বন্ধুমহলের ট্যুর, দশ দিন আগে টিকেট...প্রথম থেকেই আলাদা একটা আমেজ! তবে টিকেট কাটার সময় আট-দশজন থেকেও আজ সাথে আছে অর্ধেক!
যাই হোক, এসব পুরানো ঘটনা। নতুন গল্প হলো, ট্রেন আমার রাত ১০টায় কিন্তু আমি ৯টা ৫০ মিনিটেও বাসায় (কোনো এক পারিবারিক ইস্যু), বের হতে হতে আরো দুই থেকে তিন মিনিট, এবার রাস্তা এসেই দেখি বিশাল জ্যাম, বাসে চড়ার চেয়ে হেঁটে যাওয়াই উত্তম। ধরলাম খিলগাঁও দিয়ে তালতলা হয়ে রেলগেটের পথ! এদিকে বন্ধুরা ফোনের পর ফোন দিয়েই যাচ্ছে...যখন শেষ কথা হয় জানলাম ট্রেন ৪নং প্লাটফর্মে দাঁড়িয়ে আছে (সময় বাজে ১০:১৫)। বললাম, ফোন দিবি লাইট জ্বলবে যখন (কারণ পাওয়ার কারের হিসাব তারা তো বুঝবেন না)। তখনো আমি তালতলা মার্কেট পার করছি...
রাত ১০:২০, খিলগাঁও ফ্লাইওভারের নিচে, রেলগেট ক্রসিং লাইনের মুখে দাঁড়িয়ে! চিন্তা করলাম সঠিক রাস্তা দিয়ে গেলে আজ আর আমার ট্রেন ধরতে হবেনা, বিসমিল্লাহির রাহমানির রাহীম, হাঁটা দিলাম আঁধার ভেদ করে সরাসরি রেললাইন ধরে প্লাটফর্মের দিকে...যা হবার হবে, ট্রেন মিসের রেকর্ড অন্তত ঘাড়ে নেওয়া যাবেনা, বন্ধুদের সামনে আজীবনের সম্মানের ব্যপার! পাতের পর পাত এক লাফে পার করেছি...চেয়ে দেখেছি শুধু সান্টিং লোকোর জ্বলন্ত হেডল্যাম্প আর ট্রেন আমায় ফেলে ঠিক আমার হাঁটা সমান্তরাল দুই লাইন ধরে চলে যাচ্ছে আর আমি দাঁড়িয়ে দেখছি অবাক অপু-দূর্গার মতোন।
কিন্তু না, খোদা তায়ালার অশেষ রহমতে লাইন ধরে, একপাশে গুটিকয়েক ছিনকারী রেখেই লোকোর কাছে এসে পৌঁছাই। তখন লোকো মাস্টার চেঞ্জ হচ্ছিলো, আমি আসতেই লাইট জ্বলে সামনের আঁধার ভেদ করে সোডিয়ামের আলো ছেয়ে গেল...আমিও সবাইকে অবাক করে দিয়ে হাজির হলাম ১০:২৫ মিনিটে ৪নং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা, চায়ের দেশে ছুটে চলা শ্রীমঙ্গল হয়ে সিলেটগামী 𝗜𝗻𝘁𝗲𝗿-𝗖𝗶𝘁𝘆 𝗨𝗣𝗔𝗕𝗔𝗡 𝗘𝘅𝗽𝗿𝗲𝘀𝘀 [𝟳𝟯𝟵] এর অন্দরমহলে।
আমাদের সিটঃ ঝ বগির টেবিল (সবগুলো) প্রতি সিটের ভাড়াঃ ২৭৫+সার্ভিস চার্জ (২০৳)
একটি সুস্থ, সুন্দর এবং সুনিপুণ চা-বাগান, জলপ্রপাত এবং রিফ্রেশিং আবহাওয়ার খোঁজে রাত ১০:৩০ মিনিটে (৩০মি. লেটে) আন্তঃনগর উপবন এক্সপ্রেসে করে ছুটে চলছি ইন-শা-আল্লাহ্, মৌলভীবাজার জেলার অন্যতম নয়ানাভিরাম উপজেলা, শ্রীমঙ্গলের উদ্দেশ্য....
