নমস্কার। আমি কুন্তলিকা চক্রবর্ত্তী। বিউটি ও হেয়ার নিয়ে আমি পড়াশোনা করেছিলাম। আমি একজন সার্টিফায়েড বিউটিশিয়ান। আমার শিক্ষা আমার সঙ্গেই আছে সবসময়েই। এছাড়াও কম্পিউটার নিয়েও পড়াশোনা করে ছিলাম। কিন্তু আমি বিয়ের পর থেকে শুধু সংসারেই আমার সমস্ত সময় ব্যয় করে ফেলেছি। আমি একটি সুন্দর গ্রামে বসবাস করি। আমার জন্ম বহু কাল পুরানো এক গ্রাম্য পরিবারে। ভালোবাসি বিভিন্ন ফোটো তুলতে বা ভিডিও করতে। ইচ্ছা হলো যেটা হাতে আছে সেটার সাহায্যে বিভিন্ন স্থানে,বিভিন্ন মানুষের মধ্যে পৌঁছে যেতে। আমি বিভিন্ন জায়গায় কাছাকাছি,দূরে,অন্য রাজ্যে যেখানে যেখানে ঘুরে বেরিয়েছি সেই সকল ভিডিও সকলের সাথে শেয়ার করেছি ইতিহাসের সাথে। অনেক ভিডিও শেয়ার করেছি সেই জায়গা গুলোর ইতিহাস বলে বলে। বিউটি টিপস ও ত্বকের যত্ন কিভাবে নিতে হবে তারও কিছু ভিডিও শেয়ার করা আছে আমার চ্যানেলে।
ভালো লাগলে লাইক,সাবস্ক্রাইব,শেয়ার করার অনুরোধ রইলো।
আমার অন্য আরেকটি cooking, meals, & food vlogging চ্যানেল 🔗 👇
youtube.com/@simpledelicacyfoods?feature=shared
My Facebook 🔗 👇
www.facebook.com/share/1Bxas5NuYD/
Exceptional Kuntalika
বৃন্দাবনের প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম হল গোবিন্দদেব মন্দির। স্থাপত্য শিল্পে ও বিশালতায় এই মন্দিরটি ছিল বৃন্দাবনের মধ্যে সর্ব্বশ্রেষ্ঠ।
অপরূপ শিল্পালঙ্কৃত, লালপাথরে নির্ম্মিত সেই সুউচ্চ সাততলা মন্দির বৃন্দাবনের মহাসম্পদে পরিণত হয়েছিল। পঞ্চরত্ন মন্দিরের মাঝখানের সর্ব্বোচ্চ চূড়াটি বহুদূর থেকে মানুষের দৃষ্টি আকর্ষণ করত। গোবিন্দদেবের এই মন্দির ছিল প্রাচীন হিন্দু স্থাপত্য বিদ্যার এক আশ্চর্য নিদর্শন।
মন্দির নির্ম্মাণের পরে তখন ১০০ বছরও পার হয়নি, দিল্লীর মসনদে তখন আসীন তীব্র দেবদ্বেষী ঔরঙ্গজেব। ১৬৬৯ খ্রীষ্টাব্দে এক দীপাবলীর রাতে ঔরঙ্গজেব দিল্লীর প্রাসাদের ছাদে বসে লক্ষ্য করলেন বৃন্দাবনের দিকের আকাশ আলোকময়। ঐ আলোর উৎস অনুসন্ধান করতে গিয়ে তিনি জানতে পারলেন, বৃন্দাবনে একটি সুবৃহৎ মন্দির আছে, সেই মন্দিরের চূড়ায় আড়াই মণ ঘিয়ের প্রদীপ জ্বালানো থাকে। সেই প্রদীপের আলোতেই দক্ষিণ আকাশ দীপ্তিমান।
চরম অসন্তুষ্ট ঔরঙ্গজেবের ভ্রূ কুঁচকে উঠল। হিন্দুত্বের এত বড় আস্ফালন! এত বড় স্পর্ধা! ঔরঙ্গজেব আদেশ দিলেন অবিলম্বে ঐ মন্দির ধ্বংস করে সেই স্থানে মসজিদ নির্ম্মাণ করবার জন্য। শাবল-হাতুড়ির আঘাতে গুঁড়িয়ে দেওয়া হল সাততলা মন্দিরের চারতলা পর্যন্ত। যারা বাধা দিতে এলেন তারা বেঘোরে মারা পড়লেন। অর্ধভগ্ন মন্দিরের উপরে নির্ম্মাণ করা হল মসজিদের কাঠামো।
নিরীহ বৃন্দাবনবাসীরা বুকে পাথর চেপে সাক্ষী থেকেছিলেন সেই ধ্বংসলীলার। তবে আক্রমণের সম্ভাবনা আঁচ করে পূর্ব্বেই শ্রীগোবিন্দদেবের বিগ্রহ মন্দির থেকে সরিয়ে নেওয়া হয়েছিল একারণে বিগ্রহ অক্ষত থেকে যায়। মন্দিরের পুরোহিত গোপনে বিগ্রহ নিয়ে চলে গেলেন রাজস্থানের জয়পুরে। রাজপুত রাজাদের সুরক্ষায় ও যত্নের সেবায় শ্রীগোবিন্দদেব সেখানেই রয়ে গেলেন।
বর্তমানে প্রাচীন মন্দিরে এখন বিরাজ করছেন শ্রী গৌর-নিতাই এবং শ্রী জগন্নাথদেবের বিগ্রহ।
ইতিহাসকে প্রতিটি পাথরের গায়ে জড়িয়ে আজও বৃন্দাবনের সেই অপূর্ব, ভগ্ন গোবিন্দদেবের মন্দির স্বমহিমায় অবস্থান করছে ................
