Miles To Go With Rakib Chy

Assalamu Alaikum! I'm Rakibul Islam Chy from Chittagong, Bangladesh. I'm a writer, lyricist, journalist, organizer & traveler. I love exploring new places, learning, and sharing joy. This channel is my personal space to express thoughts, tell stories, and spread light. Life is short but beautiful — so I try to live it fully and meaningfully. Thanks for being part of this journey.


Miles To Go With Rakib Chy

Global Climate Strike 2025 | Chattogram

Unity Spark – US গতকাল চট্টগ্রামে আয়োজিত Global Climate Strike 2025–এ অংশগ্রহণ করেছে। 14 November 2025, Tigerpass–এ শুরু হওয়া র‍্যালিটি লালখান বাজার হয়ে সিআরবিতে এসে সমাপ্ত হয়। জলবায়ু ন্যায়বিচারের দাবিতে আমরা বৈশ্বিক আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করি।

এ বছরের মূল প্রতিপাদ্য ছিল Just Transition Now—একটি ন্যায়ভিত্তিক ও টেকসই রূপান্তরের আহ্বান, যেখানে জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে বিজ্ঞান, মানবাধিকার এবং জলবায়ু–সামনের সারির মানুষের সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।

চট্টগ্রামের ইউথ লিডারদের নেতৃত্বে র‍্যালিটি সুন্দরভাবে সম্পন্ন হয়।
আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সুশৃঙ্খল প্রটোকলের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে আন্তরিক ধন্যবাদ।

#GlobalClimateStrike #ClimateStrike2025 #JustTransitionNow #ClimateJustice #UnitySpark #Chattogram #unitysparkus #ctg #nonprofitorganization #Bangladesh

1 month ago | [YT] | 3

Miles To Go With Rakib Chy

Received a Token of Appreciation and Crest from the Bangladesh Youth Cadet Forum (BYCF) for my contribution as the lyricist and composer of the organization’s official theme song.

The award was presented on 31 October 2025 during the BYCF Central Council 2025 event by Chairman Shah Mujibul Haque Sir.

The ceremony was graced by the presence of the organization’s senior members —
Major (Retd.) Rafique Sir (BNCCO), Major (Retd.) Ratan Sir (BNCCO), Lieutenant Siraj Sir (BNCCO),
along with Dr. Masum Hannan Sir, Mohsin Uddin Chowdhury Sir, Professor Mozammel Haque, Monjurul Islam Bhuiyan Sir, and Sarowar Alam Sir.

The event also brought together former cadets from the Army, Navy, and Air Force across the country, making it a truly memorable and inspiring occasion.

Grateful to the BYCF family for this honor and encouragement — it genuinely means a lot. 🇧🇩


BYCF Theme Song 🎵
Lyrics & Composition: Rakibul Islam Chowdhury

This theme song has already been performed at several important events:

1️⃣ Sylhet–Moulvibazar Winter Fest 2024
🔗 lnkd.in/eCUJrvu7

2️⃣ Comilla Leadership Camp 2024
🔗 lnkd.in/egtBd5Bs

3️⃣ BYCF Central Council 2025, Chattogram
🔗 lnkd.in/eYiUMxET

#BYCF #YouthLeadership #CadetLife #ThemeSong #MusicComposition #LyricsAndComposition #RakibulIslamChowdhury #BangladeshYouth #Inspiration #BYCFCentralCouncil #YouthDevelopment #CadetForum #LeadershipCamp #WinterFest2024 #ChattogramEvents #BangladeshCadets

2 months ago | [YT] | 3

Miles To Go With Rakib Chy

Last year, I worked on an investigative report titled — “Chattogram Residents Suffer in Waterlogging While the City Mayor Remains Silent!”

The report highlighted the long-standing waterlogging crisis in Chattogram and the silence of the authorities amid widespread public suffering. It was published in Chattogram Tribune , a regional online news outlet, and (দৈনিক গণতদন্ত) Dainik Gontadanta, a national newspaper.

Even though the mayor was from the ruling political party, I approached the issue with full professionalism and journalistic integrity.

(দৈনিক গণতদন্ত) video report link :⬇️
FB: lnkd.in/e4is2jJX

YouTube : https://youtu.be/oVg1eNwasQA?si=6dvhm...

