English With Azim

Welcome to my YouTube channel English With Azim. In my channel I upload all English grammatical classes like Language, Grammar, letter, alphabet, vowels, consonants, sentence, parts of sentence, classification of sentences, parts of speech, classification of noun, classification of pronouns, classification of adjective, verbs, adverbs, prepositions, conjunction, interjection, number, singular, plural, gender, case, subject verb agreement, right forms of verbs, tense, voice, narration, suffix prefix, connectors, linking words, punctuation marks, capitalization, , all writing parts like letter, paragraph, application, stories, e-mails, compositions, essays,
dialogues, amplifications, argumentative essays,
reports, notices etc.


English With Azim

Physical Exercise Paragraph ‪@englishwithazim‬

6 days ago | [YT] | 5

English With Azim

নবম ভোকেশনাল (বাংলাদেশ ও বিশ্বপরিচয়) ‪@englishwithazim‬

সকল গুরুত্বপূর্ণ সৃজনশীল 'ক' প্রশ্নের উত্তর:

👉কয়েকজন ভাষা শহীদের নাম-
সালাম , বরকত , রফিক , জব্বার ও শফিউর।

👉যুক্তফ্রন্ট ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর গঠিত হয়।

👉পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগকে মোকাবেলা করার উদ্দেশ্যে যে সংগঠন তৈরি করা হয়েছিল তাই যুক্তফ্রন্ট নামে পরিচিত।

👉পাকিস্তানের জন্ম হয় ১৯৪৭ সালের ১৪ই আগস্ট।

👉ভারতের জন্ম হয় ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট।

👉জাতিসংঘ ১৯৯৯ সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে।

👉বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

👉কোন নির্দিষ্ট ভূখণ্ডের প্রতি জাতি ধর্ম-বর্ণ ভাষা ও সংস্কৃতির ক্ষেত্রে ঐক্যমত পোষণ করাই হলো জাতীয়তাবোধ।

👉হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

👉মাতৃভাষা রক্ষার জন্য যে আন্দোলন সেটাই হলো ভাষা আন্দোলন।

👉জাতীয় শহীদ মিনারে চিত্রটি বাংলাদেশের ভাষা আন্দোলনের সাথে জড়িত।

👉ছয় দফা কর্মসূচি পেশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

👉মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল।

👉মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ই এপ্রিল।

👉১৯৫৩ সালের ৪ ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠন হয়।

👉সূর্য এবং এর গ্রহ উপগ্রহ গ্রহাণুপুঞ্জ ধূমকেতু উল্কা নিয়ে সূর্যের যে পরিবার তাকে সৌরজগৎ বলে।

👉সৌরজগতের গ্রহ মোট আটটি। সেগুলো হলো বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন।

👉সমুদ্রের পানি উপরের দিকে উঠে আসাকে জোয়ার বলে আর সমুদ্রের পানি নিচে নেমে যাওয়াকে বলে ভাটা।

👉মঙ্গল গ্রহের বর্ণ লালচে ধরনের।

👉পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর থেকে দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষরেখা বলে।

👉জোয়ার -ভাটা হয় ৬ ঘন্টা ১৩ মিনিট পর পর।

👉মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সূর্যকে সম্মুখে রেখে পৃথিবী নিজ অক্ষের আবর্তন ও নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারদিকে পরিক্রমণ করে যাকে পৃথিবীর গতি বলা হয়।

👉সৌরজগতের গ্রহ মোট আটটি।

👉সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হল বৃহস্পতি।

👉সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হল শনি

👉সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে নেপচুন।

👉পৃথিবীতে ঋতু রয়েছে চারটি।

👉মঙ্গল গ্রহের উপগ্রহ রয়েছে দুইটি।

👉আহ্নিক গতির ফলে দিনও রাত হয়। ‌

👉বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়।

👉পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর থেকে দক্ষিণে কল্পিত রেখাকে মেরু রেখা বা অক্ষরেখা বলে।

