Travel with saha

Welcome to Travel with Saha – your ultimate companion for breathtaking travel experiences!

Join me, Saha, as I explore hidden gems, cultural wonders, and iconic destinations across India and beyond. Whether it's serene mountains, vibrant cities, offbeat places, or local street food, this channel brings you real and raw travel stories, helpful tips, and unforgettable memories.


🎒 What to Expect

✨ Travel vlogs & detailed itineraries
💰 Budget travel hacks (কম খরচে বেশি ঘোরা!)
🍜 Local food & culture exploration
🌲 Nature, wildlife & thrilling adventures
🧭 Honest reviews, tips & travel guides.


🎥 Let’s discover the world together – one destination at a time!

📍 New videos every week – Subscribe now and be part of the adventure!

----------------------------------------------------------------------------------

🙏🏻 স্বাগতম Travel with Saha-তে — যেখানে প্রতিটি ভ্রমণ মুহূর্তে ভরে ওঠে রঙ, রোমাঞ্চ আর অজানার আনন্দে।



📧 Promotions / Collaboration: akshay.saha94@gmail.com



Travel with saha

গল্প-শেষবারের চেষ্টা✨
🌿হর হর মহাদেব🌿

একটি ছোট্ট গ্রামে রুদ্র নামে এক গরিব কিশোর থাকত। জন্ম থেকে তার পরিবার খুব কষ্টে দিন কাটাত। রুদ্রের বাবা বলতেন—

“জীবনে সফল হতে হলে দু’টি জিনিস দরকার—সাহস আর সত্যি করে চেষ্টা।”

কিন্তু রুদ্রের একটা সমস্যা ছিল—সে খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দিত।
যেকোনো কাজ করতেই শুরু করত, আর ব্যর্থ হলেই বলত—
“দাদা, আমার দ্বারা হবে না।”

একদিন গ্রামের পাশের পাহাড়ে একটা বড়ো প্রতিযোগিতা হলো—
পাহাড়ের চূড়ায় উঠতে পারলে বড় পুরস্কার।
গ্রামের সবাই চেষ্টা করতে গেল, রুদ্রও গেল।

যাত্রা শুরু হতেই অনেকে নেমে গেল। কেউ ক্লান্ত, কেউ পা ব্যথা, কেউ ভয়ে ফিরে গেল।
রুদ্রও অল্প দূর যেতেই হাঁপিয়ে উঠল। সে বসে পড়ল এবং ভাবল—

“না, আমি পারব না… আমি তো কখনো কিছু পারি না।”

ঠিক তখনই পাশে বসা এক বৃদ্ধ তাকে বললেন—

“বাবা, তুমি আগে কতবার ব্যর্থ হয়েছ সেটা না দেখে, একবার ভাবো—তুমি শেষবারের মতো চেষ্টা করেছ তো?”

রুদ্র চুপ করে গেল।
সে বুঝল—সে আসলে কখনো শেষবারের মতো, সত্যি করে, মন থেকে চেষ্টা করেছে?
না।

রুদ্র উঠে দাঁড়াল। ধীরে ধীরে আবার চড়া শুরু করল।
পা ব্যথা হচ্ছিল, ঘাম ঝরছিল, কিন্তু সে থামল না।
অনেক কষ্টে, থেমে-থেমে, বারবার পড়ে—অবশেষে সে শিখরে পৌঁছে গেল।

যখন তাকে পুরস্কার দেওয়া হলো, সে মানুষের সামনে দাঁড়িয়ে শুধু একটাই কথা বলল—

“মানুষ ব্যর্থ হয়, কারণ সে চেষ্টা করে না…
আর চেষ্টা করলেও, সে শেষবারের মতো চেষ্টা করে না।”

সেদিনের পর রুদ্র শুধু গ্রামে নয়, জীবনে সব কাজেই জিততে শুরু করল—
কারণ তার কাছে এখন একটা মন্ত্র ছিল—

“শেষবারের চেষ্টা—সবচেয়ে শক্তিশালী চেষ্টা।”

---

🌼 এই গল্প থেকে শেখার মতো ৩টি জিনিস

1. মানুষ ব্যর্থ হয় হাল ছেড়ে দেওয়ার জন্য, অক্ষমতার জন্য নয়।


2. একবারের চেষ্টা কিছুই বদলায় না—বারবার চেষ্টা করলেই সাফল্য আসে।


3. নিজেকে বিশ্বাস করা সবচেয়ে বড় শক্তি।

1 month ago | [YT] | 147

Travel with saha

Who won the 2018 FIFA World Cup?
২০১৮ বিশ্বকাপ কে জিতেছিল?

1 month ago | [YT] | 3

Travel with saha

বিশ্বের সেরা ফুটবলার কে?
Who is the best footballer in the world?

1 month ago | [YT] | 3

Travel with saha

জাতীয় সংগীত কে লিখেছেন? 🇮🇳
Who wrote the National Anthem?

1 month ago | [YT] | 0

Travel with saha

বিশ্বের দ্রুততম প্রাণী কোনটি?
Which is the fastest animal on land?

1 month ago | [YT] | 1

Travel with saha

মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি?
What is the largest organ of the human body?

1 month ago | [YT] | 3

Travel with saha

Biggest animal?
সবচেয়ে বড় প্রাণী?

1 month ago | [YT] | 1

Travel with saha

Fastest train in India?
ভারতের দ্রুততম ট্রেন?

1 month ago | [YT] | 1

Travel with saha

Father of Computer?
কম্পিউটারের জনক কে?

1 month ago | [YT] | 1

Travel with saha

মোনালিসার চিত্রশিল্পী?
Mona Lisa artist?

1 month ago | [YT] | 1