Harrs news BANGLA NEWS
”হার্স” নিউজ চ্যানেলে প্রচারিত রাজনৈতিক বক্তব্য গুলো বক্তার নিজস্ব। এর সঙ্গে চ্যানেল কর্তৃপক্ষের কোনও সম্পর্ক নেই। বক্তব্যের পুরো দায় বক্তার নিজের।
হার্স ইউটিউব চ্যানেল (টেলিভিশন চ্যানেল গুলোর বাইরে) ব্যক্তিগত উদ্যোগে পশ্চিমবঙ্গে এক নম্বর বাংলা ইউটিউব চ্যানেল। যার পুরো কৃতিত্বই আপনাদের। সঙ্গে থাকুন। খবরে প্রথম থাকুন।
HARS নিউজ বাংলা ও হিন্দি একটি আঞ্চলিক নিউজ চ্যানেল যেখানে আপনি পশ্চিমবঙ্গের, দেশের এবং বিশ্বের নানা খবর জানতে পারবেন।
খবরের সঙ্গে আপনি এই চ্যানেলে সমসাময়িক বিতর্ক ও তথ্যপূর্ণ স্পেশাল সিরিজ দেখতে পারবেন।
_________________________________-_______________________-______________-__
#Harrsnews#Harrs_news Harrs_news_live #news #local_news #Kaliyaganj #kaliyaganj_news #raaj_thakur_news #UP_News UP_news
Harrs News
কালিয়াগঞ্জে বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা। #harrsnews #KaliyaganjNews #sanskartik
কালিয়াগঞ্জ এর নজমু নাট্য নিকেতনে কৌস্তুভী নৃত্য মহাবিদ্যালয় পক্ষে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান।
আরোও
1 month ago | [YT] | 15
View 0 replies
Harrs News
কালিয়াগঞ্জ এর দুইটি বাইকের সংঘর্ষে আহত দুই বাইক চালক।
#harrsnews #KaliyaganjNews #accident
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের টায়ার কোম্পানি এলাকায়। প্রতিনিয়ত এই এলাকাতে দুর্ঘটনার কবলে পড়তে হয় পথ চলতি মানুষকে এ নিয়ে স্থানীয় বাসিন্দারা কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। পথ অবরোধের খবর শুনে ঘটনাস্থলে কালিয়াগঞ্জ থানার পুলিশ গিয়ে পথ অবরোধ তুলে নেয় ও স্থানীয় বাসিন্দাদের দাবি মানা হয়।
1 month ago | [YT] | 20
View 0 replies
Harrs News
রায়গঞ্জে পি এচ ই কর্মীদের বকেয়া বেতন ও সম কাজে সম বেতনের দাবিতে তৃণমূল শ্রমিক সংগঠন।
#harrsnews #RaiganjNews #phenews #INTTUC
উত্তর দিনাজপুর জেলা তৃণমূল শ্রমিক সংগঠন -এর উদ্যোগে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর এর বিভিন্ন দাবিদাবা নিয়ে রায়গঞ্জের কর্ণজোড়া দপ্তর কমপ্লেক্সে নির্বাহী বাস্তব কার্যের কাছে স্মারকলিপি প্রদান করেন কর্মীরা। এই কর্মসূচিতে জেলার বিভিন্ন ব্লক থেকে PHE দপ্তরের একাধিক এজেন্সির কর্মীরা অংশ নেন। এদিন উপস্থিত ছিলেন জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি রামদেব সাহানী, জেলা শ্রমিক সংগঠনের সম্পাদক বাপ্পা দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ব। স্মারকলিপিতে কর্মীরা সম কাজে সম বেতন, পাম্প অপারেটর ও আইপি অপারেটরদের দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধ, প্রাপ্য মজুরি ও এরিয়ার টাকা দ্রুত মেটানোর দাবি জানান। এ বিষয়ে জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি রামদেব সাহানী বলেন, “দীর্ঘদিন ধরে PHE কর্মীরা ন্যায্য মজুরি ও বকেয়া থেকে বঞ্চিত। সম কাজে সম বেতন তাঁদের সাংবিধানিক অধিকার। প্রশাসনের কাছে আমাদের দাবি, অবিলম্বে বকেয়া মিটিয়ে কর্মীদের স্বস্তি দিতে হবে।” এক কর্মী বলেন, “মাসের পর মাস বেতন পাচ্ছি না। সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। স্মারকলিপির মাধ্যমে আমাদের ন্যায্য দাবিগুলো তুলে ধরা হলো—আশা করছি দ্রুত সমাধান হবে।”
