Story English

8 months ago | [YT] | 1

Story English

Please everyone please subscribe me.

1 year ago | [YT] | 1

Story English

If you can take risks, success will come in life.
Don't get influenced by people's emotions.
We have to shake off the problem and move forward.

1 year ago | [YT] | 0

Story English

12ঃ 30 মিনিটের সময় লাইভে আসব ইনশাআল্লাহ। দেখা হবে সবার সাথে।

2 years ago | [YT] | 1

Story English

তুমি ফিরবে,
তুমি ফিরবেই।হয়তো আমার না পাওয়া জুড়ে তোমার পাওয়া হয়ে যাওয়ার পড়ে।কোন এক গ্রীষ্মের দুপুর রৌদ্রস্নান বেলায় ঝরাপাতা মতো ঝরে যাওয়ার পর ফিরবে।
হয়তো ফিরবে কোন এক বর্ষার ভরা বাদল দিনের মেঘ কেটে গেলে হৃদয় আকাশে।তোমার জন্য অপেক্ষা করতে করতে, হয়তো কোন একদিন সমুদ্রের ঢেউ এসে ভাঙতে ভাঙতে,আমাকে তলিয়ে নিয়ে যাবে যেদিন, সেই দিন ফিরবে।

তুমি ফিরবে,হয়তো কোন একদিন দিন শরৎের নীল আকাশ দেখে তোমাকে খুজতে খুজতে আমি ক্লান্ত হয়ে যাবো, আমার শরীর মন অঙ্গ পতঙ্গ অকেজো হয়ে যাবে, কোন কিছুই আর কাজ করবে না যে দিন আগের মতো, সেদিন ফিরবে।

কোন এক হেমন্তের সকালে নবান্নের উৎসবের আমেজে হলেও তুমি ফিরবে।আমাকে মাড়িয়ে যাওয়া শেষ প্রনয়ে।

তুমি ফিরবে আমার ঠিকানা যখন কোন এক শীতে সকালে ঘন কুয়াশায় ঢাকা আবছায়ায় মিলে যাবে মাটির ঠিকানায় অস্তিত্বের খোঁজে, শুধু কিছু স্মৃতি সরিষা ফুল ফুটে রবে সেই দিন ফিরবে।

তুমি ফিরবে, কোন এক বসন্তের দাবানল দাহনে,
আমি পুড়ে ছাঁই হয়ে যাওয়ার পর হলেও ফিরবে।
তুমি ফিরবে!তোমাকে ফিরতেই হবে।
হয়তো কিছু নিতে,
নয়তো কিছু দিতে।

লেখা - নুরেহাবিব তাসলিম।
১২/১১/২০২০ চকরিয়া কক্সবাজার

2 years ago | [YT] | 3