Tanzina Akter (RCIC–IRB #R1054081) 🇨🇦
Regulated Canadian Immigration Consultant

👉 ভিসা সংক্রান্ত পরামর্শ বা বুকিং করতে বা বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
📱 WhatsApp: (+1) 416-875-9314
🌐 www.gisvisa.com/booking

Nazmul: Content Creator


Nazmul Canada

🇨🇦 আজ কানাডার এক্সপ্রেস এন্ট্রির CEC ড্রতে
CRS ৫২০ স্কোরে ৬০০০ জনকে স্থায়ী বসবাসের আমন্ত্রণ জানানো হয়েছে।

Express Entry- হলো কানাডায় PR পাওয়ার দ্রুত ও কম খরচের সিস্টেম, যেখানে বয়স, শিক্ষা, ভাষা দক্ষতা ও কাজের অভিজ্ঞতার ভিত্তিতে পয়েন্ট দেওয়া হয়। যাদের স্কোর বেশি হয়, তারা ড্র-এর মাধ্যমে PR-এর আমন্ত্রণ পান।

Express Entry এর মোট ৩টি প্রোগ্রাম:
🔸 Federal Skilled Worker Program (FSW)
🔹 Federal Skilled Trades Program (FST)
🔸 Canadian Experience Class (CEC)

🇨🇦 CEC (Canadian Experience Class) কি?
CEC তে শুধুমাত্র কানাডার ভেতরে কাজের অভিজ্ঞতা থাকা ব্যক্তিরা দ্রুত PR পাওয়ার সুযোগ পান।

↘️ CEC যোগ্যতা:
👉 শেষ ৩ বছরে কানাডায় TEER 0–3 এ ১ বছরের অভিজ্ঞতা।
👉 ভাষা স্কোর: TEER 0/1 → CLB 7, TEER 2/3 → CLB 5
👉 শিক্ষা লাগবে না, তবে থাকলে স্কোর বাড়ে।
👉 কুইবেক প্রদেশের বাহিরে বসবাসের প্লান থাকতে হবে।

🎯 আজ (১০ ডিসেম্বর, 2025) CEC ড্রতে, CRS ৫২০ স্কোরে ৬০০০ জনকে স্থায়ী বসবাসের আমন্ত্রণ জানানো হয়েছে। যা অতীতের চেয়ে অনেক কম স্কোর।

📈 শেষকথা:
২০২৬–২০২৮ ইমিগ্রেশন প্লান অনুযায়ী Express Entry এর মাধ্যমে আরও বেশি আবেদনকারীকে কানাডায় PR দেওয়া হবে।

আজই প্রস্তুতি শুরু করুন। প্রোফাইল খুলে নিজের স্কোর চেক করুন। বিস্তারিত জানতে কমেন্টে দেওয়া আমার ভিডিওটি দেখুন।

শেয়ার করে তথ্যটি সবাইকে জানিয়ে দিন।

#ExpressEntry #CECDraw #CanadaPR #IRCCUpdate

2 weeks ago | [YT] | 32

Nazmul Canada

🇨🇦 কানাডা এক্সপ্রেস এন্ট্রিতে ৩,৫০০ স্বাস্থ্যকর্মী
ও সোশ্যাল ওয়ার্কারকে স্থায়ী বসবাসের আমন্ত্রণ দিয়েছে আজ।

🔎 এক্সপ্রেস এন্ট্রি কি?
এটি কানাডায় সবচেয়ে জনপ্রিয় PR সিস্টেম। বয়স, শিক্ষা, ভাষা ও জবসহ বিভিন্ন ফ্যাক্টর থেকে CRS স্কোর তৈরি হয়। যাদের স্কোর বেশি থাকে, তাদেরকে ড্র-এর মাধ্যমে PR আমন্ত্রণ পাঠানো হয়।

