Apurba Bangla! Bengali is my mother tongue; I love Bengali.
I will try to share the pure joy with everyone by collecting pearls from the nature of Bengal as well as from the vast collection of Bengali poems, stories and songs. Your encouragement and advice and above all love and inspiration will enrich me to go through the path...
অপূর্ব বাংলা APURBA BANGLA
আজ বাংলার তথা সমগ্র ভারতবর্ষের ঘুণেধরা সমাজকে ঢেলে সাজানোর কান্ডারি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৩ তম জন্ম দিবস। ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তার জন্ম। তবে দরিদ্রতা তার শিক্ষালাভের আগ্রহকে কেড়ে নিতে পারেনি। শিক্ষার প্রতি প্রবল আগ্রহ থাকায়, রাতে ঘরে আলো জ্বালানোর মতো সামর্থ্য না থাকলেও রাস্তায় লাইটের নিচে বসেই পড়ালেখা চালিয়েছিলেন তিনি।
বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও ভালোবাসা এই মহৎ প্রান মানুষটির জন্য... 💐❤💐
2 years ago | [YT] | 13
View 9 replies
অপূর্ব বাংলা APURBA BANGLA
দাঁড়াও, পথিক-বর, জন্ম যদি তব বঙ্গে!
তিষ্ঠ ক্ষণাকাল!🙏🙏🙏
দেখতে দেখতে আজ একবছর! আমার জন্য বিশেষ একটি দিন! গত একবছরে সব মিলিয়ে তিনশটিরও বেশি (৩১৮টি) ভিডিও আপলোড করেছি আমার
চ্যানেলে কবিতা ও গল্পের!
অথচ আমি আমার সারাজীবনে একবারের তরেও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা পরিবারের মাঝেও একখানা কবিতা আবৃত্তি বা পাঠ করিনি (পাঠ্য বইয়ের গুলো তো সবাই পড়ে) !!!
কোভিডের কঠিন দিনগুলোতে (2020/2021) নিজেকে চাঙ্গা রাখতে শুরু করেছিলাম কবিতা পাঠ। তখন ফেসবুকে আপলোড করতাম। তো, একটা সময় পর ভাবলাম করছিই যখন আরেকটু যত্ন নিয়েই করি এবং একটা আর্কাইভ হোক! সেই ভালোলাগা ও ভালোবাসার জায়গা থেকেই আজকের আমার এই চ্যানেল।
একবছরে প্রায় 1150 সাবস্ক্রাইবার হয়েছিল; (তবে প্রায় 400+ সাবস্ক্রাইবার আবার আমাকে ছেড়ে চলেও গেছেন, অনেক বিষয়ে নিশ্চয়ই আমার খামতি আছে তাই হয়তো চলে গেছেন। এখন 746 জন আছেন!) এবং 83K+ ভিউজ হয়েছে। সবই আপনাদের ( যারা আছেন ও ছেড়ে গেছেন ) ভালোবাসার ফসল। 🙏🙏🙏
আপনাদের এই শুভকামনা ও ভালোবাসাকে পাথেয় করেই এতোদূর এসছি এবং সামনে এগিয়ে যেতে চাই... পাশে থেকে উৎসাহিত করলে অনুপ্রাণিত হবো নিশ্চিতরূপে! সবাই খুব খুব ভালো থাকবেন.
🙏🙏🙏❤❤❤
3 years ago | [YT] | 19
View 19 replies
অপূর্ব বাংলা APURBA BANGLA
“নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই ”
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়ান দিবসে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা!🙏🙏🙏❤❤❤
"সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ। আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গেয়ে যাওয়া রবীন্দ্র সংগীত। আমার কাছে রবীন্দ্রনাথ মানে এইসব। আমার কাছে রবীন্দ্রনাথ মানে পঁচিশে বৈশাখের আনন্দ উৎসব নয়, বাইশে শ্রাবণের ব্যথা নয়।"
আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি....
https://youtu.be/MAq37ohAU0M
3 years ago (edited) | [YT] | 10
View 8 replies
অপূর্ব বাংলা APURBA BANGLA
গত তিন দিন ধরে হালকা জ্বর ও ভারী সর্দি-ঠান্ডায়
জেরবার! নুতন কোন কবিতা কন্ঠে নিতে পারিনি।
শুরুর দিকে করা ( সাত মাস আগে) খুব প্রিয় একটি কবিতা; আমার অনেক নুতন বন্ধুই হয়তো শোনেনি। আপনাদের জন্য লিংকটি শেয়ার করে রাখলাম।
সময় সুযোগ পেলে শোনার অনুরোধ রইল।
https://youtu.be/eV3NLGmDTow
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এই প্রার্থনা। 🙏🧡💜❤
3 years ago | [YT] | 12
View 10 replies
অপূর্ব বাংলা APURBA BANGLA
যাঁর জন্য পৃথিবীর সকল অভিধানের কোন বিশেষণই যথেষ্ট নয়; সেইতো আমার মা।
তিনি অন্য সকলের স্থান নিতে পারেন কিন্তু তাঁর স্থান কেউ নিতে পারেন না।
ভালো থাকুন পৃথিবীর সকল মায়েরা।🙏🙏🙏
3 years ago | [YT] | 18
View 16 replies
অপূর্ব বাংলা APURBA BANGLA
চলে গেলেন পার্থ ঘোষ। বাংলা আবৃত্তি জগতের এক উজ্জল নক্ষত্রের পতন হলো আজ।
"কুন্তী" আগেই প্রয়াত হয়েছেন। এ বার চলে গেলেন "কর্ণ"। এক সময় পার্থ ঘোষ এবং গৌরী ঘোষের ‘কর্ণ-কুন্তী সংবাদ’ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। সে সময় গৌরী ঘোষ ছিলেন কুন্তীর ভূমিকায় এবং কর্ণের ভূমিকায় পার্থ ঘোষ। ২০২১ সালের ২৬ অগাস্ট মৃত্যু হয় পার্থ ঘোষের স্ত্রী গৌরী ঘোষের। আজ চলে গেলেন পার্থ ঘোষ। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
রবীন্দ্রনাথের ‘শেষ বসন্ত’ পার্থ ঘোষের কণ্ঠে বিশেষ সমাদৃত হয়েছিল। একই সঙ্গে জনপ্রিয় হয়েছিল রবীন্দ্রনাথেরই ‘দেবতার গ্রাস’, ‘বিদায়।’ এ ছাড়া গৌরী ঘোষের সঙ্গে বেশ কিছু শ্রুতিনাটক ‘প্রেম’, ‘জীবন বৃত্ত’, ‘স্বর্গ থেকে নীল পাখি’ স্মরণে রাখার মতো।
অমৃতলোকে ভাল থাকবেন হে গুনী...🙏🙏🙏
3 years ago (edited) | [YT] | 22
View 11 replies
অপূর্ব বাংলা APURBA BANGLA
"ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ"...
সবাই জানাই ঈদ-উল-ফিতরের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও শুভকামনা।
3 years ago | [YT] | 16
View 3 replies
অপূর্ব বাংলা APURBA BANGLA
"নূতন প্রাণ দাও, প্রাণসখা, আজি সুপ্রভাতে ॥
বিষাদ সব করো দূর নবীন আনন্দে,
প্রাচীন রজনী নাশো নূতন উষালোকে।।"
" শুভ নববর্ষ ১৪২৯"
সবার জন্য রইল বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শুভকামনা ও ভালোবাসা।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন;
এই প্রার্থনা রইল। 🙏🙏🙏❤❤❤
3 years ago | [YT] | 22
View 23 replies