দিনের আলো ♡︎

দিনের আলো — কুরআন ও সহিহ হাদীসের আলোকে জীবন গঠনের দিকনির্দেশনা।
এখানে আমরা ইসলামের মৌলিক শিক্ষা, দোয়া, তাফসির ও অনুপ্রেরণামূলক বিষয়গুলো তুলে ধরি।

আমাদের লক্ষ্য — মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনা এবং আলোর পথে চলতে সহায়তা করা। ♡︎


দিনের আলো ♡︎

Assalamu alaikum everyone! 🎀

Finally 161 subscribers done,,,💗

Please subscribe the channel ♡︎

And help me to reach 200 subscribers! 🤍🎀✨

21 hours ago (edited) | [YT] | 55

দিনের আলো ♡︎

আমরা অনেক সময় ভাবি,

আল্লাহ কি সত্যিই আমার কথা শুনছেন?
কিন্তু সত্য হলো—

তোমার চোখের পানি পড়ার আগেই
আল্লাহ তার খবর জানেন।
কিছু দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয় না,
কারণ আল্লাহ তাড়াহুড়া পছন্দ করেন না।
তিনি ঠিক সেই সময়েই দেন,
যখন তা আমাদের জন্য সবচেয়ে ভালো হয়।

যে কষ্ট তুমি কাউকে বলতে পারোনি,
সেই কষ্টটাই আল্লাহর কাছে সবচেয়ে পরিচিত।
তাই হতাশ হয়ো না,

চুপচাপ আল্লাহর ওপর ভরসা রাখো।
কারণ আল্লাহ ভাঙা মনও
অদ্ভুত সুন্দরভাবে জোড়া লাগাতে পারেন।

ইনশাআল্লাহ 🌙

2 days ago | [YT] | 177

দিনের আলো ♡︎

নবীজি ﷺ মেরাজের রাতে কোন নবীর সাথে বারবার সাক্ষাৎ করেন?

5 days ago | [YT] | 12

দিনের আলো ♡︎

শবে মেরাজ—একটি বরকতময় ও মর্যাদাপূর্ণ রাত।
এই পবিত্র রাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ আল্লাহর বিশেষ আহ্বানে মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস এবং সেখান থেকে সাত আসমান অতিক্রম করে সিদরাতুল মুন্তাহা পর্যন্ত পৌঁছান। এই অলৌকিক সফর আমাদের ঈমানের এক মহান নিদর্শন।
এই রাতেই উম্মতে মুহাম্মদীর জন্য শ্রেষ্ঠ ইবাদত নামাজ ফরজ করা হয়—যা আমাদের জন্য আল্লাহর এক অমূল্য উপহার। শবে মেরাজ আমাদের শেখায় ধৈর্য, ত্যাগ, বিশ্বাস ও আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে।
এই পবিত্র রাত আমাদের জীবনে পরিবর্তন আনার এক সুন্দর সুযোগ। আসুন, আমরা বেশি বেশি নামাজ পড়ি, কুরআন তিলাওয়াত করি, দরুদ পাঠ করি এবং নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাই। আল্লাহ তায়ালা যেন আমাদের সবাইকে সঠিক পথে চলার তাওফিক দান করেন।
শবে মেরাজ হোক আমাদের জীবনে নূর, হিদায়াত ও রহমতের বার্তা।
আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন—আমিন 🤲✨

6 days ago | [YT] | 14

দিনের আলো ♡︎

প্রশ্ন: কোন ফেরেশতা বৃষ্টি ও রিজিকের দায়িত্বে আছেন?

1 week ago | [YT] | 30

দিনের আলো ♡︎

সাদাকা এমন একটি ইবাদত

যেটা আল্লাহ অল্প থেকেও কবুল করেন।
তোমার কাছে যেটুকু আছে,
সেটুকুই যদি আল্লাহর জন্য দাও—
তাতেই আল্লাহ খুশি হন।
আমরা অনেক সময় ভাবি,
এটা দিলে আমার কমে যাবে।
কিন্তু সত্য হলো-

সাদাকা কখনো কমায় না,
বরং আল্লাহ অদৃশ্যভাবে রিজিক বাড়িয়ে দেন।
হয়তো তুমি জানো না,
তোমার দেওয়া সামান্য সাদাকাই
কারো চোখের পানি মুছে দেয়,
কারো ক্ষুধা নিবারণ করে,
আর তোমার জন্য আখিরাতে নূরের কারণ হয়ে দাঁড়ায়।
তাই সুযোগ পেলেই দাও—
গোপনে, নিঃস্বার্থভাবে,
শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য।
কারণ সাদাকা বিপদ দূর করে
আর আল্লাহর রহমত আমাদের আরও কাছে টেনে আনে।

