Mere name hain Mou, ap sabhi ka mere youtube channel main swagat hain... Dosto humare is channel main apsabiko bohut sara testy Bengali recipes, nd payara payara shorts dekhne ae janne ko miljaigi ...to ap sob channel ko Subscribe jarur kare !!☺☺
Follow me on :-
Instragram:moudebnath143
Facebook: Mou Debnath
IchepuronMou
🍁 Happy Friendship Day 🍁
আমার সবথেকে কাছের বন্ধু আমার "মা"
যার কাছে কোনো কিছুর জন্যই কোনো বাধা নেই একদম খোলা আকাশের মতো , যার কাছে মন খুলে সবটা উজাড় করে দিতে পারি, সব কিছু বলতে পাড়ি, পিছনে ফিরে ভাবতে হয়নি কখনও কোনো কিছুর জন্য ।
কোনো দ্বিধা নেই কথা বলার আগে - পড়ে ,
আমার করা কতো ভুলের সঠিক সমাধান কতো সহজেই করেছে আমার এই " বন্ধু " আমার "মা "
অনেকেরই বাইরে অনেক বন্ধু - বান্ধব আছে।
একসময় আমারও ছিলো, কিন্তু সময়ের সাথে সাথে খুব ভালো করে বুঝেছি প্রয়োজন / স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারুর নয়।
শুধু "মা" ছাড়া 🥰😘
অনেকেরই বুলি "মা" কে
সবসময় ছেলে- মেয়ের ভয় পেয়ে চলতে হয়,
না হলে নাকি সন্তান মানুষ হবে না ।
জানিনা এইসব অ-যুক্তি কথার কোনো মানে হয় কিনা..?
আসা করি হয়না ,
কারন বেশি শাসন দর্শন করাতে গিয়ে
ছেলে - মেয়ে কতোটুকু মানুষ হয়েছে জানিনা তবে অনেক ছেলে - মেয়েকেই বিগড়ে যেতে দেখেছি নিজের চোখে, যাই হোক ওই সব তাদের ব্যাপার।
কিন্তু আমি আমার "মা" কে সবসময় আমার "বন্ধুর" মতোই কাছে পেয়েছি , ভুল করলে যেমন রাগ দেখিয়ে শাসন ও করেছে আবার সেই ভুলের সমাধান ও সেই খুঁজে বের করতে আমাকে help করছে,,,
যদি ভয় দেখিয়ে দুরে সরিয়ে রাখতো,
তাহলে হয়তো আমিও সেই ভয়ের চক্করে পড়ে সমাধান নয়, বরং নিজেরই করা আরো বড়ো ভুলের সাগরে হারিয়ে যেতাম ।
আর আমার মা আমাকে কখনও সেই সুযোগ দেয়নি ,তাই আজ এতো গুলো কথা মাথা উঁচু করে গর্বের সাথে বলতে পারছি।
আজ ও কিছু করার আগে হাজার বার " মা" - কেই জিজ্ঞাসা করি, যত বার মনের মতো না হচ্ছে কাজ/ জিনিস টা সে যাই হোক
হ্যাঁ বয়সটা বাড়ছে ঠিকই প্রকৃতির নিয়মে, মনের তো বয়স হয়না না, আর না হয় বুদ্ধি ।
তাই ভুল তো কখনও কখনও হয়েই যায়,কিন্তু মা ই একমাত্র মুশকিল আসান যে সবটা আবার ঠিক পথে নিয়ে আসে ।
আমার এই বন্ধুর ব্যাপারে যত বলবো শেষ হবে না
তুমি এমনি থেকো "মা" ভালো থেকো আনন্দে থেকো সুস্থ্ থেকো ❤️ পাশে ছিলে ,আছো, সারাজীবন থাকবে সেতো জানি
আমার এই বন্ধুর জন্য আর যাই হোক আমি একজন ভালো মনের মানুষ হতে পেড়েছি ।
তবে সবার জন্য নয় ,
কিছু মানুষের কাছে আবার আমি খুবই খারাপ, মানুষ হয়নি,
কি আর করা যাবে যার দৃষ্টিভঙ্গি যেমন সেতো তেমনটাই দেখবে/ ভাববে।
আজ আমি নিজেকে বুঝতে শিখেছি, সাথে চারপাশের মানুষ গুলোকেও চিনতে শিখেছি।
আমার এই বন্ধু অনেক সহজ সরল , আমার খুব কাছের 😘😘😘
তাই বন্ধু এই সমাজে টিকে থাকতে হলে একটু টেড়াও হতে হয় ,মাঝে মাঝে।
Love you 😘 মা ❤️
Happy Friendship Day 💐 🎈 🎉
✍️.......মৌ
@highlight #মা #bengali #happy #friendship #day#explorepage #follower #photochalleng #ture #friend #loveyou #maa #feeling #goodevening #bengaluru
5 months ago | [YT] | 5
View 0 replies
IchepuronMou
জয় জগন্নাথ সবাইকে শুভ উল্ট রথ যাএার শুভেচ্ছা ও অভিনন্দন , সবার আজকের দিনটা ভীষন ভালো কাটুক ইশ্বরের কাছে এই কামনা করি🙏💐 🌸🌻🚩💝🌹
#tending #follower #moudebnath143 #highlights2025 #fbreelsfypシ゚viralシ #everyoneシ゚ #reelsviralシ #highlightseveryonefollowers2025 #highlightsシ゚ #highlightseveryonefollowers #JayJagannath #Godblesseveryone
6 months ago | [YT] | 2
View 0 replies
IchepuronMou
3n murti🤪😜
3 years ago | [YT] | 5
View 0 replies