গণেশ বা 'গণেশ ঠাকুর'-এর অনেক পৌরাণিক গল্প ও উপাখ্যান আছে, যা বিভিন্ন ধর্মগ্রন্থে বর্ণিত হয়েছে। গণেশকে বিঘ্ননাশকারী, শিল্প ও বিজ্ঞানের পৃষ্ঠপোষক এবং জ্ঞান ও বুদ্ধির দেবতা হিসেবে পূজা করা হয়। তিনি শিব ও পার্বতীর পুত্র, যিনি তাঁর ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করতে এবং শুভকাজে বাধা দূর করতে মর্ত্যে অবতীর্ণ হন। গণেশ সম্পর্কিত কিছু প্রধান গল্প ও ধারণা: জন্ম ও হাতির মাথা: গণেশের জন্ম নিয়ে বিভিন্ন কাহিনি প্রচলিত আছে, তবে সবচেয়ে পরিচিত একটি গল্প হলো, যেখানে তাঁর মাথা কেটে ফেলা হয় এবং পরে পার্বতীর অনুরোধে শিব একটি হাতির মাথা প্রতিস্থাপন করে তাঁকে জীবনদান করেন। বিঘ্ননাশকারী: যেকোনো শুভ কাজ বা অনুষ্ঠানের শুরুতে গণেশকে পূজা করা হয়, কারণ বিশ্বাস করা হয় তিনি সব ধরনের বাধা দূর করেন। জ্ঞান ও বিদ্যার দেবতা: অক্ষর ও জ্ঞানের দেবতা হিসেবে গণেশকে লেখার শুরুতেও আবাহন করা হয়, এবং তাঁকে শিল্প ও বিজ্ঞানের পৃষ্ঠপোষক হিসেবেও দেখা হয়। গণেশচতুর্থী উৎসব: হিন্দুরা গণেশচতুর্থী বা গণেশোৎসব পালন করেন যখন তারা বিশ্বাস করে যে গণেশ তাঁর ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্ত্যে আসেন।
স্বাধীনতা দিবস হল সেই ঐতিহাসিক দিন, যেদিন ভারত বেশ কয়েক শতাব্দী পরাধীন থাকার পর ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়েছিল। বহু ভারতীয়ের দীর্ঘ এবং কঠিন সংগ্রামের পর ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট আমাদের দেশ স্বাধীনতা অর্জন করে।
ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন ! আসুন আজ সকলে মিলে দেশের পতাকার মান রক্ষার শপথ নিই ! জয় হিন্দ!! স্বাধীনতা দিবসের শুভকামনা।
শ্রাবণের শেষ ক’দিন মেনে চলুন চার উপায়, বাড়িতে আনুন কিছু জিনিস, বছরভর ভোলেবাবার সঙ্গ পাবেন
শ্রাবণ প্রায় শেষ বলেই যে মহাদেবের উপাসনারও আর কোনও বালাই থাকবে না, তেমনটা কিন্তু নয়। শিবের আশীর্বাদ লাভ করতে চাইলে তাঁকে প্রসন্ন রাখতে হবে বছরভর।
শ্রাবণ শেষের আগে কী কী টোটকা পালন করতে হবে?
পঞ্চামৃত অভিষেক: শ্রাবণের সোমবার আর বাকি নেই বলে যে শিবের মাথায় আর জল ঢালবেন না তেমনটা নয়। শ্রাবণের বাকি দিনগুলি পুজোর সময় মহাদেবকে পঞ্চামৃত (দুধ, দই, ঘি, মধু ও চিনি) দিয়ে অভিষেক করুন। দারুণ ফলপ্রাপ্তি ঘটবে।
মহাদেবের স্তোত্র পাঠ: মহাদেবের বিশেষ স্তোত্র, যেমন- শিবরক্ষা স্তোত্র, শ্রী শিব পঞ্চকম স্তোত্র প্রভৃতি পাঠ করলে প্রসন্ন হন মহাদেব। প্রতি দিন স্নানের পর শুদ্ধ বস্ত্র ধারণ করে এই স্তোত্র পাঠ করতে হবে। এতে অর্থসমস্যা থেকে মুক্তি পাবেন। ঘাড় থেকে ঋণের বোঝা নামবে।
মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ: সারা বছরই যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যায়, তা হলে জীবনে সুখের অন্ত থাকে না। তবে এই মন্ত্র জপ করার নানা নিয়ম রয়েছে, সেই সকল নিয়ম মেনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা সকলের পক্ষে সম্ভব হয় না। তবে শ্রাবণের এই শেষ ক’দিনের অন্তত যে কোনও এক দিন হলেও সঠিক নিয়ম মেনে এই মন্ত্র ১০৮ বার পাঠ করার চেষ্টা করুন।
অখণ্ড চাল দান: শ্রাবণের বাকি দিনগুলি শিবকে অখণ্ড চাল অর্পণ করুন। এতে জন্মছকে চাঁদের অবস্থান শুভ হবে। জীবনে সমৃদ্ধি আসবে।
শ্রাবণে স্বপ্নে কী কী দেখলে নিজেকে ভাগ্যবান মনে করবেন?