এক্সপ্রেস এন্ট্রিতে মোট ৩টি প্রোগ্রাম: FSW, FST, CEC

🎯 এক্সপ্রেস এন্ট্রির ড্র হয় 4 ধরনের:
🔸 No Program Specified – সব প্রোগ্রামের প্রার্থী
🔹 Program-Specific – যেমন শুধু CEC বা FSW বা FST
🔸 Category-Based – নির্দিষ্ট পেশা বা ফ্রেঞ্চ ভাষায় দক্ষ
🔹 PNP-Linked – কোন প্রদেশের নোমিনেশন পাওয়া প্রার্থী

🗂️ Category-Based ড্র কি?
FSW, FST, CEC প্রোগ্রামের ভেতরে যাদের প্রোফাইল আছে, তাদের মধ্য থেকে নির্দিষ্ট পেশা বা French ভাষায় দক্ষদের আলাদা ডাকা হয়। এটাই ক্যাটাগরি-বেসড ড্র।

🧩 বর্তমানে Category-Based Draw ৬টি ক্যাটাগরিতে হয়:
🔸 French-language proficiency
🔹 Healthcare & social services
🔸 STEM occupations
🔹 Trade occupations
🔸 Agriculture & agri-food
🔹 Education occupations

🏥 আজ (November 14, 2025) Healthcare & Social Services ক্যাটাগরিতে CRS ৪৬২ স্কোরে ৩,৫০০ জনকে PR আমন্ত্রণ দেওয়া হয়েছে। এই ড্র মূলত নার্স, কেয়ারগিভার, সোশ্যাল ওয়ার্কারসহ TEER 1–3 হেলথ ও সোশ্যাল সার্ভিস পেশাজীবীদের জন্য।

📈 শেষকথা:
২০২৬–২০২৮ ইমিগ্রেশন প্লান অনুযায়ী Express Entry তে আরও বেশি কানাডায় PR দেওয়া হবে। আজই Express Entry প্রোফাইল খুলুন বা আপডেট করুন। বিস্তারিত জানতে কমেন্টে দেওয়া আমার ভিডিওটি দেখুন।

পোস্টটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।

#ExpressEntry #CanadaPR #CategoryBasedDraw

1 month ago | [YT] | 31

Nazmul Canada

🎓🇨🇦 আলহামদুলিল্লাহ,
আজ আমার স্ত্রী তানজিনা RCIC হওয়ার চূড়ান্ত পরীক্ষায় পাশ করেছে!

এখন সে লাইসেন্সের জন্য আবেদন করবে, এবং ইনশাআল্লাহ কয়েক সপ্তাহের মধ্যেই অফিসিয়ালি Regulated Canadian Immigration Consultant (RCIC) হিসেবে কাজ শুরু করতে পারবে।

দীর্ঘ সময়ের অধ্যবসায়, পরিশ্রম আর ধৈর্যের ফল বলা যায়।

আপনাদের দোয়া ও শুভকামনা চাই, যেন সামনে কানাডা সরকারের লাইসেন্সপ্রাপ্ত ইমিগ্রেশন কনসালট্যান্ট হিসেবে আপনাদের জন্য ভালো কিছু করতে পারে।

#RCIC #CanadaImmigration #ProudMoment

1 month ago | [YT] | 41

Nazmul Canada

🇨🇦 কানাডার নতুন ইমিগ্রেশন প্লান (২০২৬–২০২৮)

👷‍♂️ সরকার এখন দক্ষ অভিবাসীদের (Economic Immigrants) অগ্রাধিকার দেবে। ২০২৬ সালে প্রায় ২ লাখ ৪০ হাজারকে PR দিবে। ২০২৭ ও ২০২৮ সালে পাবে ২,৪৪,৭০০ জন।

🎓 স্টুডেন্ট ভিসা: আগামী তিন বছরে প্রায় অর্ধেকে কমে যাচ্ছে! এখন বছরে প্রায় ১.৫ লাখ ভিসা দিবে, যা পুর্বে ছিলো দিগুন।

👨‍💻 ওয়ার্ক পারমিট: ২০২৬ সালে ২ লাখ ৩০ হাজার জন এবং ২০২৭ ও ২০২৮ সালে ২ লাখ ২০ হাজার জন করে ওয়ার্ক পারমিট পাবেন।

