Plz Subscribe my channel


Md. Selim Reza

কাদিয়ানী বা আহমদীয়া সম্প্রদায় (Ahmadiyya Muslim Community) কেন মুসলিম নয়?

মৌলিক বিশ্বাসের কারণে বিশ্বের মূলধারার অধিকাংশ মুসলিম সম্প্রদায় তাদের অমুসলিম বা ভিন্ন ধর্মালম্বী হিসেবে গণ্য করে।

🕌 কাদিয়ানী/আহমদীয়া সম্প্রদায়: পরিচিতি ও বিশ্বাস
কাদিয়ানী সম্প্রদায়টি আহমদীয়া মুসলিম জামাত নামে পরিচিত। এদেরকে প্রায়শই প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমদের জন্মস্থান পাঞ্জাবের 'কাদিয়ান' গ্রামের নামানুসারে কাদিয়ানী বলা হয়।

১. প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠা
* প্রতিষ্ঠাতা: মির্জা গোলাম আহমদ কাদিয়ানী (আনু. ১৮৩৯–১৯০৮ খ্রিষ্টাব্দ)।
* সময়কাল: ১৮৮৯ খ্রিষ্টাব্দে ব্রিটিশ ভারতের পাঞ্জাবের কাদিয়ানে এই আন্দোলন শুরু হয়।
* বর্তমান কেন্দ্র: মির্জা গোলাম আহমদের মৃত্যুর পর তাঁর অনুসারীরা খিলাফত প্রবর্তন করেন। বর্তমানে এই সংগঠনের প্রধান কেন্দ্র লন্ডনে অবস্থিত।
২. মূল বিশ্বাস ও দাবি
কাদিয়ানী সম্প্রদায়ের মূল বিশ্বাসগুলি মূলধারার ইসলামের সঙ্গে কিছু ক্ষেত্রে ভিন্নতা পোষণ করে।

| দাবির বিষয়বস্তু | কাদিয়ানী বিশ্বাস |

| নবুয়তের সমাপ্তি
মির্জা গোলাম আহমদ দাবি করেন, তিনি প্রতিশ্রুত মাহদী এবং মসীহ মওউদ (প্রতিশ্রুত মসীহ) এবং তিনি একজন নবী। তাঁদের মতে নবুয়তের দরজা বন্ধ হয়নি, তবে তা মুহাম্মদ (সাঃ)-এর মাধ্যমে পূর্ণতা লাভ করেছে। | মুহাম্মদ (সাঃ)-এর মাধ্যমে নবুয়তের ধারা চিরতরে শেষ (খাতমে নবুওয়াত)। তাঁর পর নতুন কোনো নবী বা রাসূলের আগমন সম্ভব নয়। |

| ঈসা (আঃ)-এর প্রত্যাবর্তন
তারা বিশ্বাস করে যে, ঈসা (আঃ) ক্রুশবিদ্ধ হওয়ার পর মৃত্যুবরণ করেননি, বরং তিনি ভারত পালিয়ে যান এবং ১২০ বছর বয়সে স্বাভাবিকভাবে মারা যান। মির্জা গোলাম আহমদই সেই প্রতিশ্রুত মসীহ। | বিশ্বাস করা হয় যে, আল্লাহ ঈসা (আঃ)-কে সশরীরে আকাশে উঠিয়ে নিয়েছেন এবং শেষ জামানায় তিনি আবার পৃথিবীতে প্রত্যাবর্তন করবেন। |

| জিহাদ
তারা জিহাদ-এর ব্যাখ্যা দেয় যে, এটি সহিংস যুদ্ধের মাধ্যমে কাফেরদের বিরুদ্ধে নয়, বরং এটি শান্তিপূর্ণ উপায়ে আত্মশুদ্ধি ও অমুসলিমদের কাছে ধর্ম প্রচারের সংগ্রাম। | জিহাদের ব্যাপক অর্থ রয়েছে, যার মধ্যে আত্মশুদ্ধি, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম এবং প্রয়োজন হলে ধর্ম রক্ষার জন্য সশস্ত্র সংগ্রামও অন্তর্ভুক্ত। |

| পবিত্র স্থান
কিছু কঠোরপন্থী অনুসারী কাদিয়ান শহরকে মক্কা-মদীনার চেয়েও বেশি মর্যাদাপূর্ণ মনে করেন এবং একে তাদের কিবলা ও হজ্বের স্থান হিসেবে মনে করে। | কাবা শরীফ (মক্কা) কিবলা এবং মক্কা ও মদীনা সবচেয়ে পবিত্র স্থান।

৩. মূলধারার মুসলিমদের অবস্থান
* বিশ্বের অধিকাংশ মুসলিম আলেম, সংগঠন ও রাষ্ট্র (যেমন পাকিস্তান, সৌদি আরব) কাদিয়ানী বা আহমদীয়দের অমুসলিম হিসেবে গণ্য করে।

★ তাদের অমুসলিম ঘোষণার প্রধান কারণ হলো, মির্জা গোলাম আহমাদ নিজেকে নবী দাবি করার মাধ্যমে ইসলামের মৌলিক বিশ্বাস 'খাতমে নবুওয়াত' (সর্বশেষ নবুয়তের সমাপ্তি) প্রত্যাখ্যান করা।

* ১৯৭৪ সালে পাকিস্তান সরকার সাংবিধানিকভাবে আহমদীয়দের অমুসলিম ঘোষণা করে।
৪. কার্যক্রম ও প্রভাব
আহমদীয়া মুসলিম জামাত বিশ্বের প্রায় ২১৩টি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করে। তারা ধর্ম প্রচারের ক্ষেত্রে অত্যন্ত সক্রিয় এবং শিক্ষামূলক ও জনহিতকর কাজেও জড়িত। বিশেষ করে আফ্রিকা এবং পশ্চিমা দেশগুলিতে তাদের একটি উল্লেখযোগ্য সংখ্যক অনুসারী রয়েছে।

#kadiani #nonmuslim #কাদিয়ানী
#selimrezaict

2 weeks ago | [YT] | 0

Md. Selim Reza

1 month ago | [YT] | 0

Md. Selim Reza

নির্বাচনের আগে গনভোটের পাক্ষে?
(সংবিধান সংস্কারের পক্ষে)

1 month ago | [YT] | 0

Md. Selim Reza

2025

1 month ago | [YT] | 1

Md. Selim Reza

2 months ago | [YT] | 1

Md. Selim Reza

কাঞ্চনজঙ্গা

2 months ago | [YT] | 2

Md. Selim Reza

2 months ago | [YT] | 1

Md. Selim Reza

সাদা পাথর, সীলেট।

3 months ago | [YT] | 1

Md. Selim Reza

3 months ago | [YT] | 1

Md. Selim Reza

4 months ago | [YT] | 1