Read the full report here: ⬇️ lnkd.in/e8BfdWSe

2 months ago | [YT] | 1

Miles To Go With Rakib Chy

প্রকৃতির কাছাকাছি 💚

📌 গানার্স ট্রেনিং এরিয়া , হালিশহর সেনানিবাস।

4 months ago | [YT] | 7

Miles To Go With Rakib Chy

দুর্গম গিরি কান্তার-মরু দুস্তর পারাবার হে
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার!

📌বিটিভি, চট্টগ্রাম।

5 months ago | [YT] | 10

Miles To Go With Rakib Chy

আজ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ করার সুযোগ হলো।

স্যার একজন অসাধারণ ব্যক্তিত্ব—প্রাণবন্ত, চিন্তাশীল এবং শিক্ষার্থীদের প্রতি আন্তরিক। কিছুক্ষণ তাঁর সঙ্গে কথা বলার সুযোগে লেখালেখি ও গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলাপ হয়। স্যার উৎসাহের সঙ্গে লেখালেখির এই যাত্রায় সবসময় পাশে থাকার আশ্বাস দিলেন—যা আমার কাছে এক অনন্য প্রাপ্তি।

আজ তাঁর হাতে আমার লেখা বই “সুফিতত্ত্ব ও আত্ম-উন্মোচন” বইটি তুলে দিতে পেরে অত্যন্ত আনন্দিত। সুফিজম বিষয়ে স্যারের আগ্রহ আমাকে নতুন করে অনুপ্রাণিত করেছে।

এই সাক্ষাৎ স্মরণীয় হয়ে থাকবে।

২২/০৬/২০২৫

6 months ago | [YT] | 8

Miles To Go With Rakib Chy

আজ একটি বৃদ্ধাশ্রমে গিয়ে কিছু সময় কাটিয়েছি বয়োজ্যেষ্ঠ মানুষদের সঙ্গে।
তাঁদের চোখে ছিল একাকিত্ব, কিন্তু ভালোবাসা পেলে সেই চোখেই ঝলক দেখা যায়।

আমাদের সংগঠন Unity Spark -US এখন থেকে নিয়মিতভাবে তাঁদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিচ্ছে—
আড্ডা, গল্প, সময় এবং ভালো খাবারের মাধ্যমে একটু হলেও তাঁদের মুখে হাসি ফেরানোর চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ।

আসুন, সবাই মিলে এই মহান কাজের অংশ হই।
তাঁদের মনে করিয়ে দিই—তাঁরা একা নন।

#UnitySpark #SupportOurSeniors #VolunteerForHumanity #CompassionMatters #NotForgotten

6 months ago | [YT] | 10

Miles To Go With Rakib Chy

দুনিয়াবি দৃষ্টিতে দেখে মনে হবে কিছু লোক একত্রে গানের তালে লাফালাফি করছে, মাথা ঝাঁকাচ্ছে। কিন্তু!!!
একমাত্র সুফিবাদী, ত্বরিকতপন্থী লোকজনই বলতে পারবে—এখানে আসলে কী ঘটছে।

এখানে নির্দোষ সঙ্গীতের মাধ্যমে আশেকগণ খোদায়ী প্রেমে মগ্ন হয়ে জিকিরে অজদে রত। কেউ কেউ হুশ হারিয়ে পাগলপ্রায়, কেউ আবার চোখের জলে বুক ভাসাচ্ছে!

আহ্—কতই না সুন্দর এই প্রেমের মাহফিল, ত্বরিকতপন্থীদের জন্য।
নেই কোনো ধনী-গরিব, জাতি-ধর্ম-বর্ণের ভেদাভেদ।

আশেকদের রূহের খাবার বলা হয় এই মাহফিলে অনুষ্ঠিত সেমাকে।
এ হলো এক প্রেমের বাজার, যেখানে আশেক আল্লাহ ও রসুলের প্রেমে ফানাফিল্লাহ হয়ে যায়।