⚠️ বর্তমানে কানাডায় প্রায় ২৩ লাখ অস্থায়ী অভিবাসী আছেন, কিন্তু প্রতি বছর PR পাবে ৩ লাখ ৮০ হাজার। বাকিদের ভিসার মেয়াদ শেষে দেশে ফেরত যেতে হবে।

কানাডার ইমিগ্রেশনের পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে। সঠিক প্রস্তুতি প্রয়োজন। সবার জন্য শুভকামনা রইলো।

#CanadaImmigration #StudyInCanada #IRCCUpdate

1 month ago | [YT] | 25

Nazmul Canada

বাংলাদেশিদের জন্য কঠিন সময় আসতেছে!

কানাডা সরকার Bill C-12 আইন আনতে চায় যাতে ভারত ও বাংলাদেশ থেকে আসা ভিসাগুলো গণহারে বাতিল করা যায়।

লক্ষ্য: সীমান্তে অবৈধ প্রবেশ, ভিসা জালিয়াতি রোধ করা।

কানাডায় ভিজিটে এসে সীমান্ত দিয়ে USA চলে যাওয়ার শীর্ষে এই দুই দেশ। যুক্তরাষ্ট্র এ কারণে কানাডাকে সতর্ক করেছে।

আমি আগেই সতর্ক করেছিলাম। তখন অনেকে বলেছিল, আমি নাকি দেশের মানুষের ভালো চাই না, হিংসা করি। এখন দেখুন, কিছু দেশীর অবৈধ কাজের ফলে পুরো দেশের কত উপকারটাই না হলো!

⚠️ মনে রাখবেন:
👉 কোনো অবস্থায় ভুয়া ডকুমেন্ট বা মিথ্যা তথ্য দেবেন না।
👉 প্রয়োজনে RCIC (লাইসেন্সপ্রাপ্ত ইমিগ্রেশন কনসালট্যান্ট) এর পরামর্শ নিন।

শেয়ার দিয়ে সবাইকে সচেতন করুন। ধন্যবাদ

#CanadaImmigration #IRCC #Bangladesh #VisaUpdate

1 month ago | [YT] | 18

Nazmul Canada

🇨🇦🎓 কানাডায় পড়াশোনা শেষে Post-Graduation Work Permit (PGWP) আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা।

আপনার ছোট্ট একটি ভুলই PGWP আবেদনে বড় ঝুঁকি তৈরি করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয়:

✅ শুধু নির্দিষ্ট কিছু প্রোগ্রামে PGWP পাওয়া যাবে।
👉 ফুল-টাইম স্ট্যাটাস বজায় রাখুন – প্রতিটি সেমিস্টারে (শেষটার বাদে) ফুল-টাইম থাকতে হবে।

✅ অতিরিক্ত কাজ নয় – স্টাডি পারমিট যা বলে কেবল সেটার মধ্যেই কাজ করা যাবে। সপ্তাহে ২০–২৪ ঘন্টার বেশি নয়।

👉 ল্যাঙ্গুয়েজ টেস্ট বাধ্যতামূলক (Nov 2024 থেকে (University Students CLB 7, College CLB 5)।

✅ পড়াশোনা শেষের ১৮০ দিনের মধ্যে আবেদন করতে হবে।
👉 আপনার পাসপোর্টের মেয়াদ অনুযায়ী PGWP দেওয়া হবে। তাই পাসপোর্টের মেয়াদ চেক করুন।

✅ Inadmissibility এড়ান – অপরাধ, ভুল তথ্য দেওয়া বা স্বাস্থ্যগত কারণে আবেদন বাতিল হতে পারে।

🍁 মনে রাখবেন, PGWP জীবনে একবারই দেয়। তাই সাবধানে আবেদন করুন।

সোর্স: IRCC, CIC News

#PGWPCanada #StudyInCanada #WorkPermitCanada

2 months ago | [YT] | 13

Nazmul Canada

🇨🇦 গতকাল কানাডার প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী ২–৩ সপ্তাহের মধ্যে কানাডার নতুন immigration levels plan ঘোষণা করা হবে।

