Sahadat Opi Car Kit

Sahadat opi car kit vlogs

By Md Sahadat Hossain opi

All knowledge For cars
Personal vlogs
News of cars
Thankfully,


Sahadat Opi Car Kit

Walk to learn

4 months ago | [YT] | 0

Sahadat Opi Car Kit

Surprise

4 months ago | [YT] | 1

Sahadat Opi Car Kit

Behind every successful economy is a dedicated workforce. #InternationalWorkersDay

8 months ago | [YT] | 0

Sahadat Opi Car Kit

✈️ বিদেশে যাচ্ছেন? এখন থেকেই নিন মানসিক প্রস্তুতি! 🌍🧠

অনেকেই সাপ্তাহিক বন্ধের দিনগুলিতে ইউরোপের ঝকঝকে ছবি দেখেই মনে করেন—

“ওখানে তো সবই 💁স্বপ্নের🇨🇵 মতো!”🌍

কিন্তু বাস্তবতা অনেক আলাদা:
• 🏠 বাসা ভাড়া ও খরচ: মাসে –৫০,০০০ থেকে ৮০,০০০ টাকা (€500–€800) Euro পর্যন্ত হতে পারে তাও যদি কারো সাথে ভাগাভাগি করে ছোট রুম/ফ্লাটে থাকেন।
• 📱 আইফোন বা ব্র্যান্ডেড গ্যাজেট এখানে মাসের ইউরো পেমেন্টেই মেলে!
• 💸 ইউরোপে নতুন হলে মধ্যবিত্ত পরিবারের সন্তান হলে দেশে ঋণের চাপ তো আছে—পরিবারকেও সাপোর্ট করতে চান, নিজেও বাঁচতে চান,বিকল্প কোনো পথ নেই।

• 😔 একাকিত্বের সঙ্গী: কাজ শেষে, বন্ধুবান্ধব নেই; ফরাসী ভাষা না জানলে ভালো কাজ নেই,কাজের স্থানে সসাথে সুসম্পর্ক স্থাপন অসম্ভব।

👨‍🍳হাজারো কষ্টে পাওয়া জব টিকিয়ে রাখতে ভাল ভাষা শিখতে হলে ৬দিন কাজ শেষে ছুটিরদিন স্কুলে গিয়ে পরে থাকতে হবে না হলে ক্লান্ত শরীর নিয়ে ঘুম 🥱চোখে ক্লাসে দেরিতে উপস্থিত হয়ে স্কুল জীবনের মতো অনেক মানুষের সামনে অপমানিত 😔হতে হবে ক্লাসের বাড়ির কাজ কাজের চাপে না করায়।

🥹💁 📩 মেসেজের উত্তর দিতে দেরি করলে অনেকে ধরে নেয় “মেজাজ খারাপ” বা “ফেমাস হয়ে গেছে”

👉 ভাবুন: আপনার ইউরোপে থাকা আত্মীয়ের ছেলে বিদেশে পড়ালেখা করে —যার ফ্ল্যাট ও খাবার বাবদ মাস শেষে ৮০ হাজার ঢেলে দিয়েছে শিল্পপতি বাবা, টাকার হিসাব নেই, ক্লাস পার্ট-টাইম-ও ম্যানেজ হলে করে না হয় জীবন উপভোগ করতে ব্যস্ত। ছুটি পেলে বিভিন্ন দেশে ঘুরেঁ বেড়ায়।
আর আপনি সেই এক মাস ছুটি পেলে কী করবেন?

🚨পরিচিত যাকেই ফোন দিবেন 💁বলবে কার্ড নাই,ভাষা যানো না,কাজও যানো না কিভাবে জব দিবো? 🤐

তখন বিভিন্ন স্থানে হোচোট খেতে খেতে আপনি শক্ত হয়ে উঠবেন,যদি মেধাবী হোন ভাববেন পিছনে ফিরে যাওয়ার সুযোগ নেই📍✊ ভাষাও শিখতে হবে,কাজও শিখতে হবে যেকোনো মূল্যে যত পরিশ্রম ও অপমানের মধ্যেই হোক,নিজেকে গড়ে তুলতে বাধ্য হবেন।



কীভাবে প্রস্তুতি নিবেন?
1. মানসিক কঠোরতা গড়ে তুলুন: মাত্র সুন্দর ছবি শুধু আয়নায় দেখাবেন না, বাস্তব চ্যালেঞ্জ মেনে নিন।
2. বাজেট প্ল্যানিং শিখে নিন: মাসিক খরচ লিখে রাখুন, অপ্রয়োজনীয় খরচ কাটিয়ে দিন।
3. সামাজিক নেটওয়ার্ক তৈরি করুন: শুরুতেই স্লেক্স গ্রুপ, ইভেন্ট বা স্পোর্টস ক্লাবে যুক্ত হন।
4. ভাষা অনুশীলন প্রতিদিন: ছোট ছোট কথোপকথন, ক্লাসে অ্যাক্টিভ থাকুন—
5.নিজের পরিবর্তন হিসাব করুন,প্রতি মাসে,বছরে কতদূর এগিয়ে গেলেন নাকি পিছিয়ে রইলেন।

🇧🇩💪🏼 বিদেশ মানে শুধু হাই-লাইট Reel নয়, কঠোর পরিশ্রম আর ধৈর্যের গল্পও। এখন থেকেই প্রস্তুতি নিন, বাস্তবতার চোখেই এগিয়ে যান।

নিজের জীবনের প্রবাসের শুরুর কিছুটা দিক সারমর্ম করে শুরু করলাম।যার স্মরনে সবসময় আল্লাহর উপর ভরসা ও নামাজেই চাওয়া ছিলো। সর্বোচ্চ ধৈর্যশীল হয়েছি 👨‍🍳

#BudgetPlanning #Loneliness #RealityCheck
#lifeineurope #probashi #france #bdcomunity #parisbd #bangkadeshivlogger MD Sahadat Hossain Opi #contentcreator #storytelling #lifestories #aboutabroad

9 months ago | [YT] | 0

Sahadat Opi Car Kit

Every years
Rutin

9 months ago | [YT] | 0

Sahadat Opi Car Kit

Sono abbastanza

1 year ago | [YT] | 3