Edulife University

এডুলাইফ আইটি ইন্সটিটিউ একটি স্বনামধন্য আইটি এন্ড স্কিল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান। আমাদের মূল উদ্দ্যেশ্য দেশের তরুন, শিক্ষিত, বেকার ও নিম্ন আয়ের লোক সহ সকল ক্ষেত্রে হতাশ যেকোন মানুষকে তার নিজের যোগ্যতা ও ক্ষমতাকে কাজে লাগাতে সহায়তা করা। আপনার মতই আরেকজন যদি তার কাজের মাধ্যমে সমাজে সফল হতে পারে তাহলে আপনি কেন পারবেন না; এই বোধটি আপনার ভেতরে শক্ত ভাবে প্রতিষ্ঠিত করতে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।
আপনার ভাল মন্দ দুইটি বিষয়েই আমাদের কে লিখে জানাবেন। আর কি ধরনের ভিডিও আপনার প্রয়োজন সে বিষয়টিও আমাদেরকে জানাবেন।কারন আমরা জানি আপনি কত আগ্রহ নিয়ে ইউটিউবে আসেন, সার্চ করেন। তাই আপনার চাহিদামত ভিডিও দিতে চাই আমরা সবসময়।
এই চ্যানেলের মাধ্যমে আমরা সকলের কাছে পোঁছাতে চাই। আশা করি আপনাদের সকলের সহযোগীতা, উৎসাহ ও পরামর্শ নিয়ে সামনে এগিয়ে যাব।
=============================================================================================================
ধন্যবাদান্তে,
ডাঃ আমির হোসেন রুজেল
প্রতিষ্ঠাতা ও সিইও
এডুলাইফ।



Edulife University

Wish you a happy and healthy Eid. Eid Mubarak to all of our subscribers.

4 years ago | [YT] | 1