Geriatric Medicine

Dr. Partha Mondal MD - Geriatric Medicine | Medical College Kolkata
Welcome to the official profile of Dr. Partha Mondal, an esteemed medical professional specializing in Geriatric Medicine. Dr. Mondal brings a wealth of experience and expertise in providing compassionate care to elderly patients. Currently stationed at the Medical College Kolkata, located on College Street, Kolkata, West Bengal, India, Dr. Mondal is dedicated to enhancing the quality of life for senior citizens.
About Dr. Partha Mondal: Dr. Partha Mondal holds an MD in Geriatric Medicine and has a profound commitment to the well-being of the elderly population. With a strong background in medical care, he has developed a reputation for his thorough and attentive approach to patient care.
Medical Career Highlights: Prior to his current role at Medical College Kolkata, Dr. Mondal served as a Resident Doctor at ESIC Hospital Joka, Kolkata. During this tenure, he gained invaluable experience


Geriatric Medicine

These people are succeeding, believe it — if you try, you too can succeed.🙏❤️👍🫂

2 months ago | [YT] | 6

Geriatric Medicine

উপহার পেতে কে-ই বা ভালোবাসে না! আমার জেরিয়াট্রিক রোগীরা আজ শুধু রোগী নন, তাঁরা বাবা-মা হয়ে উঠেছেন। তাঁদের কাছ থেকে পাওয়া উপহার মানে অফুরন্ত ভালোবাসা আর আদর। হয়তো তাঁরা একদিন থাকবেন না, কিন্তু তাঁদের এই অমূল্য সম্পদ আমার সঙ্গে সারাজীবন থেকে যাবে।♥️🙏

3 months ago | [YT] | 5

Geriatric Medicine

Today we are observing World Alzheimer’s Day with respect and awareness.
Alzheimer’s is a progressive disease that slowly takes away memory and thinking.
This day reminds us about the value of early detection and proper care.
It also inspires us to stand beside patients and families with love and support.
Together we can spread hope and ensure dignity for everyone living with Alzheimer’s‪@Dr.ParthaMondalGeriatricsmedic‬

3 months ago | [YT] | 3

Geriatric Medicine

এই ছোট ছোট চেষ্টাগুলোই অনেক অনেক বেশি আনন্দ দেয়। একজন geriatric medicine doctor হিসেবে Medical College এর সব juniors দের সঙ্গে মিলে elderly abuse awareness নিয়ে প্রোগ্রাম করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে।

6 months ago | [YT] | 3

Geriatric Medicine

আজ আমরা Elderly Abuse Awareness নিয়ে একটি প্রোগ্রাম করলাম কিছু বয়স্ক মানুষের সাথে।
ওনাদের পাশে দাঁড়িয়ে কথা বলতে পেরে মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে উঠল।
বয়স্ক মানুষদের চোখে যে যন্ত্রণা আর অভিমান, তা খুব কাছ থেকে অনুভব করলাম।
আমি যতটা পেরেছি, ওনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি মন দিয়ে।
সবচেয়ে সুন্দর মুহূর্তটা ছিল, যখন ওনারা হাসিমুখে আমাকে আশীর্বাদ করলেন।
সেই আশীর্বাদগুলো আমি বুকের ভিতরে আগলে রেখে ফিরলাম—এটাই আমার আসল প্রাপ্তি।
ওনাদের কথায়, চোখে, স্পর্শে একটা মায়া ছিল—যেটা বলে বোঝানো যায় না।
আজকের এই অভিজ্ঞতা আমাকে আরও ভালো একজন মানুষ ও একজন চিকিৎসক হতে শেখাল।
আমি কৃতজ্ঞ আমার HOD স্যার ও আমাদের Geriatric Medicine টিমের প্রতি, এই সুযোগের জন্য।
Medical College Kolkata-র একজন গর্বিত ছাত্র হিসেবে আজকের দিনটা আমার হৃদয়ে থেকে যাবে।

6 months ago | [YT] | 2

Geriatric Medicine

আমরা জেরিয়াট্রিক মেডিসিন বিভাগ থেকে এই কর্মসূচির আয়োজন করেছি, যেন বয়স্কদের উপর হওয়া অবহেলা ও নির্যাতন সম্পর্কে সচেতনতা বাড়ানো যায়। সকল চিকিৎসক, ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দকে উপস্থিত থাকার জন্য আন্তরিক অনুরোধ জানাচ্ছি।