🔹 এর মধ্যে থাকবে —
👉 Temporary Residents (TRs) সংখ্যা আরও কমানো
👉 Asylum claims বা আশ্রয় আবেদন নিয়ে কঠোর পদক্ষেপ

এর মানে হলো international student, work permit holder এবং visitor দের ক্ষেত্রে আরও নতুন কঠোরতা আসবে।

📌 সরকার ইতিমধ্যেই স্টাডি পারমিটে cap দিয়েছে, work permit ও ভিজিট ভিসায় নিয়ন্ত্রণ এনেছে। এসাইলেম অনেক কমিয়েছে। মনে হচ্ছে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত কি?

#Canada #Immigration #TemporaryResidents

2 months ago | [YT] | 15

Nazmul Canada

🇨🇦 ২০২৬ সালে কানাডায় পড়াশোনার পরিকল্পনা করছেন?

একটি গুরুত্বপূর্ণ পরামর্শ:
যদি সম্ভব হয়, টরন্টো ও পুরো অন্টারিও প্রদেশকে এড়িয়ে চলুন।

অন্টারিও, বিশেষ করে টরন্টো, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সবচেয়ে জনপ্রিয় প্রদেশ হলেও এখানকার বাস্তবতা ভিন্ন। স্থায়ী বসবাসের অনুমতি (PR) পাওয়া এখন অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। আবেদনকারীর সংখ্যা বিপুল হলেও সুযোগ সীমিত।

✅ বিকল্প কী?
ম্যানিটোবা, সাসকাচুয়ান, আটলান্টিক প্রদেশগুলো, আলবার্টা—এসব জায়গায় পড়াশোনা করলে PR পাওয়ার সুযোগ তুলনামূলকভাবে সহজ হতে পারে।

👉 তাই যারা ভবিষ্যতে কানাডায় স্থায়ীভাবে থাকতে চান, তারা স্টাডি ডেস্টিনেশন বেছে নেওয়ার সময় ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিন।

#CanadaStudyVisa #PRPathway #StudyInCanadaল

2 months ago | [YT] | 19

Nazmul Canada

🇨🇦 কানাডার জব ভিসায় নতুন কড়াকড়ি!

আজকে (৬ অক্টোবর ২০২৫) সরকার জানিয়েছে, এখন থেকে স্থানীয় কানাডিয়ান আর PR দের চাকরির সুযোগ আগে দেওয়া হবে। তাই Temporary Foreign Worker (TFW) প্রোগ্রামের ব্যবহার কমানো হচ্ছে।

⚠️ নিয়ম ভাঙলে বড় জরিমানা – সর্বোচ্চ ১ মিলিয়ন ডলার পর্যন্ত, এমনকি কোম্পানি সরাসরি প্রোগ্রাম থেকে বাদ হয়ে যেতে পারে।

📉 নতুন পদক্ষেপ নেওয়ার পর থেকেই TFW আবেদন কমে গেছে প্রায় ৫০%, আর লো-ওয়েজ স্ট্রিমে কমেছে ৭০%।

🔍 ২০২৪–২৫ এ ১,৪৩৫ প্রতিষ্ঠান চেক করে ১০% অনিয়ম পাওয়া গেছে। কৃষি-নির্মাণ-ট্রাকিং-সি-ফুড খাতে বহু নিয়োগদাতাকে ব্যান করা হয়েছে।

👉 সরকারের টার্গেট একটাই: আগে কানাডিয়ানদের চাকরি, পরে বিদেশিদের নিরাপদ কর্মপরিবেশ।

সোর্স: Canada.ca

#CanadaImmigration #TFW #কানাডাচাকরি
#ImmigrationUpdate

2 months ago | [YT] | 23

Nazmul Canada

কেরগিভারদের জন্য দুঃসংবাদ!কানাডার বাইরে থেকে সরাসরি PR আবেদনের প্রোগ্রামটি খোলার আগেই বন্ধ করা হয়েছে! 🙄

2 months ago | [YT] | 17