Dr Muhammad Ibrahim (True Skills)

ইসলামের সঠিক ব্যাখ্যা প্রচার করা, ইসলাম সম্পর্কে মানুষের সমস্ত ভুল ধারণা দূর করা, এবং বৈজ্ঞানিকভাবে, সামাজিকভাবে, ঐতিহাসিকভাবে, সমস্ত দিক থেকেই ইসলাম যে শ্রেষ্ঠ তা প্রমাণ করাই আমার একমাত্র উদ্দেশ্য। কিন্তু আমার একার পক্ষে এটা করা সম্ভব না যদি না আপনাদের মত প্রত্যেকটা মানুষ আমার সঙ্গে থাকেন ইসলামের শ্রেষ্ঠত্বের উপরে তৈরি করা আমার এই ভিডিওগুলো আপনারা নিজেরা দেখুন এবং অমুসলিম ও নাস্তিকদের কাছে শেয়ার করে তাদেরকেউ দেখার সুযোগ করে দিন..পাশাপাশিই ডাক্তারি পরামর্শ ও সার্জারি সম্পর্কিত ভিডিও পেতে চোখ রাখুন আমার চ্যানেলে।


Dr Muhammad Ibrahim (True Skills)

❗সতর্কীকরণ বার্তা:

দুর্ঘটনায় যারা মারা যান — তাঁরা এক অর্থে অনেকটা "রেহাই" পেয়ে যান।
মৃত্যুযন্ত্রণার ভেতরে প্রবেশ করার আগেই, অনেক সময় তাদের প্রাণ পাড়ি জমায়।
আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখুন — إِنَّا لِلّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ।

কিন্তু যারা বেঁচে যান... তাদের জীবন শুরু হয় এক নির্মম সংগ্রাম দিয়ে।
বিশেষ করে আগুনে পোড়া রোগীদের (Burn victims) জন্য পরবর্তী সময়টা হয়ে পড়ে অত্যন্ত বেদনাদায়ক।

🩺 এদের চিকিৎসা সবচেয়ে জটিল।
🔬 মূল যুদ্ধ হয় ইনফেকশন (সংক্রমণ) এর বিরুদ্ধে।
👥 যত বেশি ভিজিটর, তত বেশি জীবাণু।
💔 আর যত বেশি জীবাণু, তত বেশি মৃত্যুঝুঁকি ও যন্ত্রণা।

---

🧑‍⚕️ ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি:

আমি নিজেও একসময় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কর্মরত ছিলাম।
সেখানে সরাসরি দেখেছি— ভিড় ও অতিরিক্ত মানুষের চলাফেরার কারণে কিভাবে রোগীদের মধ্যে cross-infection ছড়িয়ে পড়ে।
অনেক রোগী শুধুমাত্র এই কারণেই ভয়ানক সংক্রমণের মুখে পড়ে যায়, যা অনেক সময় মৃত্যুর কারণ পর্যন্ত হয়ে দাঁড়ায়।

✖️ এইসব রোগীদের শরীর সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধহীন হয়ে পড়ে।
✖️ এমনকি একটুখানি বাতাসে ছড়ানো জীবাণুও তাদের জন্য প্রাণঘাতী হতে পারে।

---

🔴 বিশেষ অনুরোধ:

প্রিয় ভিআইপি (VIP) নেতৃবৃন্দ,

> "জীবাণু আপনার পদবী বোঝে না। তারা শুধু শরীর খোঁজে প্রবেশের জন্য।"
শুধু শোক প্রকাশ বা মিডিয়া শো-অফের জন্য হাসপাতালে ভিড় করা একটি গর্হিত, বিপজ্জনক কাজ। এতে
✅ রোগীর অবস্থা আরও খারাপ হয়,
✅ ইনফেকশন ছড়িয়ে পড়ে,
✅ এবং চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়।

➡️ তাই অনুগ্রহ করে ‘দলবল’ নিয়ে Burn Unit বা ICU পরিদর্শন করা থেকে বিরত থাকুন।
আবেগ থাকুক, তবে বিবেক ও বিজ্ঞান যেন পথ দেখায়।

প্রিয় ভিউ-ব্যবসায়ীরা (Content creators, YouTubers),

> "দয়া করে ভিউ-এর আগে মানবতা চিন্তা করুন।"
"একজন পোড়া মানুষের শরীর কোনো কনটেন্ট নয়।"

ক্যামেরা চালু না করেও সহানুভূতি দেখানো যায়।
এখন রোগী ও চিকিৎসকের মাঝে একটু দূরত্ব রাখুন —
এইটুকু হলেই হতে পারে অনেক বড় সাহায্য।

---🔹 ইসলামী দৃষ্টিকোণ থেকে:

রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
"যে ব্যক্তি কোনো মুসলিমের কষ্ট দূর করে, আল্লাহ কিয়ামতের দিন তার কষ্ট দূর করবেন।”
📚 (সহীহ মুসলিম: ৫৩১৭)

🔥 এক পোড়া রোগীর কাছে আপনার উপস্থিতি হতে পারে মৃত্যুঝুঁকির কারণ —
তাই দয়া করে আত্মপ্রচার নয়, বিচক্ষণতা ও দূরদর্শিতা দেখান।

---🤲 আল্লাহ তাআলা সকল আহতকে শিফা দান করুন। চিকিৎসকদের সহায়তা করুন।
আর আমাদের সকলকে যেন আবেগ নয়, বিবেক দিয়ে কাজ করার তাওফিক দেন। আমিন।

