Welcome to the "SADHARAN NEWS" YouTube channel, your go-to destination for the latest news and updates from Bangladesh and around the globe. We bring you real-time breaking news, in-depth analysis, and exclusive reports covering a wide range of topics, including politics, economy, culture, sports, and international affairs. Our dedicated team of journalists is committed to delivering accurate, unbiased, and fact-checked information to keep you informed about the most important stories of the day.
At "SADHARAN NEWS" we aim to present news that matters to you, ensuring you are always up-to-date with the current events shaping the world. Whether it’s local news from your community or major global developments. Our channel provides a well-rounded perspective to help you stay connected and aware.
Subscribe to "SADHARAN NEWS" for daily news. Stay tuned and let us be your reliable source of news.
SADHARAN NEWS
উত্তর কোরিয়া আগামী পাঁচ বছর ক্ষেপণাস্ত্র উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাবে বলে জানিয়েছেন দেশটির নেতা কিম জং উন। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
২০২৫ সালের শেষ প্রান্তিকে দেশটির বড় বড় অস্ত্র কারখানা পরিদর্শনের সময় কিম জং উন বলেন, দেশের প্রতিরক্ষা শক্তি বজায় রাখতে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ উৎপাদন খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, কিম জং উন অস্ত্র কারখানাগুলোর আধুনিকায়ন সংক্রান্ত কিছু খসড়া নথি অনুমোদন করেছেন। এসব নথি ২০২৬ সালের শুরুতে অনুষ্ঠিতব্য ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ কংগ্রেসে উপস্থাপন করা হবে। ওই কংগ্রেসে উত্তর কোরিয়ার পরবর্তী পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা চূড়ান্ত করা হবে।
এর একদিন আগে উত্তর কোরিয়া জানায়, কিম জং উন তার মেয়েকে সঙ্গে নিয়ে একটি ৮ হাজার ৭০০ টন ওজনের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেছেন। একই সঙ্গে দেশটি দূরপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের
পরীক্ষাও চালিয়েছে।
বিশ্লেষকদের মতে, এসব পদক্ষেপ উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: রয়টার্স
1 month ago | [YT] | 0
View 0 replies
SADHARAN NEWS
ঢাকা–চাঁদপুর-বরিশাল–ভোলা নৌরুটে ঘন কুয়াশার কারণে মেঘনায় কয়েকটি লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, দুর্ঘটনায় চারজন মারা গেছেন। এদের মধ্যে একজন ভোলার বাসিন্দা। জানা গেছে, দুর্ঘটনায় লঞ্চেই একজন মারা যান। অন্য আহতদের নিয়ে লঞ্চটি ঢাকা যাওয়ার পথে বাকি তিনজন মারা যান।
এর আগে, বৃহস্পতিবার দিনগত গভীর রাতে চাঁদপুরের হরিণা এলাকায় ঢাকাগামী জাকির সম্রাট-৩ লঞ্চের সঙ্গে ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
রাত ১টা থেকে ২টার মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের মরদেহ নিয়ে দুর্ঘটনার পর লঞ্চটি ঢাকার সদরঘাটে চলে গেছে।
এদিকে, ঢাকা–বরিশাল রুটে চলাচলকারী লঞ্চ এম খান–৭ ও চাঁদপুর থেকে ঢাকাগামী ঈগল–৪ লঞ্চের মধ্যেও সংঘর্ষ হয়েছে। আমিরাবাদ এলাকায় এ সংঘর্ষে এম খান–৭ লঞ্চটি মাঝখান থেকে ভেঙে যায়। তবে ঈগল–৪ লঞ্চের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার সকাল ১০টার দিকে বরিশাল নৌবন্দরে সরেজমিনে দেখা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা এম খান–৭ লঞ্চটি মাঝখান থেকে ভেঙে যাওয়ার পর সেখানে লঞ্চ কর্তৃপক্ষ নিরাপত্তামূলক ব্যবস্থা নিচ্ছেন।
এদিকে দেশের নদী অববাহিকা আজ শুক্রবার দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকতে পারে, ফলে দৃষ্টিসীমা কমে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী দু-তিন ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ২০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌ-যানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না।
এদিকে, আজ শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় ঠান্ডার অনুভূতি বৃদ্ধি পেতে পারে।
1 month ago | [YT] | 0
View 0 replies