায় গিয়ে কাকের ডিম ফেলে দিয়ে নিজে ডিম পেরে সেই ডিম কাককে দিয়ে ফুটিয়ে নেয়।

বোকা কাক ভাবে ওরি ডিম ফোটাচ্ছে কিন্তু আসলে তো কাক কোকিলের ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করছে ।যখন ডিম ফুটে বাচ্চা বের হয় তখন কাকের বাচ্চাও কালো রংয়ের ওদিকে কোকিলের বাচ্চাও কালো রংয়ের।
এখন কাক বুঝবে কি করে যে ওর বাচ্চা না এগুলো?🤔

যখন কোকিলের বাচ্চা কা কা করা বাদ দিয়ে কুহু করে উঠে ঠিক তখন কাক বুঝতে পারে বাচ্চা ওর না,কোকিলের।

আবার কোকিল কাক ছাড়াও অন্যান্য অনেক রকমের পাখিদের ডিম খেয়ে আসে। ডিম খেয়ে এসে সে আবার তার সুমধুর কন্ঠে অন্য কে কু বলতে আসে। কতটা বোঝার ব্যাপার আছে এখানে,,,,,,,,,

একটানা যখন কোকিল সত্যিই ডাকতে থাকে তখন কোন দিক থেকে যে মধুর মনে হয় ডাক আমি সেটাই ভাবতে থাকি কি জোরে চিল্লায় কর্কশ ভাবে।

তাহলে কোকিল এর কাণ্ড দেখে কিছু মানুষের কাণ্ড বোঝা কি যায়?নাকি পরিষ্কার করে দিতে হবে?

ভাবার মত বুঝ থাকলে মাথায় অটোমেটিক কোকিলের সাথে কিছু মানুষের কর্মকাণ্ডের মিল খুঁজে পাওয়া যাবে।

আশা করি সবাই বুঝপাতা😄👍

না বুঝলে আরও ভালো😆

আমাদের আইসিটি স্যার একটা কথা বলতেন কি বুঝা গেছে?বুঝলে ভালো না বুঝলে আরও ভালো তারপর
হা হা হা হা😄😄😄😄😄😄

5 months ago | [YT] | 0

Musical Swarnali

📌অরিত্র দার Request করা গানটি এক মাস সময় লেগে গেছে রেকর্ড করতে অসুস্থতার জন্য।

এটা আমার প্রথম YouTube থেকে অনুরোধের গান হবে যেটা খুব শীঘ্রই upload করে দেবো চ্যানেলে।

সকলকে শোনার জন্য আমন্ত্রণ রইলো ধন্যবাদ🙏🌻

6 months ago | [YT] | 1

Musical Swarnali

শরীরটা ভীষণ খারাপ আছে গান রেকর্ড করতে পারছি না,ভিডিও আপলোড করা হচ্ছে না সেই জন্য।পাশে থাকবেন সবাই।

Musicalswarnali চ্যানেলের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।🙏❤️

7 months ago (edited) | [YT] | 2

Musical Swarnali

রাজা হরিশচন্দ্র ছিলেন একজন অনেক বড় দানবীর। তার মধ্যে একটা মহৎ গুণ ছিলো।

তিনি যখন দান দেওয়ার জন্য হাত আগে বাড়িয়ে দিতেন তখন তিনি তার নিজের দৃষ্টিকে নিচে ঝুঁকিয়ে  রাখতেন।
  
এই ঘটনা সবার কাছে আশ্চর্য মনে হতে থাকে। সবার কাছে মনে হয় রাজা কেমন দানবীর যে,দান ও দেয় আবার লজ্জাও পায়?

এই খবর যখন গো স্বামী তুলসীদাসের কাছে পৌঁছায় তখন তিনি রাজাকে চারটি পঙক্তি লিখে পাঠান যেখানে লেখা ছিল -

"রাজা তুমি এমন দান করা কোথায় থেকে শিখেছো" ?

"যেভাবে তোমার হাত ধীরে ধীরে উপরের দিকে উঠে সেইভাবে তোমার নজর কিভাবে নিচের দিকে ঝুঁকে যায়"?

অদ্ভুত কথা ,,,

রাজা এর প্রত্যুত্তরে যা বলেন, সেই উত্তরটি এমনি ছিলো যে,আজ পর্যন্ত পৃথিবীতে কেউ কাউকে দেয় নি। এত মুগ্ধকর উত্তর ছিলো যেই শুনেছে সেই রাজার ভক্ত হয়ে উঠেছে।

তিনি জানান - দানওয়ালা তো আরেকজন
                      তিনি সৃষ্টিকর্তা পরমাত্মা
                     তিনি দিন রাত পাঠাচ্ছেন

কিন্তু, লোকে মনে করেন যে আমিই দিচ্ছি, রাজাই দিচ্ছে, এই ভেবেই আমার লজ্জা লাগে আর আমার দৃষ্টি নিচের দিকে ঝুঁকে যায়।

তিনিই কর্তা, তিনিই করান।
হে মানব তাহলে তুমি কেন এত ইতস্তত করছো?


একটা কথা মনে রাখতে হবে যে,

একটা নিঃশ্বাস ও তোমার হাতে নেই,,,, তিনিই ঘুম পাড়ান,তিনিই জাগিয়ে তোলেন।

একটা কথা ভেবে দেখুন

আপনাকে প্রথমে দেওয়া হয়েছে নাকি
 আপনি প্রথমে দিয়েছেন??

ভগবান প্রথমে আপনাকে দিয়েছে তারপর আপনি দিতে পেরেছেন,,,,,তাহলে কিসের এত অহংকার!!!!
                      

1 year ago | [YT] | 0

Musical Swarnali

আমি ঠিক লিখেছি তো?

1 year ago | [YT] | 0

Musical Swarnali

সকলকে জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা ❤️🙏

বন্যার্ত মানুষ,প্রাণীকুলের যেন সবাই দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসে এটাই প্রার্থনা করি।

জয় শ্রী কৃষ্ণ 🙏🙏🙏

সবার মঙ্গল হোক🙏

1 year ago | [YT] | 2