আমি : মা, এই যে ঠাকুরকে সকলে পূর্ণ ব্রহ্ম সনাতন বলে, তুমি কি বল?
মা: হাঁ, তিনি আমার পূর্ণ ব্রহ্ম সনাতন l
'আমার' বলায় আমি বলিলাম, "তা প্রত্যেক স্ত্রী লোকেরই স্বামী পূর্ণ ব্রহ্ম সনাতন l আমি সেভাবে জিজ্ঞাসা করছি না l"
মা: হাঁ, তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন -- স্বামীভাবেও, এমনি ভাবেও l তখন আমার মনে হইল, তিনি পূর্ণ ব্রহ্ম হইলে মা জগদম্বা স্বয়ং -- যেমন সীতা- রাম, রাধা-কৃষ্ণ পরস্পর অভিন্ন l আমিও এই বিশ্বাস লইয়াই মাকে দেখিতে গিয়াছিলাম। জিজ্ঞাসা করিলাম, " তবে যে তোমাকে এই দেখছি যেন সাধারণ স্ত্রী লোকের মতো বসে রুটি বেলছ, এসব কি? মায়া, না কি!"
মা: মায়া বইকি! মায়া না হলে আমার এ দশা কেন? আমি বৈকুণ্ঠে নারায়নের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম। বলিয়াই আবার বলিতেছেন, " ভগবান, নরলীলা করতে ভালোবাসেন কি-না l শ্রী কৃষ্ণ গোয়ালার ছেলে ছিলেন। রাম দশরথের বেটা l"
আমি: তোমার কি আপনার স্বরূপ মনে পড়ে না?
মা: হাঁ, এক একবার মনে পড়ে; তখন ভাবি এ কি করছি, এ কি করছি! আবার এইসব বাড়িঘর, ছেলে - পিলে ( হাত চিৎ করিয়া সামনের সব দেখাইয়া) মনে আসে ও ভুলে যাই l
তথ্যসূত্র: শ্রী শ্রী মায়ের কথা (অখন্ড)। উদ্বোধন কার্যালয় পৃষ্ঠা: ১৭০
Dr. ADN
শ্রী শ্রী মায়ের কথা
স্বামী অরুপানন্দের স্মৃতি কথা
আমি : মা, এই যে ঠাকুরকে সকলে পূর্ণ ব্রহ্ম সনাতন বলে, তুমি কি বল?
মা: হাঁ, তিনি আমার পূর্ণ ব্রহ্ম সনাতন l
'আমার' বলায় আমি বলিলাম, "তা প্রত্যেক স্ত্রী লোকেরই স্বামী পূর্ণ ব্রহ্ম সনাতন l আমি সেভাবে জিজ্ঞাসা করছি না l"
মা: হাঁ, তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন -- স্বামীভাবেও, এমনি ভাবেও l
তখন আমার মনে হইল, তিনি পূর্ণ ব্রহ্ম হইলে মা জগদম্বা স্বয়ং -- যেমন সীতা- রাম, রাধা-কৃষ্ণ পরস্পর অভিন্ন l আমিও এই বিশ্বাস লইয়াই মাকে দেখিতে গিয়াছিলাম। জিজ্ঞাসা করিলাম, " তবে যে তোমাকে এই দেখছি যেন সাধারণ স্ত্রী লোকের মতো বসে রুটি বেলছ, এসব কি? মায়া, না কি!"
মা: মায়া বইকি! মায়া না হলে আমার এ দশা কেন? আমি বৈকুণ্ঠে নারায়নের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম। বলিয়াই আবার বলিতেছেন, " ভগবান, নরলীলা করতে ভালোবাসেন কি-না l শ্রী কৃষ্ণ গোয়ালার ছেলে ছিলেন। রাম দশরথের বেটা l"
আমি: তোমার কি আপনার স্বরূপ মনে পড়ে না?
মা: হাঁ, এক একবার মনে পড়ে; তখন ভাবি এ কি করছি, এ কি করছি! আবার এইসব বাড়িঘর, ছেলে - পিলে ( হাত চিৎ করিয়া সামনের সব দেখাইয়া) মনে আসে ও ভুলে যাই l
তথ্যসূত্র:
শ্রী শ্রী মায়ের কথা (অখন্ড)। উদ্বোধন কার্যালয়
পৃষ্ঠা: ১৭০
2 years ago | [YT] | 5
View 3 replies