#শ্রাবণে স্বপ্নে বিশেষ কিছু জিনিস দেখাকে মহাদেবের ইঙ্গিত বলে মানা হয়। আমরা সেটা বুঝতে পারি না। তাই এড়িয়ে যাই। কিন্তু নির্দিষ্ট এই জিনিসগুলি স্বপ্নে দেখতে পাওয়ার বিশেষ ব্যাখ্যা রয়েছে।
#হিন্দু ধর্মে বাংলা মাস শ্রাবণের বিশেষ তাৎপর্য রয়েছে। এই মাস জুড়ে শিবের উপাসনা করলে খুব ভাল ফল লাভ হয় বলে বিশ্বাস করা হয়। অনেক শিবভক্ত এই সময় কাঁধে বাঁক ঝুলিয়ে তারকেশ্বর যান। যাঁরা শ্রাবণ মাস জুড়ে ভক্তিভরে শিবের পুজো, সোমবারের উপবাস পালন করেন, তাঁদের সকল মনোবাসনা পূরণ হয়। শাস্ত্রমতে, এই মাসে স্বপ্নে বিশেষ কিছু জিনিস দেখাকে মহাদেবের ইঙ্গিত বলে মানা হয়। আমরা সেটা বুঝতে পারি না। তাই এড়িয়ে যাই। কিন্তু নির্দিষ্ট এই জিনিসগুলি স্বপ্নে দেখতে পাওয়ার বিশেষ ব্যাখ্যা রয়েছে। জেনে নিন সেগুলি কী কী।
শ্রাবণ মাসে স্বপ্নে কী কী দেখতে পাওয়া শুভ?
সাপ: আমরা অনেকেই স্বপ্নে সাপ দেখতে পাই। তবে শ্রাবণ মাসে স্বপ্নে সাপ দেখার বিশেষ অর্থ রয়েছে। মহাদেবের গলার ভূষণ হল সাপ। শ্রাবণে স্বপ্নে সাপ দেখা মানে শিবের আশীর্বাদ প্রাপ্ত হওয়া। এর অর্থ হতে পারে আপনি খুব শীঘ্রই কোনও সুসংবাদ পেতে পারেন, অথবা সম্পত্তি লাভও করতে পারেন। এমন স্বপ্ন দেখলে পরদিন অবশ্যই শিবের পুজো করতে হবে।
গঙ্গাস্নান: শ্রাবণ মাসে রাতে ঘুমের মধ্যে আসা স্বপ্নে যদি নিজেকে স্নান করতে দেখেন তা হলে বুঝতে হবে যে জীবনে সুখ আসতে চলেছে। এটি মহাদেব আপনাকে সকল পাপ থেকে মুক্তি দিচ্ছেন সেই লক্ষণও হতে পারে। বাড়িতে সমৃদ্ধি আসবে, শান্তি বজায় থাকবে। এই ধরনের স্বপ্ন জীবনে নতুন শুরুর লক্ষণও হতে পারে। এই স্বপ্ন দেখলে পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গাস্নান করতে হবে এবং শিবের মাথায় জল ঢালতে হবে। এই দিন নিরামিষ আহার গ্রহণ করলে ভাল হয়।
#রুদ্রাক্ষ: স্বপ্নে রুদ্রাক্ষ দেখাও অত্যন্ত শুভ। শ্রাবণে স্বপ্নে রুদ্রাক্ষ বা রুদ্রাক্ষের মালা দেখতে পেলে সেটিকে সাধারণ জিনিস ভেবে ভুল করবেন না। এর অর্থ হতে পারে আপনি মহাদেবের বিশেষ আশীর্বাদ লাভ করলেন। আপনার জীবনে বহু দিন ধরে চলে আসা কোনও সমস্যার থেকে মুক্তি পাওয়ার লক্ষণ হতে পারে এই স্বপ্ন। এই ধরনের স্বপ্ন অর্থলাভ এবং সম্মানবৃদ্ধির ইঙ্গিতও হতে পারে। এই স্বপ্ন দেখার পরদিন শিবের উপাসনা করতে হবে।
#শিবলিঙ্গ: শ্রাবণ মাসে স্বপ্নে শিবলিঙ্গ দেখলে নিজেকে ভাগ্যবান বলে মনে করবেন। এর অর্থ হল আপনার সৌভাগ্যের সময় শুরু হতে চলেছে এবং দুঃখের সময়ের অবসান ঘটবে। জীবনে চলার পথে আসা সমস্ত বাধা কেটে যাবে এবং কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন। এর অর্থ শিবের আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকবে এবং আপনার সকল ইচ্ছা পূরণ হবে।
