Save And Invest Idea

আমার চ্যানেলে আপনাদের উষ্ণ অভর্থনা জানাই।
শেয়ার বাজারের সঙ্গে আবেগ জড়িয়ে থাকে। দশ বছর ধরে এই পেশায় থেকে বুঝেছি বাংলাতে প্রকৃত গাইডেন্সের বড্ড অভাব। অনেকেই বন্ধু, পাড়ার দাদা, অফিসের সহকর্মীদের থেকে জেনে শেয়ার কেনাবেচা করেন। পরে মার্কেট কে দোষ দেন। যাঁরা ট্রেড গুরু, তাঁরা শেখাতে অনেক চার্জ করেন। আন্দাজে না কাজ করে যদি সামান্য পড়াশোনা আর সাধারণ জ্ঞান লাগিয়ে ট্রেড করলে ভালো ফল মিলতে পারে।
এই চ্যানেলে আমার পড়াশুনা, অভিজ্ঞতা আর অনুভব আপনাদের সঙ্গে ভাগ করে নেব। খুব সহজ সরল ভাষায় শেয়ার বাজারে বিনিয়োগের কৌশলগুলো বোঝানো আর তার মাধ্যমে Wealth Creation কিভাবে করা যায় তা বলার চেষ্টা করব। এই প্রচেষ্টা যদি আপনাদের কাজে লাগে তাহলে এই চ্যানেলের যাবতীয় পরিশ্রম সার্থকতা লাভ করবে।
we are not SEBI registered. This channel is made for educational purposes, not any recommendation is given for trading, investing. SII you tube channel shall not be liable for any profit or loss. Consult your financial adviser before taking any actionable investment decision.
#saveandinvestidea
@saveandinvestidea