Welcome to my YouTube channel!
Here I share powerful motivational videos, life-changing messages, trending viral shorts, political awareness content, travel vlogs, inspirational stories, and real-life experiences.
My goal is simple — to inspire, motivate, and guide you toward a better life.
If you love positive energy, emotional stories, and trending Bangladeshi content, this channel is for you.
🌟 What you’ll find here:
• Viral Shorts
• Motivation & Life Lessons
• Travel & Exploration (Bangladesh)
• Political Awareness & Social Message
• Emotional & Real Story Videos
• Daily Inspirational Content
📌 Stay connected and subscribe for daily viral content!
Friends For Ever
দুর্নীতি-দুঃশাসন রুখতে,
স্বৈরাচারী হওয়ার পথ রুদ্ধ করতে,
ক্ষমতায় ভারসাম্য আনতে,
বৈষম্যহীন সমাজ গড়তে, গণভোটে হ্যাঁ দিন।
#জুলাই #বাংলাদেশরাজনীতি #নির্বাচন #গণভোট #হ্যা
1 week ago | [YT] | 3
View 0 replies
Friends For Ever
“আল্লাহু আকবার” বলে মানুষ হত্যা করলে—
ইসলামের অপমান হয় কি?”
খুব স্পষ্ট উত্তর—
হ্যাঁ, হয়।
এবং তা হয় ভয়ংকরভাবে।
কারণ “আল্লাহু আকবার” কোনো যুদ্ধের স্লোগান নয়,
এটা হলো তাকওয়ার ঘোষণা—
আল্লাহ সব কিছুর ঊর্ধ্বে,
মানুষের রাগ, প্রতিশোধ বা ক্ষমতার চেয়েও বড়।
এই পবিত্র শব্দ উচ্চারণ করে অন্যায় হত্যা করা মানে—
আল্লাহর নামকে নিজের অপরাধের ঢাল বানানো।
এটা শুধু গুনাহ নয়,
এটা আল্লাহর নামের অবমাননা।
রাসূল ﷺ এদের বিষয়ে কী বলেছেন?
নবী মুহাম্মদ ﷺ এই ধরনের মানুষদের ব্যাপারে
খুব স্পষ্টভাবে সতর্ক করে গেছেন।
📖 খারিজিদের সম্পর্কে হাদিস
নবী ﷺ বলেছেন—
“তারা কুরআন পড়বে, কিন্তু তা তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না।
তারা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে,
যেমন তীর শিকার ভেদ করে বের হয়ে যায়।”
— সহিহ বুখারি, সহিহ মুসলিম
আরও বলেছেন—
“খারিজিরা হলো জাহান্নামের কুকুর।”
— সুনান ইবনে মাজাহ, মুসনাদ আহমাদ
এবং—
“খারিজিরা হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট।”
— সহিহ মুসলিম
লক্ষণটা কী?
খারিজিরা—
• নামাজ পড়ে
• কুরআন তিলাওয়াত করে
• মুখে আল্লাহর নাম নেয়
কিন্তু তাদের আচরণ—
• রক্তপাত
• তাকফির
• ফতোয়া-ভিত্তিক হত্যা
এটাই ইসলাম নয়।
এটাই খারিজি মানসিকতা।
ইসলামে জীবন নেওয়া কি এত সহজ?
না।
একদমই না।
আল্লাহ বলেন—
“যে কেউ একজন নিরপরাধ মানুষকে হত্যা করল,
সে যেন পুরো মানবজাতিকে হত্যা করল।”
— সূরা মায়িদাহ ৫:৩২
তাই সমস্যা শব্দে না,
সমস্যা ব্যবহারে।
প্রশ্নটা হলো—
• কে এই শব্দ ব্যবহার করছে?
• কী উদ্দেশ্যে করছে?
• কোন কর্তৃত্বে করছে?