বর্ষা মানেই বাঙালির বাড়িতে বাড়িতে শুরু হয় ইলিশ উৎসব। পাতুরি, ভাপা, কালোজিরের ঝোল কিংবা গোবিন্দভোগ চালের গরম ধোঁয়া ওঠা খিচুড়ির সঙ্গে ইলিশ ভাজা—শ্রাবণ মাসে ইলিশের গন্ধে গোটা বাড়ি ম-ম করে উঠবে সেটাই তো স্বাভাবিক ব্যাপার! বাজারে এখন ইলিশের ছড়াছড়ি। তবে জোগান বেশি হলেও দাম কিন্তু মোটেও কমেনি এই রুপোলি ফসলের। ভাল ইলিশ নিতে হলে ১৮০০-২০০০ টাকা পকেট থেকে খসাতেই হবে। দাম দিয়ে ইলিশ মাছ কিনেও রীতিমতো হাত কামড়াচ্ছেন অনেকে। রান্নার সময়ও ইলিশের সেই চেনা গন্ধের পাত্তা নেই, স্বাদও মনের মতো নয়।
এত দাম দিয়ে যে মাছটি কিনেছেন, তা আদৌ ভাল হবে তো? মনের মধ্যে এমন সন্দেহ উঁকি দেওয়া অস্বাভাবিক নয়। বাজারে গিয়ে সাধারণত হাত দিয়ে মাছের কানকো তুলে তার টকটকে লাল রং দেখে কেনেন বেশির ভাগ ক্রেতা। কিন্তু কানকোর রং দেখেই শুধু আসল ইলিশে সিলমোহর দেওয়া যায় না। রন্ধনশিল্পী সুশান্ত সেনগুপ্তের মতে, ইলিশের আকার হতে হবে পটলের মতো, পেট মোটা আর দু'দিকটা সরু। যে ইলিশের পেট যত মোটা হবে তার স্বাদ হবে তত বেশি। এর পাশাপাশি ইলিশ মাছের মাথার দিক বেশ সুচালো এবং সরু। ঠিক কানকোর জায়গা থেকে তা আবার চওড়া হতে শুরু করে। সেই বৈশিষ্ট্য দেখে তবেই ইলিশ মাছ কিনবেন। তবে এ ছাড়াও বেশ কিছু টোটকা আছে ভাল ইলিশ চেনার। বাজারে ইলিশ কিনতে যাওয়ার আগে জেনে নিন কোন কোন দিকে খেয়াল না-রাখলে ঠকতে হবে।
১) ইলিশ মাছের রুপোলি রংই সাধারণত ক্রেতার দৃষ্টি আকর্ষণ করে। ভাল মানের ইলিশের গায়ে লালচে-গোলাপি আভা থাকে। অনেকেই মাছের গায়ে রং লাগিয়ে তেমন আভা আনতে চান। তাই কেনার আগে তা ভাল করে যাচাই করে নেবেন। মাছ যত উজ্জ্বল হবে, তার স্বাদ তত বেশি হয়। পদ্মার ইলিশ, গঙ্গার ইলিশের তুলনায় বেশি চকচকে আর উজ্জ্বল হয়।
২) দোকানে গিয়ে মাছ হাতে নিয়ে নাকের কাছে এনে একটু শুঁকে নিন। মাছের আঁশটে গন্ধ এমনিতেই যথেষ্ট চড়া। তবে বেশি তীব্র মনে হলে কিনবেন কি না, সেটা ভেবে দেখা জরুরি। তীব্র গন্ধযুক্ত মাছ অনেক সময় বাসি হয়।
পদ্মার ইলিশ গঙ্গার ইলিশের তুলনায় বেশি চকচকে আর উজ্জ্বল হয়। ছবি: সংগৃহীত।
৩) ইলিশ মাছের চোখের ভিতরেও লালচে আভা থাকে, যা ইলিশের মতো অন্য কোনও সামুদ্রিক মাছের থাকে না। তাই মাছ কেনার আগে চোখ দু'টি ভাল করে খেয়াল করবেন। মাছের চোখ ঘোলাটে হলে বুঝতে হবে সেই মাছ ভাল নয়।
৪) মাছ কাটার সময় রক্তের রঙের দিকেও নজর রাখতে হবে। রক্তের রং কালচে হলে বুঝতে হবে মাছটি দীর্ঘ দিন ধরে মজুত রাখা ছিল, সেই মাছের স্বাদ মোটেই ভাল হবে না। রক্তের রং লালচে হলে সেই মাছ বেশি টাটকা, বুঝতে হবে।