4 days ago | [YT] | 5
View 0 replies
Exceptional Kuntalika
বেরিয়ে পড়লাম ..................
নমস্কার বন্ধুরা। তো এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। আবার ফিরে এসে ভিডিও শেয়ার করব সকলের সাথে ও সমস্ত ফটো। আর যদি মাঝে কোন সময় পাই, তো শেয়ার করব কিছু কিছু মুহূর্ত।
ঠিক আছে তাহলে, বেশ কিছুদিনের জন্য বা বেশ কিছু সময়ের জন্য টাটা ...............
1 week ago | [YT] | 7
View 1 reply
Exceptional Kuntalika
Happy New Year Everyone ...................
সকলেই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের সকল ইচ্ছা পূরণ হোক এই কামনা করি। শুধু আজকের দিনটা নয়, জীবনের বাকি দিনগুলো সকলে খুব খুব এনজয় করে কাটান। ২০২৬-এ সকল বন্ধুদের জীবনে আরও আনন্দ, সাফল্য ও সুন্দর অভিজ্ঞতা আসুক ...............
🩷🤍🤎💜💙🩵💚💛🧡❤️
1 week ago | [YT] | 5
View 0 replies
Exceptional Kuntalika
Good evening everyone ..............
আজ 2025 এর 31 তারিখ। আর কিছু ঘন্টা পরে শুরু হতে চলেছে নতুন এক বছরের। 2025 সালকে বিদায় জানিয়ে স্বাগত জানাতে সকলেই চলেছে 2026 সাল কে। তো এই ফেলে আসা বছরটাতে বা ফেলে আসা দিনগুলোতে যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আশা করবো সামনের বছরেও বা পরবর্তী সকল দিনগুলোতে সকলে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আজকের দিনে অনেকেই বাইরে পিকনিক করতে যায় বা অনেক রকম আনন্দে মেতে ওঠে। তো আজকে হয়তো অনেকেই ব্যস্ত আছেন সকলে। তো, আমার বাড়ি থেকে কোথাও বেরোনো হয়নি। ওই জন্য আমি আমার ঘর থেকেই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ................
1 week ago | [YT] | 6
View 0 replies
Exceptional Kuntalika
Good morning everyone ................
1 week ago | [YT] | 8
View 2 replies
Exceptional Kuntalika
Good morning everyone ................
প্রতিটি বছরই আমাদের জীবনে কিছু না কিছু অভিজ্ঞতা দিয়ে যায়। পুরনো বছরের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ঘটনা, প্রতিটি সম্পর্ক আমাদের স্মৃতিতে জমা থাকে ।
আর প্রতিটি বছরের দিনগুলোকে অতিবাহিত করতে করতে যে শিক্ষা ও অভিজ্ঞতা আমরা সঞ্চয় করি, সেগুলোকে মনে রেখে এগিয়ে যেতে হয় সামনের দিকে। পুরনো বছর আমাদের ভুল থেকে শিখতে সাহায্য করে। যা ভালো হয়েছে, তা ধরে রাখা শেখায় আর যা খারাপ হয়েছে, তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া শেখায় ।
এটাই পুরনো বছরের সবচেয়ে বড় পাওনা .................
2 weeks ago | [YT] | 5
View 0 replies
Exceptional Kuntalika
Good night everyone ......
আবার একটা বছর অতিক্রান্ত হতে চলেছে, শুরু হবে নতুন আরেকটি বছর। এই ফেলে আসা দিনগুলোর মধ্যে যে দিন গুলো শিক্ষা দিয়েছে, যে দিনগুলো আপনার আশেপাশের মানুষ গুলোকে চিনতে শিখিয়েছে, সেই দিনগুলো কিন্তু মনে রাখবেন। যা হারিয়েছেন বা যা ভুল হয়েছে, তা নিয়ে আফসোস না করে নতুন সম্ভাবনার দিকে তাকান। ছোট ছোট পদক্ষেপে শুরু করুন, ছোট ছোট ধাপে এগিয়ে যান ।
ভালো সঙ্গ খুঁজুন, যারা আপনাকে পছন্দ করে বা শুধুমাত্র স্বার্থের জন্য আপনার সাথে সম্পর্ক রাখে না, তাদের খুঁজুন। যারা আপনাকে উৎসাহ দেয়, তাদের সঙ্গে সময় কাটান।
নিজেকে নিয়ে এগিয়ে যাওয়াটা জরুরি, তবে ক্ষতিকর সম্পর্ক থেকে দূরে থাকুন।
মনে রাখবেন, কেউ ভালো না, কেউ খারাপ না, সবাই সময় অনুযায়ী কাজ করে, তাই নিজের শান্তি র জন্য সঠিক সিদ্ধান্ত নিন .............
2 weeks ago | [YT] | 4
View 0 replies
Exceptional Kuntalika
Good morning everyone ...............
2 weeks ago | [YT] | 3
View 0 replies
Exceptional Kuntalika
Good evening everyone .....................
2 weeks ago | [YT] | 5
View 2 replies
Exceptional Kuntalika
জয় মা সিদ্ধেশ্বরী 🙏🙏🙏
নমস্কার বন্ধুরা।
সকলকে জানাই শুভ সন্ধ্যা .............
সকলেই খুব খুব ভালো, থাকুন সুস্থ থাকুন ।
3 weeks ago | [YT] | 13
View 0 replies
Load more