AITC Official

বিজেপির শিরায় শিরায় বাংলা-বিরোধিতা!

3 months ago | [YT] | 262

AITC Official

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হলেন আজকের প্রধান বক্তা মাননীয়া সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দেখানো পথেই উন্নত আগামীর স্বপ্ন দেখে ছাত্র-যুবরা।

নেত্রী মঞ্চে পা রাখতেই গর্জে উঠল মেয়ো রোড চত্বর। তাঁর উপস্থিতি জানান দিল হাজার হাজার ছাত্র-যুবর বাঁধভাঙা উচ্ছ্বাস।

#TMCPFoundationDay 2025

3 months ago | [YT] | 1,456

AITC Official

অপরিপূরণীয় প্রতিশ্রুতি শীর্ষস্থানীয় নেতাদের।

5 months ago | [YT] | 260

AITC Official

বিজেপির কিছু বর্বরতার চালচিত্র।

বিজেপির বর্বরতার রোজনামচা দেখে নিন একঝলকে 👇🏻

6 months ago | [YT] | 229

AITC Official

"দাও ফিরে সে অরণ্য, লও এ নগর,
লও যত লৌহ লোষ্ট্র কাষ্ঠ ও প্রস্তর
হে নবসভ্যতা! হে নিষ্ঠুর সর্বগ্রাসী,
দাও সেই তপোবন পুণ্যচ্ছায়ারাশি"

#WorldEnvironmentDay is a wake-up call not just to save the Earth, but to save ourselves. Today, we don't just celebrate nature. We stand up for it.

Because protecting the environment isn’t an option anymore. It’s the only way forward.

6 months ago | [YT] | 488

AITC Official

আজ, ভবানীপুরে মা শীতলা দেবীর মন্দিরে মা-মাটি-মানুষের কল্যাণে মঙ্গল কামনায় ব্রতী হয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকলের সুখ-সমৃদ্ধির বিকাশ এবং সকল অশুভ শক্তির বিনাশ হোক - এই প্রার্থনা করেছেন তিনি মায়ের চরণে।

মায়ের আশিসে আমরা সকলে যেন সৎ পথে সর্বদা মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি এবং জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকতে পারি - এই কামনা করেছেন তিনি।

6 months ago | [YT] | 2,010

AITC Official

ভারতের সম্মাননীয় সাংসদদের সর্বদলীয় প্রতিনিধিদলের সফরে, জাপানের ভারতীয় দূতাবাসে প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করলেন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়।

একদিকে যেমন তিনি বলেছেন আমাদের মহান দেশ কোনোভাবেই সন্ত্রাসবাদের কাছে মাথা নত করবে না, তেমনই তিনি প্রমাণ দিয়ে বলেছেন, কীভাবে আমাদের বায়ুসেনারা ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে।

আমরা আশাবাদী এই বৈঠক আগামী দিনে একতার বার্তা বহন করবে। জয় হিন্দ!

7 months ago | [YT] | 1,373

AITC Official

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আন্তর্জাতিক প্রচারে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বদলীয় প্রতিনিধিদলের সাথে এবং টোকিওতে রাষ্ট্রদূত সিবি জর্জের সাথে আলোচনা করেছেন।

এই বৈঠকে সন্ত্রাসবাদী কার্যকলাপ ধ্বংস করার জন্য, বিশ্বব্যাপী ঐক্যমত তৈরি করে ভারতের সংকল্পকে আরও জোরদার করা হয়েছে।

7 months ago | [YT] | 391

AITC Official

শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতের বিশ্বমঞ্চে সন্ত্রাসবিরোধী প্রচারের সর্বদলীয় দলের প্রতিনিধি হিসেবে, টোকিওতে রাষ্ট্রদূত সিবি জর্জের সঙ্গে সাক্ষাৎ করেন।

তাঁদের মধ্যে বিশ্বমঞ্চে সহযোগিতা, গোয়েন্দা তথ্যের আদান-প্রদান এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কূটনীতির ভূমিকাকে কেন্দ্র করে গঠনমূলক আলোচনা সম্পন্ন হয়।

7 months ago | [YT] | 525

AITC Official

জনতার মাঝে জননেত্রী।

7 months ago | [YT] | 682