Shri Nityananda Tirthanath

Devotional


Shri Nityananda Tirthanath

কৃতে প্রতিকৃতিং কুর্যাদ্ধিংসনে প্রতিহিংসনম্ ।
তত্র দোষো ন পততি দুষ্টে দুষ্টং সমাচরেৎ ॥

--- চাণক্যনীতি

অন্যরা তোমার সাথে যা করে, তুমিও তাদের সাথে তাই করো। যে তোমার উপর নির্যাতন করে, তুমিও তার উপর নির্যাতন করো! আমি এতে কোন দোষ খুঁজে পাচ্ছি না, একজন অসৎ ব্যক্তির সাথে অসৎ হওয়ার একটা সুবিধা আছে।

8 months ago | [YT] | 33

Shri Nityananda Tirthanath

এই অভিজ্ঞতা জীবনে প্রথম। কেমন হয়েছে দয়া করে জানাবেন। লিঙ্ক রইল...

https://www.youtube.com/watch?v=6dM8H...

11 months ago | [YT] | 15

Shri Nityananda Tirthanath

ভাস্করস্য যথা তেজো মকরস্থস্য বর্ধতে।
তথৈব ভবতাং তেজো বর্ধতামিতি কাময়ে॥

সকলকে পূণ্য মকর সংক্রান্তির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা...

11 months ago | [YT] | 12

Shri Nityananda Tirthanath

🌺শুভ বিজয়া🌺
সকলকে বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। বড়দের সশ্রদ্ধ প্রণাম, বয়স্যদের আন্তরিক প্রীতি ও ছোটদের স্নেহাশীর্বাদ।
মায়ের চরণে প্রার্থনা, ত্রিসংসারে অশুভের প্রতি শুভের জয় প্রতিষ্ঠিত ও সুনিশ্চিত হোক।

--- শ্রীনিত্যানন্দ তীর্থনাথ

2 years ago | [YT] | 12

Shri Nityananda Tirthanath

জয় গুরু।
নমো নারায়ণ।
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমার এই one man army আজ কিছুক্ষণ আগে তার অনুরাগীর সংখ্যা ১০হাজারের গণ্ডী পার করলো। তার জন্য সমস্ত বন্ধুদের আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের আগ্রহ ও ভালবাসা একদিকে যেমন দায়িত্ব ও দায়বদ্ধতা বাড়িয়ে দিল, তৎসহ এ এগিয়ে যাবার মনের জোর, আরও আরও আপনাদের সেবা করার প্রেরণা জাগ্রত করে দিল। গুরুচরণে প্রার্থনা করি, আপনাদের প্রত্যাশার সঠিক মূল্য যেন দিতে পারি।
আপনাদের বন্ধু,
গুরুপদকিঙ্কর
শ্রীনিত্যানন্দ তীর্থনাথ

3 years ago | [YT] | 24

Shri Nityananda Tirthanath

Happy New Year!
I wish you all a joyful 2022 with full of peace, health and well-being.
Lots of Love!!!
Jay Guru!!!
Jay Jay Jagannath!!!
Had Har Mahadev!!!
Jay Maa! Jay Maa! Jay Jay Maa!!!
🙏❤️🌹🌺🌼🌻🌷☘️🍃🎉

3 years ago | [YT] | 17

Shri Nityananda Tirthanath

©
নন্দী- চিরন্তন প্রতীক্ষার প্রতীক
=====================

যেকোনো শিবালয়ের দ্বারে স্থিত নন্দী হলেন শাশ্বত ও চিরন্তন প্রতীক্ষার প্রতীক, কারণ সনাতন সংস্কৃতিতে সবচেয়ে বড় পুণ্যকর্ম হল অপেক্ষা। যে কেবল বসে বসে অপেক্ষা করতে জানে, সে স্বাভাবিকভাবেই ধ্যানশীল। আগামীকালই মহাদেব বেরিয়ে আসবেন, তাকে সেবার সুযোগ দেবেন, এমন কোনো আশা নন্দীর নেই। তার কোনো আশা বা প্রত্যাশা, কিছুই নেই। সে কেবলই অপেক্ষারত। সে চিরকাল অপেক্ষা করবে। সেই গুণটিই গ্রহণযোগ্যতার সারমর্ম। মন্দিরে যাওয়ার আগে আমাদের নন্দীর এই গুণটি গ্রহণ করতে হবে। সহজভাবে আশা-প্রত্যাশাশূণ্য হয়ে বসতে শিখতে হবে। কোনো চাওয়া-পাওয়াহীন হয়ে, ইচ্ছাশূণ্য হয়ে, কেবলই বসে বসে থাকার অবস্থা সেটি। আমরা সবাই সবসময় ধ্যানকে এক ধরণের কার্যকলাপ হিসাবে ভুল করি। কিন্তু ধ্যান আসলে একটি গুণ। এটিই প্রার্থনার সঙ্গে এর মৌলিক পার্থক্য। প্রার্থনা মানে ঈশ্বরের সাথে কথা বলার চেষ্টা করা। ধ্যান মানে ঈশ্বরের কথা শুনতে আগ্রহ করা। ধ্যাতার অবস্থা শুধুমাত্র অস্তিত্ব। সৃষ্টির চূড়ান্ত প্রকৃতির কথা শুনতে ইচ্ছুক সে। তার বলার কিছু নেই, সে কেবল শোনে। নন্দীর এটাই গুণ- সে শুধু বসে থাকে, কিন্তু সতর্কভাবে। এই সতর্কতা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ধ্যাতা সতর্ক, ঘুমোচ্ছে না কিন্তু। সে নিষ্ক্রিয়ভাবে বসে নেই। ধ্যাতা বসে থাকে, কিন্তু তার বসে থাকা সক্রিয়, উজ্জীবিত, সতর্কতাপূর্ণ; এটিই ধ্যান।

--- শ্রীনিত্যানন্দ তীর্থনাথ (শ্রীঋত্বিক হাজরা)

4 years ago | [YT] | 19