Student Opportunities BD

Student Opportunities BD is one of the best opportunity sharing platform for Bangladeshi Students. Opportunities on Higher Study, Scholarship, Internship, Job Opportunities are sharing on this YouTube channel. All of the government scholarship for international students are sharing on student opportunities BD (@sobd).

Relevant Keyword:
#sobd
#studentopportunitiesbd
#higherstudy
#scholarship
#fullfund
#higherstudyinuse
#usa
#uk
#england
#europe
#benefits
#job
#bangla
#inbangla
#internship
#university


Student Opportunities BD

Check the first comment for resources!

16 hours ago | [YT] | 4

Student Opportunities BD

Check the first comment for resources!

1 day ago | [YT] | 2

Student Opportunities BD

আমাদের কোর্স নিয়ে আপনাদের সব প্রশ্নের উত্তর
Check the first comment ⬇️

2 months ago | [YT] | 2

Student Opportunities BD

১৮ই নভেম্বরের মধ্যে ভর্তি হলে ৫১০ টাকা ছাড় পাবেন। ভর্তি হতে পারবেন মাত্র ২৫৪০ টাকায়। ১৯ তারিখ থেকে আমাদের পেইড মার্কেটিং শুরু হবে তখন আমাদের কোর্স প্রাইস থাকবে ৩০৫০ টাকা!


Details:
আপনার IELTS প্রিপারেশনের শুরুতে আপনাকে শিখতে হবে Grammar and Vocabulary.




এজন্য আমরা আপনাকে দিব আমাদের Udemy কোর্স IELTS Grammar and Vocabulary. ৩৫ এরও বেশি লেসন নিয়ে ৩ ঘন্টার এই কোর্সে আপনারা পাবেন শুধুমাত্র IELTS এরজন্য গুরুত্বপূর্ণ সব গ্রামার লেসন এবং Band 7+ সকল Vocabulary. এই লেসনগুলো আপনি যত ভালো করে শিখতে ও বুঝতে পারবেন, আপনার IELTS জার্নি আরও সহজ হয়ে যাবে।



মূল IELTS জার্নির জন্য আমরা শুরু করব রাইটিং দিয়ে। প্রথমে আমরা Band Description, Question প্যাটার্ন বুঝব। এরপর রাইটিং এর জন্য প্রয়োজনীয় গ্রামার ও ভোকাবুলারি গুলো আরেকবার সংক্ষেপে রিক্যাপ করব। রাইটিং এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা Task 1 এবং Task 2 এর প্রত্যেকটা কোশ্চেন প্যাটার্ন কিভাবে লিখবেন তার স্ট্রাকচার, টিপস ও প্রাকটিসের মাধ্যমে আপনাদের প্রস্তুত করব।



এরপর আমরা শুরু করব স্পিকিং পার্ট। প্রথমে Band Description ও কোশ্চেন প্যাটার্ন বোঝানোর পর জরুর কিছু গ্রামার ও ভোকাবুলারি আমরা সংক্ষেপে আলোচনা করব। স্পিকিং পার্ট ওয়ানে আমরা আপনাকে Answer এর জন্য স্ট্রাকচার এবং কনটেক্সট অনুযায়ী স্যাম্পল এনসার দিব যেগুলো আপনাদের মোটামুটি সব বিষয়ে উত্তর দিতে হেল্প করবে। পার্ট ২ এর কিউ কার্ডের জন্য আমাদের স্পেশাল মেথড শেয়ার করব যার মাধ্যমে আপনি সহজে উত্তর সাজিয়ে বলতে পারবেন। পার্ট ৩ তে নির্দিষ্ট এপ্রোচ দিব এবং সাজিয়ে উত্তর বলানোর জন্য টিপস থাকবে। সকল পার্টের জন্য প্রাকটিসের সুযোগ তো থাকবেই।



স্পিকিং শেষ হলে আমরা শুরু করব রিডিং। কোশ্চেন প্যাটার্ন বোঝানোর পর রিডিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল স্কিমিং ও স্ক্যানিং করা শেখাব। এরপর রিডিং এর প্রতিটা কোশ্চেন টাইপ এর সহজে ও দ্রুত সময়ে এনসার করার মেথড এবং রিয়েল কোশ্চেনের এনসারের মাধ্যমে আপনাদের সব ধরনের প্রবলেম ও ট্র্যাপ সলভ করানো শেখানো হবে।



লিসেনিং এর জন্য, আগে আপনাদের সব ধরনের কোশ্চেনের মাধ্যমে পরিচিত করানোর পর IELTS এর রিয়েল কনভারসেশন এবং English ড্রামা ও পডকাস্টের মাধ্যমে আপনাদেরকে প্রাকটিস করিয়ে বিভিন্ন একসেন্ট ও জটিল শব্দ ও ট্র্যাপের সাথে পরিচিত করাব। এরপর প্রত্যেকটা কোশ্চেন টাইপ ধরে ধরে এনসার করার টিপস সহ সব ধরনের প্রবলেম সলভ করব।