৫) ইলিশ মাছ হাতে তুলে দেখবেন সেটি ফাঁপা নয় তো! মাঝারি মাপের মাছ, যার ওজন বেশি এমন মাছ দেখলে বুঝবেন সেটি টাটকা ও স্বাদেও ভাল।
JAJABOR TV -যাযাবর টিভি
গণেশ বা 'গণেশ ঠাকুর'-এর অনেক পৌরাণিক গল্প ও উপাখ্যান আছে, যা বিভিন্ন ধর্মগ্রন্থে বর্ণিত হয়েছে। গণেশকে বিঘ্ননাশকারী, শিল্প ও বিজ্ঞানের পৃষ্ঠপোষক এবং জ্ঞান ও বুদ্ধির দেবতা হিসেবে পূজা করা হয়। তিনি শিব ও পার্বতীর পুত্র, যিনি তাঁর ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করতে এবং শুভকাজে বাধা দূর করতে মর্ত্যে অবতীর্ণ হন।
গণেশ সম্পর্কিত কিছু প্রধান গল্প ও ধারণা:
জন্ম ও হাতির মাথা:
গণেশের জন্ম নিয়ে বিভিন্ন কাহিনি প্রচলিত আছে, তবে সবচেয়ে পরিচিত একটি গল্প হলো, যেখানে তাঁর মাথা কেটে ফেলা হয় এবং পরে পার্বতীর অনুরোধে শিব একটি হাতির মাথা প্রতিস্থাপন করে তাঁকে জীবনদান করেন।
বিঘ্ননাশকারী:
যেকোনো শুভ কাজ বা অনুষ্ঠানের শুরুতে গণেশকে পূজা করা হয়, কারণ বিশ্বাস করা হয় তিনি সব ধরনের বাধা দূর করেন।
জ্ঞান ও বিদ্যার দেবতা:
অক্ষর ও জ্ঞানের দেবতা হিসেবে গণেশকে লেখার শুরুতেও আবাহন করা হয়, এবং তাঁকে শিল্প ও বিজ্ঞানের পৃষ্ঠপোষক হিসেবেও দেখা হয়।
গণেশচতুর্থী উৎসব:
হিন্দুরা গণেশচতুর্থী বা গণেশোৎসব পালন করেন যখন তারা বিশ্বাস করে যে গণেশ তাঁর ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্ত্যে আসেন।
#ganeshpuja #trending #youtube #jajabor_tv
@jajabortv
1 month ago | [YT] | 40
View 0 replies
JAJABOR TV -যাযাবর টিভি
স্বাধীনতা দিবস হল সেই ঐতিহাসিক দিন, যেদিন ভারত বেশ কয়েক শতাব্দী পরাধীন থাকার পর ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়েছিল। বহু ভারতীয়ের দীর্ঘ এবং কঠিন সংগ্রামের পর ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট আমাদের দেশ স্বাধীনতা অর্জন করে।
ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন ! আসুন আজ সকলে মিলে দেশের পতাকার মান রক্ষার শপথ নিই ! জয় হিন্দ!! স্বাধীনতা দিবসের শুভকামনা।
Happy Independence Day 2025
#১৫ইআগস্ট #15thaugust #IndependenceDay2025India #India #proudetobeIndian #indian #jajabor_tv
@jajabortv
1 month ago | [YT] | 16
View 0 replies
JAJABOR TV -যাযাবর টিভি
শ্রাবণের শেষ ক’দিন মেনে চলুন চার উপায়, বাড়িতে আনুন কিছু জিনিস, বছরভর ভোলেবাবার সঙ্গ পাবেন
শ্রাবণ প্রায় শেষ বলেই যে মহাদেবের উপাসনারও আর কোনও বালাই থাকবে না, তেমনটা কিন্তু নয়। শিবের আশীর্বাদ লাভ করতে চাইলে তাঁকে প্রসন্ন রাখতে হবে বছরভর।
শ্রাবণ শেষের আগে কী কী টোটকা পালন করতে হবে?