প্রেমবাজারে ফতোয়া চলে না।

6 months ago | [YT] | 5

Miles To Go With Rakib Chy

কর্ণফুলীর তীরে কাটালাম এক মন ছুঁয়ে যাওয়া বিকেল। নদীর কলতান, ফেরির আনাগোনা, তীরে গড়ে ওঠা শিল্পের দৃশ্য আর জনজীবনের ছায়া—সব মিলিয়ে এক গভীর অনুভব। প্রকৃতিকে যতই ছুঁতে চাই, ততই সে আমাকে টেনে নেয় তার রহস্যময়তার গভীরে।

সব সৃষ্টির মাঝেই যেন লুকানো এক অপার রহস্য।

সাথে ছিল প্রিয় বন্ধু সাকিব আর হৃদয়বান নওশাদ হুজুর।
নৌকা ভ্রমণের অভিজ্ঞতা হৃদয়ে এক মধুর সঞ্চার ঘটালো।

তারিখ: ১৩/০৬/২৫
এক পড়ন্ত বিকেলের ছুঁয়ে যাওয়া গল্প।

6 months ago | [YT] | 5

Miles To Go With Rakib Chy

অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় ফাউজুল কবির স্যারকে, আমাকে তাঁর লেখা তিনটি অসাধারণ বই উপহার দেওয়ার জন্য।

১. চতুর্দিকে ফুটে আছি (কাব্যগ্রন্থ)
প্রকাশনী: দ্বিমত
২. এ জীবন সনেটের মতো (কাব্যগ্রন্থ)
প্রকাশনী: খড়িমাটি
৩. উজানে ক্ষিপ্র ভাটিতে ক্ষুব্ধ (ডায়রি / ব্যক্তিগত দর্শনভিত্তিক লেখা)
প্রকাশনী: দ্বিমত

আমি ইংরেজি সাহিত্যের ছাত্র। পুরো অনার্সে বাংলা কোর্স থাকে মাত্র একটি। সেই একটি কোর্সেই শ্রদ্ধেয় ফাউজুল কবির স্যারের সাথে পরিচয়। ক্লাসের প্রথম দিকেই একরকম আপন ভরসা তৈরি হয়ে যায় স্যারের প্রতি। এরপর আর কোনো কোর্সে দেখা হয়নি, তবু এই একটুখানি পরিচয়ের ভিতরেই গড়ে ওঠে এক আলাদা ধরণের আন্তরিক সম্পর্ক।

স্যার আমাকে লেখালেখির ব্যাপারে শুরু থেকেই উৎসাহ দিয়ে গেছেন। বলতেন—‘বই পড়ো, আরও পড়ো।’
যখন সুফিতত্ত্ব নিয়ে পড়াশোনা করছিলাম, বাতিঘরে দেখা হয়ে যেত প্রায়ই— আমার হাতে থাকত সুফিতত্ত্বের একগাদা বই । স্যারকে বলতাম, “স্যার এই বিষয়টা নিয়ে আগ্রহ আছে,তাই পড়ছি ” স্যার মন দিয়ে শুনতেন, মাঝে মাঝে পরামর্শও দিতেন।

আমার বই লেখার কথা স্যারকে শুরুতে বলিনি। প্রকাশের কিছুদিন আগে জানাই এবং আমার বইয়ের ভুমিকা লিখেছেন স্যার। এ নিয়ে আরেক অসাধারণ ঘটনা আছে তা অন্য কোন দিন বলব ইনশাআল্লাহ।
আমার বই প্রকাশের পর স্যার যে আনন্দ পেয়েছেন, তা তাঁর চোখে মুখে স্পষ্ট ছিল।
এই আনন্দের প্রকাশ হিসেবেই তিনি উপহার দিয়েছেন তাঁর লেখা এই তিনটি বই।

আমার কাছে এটি একজন শিক্ষকের পক্ষ থেকে অকপট শুভেচ্ছা,
একজন লেখকের পক্ষ থেকে আরেক নবীন লেখকের যাত্রাকে স্বীকৃতি দেওয়া।

এমন কিছু সম্পর্ক থাকে, যেগুলোর নাম দেওয়ার দরকার পড়ে না—
এইটুকুই যথেষ্ট যে, তারা থেকে যায় মনজুড়ে।

১৫.০৬.২০২৫

6 months ago | [YT] | 4