স্বাগতম Advine Ecom Academy-তে!
আমি একজন বাঙালি এবং আমি গর্বিত আমার ভাষা, আমার সংস্কৃতি নিয়ে। তাই আমি চাই, বাংলাভাষী মানুষরাও যেন নিজেদের মাতৃভাষায় ই-কমার্স শিখে নিজের পায়ে দাঁড়াতে পারে।
এই চ্যানেলে আপনি খুব সহজ ভাষায় শিখতে পারবেন কিভাবে অনলাইনে ব্যবসা শুরু করবেন, কীভাবে Flipkart, Amazon-এর মতো জায়গায় প্রোডাক্ট বিক্রি করবেন, কীভাবে dropshipping করবেন, কিভাবে লাভ-লোকসান হিসেব করবেন এবং আরও অনেক কিছু।
আমরা ধাপে ধাপে সবকিছু বুঝিয়ে বলি যাতে নতুনরাও সহজে বুঝতে পারে। ছাত্র, গৃহবধূ, চাকরিজীবী, কিংবা কেউ যদি ঘরে বসে অনলাইনে কিছু করতে চান—তাদের জন্য এই চ্যানেল একদম পারফেক্ট।
👉 নতুন কিছু শেখার জন্য, ট্রেন্ড জানতে, আর নিজের অনলাইন ব্যবসা শুরু করতে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
যোগাযোগের জন্য ফোন করুন:
📞 9477529960





Ecom Academy

তোমরা সবাই কেমন আছো?
জীবন যেমনই হোক, হাসি যেন হারিয়ে না যায় 😊
সবাই ভালো থেকো ❤️
খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসছে 🎬🔥
সাথে থাকো 🤍

1 week ago | [YT] | 33

Ecom Academy

😁😁

1 month ago | [YT] | 7

Ecom Academy

💝আজকের অনুপ্রেরণার গল্প – অভিজিৎ অধিকারী দাদা 🙏
আজ আমাদের সাথে দেখা হলো এক অনন্য ব্যক্তিত্বের — অভিজিৎ অধিকারী দাদা
যিনি এসেছেন কোন্নগর, হুগলি থেকে।
দাদাকে আজ সামনে থেকে দেখে, কথা বলে, সত্যিই এক অন্যরকম ভালো লাগা কাজ করলো ❤️

জীবনের প্রতিটি কঠিন অধ্যায় পেরিয়ে আজ দাদা দাঁড়িয়েছেন নিজের যোগ্যতায়।
সংগ্রাম, অধ্যবসায়, আর অদম্য মনোবল — এই তিনটাকে অস্ত্র করে তিনি গড়ে তুলেছেন নিজের Home Cleaning Product Brand🧴
দাদার প্রতিটি কথা, প্রতিটি ভাবনা থেকেই বোঝা যায় — তিনি কেবল ব্যবসা করছেন না, বরং নিজের এক স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছেন।

বর্তমানে দাদা আমাদের Advine Ecom Academy থেকে ই-কমার্স শিখছেন,
নিজের ব্র্যান্ডকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রতিদিন পরিশ্রম করছেন 💼
এই শেখার আগ্রহটাই প্রমাণ করে —
যে মানুষ শিখতে জানে, সে একদিন জিততেও জানে।💪

আমার ও আমার পুরো টিমের পক্ষ থেকে দাদার প্রতি রইলো অশেষ শুভেচ্ছা, ভালোবাসা ও সম্পূর্ণ সাপোর্ট।
দাদার মতো মানুষরা প্রমাণ করে দেন,
“পরিস্থিতি নয়, মনোভাবই সাফল্যের আসল চাবিকাঠি।”

আজকের আলোচনায় আমরা কথা বলেছি দাদার ভবিষ্যৎ পরিকল্পনা,
ব্র্যান্ড গ্রোথ, অনলাইন মার্কেটিং, এবং আরও অনেক বাস্তবিক দিক নিয়ে।
দাদার উদ্যম, পরিশ্রম ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের সকলের জন্যই অনুপ্রেরণা 🌿

আমরা বিশ্বাস করি, সামনে একদিন দাদার ব্র্যান্ড
দেশজুড়ে ও আন্তর্জাতিক পর্যায়ে নিজের জায়গা তৈরি করবে।
এবং তখন সবাই বলবে —
“হ্যাঁ, এই মানুষটাই একদিন ছোট থেকে শুরু করে বড় কিছু করে দেখিয়েছিলেন!”
অভিজিৎ অধিকারী দাদার জন্য আমাদের আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ ❤️
তুমি যেমন নিষ্ঠা নিয়ে এগিয়ে যাচ্ছো,
ঠিক তেমনি একদিন তোমার ব্র্যান্ডের নাম হবে সফলতার প্রতীক 🇮🇳
#AdvineEcomAcademy #AvijitAdhikari #EntrepreneurJourney #EcommerceSuccess #MotivationalStory #BanglaInspiration #BusinessGrowth #StartYourBrand #SmallBusinessOwner #DreamBig #InspiringEntrepreneur #MadeInIndia

1 month ago | [YT] | 10

Ecom Academy

ই-কমার্স ব্যবসা ব্যবসা নিয়ে যে কোন প্রশ্ন কমেন্টে জানাও । তার উত্তর আগামীকাল ভিডিও তো পাবে । Good Night To My all Members 🥰❤️

2 months ago | [YT] | 15

Ecom Academy

Follow For More Updates 😍

2 months ago | [YT] | 9

Ecom Academy

Instagram Id ❤️

2 months ago | [YT] | 7

Ecom Academy

Full Video Coming Soon

2 months ago | [YT] | 11

Ecom Academy

Again 🔥 Congratulations Team India

2 months ago | [YT] | 5