আসসালামুয়ালাইকুম, দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই,আশা করি সবাই অনেক ভাল আছেন। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। সেলাই আমার শখ,শখের বসে টুকিটাকি কাজ শখের বসে কাজ করতে করতে কখন যে জীবনের ভালোলাগার একটা অংশ হয়ে গেছে বুঝতে পারিনি! আর সেই ভালোলাগা থেকে ধীরে ধীরে সেলাইয়ের খুটি নাটি জানতে পেরেছি,
বলা চলে অনেকটাই জানা শোনা হয়ে গেছে এই সেক্টর এ!!
তবে হ্যাঁ ছোটোবেলা থেকেই আমি নিজে যা জানি তা অন্যের সাথে শেয়ার করতে ভালো লাগে।আর সেই উদ্দেশ্য নিয়েই এই চ্যানেল টা খোলা।আমি যত টুকু জানি ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করবো!
আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন!আপনাদের ভালোবাসা দোয়া থাকলে ভালো কিছু শেয়ার করতে পারবো, ইনশাল্লাহ💖💞💞💞
Shila Handcraft
জীবনে কখনো কাউকে পরোয়া করবেন না।নিজের যোগ্যতায় নিজে এগিয়ে যান, এগিয়ে যাওয়ার জন্য কখনো কারো প্রত্যাশা করবেন না।আপনার হয়ে কেউ আপনাকে এগিয়ে দিবে না।মনে রাখবেন, আপনাকেই আপনার এগিয়ে যাওয়ার পথের পথিক হতে হবে।
কখনো অন্য কারো যোগ্য হতে যাবেন না।নিজেকে নিজের যোগ্য হিসেবে গড়ে তুলুন।কখনো অন্যের মনের মতো হয়ে উঠার চেষ্টা না করে বরং নিজের মনের মতো হয়ে উঠার চেষ্টা করুন, দেখবেন একদিন না একদিন আপনি আপনার আমার আমিকে নিয়ে সন্তুষ্টি অনুভব করছেন।
অন্যের পিছনে সময় ব্যয় করার থেকে নিজের পিছনে নিজে সময় ব্যয় করুন, মনে রাখবেন, নিজেকে নিজে যতটা সময় দিবেন, ততটা সময় জীবনে আপনাকে অন্য কেউ আর দিবে না।
আপনাকে আপনিই গড়ুন, আপনাকে আপনিই ভাঙ্গুন। নিজের ভবিষ্যতের জন্য নিজেকে গড়ুন।নিজের ভুল ত্রুটি সংশোধনের জন্য নিজেকে ভাঙ্গুন। দেখবেন, দিনকে দিন আপনার উন্নতিই হয়েছে, ডিপ্রেশন ঘিরে ধরেনি। কিন্তু যখনই আপনি অন্যের জন্য নিজেকে ভাঙ্গবেন কিংবা গড়বেন তখনই সে ছেড়ে গেলে আপনি ডিপ্রেশনে ভুগবেন, তাই অন্যের জন্য নয় নিজের জন্য নিজেকে ভাঙ্গুন এবং গড়ুন।
