Hello! I’m Saikat Chatterjee, a passionate traveler and moto-vlogger from Kolkata, the capital of West Bengal, India. On this channel, you’ll find a mix of travel videos, tour plans with budget breakdowns, motovlogs, and product reviews – all aimed at helping you explore more with confidence and less cost.

Through my videos, I aim to take you on journeys to beautiful and lesser-known destinations, sharing practical travel tips, real experiences, and useful guides. Whether you’re planning your next trip or just love travel content, you’ll find plenty of inspiration here.

My dream is to travel around the world and share my journey with all of you — showing how it’s possible to travel smart, budget-friendly, and make the most of every adventure.

Let’s explore the world together — one ride, one place, one story at a time.

Every view, like, and comment from you means a lot to me. 🚀✨

Contact : contact@nomadsaikat.com


Nomad Saikat

🙏 ধন্যবাদ আমার ডিজিটাল পরিবারের সবাইকে! ❤️

আজ আমরা একসাথে ১৫,০০০ সদস্যের পরিবার, এটা শুধু একটা সংখ্যা নয় — এটা আমার পরিশ্রম, আপনাদের ভালোবাসা আর বিশ্বাসের প্রতিফলন। আপনাদের এই নিরন্তর ভালোবাসা ও সমর্থন ছাড়া এই যাত্রা কখনোই সম্ভব হত না।

এই পথটা একদম সহজ ছিল না — নিজের অন্যান্য দায়িত্ব, কাজের চাপ, আর ইউটিউবে আমি যেটা ভালোবাসি সেটা নিয়মিতভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়া— সবকিছু সামলানো সত্যিই একটা বড় চ্যালেঞ্জ ছিল।

আমি অনেক চেষ্টা করেছি যাতে প্রতি সপ্তাহে নতুন ভিডিও দিতে পারি, কিন্তু একসাথে দুইটা মোটরসাইকেল চালানো যেমন অসম্ভব, তেমনই সব কিছু একসাথে সামলানোও সহজ নয়। এর প্রভাব পড়ছে আমার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপরও।

আমি সেটা চাই না — আমি চাই আপনাদের সঙ্গে আমার ভ্রমণের সুন্দর মুহূর্তগুলো ভাগ করে নিতে, সুস্থভাবে, আনন্দে ❤️

তাই হয়তো ভিডিও আপলোডে একটু দেরি হবে, কিন্তু একটা জিনিস আমি নিশ্চয়তা দিচ্ছি — কনটেন্টের মানের সঙ্গে কোনো আপোষ হবে না।
আর একটা কথা — আমি আর সেই পুরোনো ট্র্যাডিশনাল ট্র্যাভেল ব্লগে আটকে থাকতে চাই না। আপনাদের এমন কিছু নতুন, ইউনিক কনটেন্ট দেবো, যেগুলো থেকে চোখ সরানো কঠিন হয়ে পড়বে! 😉

আপনাদের ভালোবাসা ও সাপোর্ট যেন এমনই থাকে — সেটাই আমার সবচেয়ে বড় প্রেরণা ❤️

2 months ago | [YT] | 56

Nomad Saikat

🌸✨ শুভ মহালয়া ২০২৫ ✨🌸

আজ মহালয়ার প্রভাতে দেবী দুর্গার আগমনী সুরে মন ভরে উঠছে আনন্দ আর ভক্তিতে। 🌼 ঢাকের আওয়াজ, চণ্ডীপাঠ আর শিউলি ফুলের গন্ধে ভরে উঠেছে চারপাশ। মা আসছেন মর্ত্যে, বাঙালির সবচেয়ে বড় উৎসব শুরু হতে চলেছে।

🙏 আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা — শুভ মহালয়া এবং আগাম শুভ দুর্গাপূজা।
এই পূজা কাটুক আনন্দ, ভালোবাসা আর মিলনের আবহে। ভ্রমণে নিরাপদ থাকুন, আনন্দ ভাগ করে নিন, আর সর্বদা হাসিখুশি থাকুন।

আপনাদের ভালোবাসা আর আশীর্বাদে আমি এগিয়ে চলেছি, আশা রাখি আগামীতেও পাশে থাকবেন। ❤️

🌺 জয় মা দুর্গা 🌺
#শুভ_মহালয়া #দেবীদুর্গা #দুর্গাপূজা২০২৫ #Agomoni #BengaliFestivals

3 months ago | [YT] | 93

Nomad Saikat

দিন শেষ হয় অফিসের কাজে, রাত ভরে চলে এডিটিং… নিদ্রাহীন রাত, ক্লান্ত চোখ, কিন্তু ভেতরের আগ্রহই শক্তি দেয় সামনে এগোনোর। ✨
আজ যখন দেখছি, আপনারা আমার কনটেন্টকে আপনাদের ভালোবাসা আর সমর্থনে ভরিয়ে দিচ্ছেন, তখন সব পরিশ্রম সার্থক মনে হয়। ❤️

