আমি ঘরোয়া একজন শিল্পী ।নিজের মনের আনন্দের জন্য গান গাই ।সবার কাছে ভুল ত্রুটি র জন্য ক্ষমা চাচ্ছি ।সবাই ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং সবাই আমাকে উৎসাহ দিবেন আশা করি।
কারণ গানটা আমার একটা মনের খোরাক।
জীবনের অনেকটা টাইম পার করে চলে এসেছি শেষ প্রান্তে। তো বাকি দিনগুলো কিছুটা নিজের শান্তিতে থাকার জন্য নিজের মত নিজেকে ভালো রাখার জন্য গানটা শুরু করলাম দোয়া রাখবেন সবাই।