আমি তৃনা, অনেক না বলা গল্প কবিতা য় যায় শোনানো,তাই লিখতে লিখতে হঠাৎ বলে ফেলা। (My mother can keep writing her stories and poems but I may or may not occasionally post random stuff from different media I know to contribute anyways possible - Her son)
একটা ঘাসের গল্প(কবিতা পাঠ)
First time trying ibis paint x
Here's a fan art of @Ashe_Leryn
Hope they like it or smth.
1 month ago | [YT] | 0
View 0 replies
একটা ঘাসের গল্প(কবিতা পাঠ)
@WizardAnimations Subscribe to him, he's a chill and cool guy.
11 months ago | [YT] | 1
View 0 replies
একটা ঘাসের গল্প(কবিতা পাঠ)
একটা গান(সুর দিয়ে গাও)
তৃনা ঘোষ
যদি আরবার ফেরো উত্তাপ হয়ে-
আমি সবুজে হারাবো মন,
তুমি সূর্য হবে,
আমার ডানায় করবো আলিঙ্গন।
তুমি ঝরা পাতাদের অন্তিম সুর,
পায়েতে ব্রততী মালিকা-
আবার এসো এ মাটির বুকে,
মেঘ-দুপুরের বালিকা।
আমি অনিকেত হয়ে,
বাঁধবো যে ঘর-
কূল ভাঙা ঐ আঁখিতে,
কবির মতো বাঁধবো তোমায়-
কঙ্কনে বাঁধা রাখি তে।
যদি ছন্দপতন ঘটে জন্মের,
যদি আর না ভিড়াই তরী -
তুমি একলা বসে,হিসেব কষে -
রেখো শেষ পাড়ানি র কড়ি।
শত আলোকবর্ষ পর থেকে যবে-
আবার ঘুরবে চাকা,
যখন সব অঙ্কের কঠিন খাতা,
বিলকুল হবে ফাঁকা -
আমি উত্তাপ নেবো,বৃষ্টি নেবো,
ঘর খানি নেবো চেয়ে-
তুমি এক কানা কড়ি ভিক্ষা দিয়ে,
সব কিছু যাবে পেয়ে।।
1 year ago | [YT] | 0
View 0 replies
একটা ঘাসের গল্প(কবিতা পাঠ)
নন্দীশ্বর
বসো তুমি পৃষ্ঠে মোর,
করালি,ঘোর দম নিয়ে
বাজাবো শিঙা,ত্রিপুরারি।
ছন্নছাড়া গৃহহীন প্রান,
নেশার সুরভে হবে আনচান-
নাচো মন্মথ-নাশন বৈরাগী তাল
মৃত্যু পুত বায়ু দিক করতালি।
কি অপরূপ আনন শোভা,
শব ভস্ম আবরনে-
করোটি মালে -নাগে
বিবাদ অতিশয়,
বসতে গ্ৰীবা আভরনে।
সোম না সেবে আজ
নিজ সোমবারি,
গঞ্জিকা গঞ্জিত ধূসর বরন তারি।
আমি চলি বৃষভ রমনে
লয়ে কালাতি কাল কপালি।
পিছনে নাচে ভূত,
অগ্ৰে অন্ত পানে ফেলছি পা,
সাথে চলে সময় আমার,
আমি বহন করি সেই প্রবাহগতি,
স্তব্ধতা কে মন্ত্র দেয় থামার।
চির নিঃসঙ্গ এ আলোকে
প্রেম হীন একা জাগে প্রান-
আমি পিলসুজ হয়ে,
মহাজ্যোতি মহাভবে-
নন্দী আরতি করি দান।।
2 years ago | [YT] | 0
View 0 replies