Personal blog


Syed Ashik

আব্দুল কাদের তার প্রোফাইলে লিখেছেন:

তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামাতের সাথেই সরাসরি জোট বাঁধতেছে। সারাদেশে মানুষের, নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটিকয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে। আর এরিমধ্য দিয়ে কার্যত এনসিপি জামাতের গর্ভে বিলীন হয়ে যাবে।

১) জামাতের থেকে এনসিপি চেয়েছিল ৫০ আসন, ধর কষাকষির সর্বশেষ পর্যায়ে সেটা ৩০ আসনে গিয়ে চূড়ান্ত হয়েছে।

২) জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি ২৭০ আসনে কোনো প্রার্থী দিতে পারবে না, সেগুলাতে জামাতকে সহযোগিতা করবে এনসিপি।

৩) জামাতের পক্ষ থেকে জোটসঙ্গী হিসেবে আসন প্রতি এনসিপি'কে নির্বাচনী খরচ দেওয়া হবে দেড় কোটি টাকা

৪) সমঝোতার ৩০ আসনে কারা কারা চূড়ান্ত হবেন সেই দায়িত্ব জামাতের পক্ষ থেকে এনসিপির একজনকে ঠিক করে দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন জামাতের অন্যতম আস্থাভাজন, নাসির উদ্দিন পাটোয়ারী আর জামাতের দিক থেকে থাকবেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই দুইজন মিলেই এনসিপি'র ৩০ জন প্রার্থী চূড়ান্ত করবেন।

৫) ছোটন গং এর সাথে নাহিদ ইসলামের আরো এক ধাপ আগানো সমঝোতা হয়েছে। ছোটন গং জানিয়েছে, পশ্চিমারা প্রধানমন্ত্রী কিংবা বিরোধী দলীয় নেতা হিসেবে সংসদে জামাতকে চায় না। সেই হিসেবে নির্বাচনে জিতলে নাহিদ ইসলাম হবেন প্রধানমন্ত্রী আর বিরোধী দলে গেলে নাহিদ হবে বিরোধী দলীয় নেতা।

এতো এতো তরুণ নিজের গোছানো ক্যারিয়ার, পরিবার পরিজন বাদ দিয়ে দেশের হাল ধরতে এসেছিল, একটা সম্ভাবনা তৈরি করেছিল, স্বপ্ন দেখেছিল; নাহিদ ইসলাম'রা গতকাল রাতে গিয়ে সেই স্বপ্নকে মাটিচাপা দিয়ে এসেছেন!

2 weeks ago | [YT] | 0

Syed Ashik

আজকে ৫০ লাখ না, ৫০ কোটি নেতা কর্মী আসলেও আমার কাছে কোনও ম্যাটার করে না!

আসল সংখ্যা-
১। যারা খালেদা জিয়ার বাসভবন এর সামনে থেকে বালুর ট্রাক সরাইতে গেছিলো!

২। যারা খালেদা জিয়াকে জেলে নেওয়ার সময় তার গাড়ির পিছে পিছে দৌড়ে জেলগেট পর্যন্ত গেছিলো!

৩। যারা রুহুল কবির রিজভীর সাথে নয়াপল্টনে ১০ -১২ জনের মিছিল করে বিএনপিকে রাজনৈতিকভাবে বাঁচিয়ে রাখছিলো!

এগুলো ছাড়া বাকি সব দুধের মাছি! টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাজ!

2 weeks ago | [YT] | 0

Syed Ashik

পুলিশের যে সদস্য রাফিয়ার দ্বারা নির্যাতিত হইসে সেই সদস্যের মিলাদ পরানো উচিত।

রাফিয়া নামক ছাত্রীসংস্থার মেয়েটি যেভাবে ঝাপটাঝাপটি টানাহ্যাঁচড়া শুরু করেছিল, দিনের আলো ও শত সাংবাদিক না থাকলে পুলিশ ভাইটি আজ ধর্ষি ত হয়ে যেত রাফিয়ার হাতে।

বাইদ্যাওয়ে, পর্দার বিধান কি?

মাথায় হিজাব লাগিয়ে পুরুষের সাথে মাখামাখি, ঝাপটাঝাপটি জায়েজ? সাদা চামড়া প্রতি ফ্যাটিসের কারনে জায়েজ?

অন্য যেকোনো দলের মেয়ে এটুকু করলে তো শা'হ'মা'গী, খা'ন'কি, বে'শ'শা বলে উদ্ধার করে ফেলতো, এখন বলে না কেনো?

বাঙ্গু যোব সমাজের সাদা চামড়ার উপর দাসত্ব গ্রহণের প্রবনতা ব্যপক, চামড়া আর ছাত্রী সংস্থা বলে একটা হ্যারেজার কে সিগমা বেপ্লবী বলে ফ্যানা তুলে ফেলতেসে।

1 month ago | [YT] | 0

Syed Ashik

SDB SNIPER V2

2 months ago | [YT] | 0

Syed Ashik

কক্সবাজারে বায়োলুমেনেসেন্স!!! 🌊💧

পায়ে হেঁটে টেকনাফ থেকে কক্সবাজার পর্যন্ত সমুদ্র সৈকত ধরে পাড়ি দিয়েছি ১০০ কিলোমিটার পথ! ক্যাম্পিং করেছি ৩ টা ভিন্ন ভিন্ন চমৎকার বীচের পাশে। ৪ দিনের বীচ হাইকিং সফরে দেখেছি অদেখা অদ্ভুত সুন্দর এক কক্সবাজারের।

এসবের মাঝে সবচেয়ে বিস্ময়কর ছিলো বিরল জাদুকরী এই বায়োলুমেনেসেন্স! যা হয়তো এক জীবনে একবারই দেখা যায়! এ যেন প্রকৃতির এক নিজস্ব আলোকসজ্জা! চারপাশে রাতের নিস্তব্ধতা, শুধুই ঢেউের শব্দ আর এই রহস্যময় নীল আলো- মনে হচ্ছিল আমরা পৃথিবীর বাইরে অন্য কোথাও চলে এসেছি।

লাস্ট ট্রেকিং টা এতটাই চমৎকার ছিলো❤️❤️

2 months ago | [YT] | 0