6 months ago | [YT] | 2

Geriatric Medicine

We are all moving to Banaras Hindu University (BHU) for Gericon 2024.
It is an important event focusing on geriatric medicine.
Many members from our Geriatric Medicine Department are participating.
The conference will be a platform for learning and collaboration.
We are excited to represent our department and contribute meaningfully🙏🙏🙏

1 year ago | [YT] | 7

Geriatric Medicine

আজ ১৯শে নভেম্বর ২০২৪, আমাদের ডিপার্টমেন্টে ইন্টার্নদের জেরিয়াট্রিক মেডিসিন সংক্রান্ত সচেতনতা প্রোগ্রাম আয়োজন করা হলো। আমাদের স্যার নিরলস পরিশ্রম করে যাচ্ছেন জেরিয়াট্রিক সচেতনতা সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য। আজকের সেশনের বিষয় ছিল জেরিয়াট্রিক রোগীদের অন্ত্র স্বাস্থ্য, যেখানে আমরা আলোচনা করেছি জিইআরডি (GERD), পেপটিক আলসার ডিজিজ এবং জিআই ব্লিডিং (GI Bleeding) নিয়ে। প্রোগ্রামটি সফলতার সাথেই শেষ করতে পেরেছি, এবং এই ক্ষেত্রের গুরুত্ব সম্পর্কে সবাইকে জানাতে পেরে গর্ব অনুভব করছি।

আমাদের বারবার চেষ্টা এই বার্তাটি ছড়িয়ে দেওয়ার, যে জেরিয়াট্রিক কেয়ার আমাদের সমাজে আলাদাভাবে অত্যন্ত প্রয়োজন। বয়স্ক রোগীদের জন্য বিশেষ যত্ন এবং সচেতনতা ছাড়া তাঁদের দৈনন্দিন স্বাস্থ্য সমস্যা আরও জটিল হয়ে ওঠে। এই রোগীরা অনেক সময় প্রেসক্রিপশন ঠিকমতো মানেন না, যেটা তাঁদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকারক হতে পারে। কোন ওষুধ হাতের কাছে পেলেন, সেটাই খেয়ে ফেলেন, যার ফলে পরিস্থিতি আরও গুরুতর হয়ে দাঁড়ায়। আমরা যারা জেরিয়াট্রিক মেডিসিনে কাজ করি, তারাই কেবল বুঝি এই অভ্যাসের ভয়াবহতা এবং তার দীর্ঘমেয়াদী প্রভাব।

আজকের ইভেন্টটি আমাদের ইন্টার্নদের পাশাপাশি সমাজে সচেতনতার একটি নতুন দৃষ্টিভঙ্গি আনতে সাহায্য করেছে। আমরা যে কাজটি করছি, সেটি শুধু পেশাগত দায়িত্ব নয়, এটি একটি মানবিক প্রচেষ্টা। বৃদ্ধ মানুষগুলোর জন্য স্বাস্থ্যসেবা, মানসিক সমর্থন এবং তাদের জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন আনাই আমাদের মূল লক্ষ্য। এই ধরনের উদ্যোগ আরও বেশি গ্রহণযোগ্য হবে, সেই আশাতেই দিন শেষে বাড়ি ফিরলাম।‪@Dr.ParthaMondalGeriatricsmedic‬

1 year ago (edited) | [YT] | 11

Geriatric Medicine

আজ আমি একজন aged patients-এর বাড়িতে গিয়েছিলাম তাঁদের চিকিৎসার জন্য। ওই বাড়ির দুই সদস্যেরই বয়স ৭০ বছরের ওপরে। তাঁদের দুজনেই আমার আগমনে এতটাই খুশি হয়ে উঠলেন যে, আমার সঙ্গে দেখা হওয়ার পর থেকেই তাঁদের চোখে-মুখে যেন আনন্দের ঝলক ফুটে উঠল।

আমার পরিচয় যেহেতু তাঁদের young geriatric doctor হিসেবে, তাঁরা যেন আমাকে নিজেদের ছেলের মতোই গ্রহণ করেছেন। কথোপকথনের সময় তাঁদের মুখে যে কৃতজ্ঞতার ভাব দেখলাম, সেটা আমার মনকে ভীষণভাবে ছুঁয়ে গেল। তাঁরা বারবার আমাকে জানালেন, আমার মতো একজন তরুণ ডাক্তার তাঁদের জীবনে এসে তাঁদের জীবনের মান বাড়িয়ে দিয়েছে। এমন প্রশংসা শুনে আমি নিজেও অভিভূত হয়ে পড়েছিলাম।