নিজেকে মূল্য দিন, দেখবেন দশজন আপনাকে মূল্য দিচ্ছে। আপনিই যদি আপনাকে মূল্যায়ন না করেন তবে পৃথিবীর কেউ আপনাকে মূল্যায়ন করবে না। আর হ্যাঁ, যাই করুন আর নাই করুন, পৃথিবীতে নিজের থেকে বেশি মূল্য অন্য কাউকে দিতে যাবেন না। নিজের থেকে বেশি মূল্য যাকেই দিতে যাবেন তার কাছে মূল্য বলে তো কিছু পাবেনই না বরং অবহেলা তুচ্ছতাচ্ছিল্য ছাড়া কিছুই পাবেন না।
জীবনে দুটি জিনিস খুব প্রয়োজন, এক হলো টাকা আরেক হলো দেখতে সুন্দর হওয়া। পুরুষের অর্থ না থাকলে আর নারীর সৌন্দর্য না থাকলে কোথাও কোনো দাম নেই। না ঘরে, না বাহিরে। যে পুরুষ আয় করতে পারে না ঘরে বসে বসে খায় সে পুরুষের কোনো মূল্য নেই, বাহিরে মূল্য পাওয়া তো অনেক দূরের কথা তার নিজের ঘরেই সে কখনো কোনো কাজে কিংবা কথায় মূল্যায়ন পায় না। যে নারী দেখতে সুন্দর না, সে নারী জন্মের পর থেকেই তার বাবা-মা'র "টেনশন"। শুধুমাত্র দেখতে সুন্দর নয় বলে একেকটা সম্বন্ধ যখন ভেঙ্গে যায় তখন কোনো দোষ না থাকা সত্বেও উঠতে বসতে কত কথা যে শুনতে হয় তা শুধু কালো কিংবা শ্যামলা মেয়েরাই জানে। আপনি মানুন কিংবা না মানুন তবে ৯৯% ক্ষেত্রে এটাই বাস্তব। নারীর সৌন্দর্য আর পুরুষের অর্থ ছাড়া কোথাও কোনো দাম নেই, এরা যেন নুন ছাড়া তরকারির মত।
একটা কথা মনে রাখা ভীষণ ভাবে জরুরী, জীবনের কঠিন সময় গুলো আপনাকে একাই কাটাতে হবে, তাই বিপদ থেকে উদ্ধার হতে গেলে সঙ্গ কিংবা সাহায্য পাওয়ার আশা ছেড়ে দিন। আপনার হয়ে আপনার লড়াইটা কেউ লড়বে না। আপনার লড়াইটা আপনাকেএকাই লড়তে হবে। আপনার হয়ে আপনার দৌড়টা কেউ দৌড়াবে না, আপনার দৌড়টা আপনাকে একাই দৌড়াতে হবে। মনে রাখবেন, দিন শেষে কেউ কারো নয়, না আপনি কারো, না কেউ আপনার।😌
3 months ago | [YT] | 4
View 4 replies
Shila Handcraft
গৃহিণী-প্রজন্ম গড়ার মহা প্রকৌশলী
ঘরই নারীর শোভা, সৌন্দর্যের অমল ধারা,
যেখানে ভালোবাসা গড়ে তোলে সংসারপাড়া।
তবু একদিন তাকে বোঝানো হল ভুল–
“তোমার গৃহই যেন শৃঙ্খল, বেঁধে রাখে কুল।”
বলেছে কেউ, সফলতা বেতনের হিসাব,
চেয়ারে বসা মানেই বুঝি জীবনের স্বপ্নসাধ।
ঘরের চার দেয়াল নাকি সীমা আর হার,
সেবা নাকি ছোট কাজ—এই ছিল বারবার।
কিন্তু কে দেয় শৈশবে বীজ, মাটিতে পবিত্রতা?
কে গড়ে তোলে আত্মা, ঢালে ঈমান-নৈতিকতা?