যে ব্যক্তি—
• রাষ্ট্র নয়
• আদালত নয়
• শরিয়াহর শর্ত পূরণ করে না
কিন্তু আল্লাহর নাম নিয়ে মানুষ হত্যা করে—
সে ইসলামের প্রতিনিধি নয়।
খারিজিরা ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে—
ভেতর থেকে।
আজও করছে।
এদের বিরুদ্ধে কথা বলা
ইসলামের বিরুদ্ধে নয়—
ইসলামকে রক্ষা করারই অংশ।
#ThisIsNotIslam
#IslamAgainstTerror
#StopKillingInTheNameOfIslam
#TrueIslam
#IslamMeansPeace
#NoToExtremism
#AgainstKharijism
#ProtectIslam
#FaithNotViolence
#InnocentLivesMatter
#ReligionNotTerror
#MisuseOfReligion
#StandForTruth
#RejectExtremism
#IslamicValues
3 weeks ago | [YT] | 1
View 0 replies
Friends For Ever
Watch Till The End
1 month ago | [YT] | 1
View 0 replies
Friends For Ever
উপমহাদেশের দীর্ঘ ও ক্লান্ত ইতিহাসে এক সময় আবির্ভূত হয়েছিলেন এক নারী—খালেদা জিয়া—যিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং এক যুগের উত্তাপে গড়া দৃঢ়চেতা প্রতীক। তার পদচারণা বদলে দিয়েছিল বাংলাদেশের রাজনীতির পথরেখা; তার দৃষ্টি ও দৃঢ়তায় এক প্রজন্ম খুঁজে পেয়েছিল সাহস, আত্মমর্যাদা আর মাথা তুলে দাঁড়ানোর শিক্ষা। “আপোষহীন”—এই শব্দটি রাজনৈতিক অভিধানে নতুন অর্থ পেয়েছিল তার নামের সঙ্গে।
তার জন্য রাজনীতি কখনো ছিল না কেবল ক্ষমতার খেলা—ছিলো গভীর শোক, সংগ্রাম আর ষড়যন্ত্রের উত্তাল অরণ্যে পথচলা।
যৌবনে হারিয়েছিলেন জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে। বয়সের ভারে নত সময়ে থেকেও ছিলেন সন্তানদের থেকে মানসিকভাবে দূরে। আর এক সন্তানকে তিনি বিদায় দিয়েছিলেন এমন এক শূন্যতায়, যে শূন্যতার নামই অনিবার্য বেদনা।
তার বিপক্ষে উঠেছিল কুৎসার স্রোত, অপবাদের ঝড়, প্রজন্মজোড়া ভুল ব্যাখ্যা। প্রতিপক্ষ তাকে ভাঙতে চেয়েছিল ঘৃণার শিক্ষা দিয়ে। কিন্তু তিনি দৃঢ় নীরবতায় দাঁড়িয়ে ছিলেন—সেই নীরবতাই ছিল তার অদম্য শক্তি; এক শক্তি, যা বুঝতে প্রতিপক্ষের বহু সময় লেগেছিল।
তার কবচ ছিল শিষ্টতা, তার অস্ত্র ছিল রাজনৈতিক প্রজ্ঞা। আর দুর্নীতির অন্ধকার গলিপথ থেকে নিজেকে দূরে রাখার সাহস তাকে এমন উঁচু স্থানে নিয়ে গিয়েছিল, যা এখনো কারও পেরিয়ে ওঠা কঠিন।
যে দলকে তিনি নেতৃত্ব দিয়েছেন, সেই দল কখনোই পুরোপুরি তার যোগ্য হতে পারেনি। তিনি একাই দলকে তুলে ধরেছিলেন শিখরে, অথচ সেই শিখরের প্রকৃত কারিগর যে একজন নারী—তা বুঝতে তার অনেক অনুসারীরই সময় লেগেছে, কেউ কেউ বুঝতেই পারেনি।
এ কারণেই তার সংগ্রামী জীবনের গভীরতা দলীয় উত্তরাধিকারে পুরোপুরি প্রতিফলিত হয়নি—এটিই তার মহাকাব্যের নির্মম ট্র্যাজেডি।
আমাদের ইতিহাসও হয়তো একটি সম্ভাবনা হারিয়েছে—যে সম্ভাবনায় তিনি হতেন রাষ্ট্রের প্রধান, একজন রাষ্ট্রমাতা, জাতীয় পথপ্রদর্শক। যদি সত্যিই একদিন তাকে বিদায় জানাতে হয়—সেই বিদায় হবে কোনো সাধারণ বিদায় নয়।
যেদিন তিনি চিরবিদায় নেবেন, সেদিন ইতিহাসের হাওয়া থমকে দাঁড়াবে। বহু বছর পর কোনো তরুণ যখন তার জীবনগাথা পড়বে, অনুভব করবে—কখনো এই বাংলায় এক নারী এসেছিলেন, যিনি জাতিকে শিখিয়েছিলেন সাহস, শৃঙ্খলা আর মমতার আশ্রয় কাকে বলে।
বাংলাদেশের রাজনৈতিক আকাশে তার উপস্থিতি ছিল উজ্জ্বল নক্ষত্রের মতো; আর তার প্রস্থানও হবে সেই নক্ষত্রেরই মতো—দীপ্তির রেখা টেনে অনন্ত আকাশে মিলিয়ে যাওয়া।
#KhaledaZia #BangladeshPolitics #LegendaryLeader #UnbrokenSpirit #PoliticalHistory #Tribute #FearlessWoman #Bangladesh
1 month ago | [YT] | 0
View 0 replies