ABACUS ORIGINALS

ABACUS is a music channel. Contents are basically based on Love, Emotion, Motivation, Inspiration etc.We make reprise version of songs to connect people heart.
Let's introduce the world with our songs...


ABACUS ORIGINALS

❤️ আমার নতুন চ্যানেল ❤️
যেখানে আমি vlogs ভিডিও শর্টস বা লং এর মাধ্যমে আপলোড দেবো। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য...❤️
আমার vlogs ভিডিও গুলোর সাথে যুক্ত থাকতে Subscribe করুন এই চ্যানেলটি 👇🏻

Link : youtube.com/@chulkuldavlogs?si=5pZ-jfKiW09cFAS9

ABACUS ORIGINALS" এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন | সকলে সুস্থ থাকবেন ,ভাল থাকবেন ❤️

4 months ago (edited) | [YT] | 50

ABACUS ORIGINALS

❤️ শুভ রথযাত্রা উৎসব ❤️
এই দিনটা আমাদের সকলের কাছে একটি স্মরণীয় দিন | যেখানে লুকিয়ে আছে ছোটবেলার আবেগ, দুষ্টুমি আর প্রচুর আনন্দ |মনে পরে রথভ্রমনের পর লোক প্রদনীয় অর্থ সবাই মিলে সংগ্রহ করা হতো | বাড়ি ফিরে সেই সঞ্চিত অর্থ সকলে মিলে হিসাব করা হতো | সেই সংগ্রহ করা অর্থে বাজারসামগ্রী কিনে এনে খিচুড়ী,আলুরদম বানানো হতো | সকলের শৈশবের স্মৃতিকে আঁকড়ে ধরে আজকের দিনটা চিরস্মরণীও করে তুলুন | তাই আজকের দিনটা সকলে আনন্দে কাটাবেন আর ছোটদের উৎসাহিত করবেন এবং তাদের সঙ্গ দেবেন |

ABACUS ORIGINALS" এর পক্ষ থেকে সকলকে জানাই রথযাত্রা উৎসব এর শুভেচ্ছা ও অভিনন্দন | সকলে সুস্থ থাকবেন ,ভাল থাকবেন আর আজকের দিনটা আনন্দে কাটাবেন ❤️

রথযাত্রা বা রথদ্বিতীয়া একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব। ভারতের ওড়িশা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। এছাড়া ইসকনের ব্যাপক প্রচারের জন্য এখন এটি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা ওড়িশার পুরী শহরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা।
রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গে রথযাত্রার সময় যাত্রাপালা মঞ্চস্থের রীতি বেশ জনপ্রিয়। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, তাঁর স্ত্রী মা সারদা দেবী, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-সহ প্রমুখ ব্যক্তিরা রথের বিখ্যাত মেলা পরিদর্শনে আসতেন। শ্রী রামকৃষ্ণ বলতেন যাত্রাপালায় লোকশিক্ষা হয়।

কথিত আছে, একবার বোন সুভদ্রার শহর দেখার ইচ্ছে হয়েছিল। সেসময় বলরাম, জগন্নাথ দেব তাকে রথে চড়ে শহর ভ্রমন করতে নিয়ে যান। ভগবান জগন্নাথ বিষ্ণুরই একটি রূপ বলে মনে করা হয়। বৈষ্ণব ধর্মের অনুসারে, জগন্নাথের আক্ষরিক অর্থ হল বিশ্বের অর্থাৎ মহাবিশ্বের প্রভু, মহাপ্রভু তিনি। তারপর গণ্ডিচা মন্দিরে (মাসির বাড়ি নামেই পরিচিত) পৌঁছেছিলেন এবং সাত দিন সেখানে ছিলেন। সেই সময় তিনি সেই সময় থেকেই নাকি রথযাত্রার বিশেষ প্রচলন হয়ে আসছে। জগন্নাথ মন্দিরে পবিত্র চার ধামের মধ্যে অন্যতম একটি তীর্থস্থান। হিন্দুধর্মে চারধামের যাত্রা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তারপর থেকেই রথযাত্রা বের হয়।

ভগবান জগন্নাথ তার মাসির গিয়ে পোড়া পিঠে খান ও গণ্ডিচা মন্দিরে সাতদিন থাকেন। তারপর উল্টো রথের দিন আবারও তারা মন্দিরে চলে আসেন। এই ফিরতি যাত্রাকেই বলা হয় উল্টো রথ। পুরীধামের ১২টি প্রধান উৎসবের মধ্যে একটি এই রথযাত্রা। এই দিনের জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন ভক্তরা...#subhorathayatrautsav2025#rathayatrautsav#jagannathpuja2025

4 months ago (edited) | [YT] | 239

ABACUS ORIGINALS

❤️ শুভ জন্মদিন "BIPUL MONDAL" ❤️
সকলে আশীর্বাদ করবেন, যাতে তার এই জন্মদিন অত্যন্ত আনন্দের ও শুভময় হয়ে ওঠে ❤️
"ABACUS ORIGINALS" এর পক্ষ থেকে জানাই আন্তরিক ভালোবাসা,শুভেচ্ছা ও অভিনন্দন❤️

