Official YouTube Channel of Ayub Bachchu and LRB


Ayub Bachchu

আজ থেকে অন্তত বছর দশেক পেছনে ফেরা যাক। সময় ২০১৪ সালের দিকের। ইনবক্সে দুজন মানুষ কথা বলছেন। কথা হচ্ছে পেছনে ফেলা আসা স্মৃতিময় এক অনন্য সময়ের। চিরায়তই তাদের সব কথাই শেষ হয়েছে গানে আর সুরে। এবারও তার ব্যতিক্রম নয়। এই দুজন মানুষের একজন আইয়ুব বাচ্চু।

খুব আগ্রহ নিয়ে কিছু লিরিক দেখছেন ইনবক্সে। হঠাৎ হঠাৎ গুনগুন করে কি যেন দু এক লাইন সুরে ফেলছেন। তাঁর চোখ জুড়ে বেশ উচ্ছ্বাস। হঠাৎ কি যেন এক উচ্ছাস তাকে পেয়ে বসল। আবার সেই ইনবক্সে ফিরে গেলেন। উৎসাহ নিয়েই লিখলেন “চল একটা ভিন্ন কিছু করি এবার”। ইনবক্সের ওপাশের মানুষটি হাজার ক্রশ দূরে পৃথিবীর আরেক প্রান্তে বসে তাঁর এই ছেলে মানুষী আবেগ টের পেলেন। নব্বইয়ের সেই পুরোনো দিনের এক সৃষ্টি সুখের উন্মাদনায় বিভোর আইয়ুব বাচ্চুকে যেন দেখতে পেলেন এক মুহূর্তের জন্য। ইনবক্সের এপাশে মানুষটি নিয়াজ আহমেদ অংশু।

ইনবক্সে গানের কথা আসছে। তিনি সুর বসাচ্ছেন এক মনে আবার উচ্ছ্বাস নিয়ে তার কিছু কিছু ডেমো কাট ইনবক্সে পাঠিয়ে দিয়ে বলছেন “অংশু শুনে দেখতো”। এখানে একটা অদ্ভুত বিষয় ঘটছে। অংশু কখনই গতানুগতিক ধাঁচে ফেলা গীতি কাব্য রচনা করেননি। যথারীতি এবার তাই। আইয়ুব বাচ্চু বললেন " অংশু, এগুলি তো গান নয়! কেমন যেন জমানো অনেক গুলি মুহূর্ত। এই মুহূর্ত গুলি গৎবাঁধা সুরে ফেলা কঠিন। বরং চল ভিন্ন কিছু করি।" অংশু শেষ লাইনটি পড়ে একটু হকচকিয়ে বসলেন। তিনি "চল ভিন্ন কিছু করি" কথাটির মানে জানেন। এর মানে তিনি আরেকবার সুর আর সংগীতে গতানুগতিকের বাইরে নতুন কিছু সৃষ্টি করে বেঞ্চমার্ক তৈরি করবেন।

মেলবোর্নে এর পর অংশুর অদ্ভুত কিছু মুহূর্ত ধীরে ধীরে সুরের শরীরে জীবন ফিরে পায়। এই মুহূর্ত গুলি অদ্ভুত, এই মুহূর্তের গল্প গুলিও অদ্ভুত আর তাতে দেয়া সুরের সঞ্জীবনীও বড় অদ্ভুত। আইয়ুব বাচ্চু চেয়েছিলেন একটা পুরো স্টুডিও এ্যালবাম তৈরি করবেন। সুর বসিয়েছিলেন প্রায় সব গুলি গানে। কোন কোন গানের ইন্সট্রুমেন্ট মাস্টার ও রেডি করেছিলেন। এটা হয়ত আইয়ুব বাচ্চুর সব থেকে বেশি নিরীক্ষা ধর্মী সলো হতে পারতো। কোন কোন ট্র্যাক সম্পূর্ণ ভিন্ন সুর ও সংগীতে ৩-৪ টি অলটারনেটিভ মাস্টার রেডি করেন। তিনি বলেছিলেন একটু সময় নিয়ে তিনি মাস্টারিং করবেন।

