Musfida Tabassum

Alhamdulillah For Everything ❤️❤️
From Bangladesh 🇧🇩
Lives in USA🇺🇸
Love Allah 🤍🦋
Everybody left but Allah will always be there for you.


Musfida Tabassum

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

জুমাবার বা শুক্রবার মুমিন মুসলমানের জন্য একটি বিশেষ রহমতের দিন। বিশেষ করে একজন গর্ভবতী মায়ের জন্য এই সময়টি ইবাদত ও দোয়ার শ্রেষ্ঠ সুযোগ। গর্ভের সন্তান যেন নেককার, সুস্থ এবং সুন্দর চরিত্রের অধিকারী হয়—তা প্রতিটি বাবা-মায়ের স্বপ্ন। আজ আমরা জানবো পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে এই দিনের বিশেষ কিছু আমল ও দোয়া সম্পর্কে।

১. জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত
জুমার দিনের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো এই দিনে দোয়া কবুলের একটি বিশেষ মুহূর্ত রয়েছে।
রেফারেন্স: সহীহ বুখারী ও মুসলিমের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "জুমার দিনে এমন একটি সময় আছে, যদি কোনো মুসলিম বান্দা সেই সময় নামাজরত অবস্থায় আল্লাহর কাছে কিছু চায়, তবে আল্লাহ তাকে তা অবশ্যই দান করেন।" আলেমদের মতে, এই বিশেষ সময়টি হলো আসর নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়টুকু। তাই গর্ভবতী মায়েরা এই সময়ে জায়নামাজে বসে একাগ্রচিত্তে নিজের ও অনাগত সন্তানের জন্য দোয়া করবেন।

২. গর্ভবতী মায়েদের জন্য ৩টি শক্তিশালী কুরআনিক দোয়া
সন্তানের জন্য নবীদের করা দোয়াগুলো আল্লাহ কবুল করেছিলেন এবং সেগুলো কুরআনে আমাদের জন্য শিখিয়ে দিয়েছেন।

ক) নেক সন্তানের জন্য নবী যাকারিয়া (আ.)-এর দোয়া:

যখন যাকারিয়া (আ.) অত্যন্ত বৃদ্ধ বয়সেও নিঃসন্তান ছিলেন, তখন তিনি এই দোয়াটি করেছিলেন এবং আল্লাহ তাকে নবী ইয়াহইয়া (আ.) দান করেন।
আরবি: رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ
উচ্চারণ: রাব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়্যাতান ত্বাইয়্যিবাহ, ইন্নাকা সামিউদ দুআ।
অনুবাদ: "হে আমার প্রতিপালক! আপনার পক্ষ থেকে আমাকে পুত-পবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী।"
রেফারেন্স: সূরা আল-ইমরান, আয়াত: ৩৮।

খ) সৎ ও অনুগত সন্তানের জন্য নবী ইব্রাহিম (আ.)-এর দোয়া:
পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ইব্রাহিম (আ.) যখন বৃদ্ধ বয়সে সন্তানের জন্য আকুল আবেদন জানিয়েছিলেন, তখন তিনি এই দোয়াটি পাঠ করেছিলেন।
আরবি: رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
উচ্চারণ: রাব্বি হাবলি মিনাস সালিহীন।
অনুবাদ: "হে আমার প্রতিপালক! আমাকে এক সৎকর্মশীল সন্তান দান করুন।"
রেফারেন্স: সূরা আস-সাফফাত, আয়াত: ১০০।

গ) চোখের শীতলতাকারী পরিবারের জন্য দোয়া:
এই দোয়াটি পড়লে আল্লাহ সন্তান ও পরিবারকে প্রশান্তির উৎস বানিয়ে দেন। এটি একজন আদর্শ সন্তান কামনার শ্রেষ্ঠ দোয়া।
আরবি: رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
উচ্চারণ: রাব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আইয়ুনিঁও ওয়াজআলনা লিল মুত্তাকীনা ইমাম।
অনুবাদ: "হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান করো এবং আমাদের মুত্তাকীদের আদর্শ স্বরূপ করো।"
রেফারেন্স: সূরা আল-ফুরকান, আয়াত: ৭৪।

৩. জুমার দিনের আমল ও গর্ভবতী মায়েদের জন্য নসিহত
একজন গর্ভবতী মায়ের চাল-চলন এবং ইবাদত সন্তানের ওপর গভীর প্রভাব ফেলে। জুমার দিন নিচের আমলগুলো পালন করার চেষ্টা করুন:
১. সূরা কাহাফ তিলাওয়াত: জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করা অনেক সওয়াবের কাজ। এটি পুরো সপ্তাহ নূর হিসেবে কাজ করে। (সুনানুন নাসায়ী)।
২. বেশি বেশি দরুদ পাঠ: রাসূল (সা.) জুমার দিন বেশি বেশি দরুদ পড়ার নির্দেশ দিয়েছেন। দরুদ পাঠ করলে মনে প্রশান্তি আসে, যা গর্ভস্থ শিশুর জন্য অত্যন্ত উপকারী।
৩. ইস্তিগফার: 'আস্তাগফিরুল্লাহ' বেশি বেশি পড়ুন। এটি বিপদ থেকে রক্ষা করে এবং রিজিকে (সন্তানও একটি রিজিক) বরকত দেয়।
৪. সূরা মারইয়াম ও সূরা লোকমান: আলেমগণ গর্ভবতী মায়েদের জন্য এই দুটি সূরা নিয়মিত পড়ার বা শোনার পরামর্শ দেন। সূরা মারইয়াম প্রসব বেদনা সহজ করতে এবং সূরা লোকমান সন্তানের হিকমত বৃদ্ধিতে সাহায্য করে।