আজ অন-বোর্ড আছি, যেকোনো প্রয়োজনে এই ট্রেন সংক্রান্ত তথ্য/কোথায় অবস্থান করছে জানাতে পারবো ইন-শা-আল্লাহ্। তবে ট্রেনে নন-এসি ভ্রমণে অবশ্যই জানালার পাশে বসলে ফোন-ট্যাব-ইলেকট্রনিক ডিভাইস সাবধানে রাখবেন। আমার বগিতেই কমলাপুর থেকে একটু ছেড়ে এসেই একজনের ফোন নাই হয়ে গেল। আজ এ্যানাউন্স ও করতে দেখলাম এই সম্পর্কে ট্রেনের মাইকে তবে ততক্ষণে যা হবার ক্ষতি কারো কারো হয়ে গেছে।
বেনাপোল গামী রূপসী বাংলা এক্সপ্রেসের শত-শত যাত্রী ভোগান্তিতে বর্তমান ট্রেনটি শিবচর স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে আছে ভাঙ্গা থেকে অবরোধ তুলে নিলেই শিবচর থেকে ছেড়ে আসবে।
✴️মধুমতি ২ ঘন্টা ধরে রাজবাড়ী বসা ✴️নকশীকাঁথা ৫ ঘন্টা ধরে ভাঙ্গা আউটারে বসা ✴️সুন্দরবন ৪ ঘন্টা ধরে ভাঙ্গা জংশনে বসা ✴️রুপসী বাংলা ১ ঘন্টা ধরে শিবচর বসা
Tanvir Murad
নতুন কিছু নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হচ্ছি.❤️
I will be presenting something new to you very soon.❤️
1 month ago | [YT] | 20
View 4 replies
Tanvir Murad
𝐄𝐯𝐞𝐫𝐲𝐝𝐚𝐲, 𝐀 𝐒𝐭𝐨𝐫𝐲... 𝐌𝐢𝐥𝐥𝐢𝐨𝐧𝐬 𝐨𝐟 𝐒𝐭𝐨𝐫𝐢𝐞𝐬...
বন্ধুমহলের ট্যুর, দশ দিন আগে টিকেট...প্রথম থেকেই আলাদা একটা আমেজ! তবে টিকেট কাটার সময় আট-দশজন থেকেও আজ সাথে আছে অর্ধেক!
যাই হোক, এসব পুরানো ঘটনা। নতুন গল্প হলো, ট্রেন আমার রাত ১০টায় কিন্তু আমি ৯টা ৫০ মিনিটেও বাসায় (কোনো এক পারিবারিক ইস্যু), বের হতে হতে আরো দুই থেকে তিন মিনিট, এবার রাস্তা এসেই দেখি বিশাল জ্যাম, বাসে চড়ার চেয়ে হেঁটে যাওয়াই উত্তম। ধরলাম খিলগাঁও দিয়ে তালতলা হয়ে রেলগেটের পথ! এদিকে বন্ধুরা ফোনের পর ফোন দিয়েই যাচ্ছে...যখন শেষ কথা হয় জানলাম ট্রেন ৪নং প্লাটফর্মে দাঁড়িয়ে আছে (সময় বাজে ১০:১৫)। বললাম, ফোন দিবি লাইট জ্বলবে যখন (কারণ পাওয়ার কারের হিসাব তারা তো বুঝবেন না)। তখনো আমি তালতলা মার্কেট পার করছি...