তাঁরা আমাকে দু'হাত ভরে আশীর্বাদ করলেন। তাঁদের এই আশীর্বাদে যেন এক অদ্ভুত মমতা আর ভালোবাসার অনুভূতি লুকিয়ে ছিল। একজন geriatric doctor হিসেবে, এই ধরনের আন্তরিক মুহূর্তগুলো আমাকে সবসময় মনে করিয়ে দেয় কেন আমি এই পেশা বেছে নিয়েছি।

যখন তাঁদের চিকিৎসা শেষ করে বাড়ি থেকে বেরোচ্ছিলাম, তখন তাঁরা দুজনেই আমার সঙ্গে বিদায় জানাতে গেট পর্যন্ত এলেন। "বাবা" তিনি আরও একধাপ এগিয়ে লিফট পর্যন্ত আমাকে ছেড়ে দিতে এলেন। তাঁর এই আচরণ আমাকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দিয়েছিল।

তাঁদের এই আন্তরিকতা আর ভালোবাসা সত্যিই আমার মনে গভীর দাগ রেখে গেল। এই ধরনের অভিজ্ঞতা আমার পেশাগত জীবনে যেন এক অনন্য প্রাপ্তি। একজন ডাক্তার হিসেবে রোগীর সুস্থতা যতটা গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্বপূর্ণ তাঁদের থেকে পাওয়া এই মমতা আর কৃতজ্ঞতার অনুভূতি। এটাই আমার কাজের সেরা উপহার।‪@Dr.ParthaMondalGeriatricsmedic‬

1 year ago | [YT] | 18

Geriatric Medicine

বাবা নিত্যানন্দ বাগচী আর তার স্ত্রী, দুজনেই যেন একে অপরের ছায়াসঙ্গী হয়ে জীবনের প্রতিটি মুহূর্ত পার করছেন। শান্তি আর পরিপূর্ণতার এক আশ্চর্য মায়াজালে আবদ্ধ ওনাদের জীবন, যেখানে কোনো তাড়াহুড়ো নেই, নেই কোনো অশান্তি। তারা নিজেদের মতো করে সুখী, নিজস্ব একটি পৃথিবীতে বসবাস করছেন। তাদের জীবনে যে প্রশান্তি, সেটার একটা অংশে আমি যেন ভাগ পেয়েছি।

আমি প্রায়ই বিভিন্ন কাজে যখন বের হই, তখন সুযোগ পেলেই ওনাদের সঙ্গে দেখা করতে যাই। ওই ছোট্ট সময়টুকু যেন আমার নিজের জন্যও বিশেষ। ওনাদের জন্য আমার মনে এক গভীর টান কাজ করে, ওনাদের প্রতি আমার অনুভূতি কিছুটা আলাদা ধরনের। তবে কখনো ঠিক করতে পারি না, ওনাদের আমি কী নামে ডাকব। বাবা-মা বলব, না ঠাকুরদা-ঠাকুরমা বলব? প্রত্যেক সম্পর্কের মধ্যেই একটা আদর আর সম্মানের মিশেল থাকে। কিন্তু ওনাদের প্রতি আমার এতটাই মমতা আর ভালোবাসা যে, ঠিক কোন নামটা তাদের উপযুক্ত, তা আমি বুঝে উঠতে পারি না।

ওনাদের কাছে গেলে সময় যেন কিভাবে চলে যায়, আমি নিজেই বুঝতে পারি না। ওনাদের কাছে প্রতিটি মুহূর্তে একটা বিশেষ শান্তি পাই, যেন আমার সব দুশ্চিন্তা সেখানেই মিলিয়ে যায়। কত গল্প হয় আমাদের মধ্যে—ওনারা পুরোনো দিনের কথা বলেন, আমি শোনার মধ্যে হারিয়ে যাই। কত স্মৃতি, কত অভিজ্ঞতা তাদের জীবনের পাতায় লেখা আছে! সেই গল্প শুনতে শুনতে আমিও যেন একটু একটু করে তাদের জীবনের অংশ হয়ে যাই।