👉যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে তাকেই নাগরিক বলা হয়।

👉যে রাজনৈতিক প্রতিষ্ঠানের নির্দিষ্ট ভূখণ্ড, সংহত সরকার, জনসমষ্টি ও সার্বভৌম ক্ষমতা রয়েছে তাকে রাষ্ট্র বলে।

👉রাষ্ট্রের উপাদান চারটি । যথা- জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড , সরকার ও সার্বভৌমত্ব।

👉আইনের বিভিন্ন উৎস রয়েছে।
এগুলো হলো প্রথা ধর্ম বিচার সংক্রান্ত রায় বিজ্ঞানসম্মত আলোচনা নেয় বোধ আইনসভা।

👉রাষ্ট্র গঠনের মূল উপাদান চারটি।

👉প্রতিটি সন্তানি রাষ্ট্রের সন্তান।

👉যে রাষ্ট্র প্রত্যেক নাগরিকের জন্য নূন্যতম মৌলিক চাহিদা পূরণের সুযোগ সুবিধা প্রদান করে তাকে কল্যাণমূলক রাষ্ট্র বলে।

👉আইন হলো সে সাধারণ নিয়ম যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সার্বভৌম রাজনৈতিক কর্তৃত্ব দ্বারা প্রযুক্ত হয়।

👉বর্তমানে আমাদের দেশে ৩২৫টি পৌরসভা আছে।

👉সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুসারে জাতীয় সংসদের সদস্য সংখ্যা ৩৫০ জন।

👉বর্তমানে বাংলাদেশে ৪৯২ উপজেলা রয়েছে।

👉বাংলাদেশ জেলা রয়েছে ৬৪ টি।

👉বাংলাদেশের সিটি কর্পোরেশন রয়েছে ১২ টি।

👉সরকার বলতে শাসকগোষ্ঠীর সকলকে বোঝায় যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনায় অংশগ্রহণ করে।

👉সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি নিয়ম তান্ত্রিক প্রধান।

👉জাতীয় সংসদের সদস্য সংখ্যা ৩৫০ জন।

👉জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন সংখ্যা ৫০ টি। ‌

👉ইউনিয়ন পরিষদের কার্যকাল পাঁচ বছর।

👉একটি বিভাগের প্রধান কে বিভাগীয় কমিশনার বলা হয়।

👉বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট।

👉বাংলাদেশের বিজয় দিবস ১৬ ডিসেম্বর।

👉বাংলাদেশের স্বাধীনতা দিবস 26 শে মার্চ।

👉বিচার বিভাগ হলো দেশের আইন অনুযায়ী রাষ্ট্রের ন্যায়বিচার প্রতিষ্ঠার হাতিয়ার।

👉জাতীয় সংসদ হল আইন বিভাগের একটি প্রধান প্রতিষ্ঠান। এর সদস্য সংখ্যা ৩৫০ জন। রাষ্ট্রের সকল আইন প্রণয়ন জাতীয় সংসদেই করা হয়।

👉আইন হচ্ছে বিভিন্ন ধরনের নিয়মকানুন রীতিনীতি বা বিধি-বিধান।

👉সরকারের যে বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আইন কে বিশেষ করে প্রয়োগ করে অপরাধীর দন্ডবিধান ও নিরপরাধ ব্যক্তির নিরাপত্তা বিধান করে তাকে বিচারবিভাগ বলে।

👉সম্পদকে চার ভাগে ভাগ করা যায়।

👉জমি -জমা, বাড়ি- ঘর, নানা রকম প্রয়োজনীয় ও স্থায়িত্বসম্পন্ন সামগ্রী, স্বর্ণ রৌপ্য এগুলোকে সম্পদ বলে।

👉মানুষের অভাব পূরণের হাতিয়ারকে সম্পদ বলে।

👉মানুষ যার দ্বারা অভাব পূরণ করে তাকে সম্পদ বলে।

👉কোন দ্রব্যের মানুষের অভাব পূরণের ক্ষমতা কে উপযোগ বলে।

👉নদী -নালা জাতীয় সম্পদ।

👉সম্পর্কে চারটি শ্রেণীতে ভাগ করা যায়। যথা ব্যক্তিগত সম্পদ সমষ্টিগত সম্পদ জাতীয় সম্পদ ও আন্তর্জাতিক সম্পদ।