ইনশাআল্লাহ 🌙

1 week ago | [YT] | 18

দিনের আলো ♡︎

আসসালামু আলাইকুম প্রিয় আপুরা 🌸
তোমরা সবাই কেমন আছো?
আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছো—এই আশাতেই লিখছি।
আপুরা, তোমরা জানো কি?
নীরবে সহ্য করা কষ্টগুলোও আল্লাহ দেখেন,
চুপচাপ করা দোয়াগুলোও তিনি শোনেন।
হয়তো সবাই তোমাদের শক্ত মনে করে,
কিন্তু আল্লাহ জানেন—তোমাদের হৃদয় কতটা নরম 🤍
জীবনের পথে কখনো ক্লান্তি আসবে,
কখনো চোখ ভিজে যাবে—
তবু আল্লাহর ওপর ভরসা রেখো।
কারণ যিনি কষ্ট দেন,
তিনিই তার চেয়েও সুন্দর প্রতিদান দেন
আল্লাহ তাআলা তোমাদের
সব দুঃখ দূর করে দিন,
মনে শান্তি ঢেলে দিন,
হালাল স্বপ্ন পূরণ করে দিন
আর জান্নাতে একসাথে মিলিত হওয়ার তাওফিক দান করুন।
আমিন 🤲🤍



‪@Samimasultana-o7h‬​​ ‪@SkSunshine1‬​​ ‪@RehenaKhatun-mk8th‬​​ ‪@MimissNuur_100K‬​​ ‪@ZainabSulaiman-1995‬​​ ‪@saydurMiha-k4z‬​​ ‪@Jannat-3455‬​​ ‪@parkJannat-g2i‬​​ ‪@Mcreations_06‬​​ ‪@DeeneStatus9040‬​​ ‪@DinerDishari09‬​​ ‪@me.sara_786‬​​ ‪@jannatul_Islam_100K‬​​ ‪@afrin-ariya-100k‬​​ ‪@butterfly-p4o‬​​ ‪@Hafiza-Of-Quran14k‬
‪@Islamic_dairy_100k‬‪@islamic_world_500k‬
‪@Islamic_Vibezz.07‬‪@LiverpoolAnfield-v4d‬‪@MousumiKhatun05n47‬ ‪@Hijabi_Shehzadi‬ ‪@moriom..Islam...100k‬ ‪@Creative-sumu‬ ‪@Jannat-d2‬ ‪@arifakhatun-b1n‬ ‪@MdSahjahan40-e1l‬ ‪@MdSahjahan40-e1l‬ ‪@islamic_life-14‬ ‪@Tarannum-d4z‬ ‪@deeni_vibez21‬ ‪@Maimuna-j9r‬

2 weeks ago (edited) | [YT] | 21

দিনের আলো ♡︎

🌙 আসসালামু আলাইকুম প্রিয় ভাই-বোনেরা 🌙
✨ ২০২৬ সাল এসেছে, নতুন দোয়া, নতুন আশা এবং নতুন সুযোগ নিয়ে।
এই বছরে আসুন আমরা আল্লাহর নিকট আমাদের জীবনকে সঠিক পথে পরিচালনার জন্য দোয়া করি। আমাদের নেক আমল বৃদ্ধি হোক, কষ্ট ও দুঃখ দূর হোক, এবং আল্লাহর রহমত আমাদের উপর বর্ষিত হোক।
📖 রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
"যে ব্যক্তি নতুন বছর আল্লাহর দিকে মনোনিবেশ করে, আল্লাহ তাকে তার জীবনকে শান্তি ও বরকতপূর্ণ করবেন।"
২০২৬ সাল হোক আমাদের জন্য:
ইবাদত ও নেক কাজের বছর
প্রিয়জনদের সঙ্গে ভালোবাসা ও শান্তির বছর
দুনিয়ার চিন্তা কমিয়ে আখিরাতের জন্য চেষ্টা করার বছর
আল্লাহর রহমত ও কৃপার বর্ষণের বছর
🕊 আসুন আমরা নতুন বছর শুরু করি আল্লাহর স্মরণে, দোয়া ও নেক কাজের মাধ্যমে।
আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন এবং আমাদের জীবনকে সুখ, শান্তি ও বরকতপূর্ণ করুন।

3 weeks ago | [YT] | 23

দিনের আলো ♡︎

প্রশ্ন: কুরআনের কোন সূরায় বিসমিল্লাহ নেই?

3 weeks ago | [YT] | 23

দিনের আলো ♡︎

প্রশ্ন: কিয়ামতের দিন কোন আমলটি সবচেয়ে ভারী হবে মীযানে (তুলনায়)?

3 weeks ago | [YT] | 22