উপসংহার
সন্তান আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে একটি শ্রেষ্ঠ আমানত। জুমার এই পবিত্র দিনে আল্লাহর কাছে আপনার এই আমানতের কল্যাণের জন্য হাত তুলুন। আল্লাহ যেন সকল মায়েদের কোল আলোকিত করে সুস্থ, সবল এবং দ্বীনদার সন্তান দান করেন। আমীন।

আপনার পরিচিত কোনো গর্ভবতী বোন বা পরিবার থাকলে এই পোস্টটি শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ার হতে পারে অন্যের জন্য বড় রহমত।

#doa #JummahMubarak #motherhood #IslamicPregnancy #DuaForChildren #QuranicVerses #IslamicReminder

3 weeks ago | [YT] | 4

Musfida Tabassum

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তার প্রিয় জায়গা ছিলো সেন্ট্রাল মসজিদ ,শেষ ঠিকানা হলো সেই মসজিদের পাশে। তার প্রিয় কবিতা ছিলো বিদ্রোহী,সেই কবিতার জনকের পাশে শুয়ে থাকলেন। ইচ্ছে ছিলো নির্বাচিত হয়ে সংসদে যাবেন,বিদায় হলো সংসদ ভবনের সামনে থেকে। প্রচারণা চলাকালে একজন উপর থেকে ময়লা পানি ফেললে তিনি জানালেন" মানুষের ভালোবাসা চাই "।বিদায় কালে এমন ভালোবাসা তিনি পেলেন যার ইতিহাস অতীতে ছিলো না আর হবে বলেও মনে হয়না।



#osmanhadi
#highlights
#fyp

4 weeks ago | [YT] | 26

Musfida Tabassum

শহিদ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইট দেশে অবতরণ করেছে

ঢাকা, ১৯ ডিসেম্বর ২০২৫: চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মারা যাওয়া শহিদ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইট দেশে পৌঁছেছে।

আজ শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট (BG-585) সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।



#hadi
#highlights
#allahuakbar

4 weeks ago | [YT] | 19

Musfida Tabassum

ওসমান হাদি শত বছরে তরুণদের অনুপ্রেরণা🤲💖




#highlights

4 weeks ago | [YT] | 1

Musfida Tabassum

হাদি ভাই ঘুমায়ে গেছেন। প্রশান্তির ঘুম।আর জাগবেননা। আর আসবেননা ঘুমন্ত শহরে ফজরের ওয়াক্তে মসজিদের গেটে।



#highlights

4 weeks ago | [YT] | 21

Musfida Tabassum

আল্লাহ ভাইকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।




#highlights
#hadi

4 weeks ago | [YT] | 21

Musfida Tabassum

সবার এত ভালোবাসা, এত দোয়া যে পেয়েছে, যে বিপ্লবী সে কি মরতে পারে? আমরা হারিয়ে ফেলেছি একজন বিপ্লবী মানুষকে যে সত্য কথা বলার সাহস দেখিয়েছিল।
ওপারে ভালো থাকবেন।
#hadi

4 weeks ago (edited) | [YT] | 16

Musfida Tabassum

Online Shopping from the past.
Year: 1990
Photo of: Leis - Fitaoala

#nostalgia #euphoriawhisper

1 month ago | [YT] | 7

Musfida Tabassum

আজ সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে ভূমিকম্প হয়েছে। যারা বিল্ডিংয়ে ছিলেন তারা খুব স্পষ্টভাবেই বুঝতে পেরেছেন এটি কতটা ভয়ঙ্কর ছিল। আল্লাহু আকবর। সেই মুহূর্তে মনে হচ্ছিল—এভাবেই কোনো এক জুমাবারে, শুক্রবারে কিয়ামতের সূচনা হবে।

সূরা আয-যিলযাল-এ আল্লাহ তাআলা বলেছেন, যখন প্রবল কম্পনে পৃথিবী দুলে উঠবে, তখন ভূমিকম্পের তীব্রতায় সমগ্র পৃথিবী কেঁপে যাবে। অর্থাৎ সমস্ত বস্তু চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে। এই অবস্থা তখন হবে, যখন শিঙ্গায় প্রথমবার ফুৎকার করা হবে।

আজকের এই ভূমিকম্প আমাদের কিয়ামতের ভয়াবহ দৃশ্যের কথা স্মরণ করিয়ে দেয়। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন এবং হিদায়াত দিন। আমিন |


#highlights
#fyp

1 month ago | [YT] | 4

Musfida Tabassum

আল্লাহ সবাইকে হেফাজত করুন।
ভূমিকম্প😔

1 month ago | [YT] | 5