সে তো মা—প্রজন্ম গড়ার প্রকৌশলী,
ঘরে থাকা তার কাজ নয়, বরং তা ইবাদতের ঢালি।
ঘরের কোণেই লুকায় জীবন গঠনের চাবি,
তোমার থাকা মানে নয়—স্বপ্ন থেকে হাবুডুবি।
সন্তান লালন কোনো দুর্বলতার পরিচয় নয়,
তা তো ভালোবাসার বিজয়, এক শক্তির অগ্নিশিখা রয়।
আধুনিকতা ছিনিয়ে নেয় স্বাভাবিক সে রূপ,
ভিন্ন ভূমিকায় ছুটে নারী, খোঁজে অচেনা স্নেহসূত্র।
তার মাতৃত্বের মর্ম আজ অনেকে রাখে না মনে,
তবু সে খুঁজে ফেরে নিজেকে অলীক স্বপ্নখানে।
তবুও রয়েছেন অনেকে, হৃদয়ে যাঁদের দীপ্তি,
ঘরকে মানেন কর্মভূমি, সন্তানই যাঁদের সম্পদ নিত্য।
সোনার গয়না নয় যাঁদের চোখে ধন,
বরং সন্তানই তাঁর অহংকার, তাঁর চিরচেনা মন।
সালাম তাঁদের প্রতি, যাঁরা বেছে নেন হৃদয়ের কাজ,
দেয়াল গড়ার আগেই গড়েন মূল্যবোধের রাজ।
ডিগ্রি নয়, চরিত্রে দেন আলোকবর্তিকা,
গৃহিণী—অবিরাম ঝরনাধারা, ক্লান্তিহীন এক সঙ্গিকা।
শ্রদ্ধা রইলো সেই সকল নারীদের প্রতি—
যাঁরা ঘরে থেকেও গড়েন জাতির ভবিষ্যৎ গাথা।
লেখিকার নাম গোপন রাখা হলো।
7 months ago | [YT] | 6
View 0 replies
Shila Handcraft
*এই ভূমিতেই হাশরে মানুষ উঠবে 😭😭 এটাই সেই মসজিদ,যেখানে এক রাকাত নামাজের সওয়াব ৫০০ রাকাতের সমান।
এটাই মুসলমানদের প্রথম কিবলা।
এটাই সেই পবিত্র ভূমি,যেখান থেকে প্রিয় নবী (সা.) মেরাজে গিয়েছিলেন।
এই মসজিদে নবী সুলায়মান (আ.) আল্লাহর হুকুমে জিনদের দিয়ে কাজ করিয়েছিলেন।
এর ইট-পাথর জিকির করে,বাতাসে ভেসে বেড়ায় ঈমানের ঘ্রাণ।
আজ এই মসজিদ রক্তে রঞ্জিত…
আর উম্মাহ নীরব…
এই মসজিদের পাশেই একদিন হযরত ঈসা আঃ ঈসরাইলের বংশধর দাজ্জালকে হত্যা করবেন.
এই ভূমিতেই হাশরের মানুষ উঠবে।
আল-আকসা কেবল ইতিহাস নয়,এটা কেয়ামতের নিদর্শন… ঈমানের চূড়ান্ত পরীক্ষা😭
#zuthika
8 months ago | [YT] | 3
View 2 replies
Shila Handcraft
ফেরাউনকে যখন মূসা (আঃ) এর আগমন বার্তা দেয়া হয় তখন ভয়ে সে লাখ লাখ শিশু - বাচ্চাদের হ'ত্যা করেছিলো।কিন্তু আল্লাহ তার ঘরেই মূসা (আঃ) কে লালিত পালিত করেছিলেন। ফেরাউন ঠেকাতে পারেনি তার আগমনকে
হযরত ইসা (আঃ) এর সময়ও ততকালীন সম্রাটকে ইসা (আঃ) এর আগমন সম্পর্কে জানানো হয়েছিলো এবং সেও হাজার হাজার শিশু - বাচ্চা হ'ত্যা করেছিলো এরপরেও ইসা (আঃ) এর আগমন ঠেকাতে পারেনি!
ই'সরা'য়েলর নে'তানি'য়াহু একই কাজ করছে শিশু এবং বাচ্চাদের হ'ত্যা করে ইমাম মাহদির আগমন ঠেকাতে! কিন্তু এটা যে আল্লাহর পরিকল্পনা 🙂
ইতিহাস পূনঃত্থাপন হচ্ছে, নিজের ইমানকে শক্ত করুন। দাজ্জাল আগমনের জন্য তারা " Third Temple " তৈরি করবে এবং দাজ্জালের ৪০ দিন পৃথিবী শাষণের পরেই ইমাম মাহদির আগমন ঘটবে! এর আগে পর্যন্ত আমাদের ধৈর্য ধরে থাকতে হবে। সময় খুবই কম, আমি আবারও বলছি নিজের ইমানকে শক্ত করুন!
