যেই পতাকা বদরের প্রান্তরে রাসূলে আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শের ই খোদা আলী ইবন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর হাতে তুলে দিয়েছিলেন আজকে আমরা কালিমার সেই কালো পতাকাকে নিজেদের জন্য বিপদজনক ভাবছি? যেই পতাকা উত্তোলিত হলে একসময় কাফির-মুশরিকদের অন্তরাত্মা কেঁপে উঠতো, সেই পতাকা আজ জেনারেল ধর্মপ্রাণ যুবকদের হাতে হাতে ছড়িয়ে পড়েছে বলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি? যেই পতাকা ওহুদ, বদর, খায়বারে আমাদের প্রেরণার বাতিঘর ছিল, সেই পতাকা ধারণকে আজ আমরা যুবকদের অতি জজবাতী আচরণ হিসেবে দেখছি? মুতার প্রান্তরে যেই পতাকা উঁচিয়ে রাখার জন্য জাফর ইবন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু নিজের দুই হাত হারিয়ে ফেলার পরও মাটিতে পড়তে দেননি, নিজের শরীর দিয়ে উঁচিয়ে ধরেছিলেন, ১৪০০ বছর পর সেই পতাকা উত্তোলনকে আজ আমরা বিপদজনক মনে করছি নিজেদের জন্য? ইয়া মালিক, এই উম্মতের একাংশ আজ কতটা পরাজিত মানসিকতা ধারণ করেছে, কুফফারদের দাসত্বের শৃঙ্খলে নিরাপত্তা খুঁজছে, ভাবা যায়? ইয়া উম্মাহ, জাতীয়তাবাদের কুফরী পতাকা ছুড়ে ফেলুন, ধারণ করুন ইসলামের পতাকা। সাম্রাজ্যবাদী অপশক্তির জুজু অন্তর থেকে মুছে ফেলুন। এই শতক ইসলামের বিজয়ের শতক ইন শা আল্লাহ।
R A BaDsHa
যেই পতাকা বদরের প্রান্তরে রাসূলে আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শের ই খোদা আলী ইবন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর হাতে তুলে দিয়েছিলেন আজকে আমরা কালিমার সেই কালো পতাকাকে নিজেদের জন্য বিপদজনক ভাবছি?
যেই পতাকা উত্তোলিত হলে একসময় কাফির-মুশরিকদের অন্তরাত্মা কেঁপে উঠতো, সেই পতাকা আজ জেনারেল ধর্মপ্রাণ যুবকদের হাতে হাতে ছড়িয়ে পড়েছে বলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি?
যেই পতাকা ওহুদ, বদর, খায়বারে আমাদের প্রেরণার বাতিঘর ছিল, সেই পতাকা ধারণকে আজ আমরা যুবকদের অতি জজবাতী আচরণ হিসেবে দেখছি?
মুতার প্রান্তরে যেই পতাকা উঁচিয়ে রাখার জন্য জাফর ইবন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু নিজের দুই হাত হারিয়ে ফেলার পরও মাটিতে পড়তে দেননি, নিজের শরীর দিয়ে উঁচিয়ে ধরেছিলেন, ১৪০০ বছর পর সেই পতাকা উত্তোলনকে আজ আমরা বিপদজনক মনে করছি নিজেদের জন্য?
ইয়া মালিক, এই উম্মতের একাংশ আজ কতটা পরাজিত মানসিকতা ধারণ করেছে, কুফফারদের দাসত্বের শৃঙ্খলে নিরাপত্তা খুঁজছে, ভাবা যায়?
ইয়া উম্মাহ, জাতীয়তাবাদের কুফরী পতাকা ছুড়ে ফেলুন, ধারণ করুন ইসলামের পতাকা। সাম্রাজ্যবাদী অপশক্তির জুজু অন্তর থেকে মুছে ফেলুন। এই শতক ইসলামের বিজয়ের শতক ইন শা আল্লাহ।
#chalo_mumbai
#we_love_muhammad_sa
#kalimah
1 year ago | [YT] | 10
View 1 reply