রাত ১০:২০, খিলগাঁও ফ্লাইওভারের নিচে, রেলগেট ক্রসিং লাইনের মুখে দাঁড়িয়ে! চিন্তা করলাম সঠিক রাস্তা দিয়ে গেলে আজ আর আমার ট্রেন ধরতে হবেনা, বিসমিল্লাহির রাহমানির রাহীম, হাঁটা দিলাম আঁধার ভেদ করে সরাসরি রেললাইন ধরে প্লাটফর্মের দিকে...যা হবার হবে, ট্রেন মিসের রেকর্ড অন্তত ঘাড়ে নেওয়া যাবেনা, বন্ধুদের সামনে আজীবনের সম্মানের ব্যপার! পাতের পর পাত এক লাফে পার করেছি...চেয়ে দেখেছি শুধু সান্টিং লোকোর জ্বলন্ত হেডল্যাম্প আর ট্রেন আমায় ফেলে ঠিক আমার হাঁটা সমান্তরাল দুই লাইন ধরে চলে যাচ্ছে আর আমি দাঁড়িয়ে দেখছি অবাক অপু-দূর্গার মতোন।
কিন্তু না, খোদা তায়ালার অশেষ রহমতে লাইন ধরে, একপাশে গুটিকয়েক ছিনকারী রেখেই লোকোর কাছে এসে পৌঁছাই। তখন লোকো মাস্টার চেঞ্জ হচ্ছিলো, আমি আসতেই লাইট জ্বলে সামনের আঁধার ভেদ করে সোডিয়ামের আলো ছেয়ে গেল...আমিও সবাইকে অবাক করে দিয়ে হাজির হলাম ১০:২৫ মিনিটে ৪নং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা, চায়ের দেশে ছুটে চলা শ্রীমঙ্গল হয়ে সিলেটগামী 𝗜𝗻𝘁𝗲𝗿-𝗖𝗶𝘁𝘆 𝗨𝗣𝗔𝗕𝗔𝗡 𝗘𝘅𝗽𝗿𝗲𝘀𝘀 [𝟳𝟯𝟵]
এর অন্দরমহলে।
আমাদের সিটঃ ঝ বগির টেবিল (সবগুলো)
প্রতি সিটের ভাড়াঃ ২৭৫+সার্ভিস চার্জ (২০৳)
একটি সুস্থ, সুন্দর এবং সুনিপুণ চা-বাগান, জলপ্রপাত এবং রিফ্রেশিং আবহাওয়ার খোঁজে রাত ১০:৩০ মিনিটে (৩০মি. লেটে) আন্তঃনগর উপবন এক্সপ্রেসে করে ছুটে চলছি ইন-শা-আল্লাহ্, মৌলভীবাজার জেলার অন্যতম নয়ানাভিরাম উপজেলা, শ্রীমঙ্গলের উদ্দেশ্য....
আজ অন-বোর্ড আছি, যেকোনো প্রয়োজনে এই ট্রেন সংক্রান্ত তথ্য/কোথায় অবস্থান করছে জানাতে পারবো ইন-শা-আল্লাহ্। তবে ট্রেনে নন-এসি ভ্রমণে অবশ্যই জানালার পাশে বসলে ফোন-ট্যাব-ইলেকট্রনিক ডিভাইস সাবধানে রাখবেন। আমার বগিতেই কমলাপুর থেকে একটু ছেড়ে এসেই একজনের ফোন নাই হয়ে গেল। আজ এ্যানাউন্স ও করতে দেখলাম এই সম্পর্কে ট্রেনের মাইকে তবে ততক্ষণে যা হবার ক্ষতি কারো কারো হয়ে গেছে।
© Raiyat Islam
2 months ago | [YT] | 21
View 1 reply
Tanvir Murad
সকাল ১১ টার আপডেট নিয়ে হাজির হলাম ☎
ঢাকা অভিমূখি আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস রাজবাড়ী রেলওয়ে স্টেশন ছেড়ে গেল। পরবর্তী যাএা বিরতি পাঁচুরিয়া জংশন।
সময়:- ১১:১১
খুলনা অভিমূখি আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস রাজবাড়ী রেলওয়ে স্টেশন ছেড়ে গেল। পরবর্তী যাএা বিরতি পাংশা।
সময়:- ১১:০৬
রাজশাহী অভিমূখি আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস পোড়াদহ জংশন অবস্থান করছে। রেক রিভার্স শেষে ছেড়ে যাবে।