1 month ago | [YT] | 7
View 0 replies
Harrs News
কালিয়াগঞ্জে দুর্ঘটনা গ্রস্ত রংমিস্ত্রি আবুয়া বিন রংয়ের কাজ করতে গিয়ে পড়ে যায় তার সংসার কিভাবে চলবে এই নিয়ে রংমিস্ত্রি ও ঠিকাদারদের নিয়ে আলোচনা সভা আগামী ২৩ শে ডিসেম্বর।
#harrsnews #KaliyaganjNews #rangmistri #injury
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শান্তি কলোনির বাসিন্দা আবুয়া বিন রংয়ের কাজ করতে গিয়ে
১৫ই ডিসেম্বর পড়ে গিয়ে আহত হয় এবং পায়ে প্রায় ১৫ টি সেলাই পড়ে । কয়েক মাস কাজ করতে পারবেনা তার সংসার কিভাবে চলবে। তাই অসহায় রংমিস্ত্রির পাশে দাঁড়াবার চিন্তা-ভাবনা নিয়ে। কালিয়াগঞ্জের সমস্ত রংমিস্ত্রি ও ঠিকাদারদের নিয়ে আলোচনা সভা আগামী ২৩শে ডিসেম্বর মঙ্গল ত্রিধারা মাঠে সন্ধ্যা ৬ টা সমস্ত রঙ্গের মিস্ত্রি ও ঠিকেদারদের উপস্থিত জন্য একান্ত ভাবে অনুরোধ করেন
মদন এন্টাৎপ্রাইজ এরর কর্ণধর তথা রংমিস্ত্রি মদন বর্মন বিস্তারিত জন্য কথা বলুন 8768819013
1 month ago | [YT] | 8
View 0 replies
Harrs News
রাস্তা অনুমোদনের জন্য প্রস্তাব।
#roaddevelopment #harrsnews #kartikchandrapul #mpraiganj #rasta
#PMGSY-4 -এর অনুমোদনের জন্য প্রস্তাব। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও কৃষি কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান সাথে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক ইয়জনা প্রস্তাব রাখলেন রায়গঞ্জ লোকসভার সংসদ কার্তিক চন্দ্র পাল। রায়গঞ্জ লোকসভার ৭ টি ব্লকের ১০৫ টি রাস্তা অনুমোদনের জন্য প্রস্তাব।
1 month ago | [YT] | 5
View 0 replies
Harrs News
জেলার ডাক বিভাগ নিয়ে
জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়া
যোগাযোগ মন্ত্রী সঙ্গে রায়গঞ্জের
সাংসদ কার্তিক চন্দ্র পাল।
#harrsnews #mpnews #mpraiganj #kartikchandrapul #PostOffice
উত্তর দিনাজপুর জেলার নবনির্মিত ডাক বিভাগের অগ্রাধিকারমূলক কাজের জন্য অনুমোদন এবং তহবিল বরাদ্দের জন্য জরুরিভাবে অনুরোধ করেন জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়া যোগাযোগ মন্ত্রী কে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল আবেদন করেন দিল্লি তে গিয়ে ।
২০২২ সালের দ্বিখণ্ডনের পর থেকে কার্যক্ষমতার পরিধি ব্যাপক বৃদ্ধির কারণে প্রধান ডাকঘর এবং অধীনস্থ অফিসগুলির উল্লেখযোগ্য অবকাঠামোগত উন্নতি প্রয়োজন।
১. রায়গঞ্জ প্রধান ডাকঘর (HO) কমপ্লেক্স: বর্তমানে এটি বিভাগীয় ডাকঘর, HO, আবাসস্থল।
