একটি রাজনীতি মুক্ত চ্যানেল


Politics Tv

দর্শক আসন্ন গণভোটে আপনি হা নাকি না ভোট দিবেন?

1 week ago | [YT] | 967

Politics Tv

দর্শক আগামি নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিবেন?

1 week ago | [YT] | 231

Politics Tv

অনন্ত যাত্রায় ভালো থাকবেন
#politicstv

3 weeks ago | [YT] | 268

Politics Tv

দর্শক জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এনসিপি এবং জামাত চায় তাদের প্রস্তাব অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংশোধন করে নিতে। এর জন্য তারা চায় একটা গণভোট যেখানে হা এবং না ভোট থাকবে। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে ইচ্ছামতো সংবিধান পরিবর্তনের পক্ষে থাকলে হা ভোট দিবে আর বিপক্ষে থাকলে জনগন না ভোট দিবে। দর্শক আপনি কি জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান পরিবর্তনের পক্ষে নাকি বিপক্ষে? পক্ষে হলে হা ভোট দিন, বিপক্ষে হলে না ভোট দিন।

2 months ago | [YT] | 392

Politics Tv

সেনা কর্মকর্তাদের খুব সকালেই হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। নতুন নির্মিত একটা বিশেষ শীতাতাপ নিয়ন্ত্রিত প্রিজনভ্যানে তাদেরকে কড়া নিরাপত্তার মাধ্যমে আদালতে হাজির করা হয়। নিরাপত্তা বহরে ছিল সেনাবাহিনীর একাধিক গাড়ি। সমস্ত পথে সেনা, বিজিবি, আর্মড পুলিশ, র‍্যাব সহ পুলিশের বহু সদস্য ছিলেন বলেও জানা গেছে। আইনজীবীরা জামিন আবেদন করলেও জামিন হবে না বলেই ধারনা করা হচ্ছে। সারাদিনে সেনাদের নিয়ে কি হলো তা নিয়ে থাকছে আজকের বিশেষ আলোচনা। প্রিয় দর্শক এই আলোচনাতে আপনি কি কি বিষয়ে আলোকপাত হোক সেটা চান, জানিয়ে এখনই কমেন্ট করুন। এছাড়া আজ কি কি হতে পারে বলে আপনার ধারনা তাও জানাতে পারেন।

2 months ago | [YT] | 204

Politics Tv

রাজনীতি নিয়ে কথা বললে কারোরই মন জয় করা যায় না, যদি আপনি নিরপেক্ষ থাকতে চান। কোনো কথা হয়তো আওয়ামী লীগের বিপক্ষে গেল, আপনি হয়ে যাবেন রাজাকার বা প্রফেসর ইউনুসের দালাল। আবার কোনো কথা যদি সরকারের বা সরকারের কাছের কোনো দলের বিপক্ষে চলে যায় তাহলে আপনি আওয়ামী দোসর। বিএনপির জাতীয় কমিটির সদস্য খুব কাছের এক বড়ভাই কাল বললেন, তুমি তো কাউকেই ছাড়ো না! আওয়ামী লীগ বিএনপি সরকার কোনো রাখঢাক করো না। আমার মনে হয়েছে এটাই সবথেকে বড় প্রশংসা, বড় পাওয়া। তিনি আমার কাছের মানুষ হওয়া সত্ত্বেও ভাবছেন সত্যের বেলাতে আমি তার ভুলকেও জীবনে হাইড করবো না, করি না। তবু মানুষ তো? ভুল তো হতেই পারে। শুধু একটা কথা বলি কারো দালাল হবার টাইম নাই। সেটা হতে চাইলে দামী গাড়ি, দামী বাড়িতে বিলাসী জীবনে থাকতে পারতাম, যে সুযোগ জীবনে বহুবার এসেছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি সহ নানান দল এমনকি বর্তমান সরকারেও অনেক কাছের প্রিয় মানুষ আছেন যাদের তল্পিবাহক হতে পারতাম সহজেই। হইনি, হতে চাই ও না। শুধু দুবেলা অন্ন জুটলেই হয়ে গেল, আর কিছু চাই না। শুভকামনায় রাখবেন আপনারা সকলে। আপনাদের ভালোবাসায় আমি এবং আমার টীম মুগ্ধ।
#politicstv

3 months ago | [YT] | 613

Politics Tv

পলিটিক্স টিভি এখন দেড় লক্ষ পরিবার। আপনাদের অফুরন্ত ভালোবাসা এবং সমর্থন আমাদের কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছে। ভুলত্রুটি ক্ষমা করে পরামর্শ দিয়ে পাশে থাকবেন সেই শুভ প্রত্যাশা আমাদের।

4 months ago | [YT] | 877

Politics Tv

দর্শক রাজধানীতে দেখা যাচ্ছে একের পর এক আওয়ামী লীগের মিছিল হচ্ছে। গ্রেফতার অভিযানও চলছে। সরকার কি এমন পরিস্থিতিতে বিব্রতকর অবস্থায় পড়ে যাচ্ছে , বা এর মধ্য দিয়ে কি আওয়ামী লীগ আবার ফিরে আসার চেষ্টা করছে বলে মনে করেন আপনি?

4 months ago | [YT] | 1,080

Politics Tv

দর্শক ডাকসুতে ভিপি পদে কে জিতবেন বলে আপনি মনে করেন?

4 months ago | [YT] | 580

Politics Tv

এক বছর পেরিয়ে যাবার পর বর্তমান ইন্টেরীম সরকারকে আপনি প্রশংসা করে হা ভোট দিবেন নাকি ব্যর্থ বলে না ভোট দিবেন?

5 months ago | [YT] | 1,029