মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ❤️ আজ প্রথমবার র ক্ত দিতে পেরে সত্যিই ভীষণ ভালো লাগছে। বাংলাদেশের একজন লিডারকে র ক্ত দিতে পারা আমার জন্য গর্বের ও আনন্দের বিষয়।
আল্লাহ তাআলা যেন এই নেক আমল কবুল করেন, সবাইকে সুস্থ রাখেন এবং ভবিষ্যতেও মানবতার পাশে দাঁড়ানোর তাওফিক দান করেন। 🤲🩸
📚✨ ঢাকা বিশ্ববিদ্যালয়, ডাকসু ও নির্বাচন সম্পর্কে কিছু তথ্য ✨📚
🔹 ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতিনিধিত্বমূলক সংগঠন। 🔹 ডাকসুর মূল পদগুলো হলো:
ভিপি (VP = Vice President) → ছাত্র সংসদের প্রধান পদ, কার্যত সভাপতির সমান।
জিএস (General Secretary) → সাধারণ সম্পাদক।
এজি এস (Assistant General Secretary) → সহকারী সাধারণ সম্পাদক।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদকসহ আরও বিভিন্ন পদ থাকে।
🔹 VC (Vice Chancellor) → উপাচার্য, যিনি পুরো বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী। তবে VC ডাকসুর নির্বাচিত পদ নয়, রাষ্ট্রপতি তাঁকে নিয়োগ দেন।
🔹 ডাকসু নির্বাচন ছাত্র-রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল বিশ্ববিদ্যালয়ের ভেতরে নয়, জাতীয় রাজনীতিতেও বড় প্রভাব ফেলে। 🔹 দীর্ঘ সময় ধরে ডাকসু নির্বাচন হয়নি (১৯৯০–২০১৯ পর্যন্ত নির্বাচন হয়নি)। ২০১৯ সালে বহু বছর পর নির্বাচন হয়। 🔹 সর্বশেষ নির্বাচন (২০২৫ সালে) অনেক বিতর্ক, প্রতিদ্বন্দ্বিতা ও ছাত্র সংগঠনের প্রতিযোগিতার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। 🔹 এ নির্বাচনে বিভিন্ন সংগঠন যেমন— ছাত্রশিবির, ছাত্রদল, বাম জোট, স্বতন্ত্র প্রার্থী ইত্যাদি অংশ নেয়। 🔹 VP পদটি সবচেয়ে মর্যাদাপূর্ণ ও আলোচিত, কারণ ইতিহাসে ভিপি থেকে পরবর্তীতে অনেকেই জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
📌 জ্ঞানমূলক MCQ কুইজ 📌
❓ প্রশ্ন ১: ডাকসুতে “VP” এর পূর্ণরূপ কী? ক) Vice Principal খ) Vice President ✅ গ) Vice Chancellor ঘ) Village President
❓ প্রশ্ন ২: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কে? ক) VP খ) VC ✅ গ) প্রোভোস্ট ঘ) রেজিস্ট্রার
❓ প্রশ্ন ৩: ডাকসুর সবচেয়ে মর্যাদাপূর্ণ পদ কোনটি? ক) জিএস (General Secretary) খ) এজি এস (Assistant General Secretary) গ) VP (Vice President) ✅ ঘ) সাংগঠনিক সম্পাদক
❓ প্রশ্ন ৫: ২০১৯ সালের আগে কত বছর ডাকসু নির্বাচন হয়নি? ক) ১০ বছর খ) ১৫ বছর গ) ২৯ বছর ✅ ঘ) ৫০ বছর
❓ প্রশ্ন ৬: ডাকসু নির্বাচনে VP পদটি কোন কারণে সবচেয়ে আলোচিত? ক) এটি ছাত্র সংসদের প্রধান পদ ✅ খ) এটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ গ) এটি ক্রীড়া সম্পাদক পদ ঘ) এটি সাংস্কৃতিক সম্পাদক পদ
💡 এভাবে জানলে শুধু পরীক্ষার জন্য নয়, রাজনীতি ও ইতিহাসের ক্ষেত্রেও কাজে দেবে।
📝 উপমহাদেশে প্রথম রাজনৈতিক দল কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ১৮৮৫ সালে । ভারতীয় জাতীয় কংগ্রেস বিকল্প হিসেবে উপমহাদেশে আরেকটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ ১৯০৬ সালে।
📝 মুসলিম লীগের বিকল্প হিসেবে ২৩ শে জুন ১৯৪৯ সালে মুসলিম লীগের একটি অংশ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে প্রতিষ্ঠাতা করেন আওয়ামী মুসলিম লীগ। এবং ১৯৫৫ সালে মুসলিম শব্দটি বাদ দেয়া হয়। তারপর থেকে আওয়ামী লীগ নামে দলটির নামকরণ করা হয়।
📝আওয়ামী লীগ ১৯৭৫ সালের ২৪ ফেব্রুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল নামক জাতীয় রাজনৈতিক দল গঠন করেন তৎকালীন স্বৈ*রাচার শেখ মুজিবুর রহমান।
