mobile repair supporter

সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম


mobile repair supporter

নতুন সূর্য নিয়ে এলো ২০২৬,
যা কিছু পুরনো, আজ হোক সব নিঃশেষ।

ভবিষ্যতের পথে চলো করি অঙ্গীকার,
সুখ, শান্তি, আর প্রীতি আসুক বারে বার।

আলোয় ভরে উঠুক জীবন-ভুবন,
সফলতা স্পর্শ করুক সকল আয়োজন।

#happynewyear2026

2 days ago | [YT] | 61

mobile repair supporter

হাজারো জেনারেশন এর কর্মসংস্থান তৈরিতে অবদান রাখতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা যুবকদের সাথে ক্লান্তিহীন ভাবে পথ দেখিয়ে চলেছেন #গ্লোবাল_নলেজ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মো: হাফিজুর রহমান মিলন মহোদয়।

সেই সাথে গ্লোবাল নলেজ টিম সর্বাত্বক শ্রমের মাধ্যমে সেবা প্রদানের লক্ষ্যে কাজ করছে।

ছবিতে কুষ্টিয়া জেলা থেকে আগত একজন ভাই।


গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট, রাজশাহী কোর্ট ষ্টেশন।
WhatsApp 01712-657516 01792060781

Admin post

3 days ago | [YT] | 37

mobile repair supporter

আপনি কি iphone এর ব্যাটারী সমস্যায় ভুগছেন ???
বাজারের ব্যাটারী নিয়ে ভাল সার্ভিস পাচ্ছেন না ???
নিম্ন মানের ব্যাটারী লাগিয়ে important battery message দেখাচ্ছে?????

গ্লোবাল নলেজ সার্ভিস সেন্টার দিচ্ছে আপনার iphone এর সেরা কুয়ালিটি ব্যাটারী।
যেই ব্যাটারী দিবে আপনার ফোনের সঠিক ব্যাক আপ এবং Battery Health তো দেখাবেই।

গ্লোবাল নলেজ সার্ভিস সেন্টার
(স্মার্ট ফোন রিপেয়ার শপ)
রাজশাহী কোর্ট স্টেশন,দারুশা রোড, রাজশাহী।
WhatsApp +880 1615-402714

#iphonebatteryreplacement #iphonebatteryhealth
#iPhoneBattery

5 days ago | [YT] | 21

mobile repair supporter

ছাত্রদের লাঞ্চ ইনভাইটেশনে গ্লোবাল নলেজ এর চেয়ারম্যান,ট্রেনার ও ছাত্ররা ফ্রেমবন্দী।

অ্যাডমিন পোস্ট

6 days ago | [YT] | 49

mobile repair supporter

চলছে iphone ফ্ল্যাশিং এর ক্লাস।
গ্লোবাল নলেজ এর সকল ফ্রেসার ছাত্রদের পূর্ণতা দিতে সফটওয়্যার ফ্ল্যাশিং ও আনলকিং এর ট্রেনিং একদম বিনামূল্যে প্রদান করা হয়।

আজ ছিল তাদের iphone flash এর ক্লাস।

পরবর্তী ব্যাচ ৫ জানুয়ারী ২০২৬ থেকে ইনশা আল্লাহ।
গ্লোবাল নলেজ
ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট, রাজশাহী কোর্ট ষ্টেশন।
WhatsApp ⁨01712-657516⁩ 01792060781

1 week ago | [YT] | 49

mobile repair supporter

১২৩ ব্যাচের ছাত্র সাকিব (কুষ্টিয়া) এর কোর্স পরবর্তী প্র্যাকটিস শেষে নিজেস্ব প্রতিষ্ঠান দাঁড় করাতে টুলস ইকুইপমেন্ট ক্রয় করল।

তার ব্যবসায়ী যাত্রা সহজ করতে গ্লোবাল নলেজ টিম সবসময় তার সাথেই রয়েছে ইনশা আল্লাহ।

গ্লোবাল নলেজ
ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট, রাজশাহী কোর্ট স্টেশন।
WhatsApp 01712-657516 01792060781

1 week ago | [YT] | 37

mobile repair supporter

প্রো লেভেল মোবাইল ফোন সার্ভিসিং ট্রেনিং করুন গ্লোবাল নলেজ থেকে।

নতুন বছরের প্রথম ব্যাচ হবে ৫ জানুয়ারী ২০২৬ থেকে ইনশা আল্লাহ।
সাথে ইংরেজি নববর্ষের উপহার হিসেবে প্রথম ১০ জন পাবে ৫০০০ টাকা ডিসকাউন্ট।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
গ্লোবাল নলেজ
ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট, রাজশাহী কোর্ট ষ্টেশন।
WhatsApp 01712657516 01792060781

#MobileRepairTraining #MobileServicingCourse
#GlobalKnowledge
#MilonVai

1 week ago | [YT] | 16

mobile repair supporter

প্রতি রাতেই অন্তত একটি করে মৃতদেহ কে জীবিত করার চেষ্টা অব্যাহত আছে ইনশা আল্লাহ।

Motorola EDGE 50 Fusion

1 week ago | [YT] | 44

mobile repair supporter

আল্লাহর নামে গ্লোবাল নলেজ ১৩৬ তম এন্ড্রয়েড মাস্টার কোর্স যাত্রা শুরু করলাম।
ইনশা আল্লাহ এই ব্যাচ কে সফল করতে গ্লোবাল নলেজ টিম সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে।

এই ব্যাচে ২০ বছরের সিনিয়র টেকনিশিয়ান সংযুক্ত হয়েছে।

👉 পরবর্তী ব্যাচ ৫ জানুয়ারী ২০২৫

গ্লোবাল নলেজ
ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট, রাজশাহী কোর্ট ষ্টেশন।
WhatsApp 01712657516 01792060781

2 weeks ago | [YT] | 49

mobile repair supporter

১৬ ডিসেম্বর ২০২৫ শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান এ অনুষ্ঠিত হলো “সফলতার গল্প: Medal of Success”

বাংলাদেশে কারিগরি শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মো: হাফিজুর রহমান মিলন কে “সফলতার গল্প: Medal of Success” (গোল্ড মেডেল) প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মো. নাজরুল ইসলাম তালুকদার।

“সফলতার গল্প: Medal of Success” প্রোগ্রাম টি আয়োজন করে PBIF
মিডিয়া পার্টনার News 24

“সফলতার গল্প: Medal of Success” ২০২৫ অনুষ্ঠানে পুরো বাংলাদেশ থেকে ৩০ জন গুণীজন কে সংবর্ধনা দেয়া হয়।

বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি সামাজিক কাজের স্বীকৃতি প্রদানের জন্য।

Admin Post

#PBIF #সফলতার_গল্প #GlobalKnowledge

2 weeks ago | [YT] | 57