আল্লাহ যারা আজ সন্তান হারিয়েছেন, তাদের অন্তরে সবর দান করুন। আল্লাহ যেন এই কঠিন সময়কে তাদের জান্নাতের পথ বানিয়ে দেন।

প্রিয় নবী হযরত মুহাম্মদ (ﷺ) বলেন:
💜 “যখন কোনো মুমিন ব্যক্তির সন্তান মৃত্যুবরণ করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের জিজ্ঞেস করেন, ‘তোমরা কি আমার বান্দার সন্তানের রূহ কবজ করেছ?’
ফেরেশতাগণ বলেন, ‘হ্যাঁ।’
আল্লাহ জিজ্ঞেস করেন, ‘আমার বান্দা কী বলেছে?’
তারা বলেন, ‘সে বলেছে: আলহামদুলিল্লাহ এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
তখন আল্লাহ বলেন: ‘আমার এই বান্দার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করো, আর এর নাম রাখো বাইতুল হামদ (প্রশংসার ঘর)।’”
📚 (তিরমিযী: ১০২১)

💙 রাসুলুল্লাহ (ﷺ) আরও বলেন:
“শিশুরা হলো জান্নাতের প্রজাপতি। তারা কিয়ামতের দিন তাদের মা-বাবার হাত ধরবে এবং ততক্ষণ ছাড়বে না, যতক্ষণ না আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন।”
📚 (সহীহ মুসলিম: ৬৮৯৫)

1 month ago | [YT] | 928

Dr Muhammad Ibrahim (True Skills)

মামা ভবিষ্যৎ প্রজন্মের অবস্থা খুবই খারাপ। সামনে আমাদের খুব বিপদ। মামা সারাদিনে প্রচুর ছাত্রছাত্রী আমার রিকশায় উঠে।

রিকশায় বসে তারা এত এত খারাপ ভাষায় এবং অশ্লীল বিষয় নিয়ে মোবাইলে কথা বলে যে, শুনতে আমারই লজ্জা লাগে। তারা একবারও ভাবে না যে, তাদের কথাগুলো আমার কান পর্যন্ত আসছে।

রিকশা চালালেও তো আমি তাদের বাবার বয়সী। কেউ কেউ তুই করে কথা বলে। দাম না করে রিকশায় উঠে বলে: টানো।

গন্তব্যে যাওয়ার পর সঠিক ভাড়া চাইলেও অনেক কম টাকা দিয়ে চলে যায়। নিতে না চাইলে দৌড়ে মারতে আসে। মাঝে মাঝে ছোট ছোট ছেলে মেয়েরা থাপ্প/ড় মা|রে!

" বলতেই কান্না করে দিলেন দিনাজপুরের বিরামপুর থেকে রিকশা চালাতে আসা মন্তাজ আলী। জানালেন, তাদের এমন কাণ্ড দেখে এখন নিজের সন্তানকে নিয়ে ভয় পাচ্ছেন তিনি।

গতকাল মন্তাজ আলীর রিকশায় চড়ে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে যাওয়ার সময় তার সঙ্গে আলাপকালে তিনি এসব কষ্টের কথা বলেন।

© মাহাবুর আলম সোহাগ।

3 months ago | [YT] | 2,833

Dr Muhammad Ibrahim (True Skills)

পিরামিডের রহস্য নিয়ে আজকে একটি ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ

4 months ago | [YT] | 2,636

Dr Muhammad Ibrahim (True Skills)

Free Palestine

4 months ago | [YT] | 7,825

Dr Muhammad Ibrahim (True Skills)

দৈনন্দিন জীবনে রাসূল সাঃ-এর সুন্নাহ অনুসরণ করা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং এর সাইন্টিফিক ব্যাখ্যাসহ, বাস্তব প্রমাণীয়তা নিয়ে আয়োজন করা হয়েছে “সুন্নাহ ও সুস্থ জীবন” এই সিরিজটি।
আপনার প্রতিদিনের রুটিনে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর সুন্নাহ গুলোকে অনুসরণ করবেন সে-সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচোনা থাকবে এই সিরিজে। সবাইকে অনুরোধ করছি, মাহফিল অ্যাপ থেকে এই পুরো সিরিজটি জীবনে একবার হলেও দেখবেন। তাহলে আপনি জানতে পারবে রাসুল সাঃ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যা জানিয়েছে তার উপকারিতা, এবং এর বীপরিতে আমাদের জন্য কতটা ক্ষতি রয়েছে। এতে আপনার ইমান ও ইসলামের উপর আস্থা বাড়বে বলে আশা করি। ইন শা আল্লাহ।
এই পুরো সিরিজটিতে আমি “ডাঃ মোহাম্মাদ ইব্রাহিম” আপনাদের সাথে আছি। এই সিরিজের সকল ভিডিও গুলো সবার আগে দেখতে এখুনি “মাহফিল অ্যাপ” থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

1 year ago | [YT] | 4,696

Dr Muhammad Ibrahim (True Skills)

Amar Kora Akti Operation

1 year ago | [YT] | 44

Dr Muhammad Ibrahim (True Skills)

Alhamdulillah

1 year ago | [YT] | 36

Dr Muhammad Ibrahim (True Skills)

Alhamdulillah

2 years ago | [YT] | 2,146