সুপারিনটেনডেন্ট অফিস (SO), এবং IDC। SBCO শাখা এবং বিভাগীয় অফিসের জন্য জরুরি ভিত্তিতে নতুন স্টক রুম নির্মাণ প্রয়োজন। অধিকন্তু, HO প্রাঙ্গণে কর্মীদের আবাসন এবং জনসাধারণের সুবিধার্থে সুবিধাগুলি মেরামত করতে হবে।
২. বিন্দোল সাব পোস্ট অফিস (SO) পুনর্নির্মাণ। ৩. স্টাফ কোয়ার্টার সংস্কার এবং
ইসলামপুর এসও ৪-এ পানীয় জলের সুবিধা। কালিয়াগঞ্জ এসও ৫-এ বিভাগীয় ভবনের অবস্থা এবং সৌন্দর্য উন্নত করার জন্য এর সাধারণ সংস্কার প্রয়োজন।
লক্ষ্মণিয়া শাখা ডাকঘরে নতুন বিভাগীয় ভবন নির্মাণ।
৬. উন্নয়ন: ক্রমবর্ধমান জনসংখ্যা এবং অঞ্চলের দ্রুত উন্নয়নের আলোকে, (ক) টুঙ্গিদিঘি, (খ) সুভাষগঞ্জ এবং (গ) হেমতাবাদ এই তিনটিকে শাখা ডাকঘর (বিও) থেকে সাব ডাকঘরে (এসও) উন্নীত করা জন্য।
এই জেলার নাগরিকদের জন্য দক্ষ পরিষেবা প্রদান নিশ্চিত করার জন্য হস্তক্ষেপ অত্যন্ত জরুরি।
রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল আন্তরিকভাবে অনুরোধ করে যে এই উপরের প্রস্তাবগুলি দেখুন এবং যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন এবং আর্থিক নিষেধাজ্ঞাগুলি দ্রুত সম্পন্ন করার আবেদন।
1 month ago | [YT] | 19
View 0 replies
Harrs News
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ সঙ্গে দেখা করলেন রায়গঞ্জের সংসদ কার্তিক চন্দ্র পাল #harrsnews #AmitShah #kartikchandrapul #mpraiganj
1 month ago | [YT] | 28
View 0 replies
Harrs News
রায়গঞ্জে বেতন বঞ্চনায় জল জীবন
মিশনের কর্মীরা |
#harrsnews #RaiganjNews #jaljivanmission #salary
নুন আনতে পান্তা ফুরায়”—এই করুণ বাস্তবতার মুখোমুখি জল জীবন মিশনে কর্মরত বহু কর্মী। দীর্ঘদিন ধরে বেতন বঞ্চনা ও নানা অনিয়মের প্রতিবাদে মঙ্গলবার রায়গঞ্জের কর্ণজোড়া এলাকায় অবস্থিত হরিশ্চন্দ্রপুর পল্লী উন্নয়ন সমিতি (ISA)-র অফিসে স্মারকলিপি প্রদান করলেন
বেতন বঞ্চনায় জর্জরিত জল জীবন মিশনের কর্মীরা, ন্যায্য পারিশ্রমিকের দাবিতে।
এই পরিস্থিতিতে অবিলম্বে সমস্ত বকেয়া বেতন পরিশোধ, সরকারি নিয়ম অনুযায়ী সম্পূর্ণ ও নিয়মিত বেতন প্রদানসহ একাধিক দাবিতে এদিন স্মারকলিপি জমা দেওয়া হয়। কর্মীদের স্পষ্ট বক্তব্য, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যেতে তাঁরা বাধ্য হবেন।
উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লক থেকে বিপুল সংখ্যক জল জীবন মিশনের কর্মী একত্রিত হন। আন্দোলনরত কর্মীদের অভিযোগ, সরকারি প্রকল্পের আওতায় দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে কঠোর পরিশ্রম করলেও তাঁরা নিয়মিত ও ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারি নির্ধারিত বেতন কাঠামো কার্যকর না হওয়ায় কর্মীদের পরিবার চরম আর্থিক সংকটে দিন কাটাতে বাধ্য হচ্ছে।