এই ভালোবাসার টানেই আমি বারবার ক্যামেরা হাতে নিই, আবার নতুন ভিডিও তৈরি করি।
এটা শুধু শুরু… সামনে এখনো অনেক পথ চলা বাকি। 🛣️


কারণ আমি জানি – আমি যা ভালোবাসি, তাই আমি করব, আর আপনাদের ভালোবাসাই হবে আমার সবচেয়ে বড় শক্তি। 🙏

4 months ago | [YT] | 105

Nomad Saikat

🙏 লাদাখ সিরিজ সম্পন্ন! 🙏

অবশেষে আমার স্বপ্নের লাদাখ যাত্রা সিরিজ শেষ হয়ে গেল এই বারের মত। পুরো যাত্রাপথে যেভাবে আপনারা পাশে থেকেছেন, ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তার জন্য অন্তরের গভীর থেকে ধন্যবাদ। ❤️

এখন কিছুটা সময় লাগবে সম্পূর্ণ লাদাখ ট্যুর প্ল্যান ও বাজেট সাজিয়ে আপনাদের সামনে তুলে ধরতে। তাই একটু ধৈর্য রাখার অনুরোধ করছি। আপনারা যেমন এতদিন পাশে ছিলেন, আশা করি তেমনই থাকবেন।

আমি সেরম ভাবে মোটো ভ্লগার নই, আমি একজন ট্রাভেলার — যে ভ্রমণ ভালোবাসে, নতুন জায়গা ঘুরে দেখতে চায়। যাতায়াতের মাধ্যম কখনো হতে পারে মোটরসাইকেল, কখনো গাড়ি, আবার কখনো পাবলিক ট্রান্সপোর্ট। কিন্তু মাধ্যম যাই হোক, আমার মূল লক্ষ্য সবসময়ই যাত্রা ও গন্তব্যের বিস্তারিত তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া চলচিত্রের মত করে।

বাড়ি থেকে রিকশা নিয়ে রেলস্টেশনে পৌঁছানো থেকে শুরু করে হোটেলের ভাড়া, খাবারের দাম ও স্বাদ, পুরো ট্যুর প্ল্যান ও বাজেট—সব কিছু আপনাদের জানাবো, যাতে আপনার ব্যক্তিগত ট্রিপ পরিকল্পনায় এগুলো আপনাদের কাজে লাগে।

আর যখন বাইক রাইড করে ট্রাভেল করবো, তখন মোটো ভ্লগিংয়ের মাধ্যমে—কত কিলোমিটার যেতে হবে, রাস্তার পাশে কোন হোটেল ভালো, পেট্রোলের দাম কত, রাস্তার বর্তমান অবস্থা, হোটেলের খরচ—সব কিছুই তুলে ধরার চেষ্টা করবো।

আপনারা যদি নিয়মিত আমাকে ফলো করেন, আমি নিশ্চিত আপনারা কখনো বিরক্ত হবেন না, বরং একটি জার্নি ও সেখানকার জায়গা সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাবেন আমার চ্যানেলের মাধ্যমে।

✨ তাই, সাথেই থাকুন, আর আমাকে সাপোর্ট করে যান। সামনে আসছে আরও অনেক ট্রাভেল সিরিজ, অনেক ঘুরতে যাবার নতুন গল্প- আপনাদের আশীর্বাদই আমার একান্ত ভরসা।

আমার জন্য শুভকামনা জানাবেন। ❤️🚀

4 months ago | [YT] | 168

Nomad Saikat

আপনাদের অনুরোধ মতো লাদাখ ভ্রমণ সিরিজ প্রতিটি এপিসোড প্রতি ৬ দিন অন্তর ইউটিউবে আপলোড করা হবে – যেভাবে আমি কথা দিয়েছিলাম।

🎉 তবে বর্তমানে যেসব বিশেষ মেলা, উৎসব বা দর্শনীয় স্থান ঘিরে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে, সেগুলোর বিস্তারিত ভিডিওও আমি আপনাদের জন্য শেয়ার করতে চাই।
অনেকেই আছেন যারা ব্যক্তিগত কারণবশত ভ্রমণে যেতে পারেন না – কিন্তু তাঁদের জন্যই আমি চেষ্টা করি সেই জায়গাগুলো ভার্চুয়ালি নিয়ে আসতে, যেন আপনারা আমার ক্যামেরার চোখে সেই অভিজ্ঞতা নিতে পারেন।

🌍 আমি জানি, কেউ কেউ ভ্রমণের সুযোগ না পেলেও মনে প্রাণে ঘুরে দেখতে চান দেশ-বিদেশের সুন্দর জায়গাগুলো, মন্দির-মেলা বা পাহাড়ের গল্প। তাই সাম্প্রতিক এবং জনপ্রিয় জায়গাগুলোর আপডেট রাখার জন্য মাঝে মাঝে লাদাখ সিরিজের মাঝে এসব ভিডিওও আসবে।