বাবা নিজে খুবই আগ্রহী বিভিন্ন মেডিকেল বিষয় নিয়ে জানার জন্য। তিনি নতুন জিনিস জানতে ভীষণ পছন্দ করেন। আমি যে দিন ওনাদের বাড়িতে যাই, সেদিন তিনি আগেই একটা বিষয় ঠিক করে রাখেন, যা নিয়ে আমার সাথে আলোচনা করবেন। ওনার প্রশ্নগুলো কখনো কখনো আমাকে গভীর চিন্তায় ফেলে দেয়। আমি বসে বসে তার প্রতিটি প্রশ্নের উত্তর দিই, যতটা সম্ভব তাকে বুঝিয়ে বলার চেষ্টা করি। এই মুহূর্তগুলো যেন আমাদের সম্পর্ককে আরও নিবিড় করে তোলে। ওনার সেই জিজ্ঞাসু চোখ আর প্রতিটি প্রশ্নে লুকিয়ে থাকা আগ্রহ আমাকে নতুন কিছু ভাবতে শেখায়।

অন্যদিকে, মা সবসময় ভাবেন কীভাবে আমাকে খাওয়াবেন। তার জন্য হয়তো এটা ছোটখাটো ব্যাপার, কিন্তু আমার কাছে এই ছোট্ট অভ্যাসেই তার যে স্নেহ আর যত্ন ফুটে ওঠে, তা আমি অনুভব করি। তিনি যতক্ষণ না আমাকে খাওয়াতে পারছেন, ততক্ষণ যেন তার মন মানে না। তিনি আমাকে বিভিন্ন রকমের খাবার দেন, যেন আমি যথেষ্ট খেয়ে তৃপ্তি নিয়ে ফিরে যাই। মা নিজের হাতে যত্ন করে যে খাবারগুলো আমাকে দেন, তাতে যেন তার ভালোবাসা আর আশীর্বাদ মিশে থাকে। এই স্নেহ আর যত্ন পেয়ে আমি যেন আরও শক্তি পাই, যেন তাদের এই মমতা আমাকে আরও বড়ো কিছু করার জন্য প্রেরণা দেয়।

ওনারা দুজনেই এখন বেশ ভালো আছেন। তাদের এই শান্তিপূর্ণ জীবন দেখে আমার মনও শান্ত হয়। তারা আমাকে সবসময় আশীর্বাদ করেন, যেন আমি জীবনে আরও বড়ো কিছু করতে পারি, যেন আমি সত্যিকারের একজন ভালো মানুষ হয়ে উঠি। তাদের এই আশীর্বাদ আমার কাছে অমূল্য। তারা আমাকে বলেন যেন আমি আমার দায়িত্ব পালন করে সবসময় মানুষের পাশে থাকি। মানুষের পাশে থাকা, তাদের সুখ-দুঃখে সামিল হওয়া—এটাই যেন আমার জীবনের অন্যতম লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে ওনাদের আশীর্বাদে।

ওনাদের এই ভালোবাসা, আশীর্বাদ আর স্নেহের পরশ আমার জীবনকে আরও অর্থবহ করে তুলেছে। যতবারই ওনাদের সঙ্গে সময় কাটাই, মনে হয় এটাই আমার জন্য সবচেয়ে প্রিয় মুহূর্ত। তাদের কাছে গিয়ে মনে হয় আমি যেন এক নতুন জগতে চলে এসেছি, যেখানে শুধু ভালোবাসা, শান্তি আর সম্পর্কের বন্ধন ছাড়া আর কিছুই নেই।

এভাবে ওনাদের সঙ্গে সময় কাটানো, গল্প শোনা, তাদের চিন্তা-ভাবনা, জীবনদর্শন সবকিছু মিলিয়ে আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ওনাদের কাছ থেকে যে শিক্ষা আর অনুপ্রেরণা পাই, তা আমাকে প্রতিদিন আরও ভালো কিছু করার উৎসাহ দেয়। তাদের ভালোবাসা আর আশীর্বাদ আমার মনে এক অদ্ভুত শক্তি জাগিয়ে তোলে।

ওনাদের সাথে কাটানো এই প্রতিটি মুহূর্ত, তাদের মায়া-মমতা, স্নেহ, আশীর্বাদ আমার জন্য এক অমূল্য সম্পদ, যা আমার জীবনের প্রতিটি পদক্ষেপে আমাকে সাহায্য করবে।‪@Dr.ParthaMondalGeriatricsmedic‬

1 year ago | [YT] | 19