সময়:- ১১:১০
রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকা গামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস মুলাডুলি দাড়িয়ে আছে।
বিলম্ব: ২ ঘন্টা ১৭ মিনিট
পরবর্তী স্টপেজ : চাটমোহর।
চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা গামী আন্তঃনগর বনলতা এক্সপ্রেস গফুরাবাদ অতিক্রম করলো।
বিলম্ব: ২ ঘন্টা ৫৬ মিনিট
পরবর্তী স্টপেজ : ঢাকা বিমানবন্দর ।।
ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস শরৎনগর দাড়িয়ে আছে।।
পরবর্তী স্টপেজ: বড়ালব্রীজ
বিলম্ব: ১ ঘন্টা ৩৯ মিনিট
সময় : সকাল ১১ টা বেজে ০৫ মিনিট।
ভাঙ্গুড়ায় পঞ্চগড় এক্সপ্রেসের উদ্ধার কাজ শেষ, ট্রেন চলাচল স্বাভাবিক।
3 months ago | [YT] | 34
View 3 replies
Tanvir Murad
রাত ১২ঃ৩০ মিনিটে রূপসী বাংলা এক্সপ্রেস এসে পৌঁছালো এবং জাহানাবাদের যাত্রীরা প্রস্তুত হচ্ছে তাদের গন্তব্য খুলনার উদ্দেশ্যে রওনা হওয়ার.
3 months ago | [YT] | 23
View 2 replies
Tanvir Murad
বেনাপোল গামী রূপসী বাংলা এক্সপ্রেসের শত-শত যাত্রী ভোগান্তিতে
বর্তমান ট্রেনটি শিবচর স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে আছে
ভাঙ্গা থেকে অবরোধ তুলে নিলেই শিবচর থেকে ছেড়ে আসবে।
3 months ago (edited) | [YT] | 12
View 3 replies
Tanvir Murad
বেনাপোল অভিমুখী রুপসী বাংলা এক্সপ্রেস কে শিবচর থেকে ভাঙ্গা জংশন আনা হয়েছে
খুলনাগামী সুন্দরবন ও ভাঙ্গা জংশন দাঁড়িয়ে আছে
সময়: ০১:৫০ মিনিট
3 months ago | [YT] | 17
View 0 replies
Tanvir Murad
পদ্মা সেতু দিয়ে চলাচলকারী ট্রেনের আপডেট
✴️মধুমতি ২ ঘন্টা ধরে রাজবাড়ী বসা
✴️নকশীকাঁথা ৫ ঘন্টা ধরে ভাঙ্গা আউটারে বসা
✴️সুন্দরবন ৪ ঘন্টা ধরে ভাঙ্গা জংশনে বসা
✴️রুপসী বাংলা ১ ঘন্টা ধরে শিবচর বসা
আপডেট সময়ঃ দুপুর ০১:১৫ মিনিট
3 months ago | [YT] | 26
View 1 reply
Tanvir Murad
অগ্রিম সতর্কবার্তার পরেও কোনো পদক্ষেপ নেয়া হলো না ⛔
নকশিকাঁথা কমিউটার, সুন্দরবন এক্সপ্রেস,রূপসী বাংলা এক্সপ্রেস, রাজবাড়ী মেইল সব ট্রেন আটকে আছে।
সামনে ট্রেনের জটলা থাকায় মধুমতি এক্সপ্রেসও বসে গেছে রাজবাড়ীতে।
3 months ago | [YT] | 10
View 0 replies
Tanvir Murad
অনেকদিন পর ফিরে এলাম আপনাদের মাঝে ❤️
4 months ago | [YT] | 4
View 0 replies
Tanvir Murad
ভোলাগঞ্জ,সাদাপাথর ❌
ভোলাগঞ্জ,সাদাবালি ✅
4 months ago | [YT] | 24
View 6 replies
Load more