📌 আপনারা পাশে থাকলে আমি চেষ্টা করবো আরও বেশি সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিতে। ভালোবাসা আর সাপোর্টের জন্য অসংখ্য ধন্যবাদ! ❤️

6 months ago | [YT] | 219

Nomad Saikat

🎉 আমরা একসাথে পৌঁছে গেছি ১০,০০০ সাবস্ক্রাইবারে! 🎉

এই মুহূর্তটা শুধুমাত্র আমার নয়, এটা আমাদের সবার।
যেখানে একদিন ছিল শুধুই একটা স্বপ্ন, আজ সেখানে আপনাদের ভালোবাসায় গড়ে উঠেছে একটা পরিবার।
🙏 আপনাদের প্রতিটা ক্লিক, প্রতিটা লাইক, কমেন্ট আমার কাছে অমূল্য।

আর আপনাদের ছাড়া এই পথচলা সম্ভব হতো না।
এটা তো শুধুই শুরু — এখোনো পৃথিবী দেখানো বাকি যে 🌍🏍️

6 months ago | [YT] | 103

Nomad Saikat

🌟 দারুণ খবর! 🌟
আপনাদের অনুরোধে, আপনাদের ভালোবাসায় — অবশেষে সেই সিদ্ধান্ত নিয়ে ফেললাম!

কলকাতা টু লাদাখ বাইক রাইড সিরিজ এখন থেকে আর ৭ দিন নয়, প্রতি ৬ দিন অন্তর প্রকাশিত হবে নতুন এপিসোড!

⛰️ প্রতিটা মুহূর্ত, প্রতিটা রাস্তা, প্রতিটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য আমি ভীষণ উৎসাহিত। তাই অপেক্ষার দিন একদিন কম!

📅 পরবর্তী এপিসোড রিলিজ হচ্ছে এই রবিবার সকাল ১০টায়! তাই তৈরি থাকুন অ্যাডভেঞ্চারের নতুন অধ্যায়ের জন্য।

ভালোবাসা ও সাপোর্টের জন্য ধন্যবাদ ❤️

6 months ago | [YT] | 226

Nomad Saikat

🌟 Kolkata to Ladakh – প্রথম পর্ব কেমন লাগলো? 🌟

আমি সম্প্রতি আমার Kolkata to Ladakh যাত্রার প্রথম এপিসোড শেয়ার করেছি। আপনারা যারা দেখে ফেলেছেন , তাদের মতামত, রিয়্যাকশন আর ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ! ❤️

আপনাদের সবার ফিডব্যাক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনো দেখেননি, একবার দেখে নিন আর জানাবেন কেমন লাগলো!

🎥 লিঙ্ক : https://youtu.be/IACPdIgPXPw

🔥 প্রতি সোমবার সকাল ১০টায় আসছে নতুন এপিসোড!
তাই রেডি তো ? আরও অ্যাডভেঞ্চার, দুর্দান্ত ভিউ আর রোড ট্রিপ এক্সপেরিয়েন্সের জন্য ? 🏍️❄️

7 months ago | [YT] | 122

Nomad Saikat

অবশেষে শুরু হচ্ছে আমার লাদাখ সিরিজ!
আপনাদের অনেকদিন অপেক্ষা করানোর জন্য দুঃখিত, কিন্তু অপেক্ষার শেষ ভালোই হবে – এই প্রতিশ্রুতি দিচ্ছি।

কাল থেকে শুরু হচ্ছে লাদাখ সিরিজ এবং প্রতি সোমবার সকাল ১০টায় আপনারা পাবেন নতুন একটি অসাধারণ লাদাখ ভ্লগ।

এই সিরিজে আপনাদের দেখাবো লাদাখের অপার প্রাকৃতিক সৌন্দর্য, অফবিট জায়গা, রোড জার্নির রোমাঞ্চ আর স্থানীয় সংস্কৃতির নানা দিক।

ছোটোদের ভালবাসা ও বড়দের আশীর্বাদ চাইছি। আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।

7 months ago | [YT] | 42

Nomad Saikat

💥 Adventures Ladakh Bike Ride – Teaser 💥
কলকাতা থেকে লাদাখ বাইকে – এক স্বপ্নের যাত্রা শুরু হয়ে গেছে! 🏍️❄️
এই দুর্দান্ত ট্রিপের প্রথম ঝলক শেয়ার করেছি YouTube এ। যদি এখনো দেখে না থাকেন, তাহলে এই লিঙ্কে ক্লিক করে দেখে নিন এখনই।

🔗 https://youtu.be/IOH0bArGvqc

ভালো লাগলে একটা ❤️ বা Comment দিও!

আসছে পুরো ট্রিপ, আরও অ্যাডভেঞ্চার, আরও এক্সাইটমেন্ট!

7 months ago | [YT] | 11