আমরা আপনাদের এনাবলিং এপ্রোচে ট্রেনিং করাব যেটা বাংলাদেশে আমরাই প্রথম। আপনাকে নিজের প্রগ্রেস ট্র্যাক করা, এরর গুলো বুঝতে পারা, নিজের লার্নিং শেয়ার করা, নিয়মিত প্রাকটিস করানো এবং রেগুলার এসাইনমেন্ট ও মক টেস্টের মাধ্যমে নিজেকে যাচাই করানো হবে। প্রতিটা ক্লাসের রেকর্ডিং ক্লাস শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

For Admission: 01305302777 (Whatsapp only)

2 months ago | [YT] | 3

Student Opportunities BD

যারা আমাদের আইইএলটিএস চ্যানেল ‪@SOBDIELTS‬ সাবস্ক্রাইব করেছিলেন গত পোস্ট দেওয়ার পর, তারা কাইন্ডলি হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। আপনাদেরকেই সবার আগে এই কোর্সটি গিফট দিব ইনশাআল্লাহ।

হোয়াটসঅ্যাপ: 01305302777

2 months ago | [YT] | 8

Student Opportunities BD

যারা এখনো দেখেন নি দেখে ফেলুন। আশা করছি আপনার IELTS Writing Task 1 এর গ্রাফ রিলেটেড কোন সমস্যা থাকবে না।

3 months ago | [YT] | 0

Student Opportunities BD

খুবই গুরুত্বপূর্ণ IELTS Writing Task 1 এর ভিডিও আসছে আজকে রাত ০৯:০০ টায় ইনশাআল্লাহ আমাদের SOBD IELTS চ্যানেলে। Writing Task 1 এর ইনশাআল্লাহ আপনারা এই ভিডিও ফলো করলেই ভালো ব্যান্ড করতে পারবেন।

যারা এখনো আমাদের SOBD IELTS চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রথম কমেন্টের লিংক থেকে সাবস্ক্রাইব করে নিন।

3 months ago | [YT] | 8

Student Opportunities BD

Offer Closed ❌

একটা ঘোষণা দিতে চাই।
২ ঘন্টা আগে আমার পোস্টে আমাদের নতুন চ্যানেল SOBD IELTS এ সাবস্ক্রাইব করার জন্য বলেছিলাম। খুবই অল্প কয়েকজন এখান থেকে গিয়ে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

আর এই অল্প কয়েকজনকে আমি নিজ থেকে একটা উপহার দিব। আমাদের IELTS Grammar and Vocabulary কোর্সটি তাদেরকে বিনামূল্যে দিব ইনশাআল্লাহ। কোর্সটা এমনভাবে সাজানো হবে তাদের জন্য যারা নিজ থেকে প্রিপারেশন নিতে চায়।

যারা সাবস্ক্রাইব করেছেন ও নেক্সট ৪৮ ঘন্টার মধ্যে করবেন, তারা দয়া করে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। পরবর্তী পোস্টে আপনাদেরকে যোগাযোগ করতে বলা হবে ইনশাআল্লাহ।

3 months ago (edited) | [YT] | 6

Student Opportunities BD

এবার IELTS প্রিপারেশন নিতে পারবেন আমাদের সাথে। SOBD IELTS এর যাত্রা শুরু হলো আল্লাহর নামে। ইনশাআল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করব।

প্রথম কমেন্টে চ্যানেলের লিংক দেওয়া আছে।

3 months ago | [YT] | 5

Student Opportunities BD

IELTS পরীক্ষার প্রশ্ন অনেক আগে থেকেই ফাঁস হয় বাংলাদেশে। তবে এখন যথাযথ অনুসন্ধান ও প্রমাণের মাধ্যমে এটা প্রকাশ পেয়েছে।

একটা জিনিস খেয়াল করেছেন রিপোর্টে? মানুষ দুই-তিন লাখ টাকার বিনিময়ে এই প্রশ্নগুলো কিনেছে। আর সেই মানুষগুলো অবশ্যই আমার আপনার মতো নিম্নবিত্ত ও মধ্যবিত্ত না। আমাদের যেখানে স্বপ্ন থাকে সর্বোচ্চ পরিশ্রম করে ভালো রেজাল্ট করে দেশের বাইরে স্কলারশিপ নিয়ে পড়তে যাব, আর ওদের লক্ষ্য থাকে এভাবে IELTS স্কোর করে বাপের টাকার ফান্ডে দেশের বাইরে পড়তে যাব।

তবে, একটা জিনিস মনে রাখবেন "পরিশ্রমীদের আল্লাহ নিরাশ করেন না"। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দেন। Be Honest, Be Humble!

4 months ago | [YT] | 18