📝 পরবর্তীতে আওয়ামী লীগের বিকল্প হিসেবে আওয়ামী লীগের একটি অংশ ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়বাদী দল ( BNP) জিয়াউর রহমান নেতৃত্বে প্রতিষ্ঠিত করেন।
📝 পরবর্তী সময় বাংলাদেশের জাতীয়বাদী দল ( BNP) বিকল্প হিসেবে সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে ২৮ শে ফেব্রুয়ারি ২০২৫ সালে জাতীয় নাগরিক পার্টি ( NCP) প্রতিষ্ঠিত হয়।
⚠️ আবেগ নয়, বাস্তবতা, আগামীতে জাতীয় নাগরিক পার্টি(NCP) বাংলাদেশের নেতৃত্ব দেবে আমার কোন ব্যক্তিগত কথা নয়, ইতিহাসের বিশ্লেষণ, ইতিহাসের পরিবর্তন। 📝AH
📝 পুন্ডনগর প্রাচীন সভ্যতার সর্ব প্রাচীন জনপদ গড়ে উঠেছিল বর্তমানে রংপুর দিনাজপুর রাজশাহী। পুন্ডনগর পরবর্তী নাম হয় মহাস্থানগড় এবং মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল। বর্তমানে বগুড়া জেলায় শিবগঞ্জ উপজেলায় ও বগুড়া শহরের ১৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
Atik Hasan
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ❤️
আজ প্রথমবার র ক্ত দিতে পেরে সত্যিই ভীষণ ভালো লাগছে। বাংলাদেশের একজন লিডারকে র ক্ত দিতে পারা আমার জন্য গর্বের ও আনন্দের বিষয়।
আল্লাহ তাআলা যেন এই নেক আমল কবুল করেন, সবাইকে সুস্থ রাখেন এবং ভবিষ্যতেও মানবতার পাশে দাঁড়ানোর তাওফিক দান করেন। 🤲🩸
1 month ago | [YT] | 0
View 0 replies
Atik Hasan
📚✨ ঢাকা বিশ্ববিদ্যালয়, ডাকসু ও নির্বাচন সম্পর্কে কিছু তথ্য ✨📚
🔹 ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতিনিধিত্বমূলক সংগঠন। 🔹 ডাকসুর মূল পদগুলো হলো:
ভিপি (VP = Vice President) → ছাত্র সংসদের প্রধান পদ, কার্যত সভাপতির সমান।
জিএস (General Secretary) → সাধারণ সম্পাদক।
এজি এস (Assistant General Secretary) → সহকারী সাধারণ সম্পাদক।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদকসহ আরও বিভিন্ন পদ থাকে।
🔹 VC (Vice Chancellor) → উপাচার্য, যিনি পুরো বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী। তবে VC ডাকসুর নির্বাচিত পদ নয়, রাষ্ট্রপতি তাঁকে নিয়োগ দেন।
🔹 ডাকসু নির্বাচন ছাত্র-রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল বিশ্ববিদ্যালয়ের ভেতরে নয়, জাতীয় রাজনীতিতেও বড় প্রভাব ফেলে। 🔹 দীর্ঘ সময় ধরে ডাকসু নির্বাচন হয়নি (১৯৯০–২০১৯ পর্যন্ত নির্বাচন হয়নি)। ২০১৯ সালে বহু বছর পর নির্বাচন হয়। 🔹 সর্বশেষ নির্বাচন (২০২৫ সালে) অনেক বিতর্ক, প্রতিদ্বন্দ্বিতা ও ছাত্র সংগঠনের প্রতিযোগিতার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। 🔹 এ নির্বাচনে বিভিন্ন সংগঠন যেমন— ছাত্রশিবির, ছাত্রদল, বাম জোট, স্বতন্ত্র প্রার্থী ইত্যাদি অংশ নেয়। 🔹 VP পদটি সবচেয়ে মর্যাদাপূর্ণ ও আলোচিত, কারণ ইতিহাসে ভিপি থেকে পরবর্তীতে অনেকেই জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
📌 জ্ঞানমূলক MCQ কুইজ 📌
❓ প্রশ্ন ১: ডাকসুতে “VP” এর পূর্ণরূপ কী? ক) Vice Principal খ) Vice President ✅ গ) Vice Chancellor ঘ) Village President
❓ প্রশ্ন ২: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কে? ক) VP খ) VC ✅ গ) প্রোভোস্ট ঘ) রেজিস্ট্রার
❓ প্রশ্ন ৩: ডাকসুর সবচেয়ে মর্যাদাপূর্ণ পদ কোনটি? ক) জিএস (General Secretary) খ) এজি এস (Assistant General Secretary) গ) VP (Vice President) ✅ ঘ) সাংগঠনিক সম্পাদক
