Hello everyone
আমি আব্দুর রাকিব থাকি কানাডার টরন্টোতে. আমার এই চ্যানেলটি যেহেতু কানাডা ভিত্তিক একটি চ্যানেল তাই আমি চেষ্টা করি কানাডার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে, এর ফাঁকে ফাঁকে কিছু সামাজিক বিষয় নিয়েও আমার কিছু ভিডিও আছে.আশা করি আপনারা আমার ভিডিও গুলো দেখে কানাডা সম্পর্কে একটা বাস্তব ধারণা পাবেন. আশা করি আপনারা আমার পাশে থাকবেন ধন্যবাদ


Travel in Canada

আগস্ট ২০২৫-এ কানাডা রেভিনিউ এজেন্সি (CRA) কম আয়ের ও মধ্যম আয়ের কানাডিয়ানদের জন্য এককালীন ট্যাক্স-ফ্রি ২৫০ ডলারের রিলিফ পেমেন্ট দিচ্ছে। কোনো আবেদন লাগবে না—যোগ্যতা নির্ধারণ হবে ২০২৪ সালের ট্যাক্স রিটার্নের ভিত্তিতে। আয় সীমা সাধারণত $৪৫,০০০–$৬৫,০০০, সাথে কানাডায় বসবাস এবং CRA-তে হালনাগাদ ব্যাংক বা মেইল তথ্য থাকা জরুরি। বয়স্ক ভাতা (OAS/GIS) প্রাপক, কম আয়ের কর্মী, শিক্ষার্থী, একক অভিভাবক ও প্রতিবন্ধীরা অগ্রাধিকার পাবেন। ১৫–৩১ আগস্ট ২০২৫-এর মধ্যে টাকা সরাসরি ব্যাংকে বা চেকের মাধ্যমে পাঠানো হবে। প্রতারণা এড়াতে CRA কখনো ফোন বা ইমেইলে ব্যাংক তথ্য চাইবে না।

4 months ago | [YT] | 1

Travel in Canada

গত দুইদিন আগে আমি ভিডিও বানাইছি স্নো এর ভিতরে কিভাবে গাড়ি চালাবেন আর আজকে আমিই স্নো এর ভিতরে গাড়ি চালাতে গিয়ে এক্সিডেন্ট করলাম. 😥😥😥

11 months ago | [YT] | 0

Travel in Canada

আপনিকি কানাডায় নতুন আসছেন? তাহলে যে কাজ গুলা করবেন না——-

আসছে নতুন ভিডিও চোখ রাখুন আমার চেনেল এ

1 year ago | [YT] | 6

Travel in Canada

বর্তমানে কানাডার চাকরির বাজারের অবস্থা ভয়াবহ। গত দু বছরে মিলিয়ন মিলিয়ন Open Work Permit এর সংখ্যা বেড়ে যাওয়ায় এমন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। (চাহিদার তুলনায় দশগুন ছাত্র ভর্তি এবং বন্যার স্রোতের মত রিফিউজি আনায় চাকরির বাজারে এমন ভয়ংকর মন্দা শুরু হয়েছে)

এখন পিআর ও সিটিজেনরাও লে-অফ হয়ে গেলে অভিজ্ঞতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছে না। আগে যেসব সিনিয়র চাকুরিজীবীরা পরামর্শ দিতেন যে Skill Develop করলে ঠিকই চাকরি পাওয়া যায়, তাদের অনেকেই এখন লে-অফ হয়ে চাকরি খুঁজে বেড়াচ্ছেন হন্য হয়ে। তাদের অভিজ্ঞতা ও Skills থাকা সত্বেও তারা চাকরির বাজারে সহজে পুনরায় ঢুকতে পারছে না।

সমগ্র কানাডাতে এত পরিমান ইন্ডিয়ান ঢুকেছে যে তারা প্রতিটি সেক্টর দখল করে নিয়েছে। কানাডাকে এখন একটি Shadow India হিসেবে ধরে নেয়া যায়। যেহেতু তাদের Community Feelings প্রস্নাতীত এবং পরস্পরকে অসম্ভব সহযোগিতা করে টেনে তোলে, তাই প্রতিটি সেক্টরে ইন্ডিয়ান দিয়ে ভরে গেছে বিধায় অন্য দেশের ইমিগ্রেন্টরা চাকরি সহজে পাচ্ছে না।

বর্তমান Job Seeker রেশিও প্রায় এমন >>>
India : Other Country = 1000 : 1

আল্লাহ জানে সামনে আরো কি অপেক্ষা করছে 😰😰😰 !!!

1 year ago | [YT] | 0

Travel in Canada

New video is coming on Thursday (বৃহস্পতিবার রাত নয়টায়)

1 year ago | [YT] | 0

Travel in Canada

Very true

1 year ago | [YT] | 1

Travel in Canada

এই আপুর মতন হাজারো আপু ভাই আছেন যারা জীবনের শেষে এসে হিসাব মিলাতে পারেন না 😥

1 year ago | [YT] | 1

Travel in Canada

Keep your eye on my channel

youtube.com/@abdurrakib6624

1 year ago | [YT] | 0