আমি সুদীপা। আমার চ্যানেলের নাম সুদীপার রকমারি। আমি সম্পূর্ণ নিরামিষ রান্না করে থাকি। আর আমার কিছু ভালোবাসার জিনিস গান বা অন্য সবকিছুই আমি এখানে পোস্ট করে থাকি। যদি আমার রান্না আর অন্য বাকি জিনিস গুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল টি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বন্ধুরা।
Sudipar Rakomari
আজ মায়ের কালিঘাট মন্দিরে
জয় মা 🙏🙏
3 days ago | [YT] | 14
View 9 replies
Sudipar Rakomari
একটি স্মৃতিমেদুর স্বর্ণালী সন্ধ্যা।
রানাঘাটের মহকুমাশাসক হিসাবে আমার স্বামী সুপর্ণ কুমার রায়চৌধুরী 2012 থেকে 2015 সাল পর্যন্ত কর্মরত ছিলেন। ওর চাকুরি জীবনের অনেক সুন্দর ও মনে রাখার মত স্মৃতি আছে।তার মধ্যে এই দুই তিন বছর রানাঘাটের মত প্রাচীন ও সাংস্কৃতিক জনপদের প্রশাসনিক দায়িত্ব পালন সবচেয়ে উল্লেখযোগ্য ।আরও মনের ভেতর গেঁথে আছে মহকুমাশাসকের বাংলো তে অনুষ্ঠিত কবি মিলন উৎসবের কথা।
প্রত্যেক বছর 4th সেপ্টেম্বর তে আয়োজন করা হত এই কবি মিলন উৎসবের।
তথ্যসূত্রে পাওয়া যায় যে 1894 এ রানাঘাটের মহকুমাশাসক হিসাবে কর্মরত ছিলেন কবি নবীন চন্দ্র সেন ,তাঁর সময়ে বাংলা 1301 সনের 18 ই ভাদ্র (ইংরাজি 1894,2রা সেপ্টেম্বর)কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারীর কাজে কুষ্ঠিয়া যাওয়ার পথে একদিন নবীন চন্দ্র সেন এর আমন্ত্রিত হয়ে সকাল 10টার ট্রেনে রানাঘাটের মহকুমাশাসক এর আবাসে পদার্পণ করেন ।নবীন চন্দ্র সেনের পুত্র নির্মল সেন রবীন্দ্রনাথকে সাদরে আবাস ভবনে আনেন।
নবীন চন্দ্র সেনের বয়ানে রবীন্দ্রনাথের তৎকালীন রূপ- 'মুখাবয়ব দেখিলে চিত্রিত খৃষ্টের মুখ মনে পড়ে।'
রানাঘাটের এই বাংলোতেই সারাদিন গান বাজনা,কাব্য আলোচনার মাধ্যমে কবিদ্বয় দিনটি অতিবাহিত করেন। সঙ্গে ভূরিভোজ। শোনা যায় নবীন চন্দ্র সেনের পত্নী এর আয়োজন করেছিলেন। এরপর নির্মল সেন সুকন্ঠে সঙ্গীত পরিবেশন করেছিলেন তার পর শেষে রবীন্দ্রনাথ ফ্লুটের একটি পর্দা টিপে প্রায় খালি গলায় গেয়েছিলেন 'এস এস ফিরে এস।বধূ হে ফিরে এস'।(তথ্য সুত্র-প্রয়াত কবি কার্তিক মোদক)
ঐতিহাসিক ওই ক্ষণের স্মরণে রানাঘাটের মহকুমাশাসকের তত্ত্বাবধানে এবং রানাঘাটের সকল সংস্কৃতি প্রেমী মানুষের সহযোগিতায় প্রতি বছর সাড়ম্বরে পালন করা হয় কবি মিলন উৎসবের।কোন এক সময় থেকেই এই উৎসবের আয়োজন 4th September এ শুরু হয়েছিল।
আমার স্বামীর রানাঘাটের মহকুমাশাসক হিসাবে কর্মকালে 2013 সালের কবি মিলন উৎসবের স্মৃতি আজও অম্লান।
সকালে বিশিষ্ট ব্যক্তিদের সমাবেশ হয়েছিল । কবিদ্বয়ের মর্মর মূর্তিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়েছিল। সকালের
সাংস্কৃতিক আলোচনার পর সন্ধ্যায় হয়েছিল সঙ্গীতানুষ্ঠান।রানাঘাটের অনেক শিল্পী এই অনুষ্ঠানে অংশ নেন। আমাদের বিশেষ আমন্ত্রণে এসেছিলেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রাবণী সেন।এর কৃতিত্ব অবশ্যই ফুলিয়ার প্রখ্যাত বয়নশিল্পী পদ্মশ্রী বীরেন বসাকের সুযোগ্য পুত্র অভিনব বসাকের ।ওর পরিচিতির সূত্র ধরেই শ্রাবণী সেনের কবিমিলন উৎসব সন্ধ্যাকে প্রাণবন্ত করার জন্য আগমন।
তাঁর কন্ঠে- শ্রাবনের ধারার মত পড়ুক ঝরে...., অনবদ্য ,আজও সেই সুর মনের বীণায় ঝঙ্কার তোলে।।
এই স্মৃতির ধারক কয়েকটি ছবি আজকের দিনটিতে সবার সঙ্গে ভাগ করে নিলাম।
1 week ago | [YT] | 9
View 8 replies
Sudipar Rakomari
শুভ রাখী পূর্ণিমার শুভেচ্ছা জানাই সকলকে ❤❤ 🙏
আমার ছেলে মেয়ে আজ রাখীর সন্ধ্যায় 🥰
1 month ago | [YT] | 16
View 31 replies
Sudipar Rakomari
আজকে টেকনিক্যাল কারণে, ভিডিও টি আপলোট করা গেলো না। বন্ধুরা তোমরা পাশে থেকো, খুব শিঘ্রই ভিডিও আনতে চলেছি ❤❤
2 months ago | [YT] | 9
View 14 replies