❓ প্রশ্ন ৪: VC–এর পূর্ণরূপ কী? ক) Vice Chancellor ✅ খ) Vice Chairman গ) Vice Controller ঘ) Vice Chief
❓ প্রশ্ন ৫: ২০১৯ সালের আগে কত বছর ডাকসু নির্বাচন হয়নি? ক) ১০ বছর খ) ১৫ বছর গ) ২৯ বছর ✅ ঘ) ৫০ বছর
❓ প্রশ্ন ৬: ডাকসু নির্বাচনে VP পদটি কোন কারণে সবচেয়ে আলোচিত? ক) এটি ছাত্র সংসদের প্রধান পদ ✅ খ) এটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ গ) এটি ক্রীড়া সম্পাদক পদ ঘ) এটি সাংস্কৃতিক সম্পাদক পদ
💡 এভাবে জানলে শুধু পরীক্ষার জন্য নয়, রাজনীতি ও ইতিহাসের ক্ষেত্রেও কাজে দেবে।
#DhakaUniversity #Daksu #VP #VC #MCQ #StudentPolitice
4 months ago | [YT] | 3
View 0 replies
Atik Hasan
যেদিন মেসে খালা আসবেন না,
সেই দিন মেসের পোলাপানের জাতীয় খাবার 🙃
AH
4 months ago | [YT] | 2
View 0 replies
Atik Hasan
Alhamdulillah
4 months ago | [YT] | 2
View 0 replies
Atik Hasan
Atik Hasan
#atikhasan
#ah
4 months ago | [YT] | 0
View 0 replies
Atik Hasan
🗣️ রাজনৈতিক দলের ইতিহাস 📝
📝 উপমহাদেশে প্রথম রাজনৈতিক দল কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ১৮৮৫ সালে । ভারতীয় জাতীয় কংগ্রেস বিকল্প হিসেবে উপমহাদেশে আরেকটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ ১৯০৬ সালে।
📝 মুসলিম লীগের বিকল্প হিসেবে ২৩ শে জুন ১৯৪৯ সালে মুসলিম লীগের একটি অংশ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে প্রতিষ্ঠাতা করেন আওয়ামী মুসলিম লীগ। এবং ১৯৫৫ সালে মুসলিম শব্দটি বাদ দেয়া হয়। তারপর থেকে আওয়ামী লীগ নামে দলটির নামকরণ করা হয়।
📝আওয়ামী লীগ ১৯৭৫ সালের ২৪ ফেব্রুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল নামক জাতীয় রাজনৈতিক দল গঠন করেন তৎকালীন স্বৈ*রাচার শেখ মুজিবুর রহমান।
📝 পরবর্তীতে আওয়ামী লীগের বিকল্প হিসেবে আওয়ামী লীগের একটি অংশ ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়বাদী দল ( BNP) জিয়াউর রহমান নেতৃত্বে প্রতিষ্ঠিত করেন।
📝 পরবর্তী সময় বাংলাদেশের জাতীয়বাদী দল (
BNP) বিকল্প হিসেবে সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে ২৮ শে ফেব্রুয়ারি ২০২৫ সালে জাতীয় নাগরিক পার্টি ( NCP) প্রতিষ্ঠিত হয়।
⚠️ আবেগ নয়, বাস্তবতা,
আগামীতে জাতীয় নাগরিক পার্টি(NCP) বাংলাদেশের নেতৃত্ব দেবে আমার কোন ব্যক্তিগত কথা নয়,
ইতিহাসের বিশ্লেষণ,
ইতিহাসের পরিবর্তন।
📝AH
7 months ago | [YT] | 0
View 0 replies
Atik Hasan
কামারপাড়া রেলস্টেশন, গাইবান্ধা
7 months ago (edited) | [YT] | 0
View 0 replies
Atik Hasan
লক্ষ্মীপুর স্কুল ও কলেজ, গাইবান্ধা
অনুষ্ঠানে আতিক হাসান I Focus Team.
7 months ago | [YT] | 2
View 0 replies
Atik Hasan
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা মানবন্টন কমেন্ট ব,ক্স
8 months ago | [YT] | 1
View 1 reply
Atik Hasan
🗣️ বগুড়া মহাস্থানগড় ইতিহাস পরিচিতি✅
📝 পুন্ডনগর প্রাচীন সভ্যতার সর্ব প্রাচীন জনপদ গড়ে উঠেছিল বর্তমানে রংপুর দিনাজপুর রাজশাহী। পুন্ডনগর পরবর্তী নাম হয় মহাস্থানগড় এবং মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল। বর্তমানে বগুড়া জেলায় শিবগঞ্জ উপজেলায় ও বগুড়া শহরের ১৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
📝AH
#Atikhasan
#gk
#Admission
#University
#history
#ifocus
8 months ago | [YT] | 0
View 0 replies
Load more