~ ইশতিয়াক আহমদ
8 months ago | [YT] | 1
View 0 replies
Shila Handcraft
###আমরা অনেকেই এটা ধারণা রাখি যে ২৭ রামজানেই শবে কদরের রাত।আসলে এই ধারণা বা চিন্তা সম্পূর্ণই ভুল।শবে কদর ২০ রমজান থেকে ৩০ রমজানের ভিতরে যেকোনো বিজোড় রাতে হয়ে থাকে।যেমনঃ ২১,২৩,২৫,২৭,২৯।
#যা_করবো_৮৩_বছর_দিয়ে_গুন_হবে!
সুবহানঅাল্লাহ্ ❤
১.ফরজ সালাহ অনেক মনোযোগ সহকারে, যত্ন নিয়ে পড়া।
২.তিনবার সুরা ইখলাস =১বার কুরআন খতমের সওয়াব!যা গুন হবে ৮৩ বছর দিয়ে মানে ৮৩ বছর ধরে আমি একবার করে কুরআন খতম দিচ্ছি!
৩.দশবার সুরা ইখলাস =জান্নাতে ১ টি বাড়ি নিরমান হবে!×৮৩ বছর!
৪.শুকুরানার সিজদা (দীর্ঘ করে)=আল্লাহর শোকরগোজারী বান্দার অন্তর্ভুক্ত ×৮৩ বছর!
৫.আল্লাহর ৯৯ নাম পড়তে পারি =৮৩ বছর ধরে পড়ছি!
৬.সুরা মুলক= ৮৩ বছর ধরে কবরের ফিতনা থেকে বাচার চেষ্টা!
৭.সুরা কাহাফ(১ম ১০ আয়াত) =৮৩ বছর ধরে দাজ্জালের ফিতনা থেকে বাচার চেষ্টা!
৮.সুরা বাকারার শেষ ২ আয়াত=ঐ রাতের জন্য যথেষ্ট আমল!
৯.মিনিমাম ১ টা কুরআনের আয়াত মুখস্থ /হিফয করা=৮৩ বছর ধরে হিফয করার চেষ্টার সওয়াব!
১০.মিনিমাম ১ টা হাদিস পড়া=৮৩ বছর ধরে হাদিস পড়ার (তালিবে ইলম) সওয়াব!
১১.সাদাকা করা= ৮৩ বছর ধরে করছি!
১২.দুই রাকাত তওবার সালাহ=৮৩ বছর ধরে তওবা করছি!
১৩.যিকির করা=৮৩ বছর ধরে করছি! (বিশেষ করে-কালেমা,দুরুদ,ইস্তেগফার,সাইয়্যেদুল ইস্তেগফার, সুবহানঅাল্লাহ,অালহামদুলিল্লাহ,আল্লাহুঅাকবার)
১৪.কদরের দুয়া শুদ্ধভাবে পড়ব=৮৩ বছর ধরে পড়ছি!
১৫.সুরা বাকারার ১২৭ নং দুয়াটা পড়তে পারি,ইবাদতে কোন ভুল ত্রুটি থাকলে আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ! (ইব্রাহিম (অাঃ) কাবাঘর যখন পুনঃস্থাপন করেন তখন এই দুয়া পড়ে ক্ষমা চেয়েছিলেন) Dua of acceptance!
১৬.মজলিস/বৈঠক শেষের দুয়াটা পড়তে পারি(রাসুল সাঃ সালাহ, কুরআন / যেকোনো আমলের শেষে কাফফারা হিসেবে এ দুয়াটা পড়তেন!)
হিসনুল মুসলিম এপ্স এ পাবেন ৮৫ নং দুয়া।
ভাবা যায় "লাইলাতুল কদরের" রাত্রিতে ১ সেকেন্ড ইবাদাত ২৩ ঘন্টা ইবাদতের করা চেয়েক উত্তম।
১ মিনিট ইবাদাত ৫৮ দিন ইবাদতের চেয়ে উত্তম।
১ ঘন্টা ইবাদাত ৯.৮ বছর ইবাদাতের চেয়ে উত্তম।
এবং ২৪ ঘন্টা মানে ১ রাত ইবাদাত করলে ৮৩ বছর ইবাদাত করার চেয়ে উত্তম।
সুবাহানআল্লাহ!!