👉 অভাব হলো কোন সেবা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা।

👉গাছপালা আমাদের রাষ্ট্রীয় ওর সমষ্টিগত সম্পদ।

👉ব্যাংক সমূহকে প্রধানত তিনটি শ্রেণীতে ভাগ করা যায়।

👉অনেক দ্রব্য সামগ্রী এর উপর আমদানি শুল্ক বা আফগারি শুল্ক বা ভ্যাট আরোপের পরও অতিরিক্ত যে শুল্ক আরোপ করা হয় তাকে সম্পূরক শুল্ক বলা হয়।

👉গ্রামীণ ব্যাংক হল পল্লীর ভূমিহীন নারী ও পুরুষদের ঋনদানের একটি প্রতিষ্ঠান।

👉জনগণের ব্যক্তিগত আয়ের উপর যে কর ধার্য করা হয় তাকে আয়কর বলে।

👉বাংলাদেশের কৃষি খাতের অবদান ২০ শতাংশ।

👉ব্যাংক হল এমন একটি প্রতিষ্ঠান যা জনসাধারণের গঠিত অর্থ জমা রাখে এবং ঋণগ্রহী তাদের বিভিন্ন মেয়াদী ঋণ প্রদান করে।

👉দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক।

👉GNP এর পূর্ণরূপ কী?
GNP এর পূর্ণরূপ হলো Gross National Product .

👉অনেক দ্রব্যসামগ্রির উপর আমদানি শুল্ক বা আবগারি শুল্ক বা ভ্যাট আরোপের পরও অতিরিক্ত যে সুরকার করা হয় তাকে সম্পূরক শুল্ক বলা হয়।

👉গ্রামীণ ব্যাংক একটি বিশেষায়িত প্রতিষ্ঠা বিভিন্ন জামানতে গ্রামাঞ্চলে হোমিহীন ও দরিদ্র পুরুষ ও মহিলাদের এমনভাবে ঋণ প্রদান করে যাতে তারা গো স্বামী ও মহাজনদের শোষণমুক্ত হয়ে স্বাধীন ভাবে আত্মকর্মসংস্থানে নিয়োজিত থেকে জীবিকা অর্জনের সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে সচেষ্টা থাকে।

👉যে ব্যাংক জনসাধারণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে জমা রাখে এবং ব্যবসায় বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানকে স্বল্প মেয়াদি ঋণ দেয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলে।

👉আমানত তিন প্রকার।যথা- চলতি আমানত, সঞ্চয়ে আমানত ও স্থায়ী আমানত।

👉কর্তৃত্বের উপর ভিত্তি করে পরিবার দুই ধরনের।

👉যে প্রক্রিয়ায় শিশু ক্রমশামাজিক মানুষের পরিণত হয় তাকে সামাজিকীকরণ বলে।

👉পরিবার হলো একটি ক্ষুদ্রতম সামাজিক সংগঠন যেখানে পিতা-মাতা ও তাদের সন্তান-সন্ততি একত্রে বসবাস করে।

👉স্বামী- স্ত্রী ও তাদের অবিবাহিত সন্তান-সন্ততি নিয়ে গঠিত পরিবারকে একক পরিবার বলে।

👉ইসলাম ধর্মের দুটি বৃহৎ উৎসবের নাম হল ঈদুল ফিতর ও ঈদুল আযহা।

👉পরিবার গঠনের পূর্ব শর্ত হচ্ছে বিবাহ।

1 week ago | [YT] | 4

English With Azim

Wh-words ‪@englishwithazim‬

Wh-words মোট ৯টি। যথা -

Who, Why, How,
What, When, Whom
Which, Where, Whose

Who কে, কে কে, কারা, কারা কারা
Why কেন
How কত, কেমন, কীভাবে
What কী
When কখন
Whom কাকে
Which কোনটি, কোনগুলো
Where কোথায়
whose কার

কারোর কাছে বলতে গেলে
আগে বলতে হবে তিন অক্ষর বিশিষ্ট Wh-words
তারপর চার অক্ষর বিশিষ্ট wh-words
এবং শেষে পাঁচ অক্ষর বিশিষ্ট wh-words
অর্থাৎ এভাবে-
Who Why How
What When Whom
Which Where whose

1 week ago | [YT] | 3

English With Azim

List of Auxiliary verbs ‪@englishwithazim‬
Be verbs 👉 am , is, are, was, were
Do verbs 👉 do, does, did
Have verbs 👉 have, has had
Modal verbs 👉 shall, should, will, would, can,
could, may, might, must, need,
dare, used to, ought to.

