Sujatar Shilpakala

Hello viewers! Welcome or welcome back to my channel. Thank you so much for your support. Your views and your love mean a lot to me. Stay connected!!!

আমি একজন গৃহবধূ।অক্ষর শিল্পীও।তাই অক্ষর দিয়ে আঁককাটা আমার নেশা।প্রথম মুদ্রিত লেখা বারো তেরো বছর বয়সে শুকতারার হাত ধরে।পুরস্কার দুশো টাকা।এরপর কিশোর জ্ঞান বিজ্ঞানে লিখে পরপর দুবছর পুরস্কারপ্রাপ্তি হয়েছিলো।সেই শুরু।

এরপর পড়াশোনা করতে করতেই সংসার জীবনে প্রবেশ।পড়াশোনা শেষ করে স্বামীর কর্মসূত্রে ওড়িশায় দীর্ঘদিন ধরে বসবাস।আর ওড়িয়া ভাষা শিক্ষা এখান থেকেই।অনুবাদের কাজ এখান থেকেই।হিন্দিতেও অনুবাদ করেছি।

এছাড়াও প্রচুর পত্রিকাগুলোতে মৌলিক লেখা প্রকাশিত হয়েছে ও হচ্ছে।দুইপূত্র ও স্বামীকে নিয়ে আমার বর্তমান জগৎ।

চার বছর সময় দিলাম গল্পে ও কাহিনীতে।আজ(২৫.৮.২৫) মাসখানেক হলো আমার আরেক ভালোবাসার জিনিস রান্নাকরা। সেখানেও আমি কাজটি ভালো করেই করি।আর সেটিকেই আপনাদের কাছে তুলে ধরতে চাই। পুরো পরিবার আমাকে সাপোর্ট করছেন তাই পারছি এগিয়ে যেতে।

আপনার ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকুন। দেখতে থাকুন। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় আনন্দে থাকুন।নমস্কার !!