9 months ago | [YT] | 1
View 0 replies
Shila Handcraft
#সুতির জমজম সুইচ লোন থ্রি পিস
#সালোয়ারের কাপড় আড়াই গজ
#জামার লম্বা 48 ইন
#৫ হাতের নামাজের ওড়না
9 months ago (edited) | [YT] | 3
View 3 replies
Shila Handcraft
লেহেঙ্গার এই ভিডিও আগামীকাল আসবে ইনশাআল্লাহ,,
11 months ago | [YT] | 4
View 4 replies
Shila Handcraft
“বুঝিয়ে বলা কঠিন, তাই চুপ থাকি”
জীবনে এমন অনেক সময় আসে, যখন মনের কথা প্রকাশ করা কঠিন হয়ে পড়ে। হয়তো কিছু অনুভূতি এতটাই গভীর যে সেগুলো শব্দে প্রকাশ করা যায় না। কিংবা কিছু অভিজ্ঞতা এতটাই জটিল যে বোঝানোর জন্য যতই চেষ্টা করা হোক, শুনতে পাওয়া মানুষটি হয়তো বুঝবে না। তখন আমরা চুপ করে থাকি।
“চুপ থাকা” কোনো দুর্বলতা নয়, বরং এটি আত্মনিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ দিক। কখনো কখনো চুপ থাকার মধ্যে লুকিয়ে থাকে অগণিত শব্দ, মনের গভীর বেদনা কিংবা অজস্র অপ্রকাশিত গল্প। আমরা হয়তো জানি, কেউ যদি আমাদের কথা বুঝতে না পারে, তবে সেসব বলারও কোনো মানে নেই। বরং চুপ থাকা আমাদের মানসিক শান্তি বজায় রাখে।
তবে চুপ থাকার মানে এই নয় যে, আমরা দুর্বল বা আত্মবিশ্বাসহীন। বরং এটি আমাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞার প্রতিফলন। কিছু অনুভূতি শুধুই অনুভবের জন্য, বোঝানোর জন্য নয়। কিছু কথা প্রকাশ না করলেই তা আরও বেশি অর্থবহ হয়ে থাকে।
তবুও, চুপ থাকা সবসময় সঠিক সমাধান নয়। যদি কোনো সম্পর্ক কিংবা পরিস্থিতিতে ভুল বোঝাবুঝি বাড়তে থাকে, তাহলে সেটা স্পষ্টভাবে ব্যাখ্যা করা জরুরি। কারণ, অনেক সময় চুপ থাকাও ভুল বোঝার জন্ম দেয়।
তাই, কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে, সেটি বুঝতে শিখুন। কারণ, শব্দের মতোই নীরবতাও একধরনের ভাষা—যা কেবল বোঝার ক্ষমতা থাকা মানুষের জন্য,।
11 months ago | [YT] | 8
View 0 replies
Shila Handcraft
দুই টাকা হাতে রেখে পাঁচ টাকা খরচ করে ফুটানি দেখাতে আমি পছন্দ করি না,,,,
আমার কাছে ৪ টাকা থাকলে তখন আমি দু টাকা খরচ করতে স্বাচ্ছন্দ বোধ করি।।।
খুব স্বাভাবিক থাকবেন খুব সাধারণ চলাফেরা করবেন এতে করে আপনার জীবনের কোন পরিবর্তন কেউ বুঝতে পারবেন না।।
আমার মনে হয় খুব সাধারণ জীবন-যাপন করাটা একটা বড় যোগ্যতা, একই সঙ্গে এটাও মনে হয় ফুটানি করা এক ধরনের মানসিক অসুস্থতা 💕
কমেন্টসে মতামত দিয়ে যান 🙄🙄
1 year ago | [YT] | 12
View 2 replies
Shila Handcraft
Winter baby dress
1 year ago | [YT] | 7
View 0 replies
Load more