কী অদ্ভুত একাকিত্ব আর অভিমান তাকে পেয়ে বসেছিল। হঠাৎ কি অভিমানে সব কিছু একপাশে সরিয়ে নিলেন। তাঁর পর ইনবক্সে আবার দীর্ঘ নীরবতা। আইয়ুব বাচ্চু সে অভিমান ভেঙ্গে আর ফেরেন নি। নীরবতার মলাট বন্দি করে রেখে গেছেন এলোমেলো কিছু গান, গিটারের সুর আর কিছু মুহূর্ত। সেই সব মুহূর্তের মুহূর্ত গুলির কিছু অংশ আপনাদের জন্য আমরা উন্মুক্ত করছি।

সাথে থাকুন। ধন্যবাদ

1 year ago | [YT] | 240

Ayub Bachchu

১৮.১০.২০২৪...
তাঁকে মনে পড়ে খুব।
অগণিত মানুষের উত্তাল সমুদ্রে
স্টেজের আলো আঁধারিতে।
রাত করে ঘরে ফেরা কবিতার দল
কি খুঁজে ফেরে তাঁর নতুন গানের সুর?
ঘর ছাড়া এক সুখী ছেলে
কি বারবার ফিরে আসে তাঁর টানে?
আমি ঘুরে ফিরে বেড়াই।
দেখি ঠিকঠাক আছে সব আগেরই মতোই।
শুধু সে মানুষটি নাই।
২,১৯২টা দিন আর রাত
চলে গেলো দেখতে দেখতে।
সে বারবার ফিরে আসে।
ফিরে ফিরে আসে।
গানে গানে এ শহরে পাখিদের সমাবেশে।
দুর মফস্বলে ভালোবাসার কার্নিশে।
তাঁকে ভুলে যাওয়া কি এতটা সহজ!

আজকের এই দিনে তার জন্য প্রার্থনা করি
“স্রষ্টা তাকে রেখো সযতনে, যেখানে সে আছে।”

#RockIconOfBangladesh

1 year ago | [YT] | 319

Ayub Bachchu

সাগরের ঢেউ যেমন হয় না কারো আপন
আশার আলো জ্বেলে যাও
জীবনের গান গাও ...
দুঃখকে কর জয়

কথা: আইয়ুব বাচ্চু
এ্যালবাম:মন চাইলে মন পাবে

Image by: Foysal Khan Shafin
#RockIconofBangladesh #AyubBachchu

1 year ago | [YT] | 111

Ayub Bachchu

HAPPY RAMADAN

1 year ago | [YT] | 57

Ayub Bachchu

দুঃখকে এমন মৌন বিষাদ সিক্ত কাব্যে কে উচ্চারণ করবে? হিমালয়ের সম মৌনতায় সুরে কে ডুবাবে এই সব দুপুর সন্ধ্যে?
শুধু মুঠো ভরা শূন্যতা
আর অন্ধকার ছাড়া ....
আইয়ুব বাচ্চু, এইসব এলোমেলো দুপুর জুড়ে আপনাকে খুঁজে ফিরি।

1 year ago | [YT] | 86

Ayub Bachchu

আইয়ুব বাচ্চু যে প্রগাঢ় ভালোবাসায় জড়িয়ে রেখেছিলেন আমাদের ঠিক তেমনি অকৃত্তিম ভালবাসায় জড়িয়ে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মান্তর। জনাব মোহাম্মদ সোহেল ইকবাল, চিটাগং কলেজের আইয়ুব বাচ্চুর জুনিয়র সহপাঠী। শ্রদ্ধা আর ভালবাসায় স্মরণ করেছেন তার প্রাক্তন কিংবদন্তি সিনিয়র সহপাঠীকে।
আসলে ভালোবাসাটা এভাবেই ছিল এভাবেই থাকে!

#AyubBachchu #TheRockIconOfBangladesh

Click the link below to watch:
fb.watch/qq3VcNfsD1/

1 year ago | [YT] | 115

Ayub Bachchu

Let the rhythm take you back to Ayub Bachchu's unforgettable concert! 🎵🎸

December 23, 2017
Image by: Ahasan Ul Karim
#MusicMagic #AyubBachchu #LRB

1 year ago | [YT] | 111

Ayub Bachchu

জন্ম লগ্নেই বাঙালী
বাংলাই অহংকার
বাংলায় জন্ম
বাংলায় মৃত্যু .......আর
২১ আমাদের অহংকার

1 year ago | [YT] | 49