হরিশ্চন্দ্রপুর পল্লী উন্নয়ন সমিতির কর্মী তন্ময় সরকার, নিশা কর্মকার ও গোপাল বর্মন জানান, বেতন বৈষম্য, দীর্ঘদিন বকেয়া রেখে দেওয়া এবং এজেন্সির একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ জানানো হলেও কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধান মেলেনি। এতে কর্মীদের মধ্যে চরম অসন্তোষ ও হতাশা তৈরি হয়েছে।
এই বিষয়ে হরিশ্চন্দ্রপুর পল্লী উন্নয়ন সমিতি থেকে যোগাযোগের চেষ্টা করলে তাদের জন্য সতীর্থ উত্তর পাওয়া যায় নি।
1 month ago | [YT] | 7
View 0 replies
Harrs News
প্রথম স্ত্রীকে পাচারে অভিযোগে ধরা পড়লো বাংলাদেশি নাগরিক। বাংলাদেশি নাগরিক বিশ্বজিৎ ধরের নাম খসড়া ভোটার তালিকায়।
#Raiganj #FakeVoter #BangladeshiCitizen #VoterListControversy #BorderCrime
বাংলাদেশ থেকে এসে দ্বিতীয় বিয়ে করে প্রথম বিবাহিত স্ত্রী কে পাচারের চেষ্টা করতে গিয়ে ভারতের নকল ভোটার বিস্বজিত ধরের ও বাংলাদেশির হদিস মেলে। শুক্তবার রায়গঞ্জ পুলিশ জেলা দপ্তরে দ্বারস্থ হয়ে অভিযোগ জানান প্রথম পক্ষের স্ত্রী সীমা ধর। যদিও ইতিপূর্বে ২০২৪ সালের এপ্রিল মাসেও অভিযুক্ত বাংলাদেশি বিশ্বজিৎ ধরের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ জানান ওই মহিলার মা শুক্লাদেবী। কিন্তু তারপরও বহাল তবিয়তে এপারের ভোটার হয়েই দিব্যি রয়েছে ওই ভুয়া ভোটার। শুধু তাই নয়, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের পাসফোর্টে জন্ম তারিখ ২৮ মে ১৯৭৮। অন্যদিকে ভারতের আধার কার্ডে একই ব্যক্তির জন্ম তারিখ ১-১-৭৯।
পুলিশ সূত্রে জানা যায়,২০১৮ সালের ৪ এপ্রিল থেকে ৩.৪.২৩ সালের পাসফোর্টের মেয়াদ ছিল। ইতিমধ্যে সেই মেয়াদও উত্তীর্ণ হয়েও বহালে ভারতের ভোটার হয়ে আছেন ওই বাংলাদেশি।
দুই দেশের ভোটারের হদিস মিলল রায়গঞ্জে এক বাংলাদেশের বাসিন্দার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পাসপোর্ট অনুযায়ী ওই ব্যক্তির নাম বিশ্বজিৎ ধর। বাংলাদেশের দিনাজপুর জেলার বাসিন্দা। অথচ এপারের উত্তর দিনাজপুরের বায়গঞ্জের কর্ণজোড়া পুলিশ ফাঁড়ির মেরুয়ালের কসবামাহাশো গ্রামের বাসিন্দা হিসাবে দিব্যি ভোটার কার্ড এবং আধারকার্ডও রয়েছে। শুধু তাই নয় রায়গঞ্জ শহর সংলগ্ন এফসিআই এলাকার এক মহিলাকে বিয়েও করেছিলেন।
যদিও এদিন মেরুয়ালের বাড়িতে ওই বাংলাদেশির হদিস মেলেনি। স্থানীয় বাসিন্দাদের তরফে জানা যায়, আপাতত কালিয়াগঞ্জে ওই ব্যক্তি রয়েছে। বাংলাদেশের পাশপোর্টের সিরিয়াল নম্বর 1978271213862294 পাশপোর্ট নম্বর BN0418976, অন্যদিকে ভারতের আধার কার্ড নম্বর 780640517734 এবং ভারতের ভোটার কার্ড নম্বর UX00605865 ,বাংলাদেশর দিনাজপুর জেলায় জন্ম তারিখ ২৮ ফেব্রয়ারি ১৯৭৮. আবার ভারতের আধার কার্ডে জন্মতারিখ ১ জানুয়ারি ১৯৭৯। যদিও রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সানা আকতারকে সংবাদ মাধ্যমে বারংবার ফোন করেও কোন প্রতিক্রিয়া মেলেনি।