1 week ago | [YT] | 4

English With Azim

ভূগোল ও পরিবেশ

1 week ago | [YT] | 26

English With Azim

অর্থনীতির কয়েকটি প্রশ্নের উত্তর দেয়া হলো‪@englishwithazim‬

১/অর্থনৈতিক কার্যাবলী কত প্রকার?
২/বাণিজ্যিক ভারসাম্য বলতে কি বুঝায়?
৩/ সম্পদ কাকে বলে?
৪/ সম্পদের শ্রেণীবিভাগ উল্লেখ কর ।
৫/ শিল্প গড়ে ওঠার নিয়ামক গুলো লেখ।
৬/ জলবায়ু বলতে কী বোঝায়?
৭/ আমদানি কাকে বলে?

১। অর্থনৈতিক কার্যাবলী কত প্রকার?

​অর্থনৈতিক কার্যাবলী প্রধানত তিন প্রকার:
১. প্রাথমিক খাত: কৃষি, মৎস্য শিকার, খনিজ সম্পদ উত্তোলন।
২. মাধ্যমিক খাত: শিল্প ও উৎপাদন।
৩. সেবা খাত: শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং, পরিবহন।

​২। বাণিজ্যিক ভারসাম্য বলতে কী বোঝায়?

​বাণিজ্যিক ভারসাম্য হলো একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের মোট আমদানি ও রপ্তানির মূল্যের পার্থক্য। রপ্তানির চেয়ে আমদানি বেশি হলে বাণিজ্য ঘাটতি হয় এবং আমদানি কম হলে বাণিজ্য উদ্বৃত্ত হয়।

​৩। সম্পদ কাকে বলে?

​সম্পদ হলো এমন কোনো বস্তু বা সেবা যা মানুষের প্রয়োজন বা অভাব মেটাতে সক্ষম। এর চারটি মূল বৈশিষ্ট্য হলো: উপযোগ, স্বল্পতা, হস্তান্তরযোগ্যতা ও বাহ্যিকতা।

​৪। সম্পদের শ্রেণিবিভাগ উল্লেখ কর।

​সম্পদকে বিভিন্নভাবে ভাগ করা যায়, যেমন:

​প্রাকৃতিক সম্পদ: মাটি, জল, বন।

​মানবিক সম্পদ: শ্রম, জ্ঞান।

​উৎপাদিত সম্পদ: যন্ত্রপাতি, রাস্তা।

​৫। শিল্প গড়ে ওঠার নিয়ামকগুলো লেখ।

​শিল্প গড়ে ওঠার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ামক হলো:

​কাঁচামালের সহজলভ্যতা

​শ্রমিক ও মূলধন

​বাজার ও পরিবহন ব্যবস্থা

​বিদ্যুৎ ও শক্তি

​৬। জলবায়ু বলতে কী বোঝায়?

​জলবায়ু হলো কোনো অঞ্চলের দীর্ঘ সময়ের (সাধারণত ৩০-৪০ বছর) আবহাওয়ার গড় অবস্থা। এটি সেই অঞ্চলের তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ইত্যাদির সামগ্রিক চিত্র।

​৭। আমদানি কাকে বলে?

​আমদানি হলো এক দেশ থেকে অন্য দেশে পণ্য বা সেবা কিনে নিয়ে আসা। যেমন, বাংলাদেশ যখন বিদেশ থেকে তেল বা মোবাই আনে তখন সেটাই হলো আমদানি।

1 week ago | [YT] | 6

English With Azim

আমাকে কেমন লাগছে ? ‪@englishwithazim‬

2 weeks ago | [YT] | 13