5 months ago (edited) | [YT] | 85

ABACUS ORIGINALS

❤️ শুভ জামাইষষ্ঠী ১৪৩২❤️
জামাই ষষ্ঠী মূলত একটি সামাজিক ও ধর্মীয় উৎসব, যা বাঙালি হিন্দু সমাজে পালিত হয়। এই উৎসবে জামাইয়ের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে শাশুড়ি মায়েরাও ব্রত পালন করেন।
"ABACUS ORIGINALS" এর পক্ষ থেকে সকলকে জানাই জামাইষষ্ঠী ' র শুভেচ্ছা ও অভিনন্দন | সকলে সুস্থ থাকবেন ,ভাল থাকবেন আর আজকের দিনটা আনন্দে কাটাবেন ❤️....#jamaisashti#jamaisashti2025

5 months ago (edited) | [YT] | 95

ABACUS ORIGINALS

❤️ শুভ রবীন্দ্রজয়ন্তী ১৪৩২ ❤️
ABACUS ORIGINALS এর পক্ষ থেকে সকলকে জানাই "২৫ শে বৈশাখ" এর শুভেচ্ছা | আজ প্রাণের রবি প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মদিন | রবি ঠাকুর কে নিয়ে কিছু লিখতে যাওয়া এক মস্ত বড় ব্যাপার | সে আমাদের সকলের প্রাণেরই একজন | তার লেখা এক জনপ্রিয় উক্তি :

চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,
জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর,
আপন প্রাঙ্গণতলে দিবস শর্বরীব,
সুধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করি।"

❤️ABACUS ORIGINALS❤️ টিম এর পক্ষ থেকে জানাই সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা | আজকের দিনটা সকলে আনন্দে কাটাবেন..,সুস্থ থাকবেন ,ভাল থাকবেন ....#25baisakh #RabindranathTagore#RabindraJayanti2025

6 months ago (edited) | [YT] | 128

ABACUS ORIGINALS

❤️শুভ বাংলা নববর্ষ ১৪৩২❤️
ABACUS ORIGINALS এর পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নতুন বছরের শুভেচ্ছা | বৈশাখের এই প্রথম দিনে সকলের জীবন আনন্দময় হয়ে উঠুক | বাংলা নতুন বছরে বড়দের আশীর্বাদ নিয়ে সকলের সব দুঃখ, ক্লান্তি ঘুচে যাক এই কামনা করি | তাই এসো সবাই মিলে বলি "এসো হে বৈশাখ এসো এসো " | সকলে সুস্থ থাকবেন ,ভাল থাকবেন |
❤️ABACUS ORIGINALS❤️ টিম এর পক্ষ থেকে জানাই সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা | সকলে সুস্থ থাকবেন ,ভাল থাকবেন আর আজকের দিনটা আনন্দে কাটাবেন ❤️....#noboborsho#pohelaboishakh#subhonoboborsho1432

7 months ago (edited) | [YT] | 73

ABACUS ORIGINALS

❤️ শুভ দোলপূর্ণিমা উৎসব ❤️
দোলযাত্রা বা হোলি হলো একটি জনপ্রিয় ও তাৎপর্যপূর্ণ হিন্দু উৎসব, যা বসন্ত, প্রেম এবং রঙের উৎসব নামেও পরিচিত | এই উৎসবের মাধ্যমে রাধা ও কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয়। আজকের দিনটা সকলের রঙিন হয়ে উঠুক |❤️ABACUS ORIGINALS ❤️এর পক্ষ থেকে জানাই "শুভ দোলপূর্ণিমা " শুভেচ্ছা ও ভালোবাসা | সকলে সুস্থ থাকবেন ,ভাল থাকবেন আর আজকের দিনটা আনন্দে কাটাবেন ❤️....#basantautsav2025#holiutsav2025

8 months ago | [YT] | 79

ABACUS ORIGINALS

খুব শীঘ্রই নতুন গান আসছে ...❤️

8 months ago | [YT] | 39

ABACUS ORIGINALS

❤️ মহা শিবরাত্রি ২০২৫ 🔱❤️
মহাশিবরাত্রি হল সনাতন ধর্মালম্বীদের আরাধ্য দেবাদিদেব মহাদেব ‘শিবের মহা রাত্রি’।শিব পুরাণ অনুসারে, এই রাত্রেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহা তাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রেই মহাদেব এবং মাতা পার্বতীর বিবাহ হয়েছিল | এইদিন শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পূজা করে থাকে | ❤️ABACUS ORIGINALS ❤️এর পক্ষ থেকে জানাই " মহা শিবরাত্রি'র " শুভেচ্ছা ও ভালোবাসা | সকলে সুস্থ থাকবেন ,ভাল থাকবেন আর আজকের দিনটা আনন্দে কাটাবেন ❤️....#mahashivaratri2025

8 months ago (edited) | [YT] | 79

ABACUS ORIGINALS

❤️ শুভ সরস্বতী পূজা ২০২৫ 🪕❤️
বাগদেবীর আরাধনায় আজ মেতে উঠেছে দেশ ,আমাদের জ্ঞান,সঙ্গীত,শিল্প, শিক্ষার দেবীর পূজায় সকলের জীবন আনন্দময় হয়ে উঠুক... ❤️ABACUS ORIGINALS এর পক্ষ থেকে জানাই "বসন্ত পঞ্চমীর" শুভেচ্ছা ও ভালোবাসা | সকলে সুস্থ থাকবেন ,ভাল থাকবেন....#happysaraswatipuja2025#happybasantpanchami2025

9 months ago (edited) | [YT] | 72