বিশ্বজিৎ বাবুর পরিবারের ভাই ,বোন, বাবা ,মা বাংলাদেশে থাকলেও তিনি বর্তমানে ভারতে রয়েছেন।সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের সংসদেই বিশ্বজিৎ ধরের ভোটার কার্ড। তিনি দিব্যি ভোট দিয়ে যাচ্ছেন। গতবছর বাংলাদেশে গিয়েও ভোট দিয়েছেন বিশ্বজিৎ ধর এমনটাই দাবি ওই বাংলাদেশের স্ত্রী সীমা ধরের। তার বক্তব্য,“ আমার স্বামী আমাকে ছেড়ে অন্য এক মহিলার সঙ্গে দীর্ঘ তিন বছর যাবৎ কালিয়াগঞ্জ শহরে বাসা বাড়ি ভাড়া করে রয়েছেন। আমার বাবা কষ্ট করে আমার স্বামীকে কয়েক বিঘা জমি বসতবাড়ির জমি কিনে দিয়েছেন বিয়ের সময় যৌতুক বাবদ ৫লক্ষ টাকা দিয়েছিল। আমার বাবার মৃত্যুর পর আমার ওপর অকথ্য অত্যাচার শুরু করে স্বামী সেই কারণেই এদিন রায়গঞ্জ জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছি।"
বাংলাদেশী নাগরিক বিশ্বজিৎ ধরের নাম খসড়া ভোটার তালিকায়। কিভাবে এলো তা নিয়ে প্রশ্ন চাঞ্চল্য রায়গঞ্জে। বাংলাদেশী ভোটার কার্ড, বাংলাদেশী বৈধ পাসপোর্ট ভিসা থাকা সত্ত্বেও তার নাম ওঠাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জে।
1 month ago | [YT] | 4
View 0 replies
Harrs News
একলব্য মডেল আবাসিক বিদ্যালয় (EMRS) অনুমোদনের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব
#harrsnews #kartikchandrapul #mpraiganj #EMRS #modelschool
ইসলামপুর মহকুমা, জেলা উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গে একটি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় (EMRS) অনুমোদনের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব এবং অনুরোধ করেন জুয়েল ওরাম উপজাতি বিষয়ক মন্ত্রী কে রায়গঞ্জ লোকসভার সংসদ কার্তিক চন্দ্র পাল দিল্লি তে গিয়ে উপজাতি বিষয়ক অফিসে।
রায়গঞ্জ লোক্সভার ইসলামপুর মহকুমার আদিবাসী সম্প্রদায়ের জন্য মানসম্পন্ন আবাসিক শিক্ষার জরুরি প্রয়োজনীয়তা পূরণের জন্য।
ইসলামপুর মহকুমার উপজাতি জনগোষ্ঠী বর্তমানে পর্যাপ্ত শিক্ষাগত অবকাঠামোর অভাবে ভুগছে, যার ফলে সাক্ষরতার হার কম এবং উচ্চ শিক্ষার সুযোগ সীমিত। এই অঞ্চলের উপজাতি যুবসমাজের সামগ্রিক উন্নয়ন এবং ক্ষমতায়নের জন্য একটি নিবেদিতপ্রাণ আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠা অপরিহার্য।
এই প্রেক্ষাপটে মন্ত্রণালয়ের প্রাসঙ্গিক প্রকল্পের অধীনে ইসলামপুর মহকুমার জন্য একটি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় (EMRS) অনুমোদনের জন্য সংসদ কার্তিক চন্দ্র পাল অনুরোধ করে। EMRS একবার চালু হয়ে গেলে, উচ্চমানের শিক্ষা এবং সুযোগ-সুবিধা প্রদানে সহায়ক হবে, যা উপজাতি ছাত্রছাত্রী এবং তাদের পরিবারের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে।
যে স্থানীয় উপজাতি সম্প্রদায় এই প্রকল্পে সহযোগিতা এবং সহায়তা করতে প্রস্তুত, যার মধ্যে মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুসারে EMRS প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় জমি চিহ্নিতকরণ এবং সরবরাহের প্রতিশ্রুতিও অন্তর্ভুক্ত।
1 month ago | [YT] | 24
View 0 replies
Load more