▶Assalamu Alaikum Wa Rahmatullahi Wabarakatuh
▶Dear Visitor ...........
You Ar Welcome ..............
Our Official Youtube Channel "EBADOT TV"

▶Authorised Official Media Of Abu Taw Haa Muhammad Adnan
▶EBADOT TV
The Holy Quran & Sunnah Our Way To Jannah
▶Plese Do Not Upload Any Content of Our Channel
To Any Media Without Our Permission

Abu Taw Haa Muhammad Adnan Official YouTube Channel. Ebadot TV

#ebadottv
#abutawhaamuhammadadnan
#abu_taw_haa_adnan
#waz2023

🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 🅲🅾🅼🅼🅴🅽🆃 🆂🅷🅰🆁🅴


EBADOT TV

শীতবস্ত্র বিতরণ প্রোজেক্ট ২৬ ইং
একটি মানবিক আহবান!

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই
মুহতারাম আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান হাফিজাহুল্লাহর তত্ত্বাবধানে ত্ব-হা যিন নূরাঈন ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পুরো দেশব্যাপী আয়োজন করা হয়েছে শীতবস্ত্র বিতরণ প্রোজেক্ট ২০২৫/২৬ ইং।

শীতের তীব্রতা অনেকের জন্যই দুর্বিষহ, বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে যারা আর্থিকভাবে অস্বচ্ছল। তীব্র শীতে যখন অসহায় মানুষগুলো কষ্টে পড়েন, তখন তাদের পাশে দাঁড়ানো আমাদের ঈমানী ও নৈতিক কর্তব্য। আমাদের মূল লক্ষ্য হচ্ছে, শীতে কষ্ট পাওয়া মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের জীবনযাত্রায় কিছুটা স্বস্তি এনে দেওয়ার প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।

আনাস (রাঃ) থেকে বর্ণিত হাদীসে বলা হয়েছে, আল্লাহর রাসূল (সা.) বলেছেন,

‎لا يُؤْمِنُ أَحَدُكُمْ، حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ

“তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ তোমার জন্য যা পছন্দ করো তোমার ভাইয়ের জন্যও তা পছন্দ না করবে।” (সহীহ বুখারী)

জারীর ইবনু আবদুল্লাহ (রাঃ) বলেছেন,

‎بايعت رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم

‘আমরা নামায প্রতিষ্ঠা করবো, যাকাত আদায় করবো এবং প্রত্যেক মুসলিমের কল্যাণ কামনা করবো এই শর্তে রাসূলুল্লাহ্ (সা.)-এর কাছে বাইয়াত গ্রহণ করেছি।' (সহীহ বুখারী, সহীহ মুসলিম)

উপরোক্ত হাদিস সমূহ থেকে স্পষ্ট হয়, মানবিক দায়িত্ব পালনের বিষয়টি ইসলামে কতটা গুরুত্বপূর্ণ। আর তাই আমরা যদি একে অপরের পাশে দাঁড়াই,তবে আমাদের সমাজ হয়ে উঠবে আরও মানবিক ও আলোকিত।

তাই আসুন!

আমরা সকলে মিলে আমাদের ঈমানী ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে যতটুকু সম্ভব, শীতার্তদের পাশে দাঁড়াই। খুব কি বেশি কিছু? একটি পিস কম্বল সাদাকা করতে আনুমানিক খরচ হয় মাত্র ৪৫০-৫০০ টাকা! অথচ এই একটি কম্বলই একজন অসহায় মানুষের মুখে এনে দিতে পারে অমূল্য হাসি! আমাদের আমলনামায় অসংখ্য নেকি!

আপনার সাদাকাহ নিচে মেনশনকৃত মোবাইল ব্যাংকিং ও ব্যাংক একাউন্টের মাধ্যমে পাঠাতে পারেন।

মোবাইল ব্যাংকিং নম্বর -
বিকাশ ও নগদ: 01763002627 (Personal)
বিকাশ ও নগদ: 01992263684 (Personal)
রেফারেন্স কোড: WP26

ব্যাংক অ্যাকাউন্ট:

Md. Mujahidul Islam
A/c 20501170204155012
Islami Bank Bangladesh limited Branch -Rangpur

অ্যাকাউন্ট লিমিট শেষ হলে বা বিদেশ থেকে সাদাকাহ পাঠানোর জন্য আরও তথ্য প্রয়োজন হলে,
01581619480 (WhatsApp) এ যোগাযোগ করুন।

আমাদের সামান্য সহযোগিতা অসহায় মানুষের জন্য হতে পারে এক মহান উপকার।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের প্রচেষ্টাকে কবুল করুক, আমিন।

জাযাকুমুল্লাহ খাইরান ওয়া আহসানাল জাযা!

#tawhaazinnurainfoundation #winterproject
#abutawhaamuhammadadnan

3 weeks ago | [YT] | 64

EBADOT TV

২০২৬

3 weeks ago | [YT] | 23