পঞ্চামৃত অভিষেক: শ্রাবণের সোমবার আর বাকি নেই বলে যে শিবের মাথায় আর জল ঢালবেন না তেমনটা নয়। শ্রাবণের বাকি দিনগুলি পুজোর সময় মহাদেবকে পঞ্চামৃত (দুধ, দই, ঘি, মধু ও চিনি) দিয়ে অভিষেক করুন। দারুণ ফলপ্রাপ্তি ঘটবে।
মহাদেবের স্তোত্র পাঠ: মহাদেবের বিশেষ স্তোত্র, যেমন- শিবরক্ষা স্তোত্র, শ্রী শিব পঞ্চকম স্তোত্র প্রভৃতি পাঠ করলে প্রসন্ন হন মহাদেব। প্রতি দিন স্নানের পর শুদ্ধ বস্ত্র ধারণ করে এই স্তোত্র পাঠ করতে হবে। এতে অর্থসমস্যা থেকে মুক্তি পাবেন। ঘাড় থেকে ঋণের বোঝা নামবে।
মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ: সারা বছরই যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যায়, তা হলে জীবনে সুখের অন্ত থাকে না। তবে এই মন্ত্র জপ করার নানা নিয়ম রয়েছে, সেই সকল নিয়ম মেনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা সকলের পক্ষে সম্ভব হয় না। তবে শ্রাবণের এই শেষ ক’দিনের অন্তত যে কোনও এক দিন হলেও সঠিক নিয়ম মেনে এই মন্ত্র ১০৮ বার পাঠ করার চেষ্টা করুন।
অখণ্ড চাল দান: শ্রাবণের বাকি দিনগুলি শিবকে অখণ্ড চাল অর্পণ করুন। এতে জন্মছকে চাঁদের অবস্থান শুভ হবে। জীবনে সমৃদ্ধি আসবে।
হর হর মহাদেব 🙏
#শ্রাবণ #মহাদেব #তারকেশ্বর #তারকেশ্বর_মন্দির #tarakeswar #jajabor_tv
@jajabortv
1 month ago (edited) | [YT] | 81
View 2 replies
JAJABOR TV -যাযাবর টিভি
মহাদেবের প্রতি ভক্তি আর ভালোবাসার টানেই এই ছোটো বাচ্চা গুলোও শেওড়াফুলি থেকে ৪০ কিমি হাটাপথে তারকেশ্বর মন্দির যায় এই শ্রাবন মাসে,
হর হর মহাদেব 🙏
#তারকেশ্বর #তারকেশ্বর_মন্দির #tarakeswar #tarakeswaryatra2025 #jajabor_tv
@jajabortv
2 months ago | [YT] | 216
View 4 replies
JAJABOR TV -যাযাবর টিভি
জাগ্রত মাহাদেব উঠলেন মাটি থেকে, গ্রামের মানুষ অবাক, শ্রাবন মাসে এরকম ভোলে বাবার এক সত্যি ঘটনা নিয়ে ভিডিও এসেছে আমাদের চ্যানেলে, প্রত্যেকে দেখবার অনুরোধ থাকলো,
হর হর মহাদেব 🙏 জয় শিব শম্ভু
#মহাদেব #হরহরমহাদেব #Mahadev #harharmahadev #tarakeswar #jajabor_tv
@jajabortv
2 months ago | [YT] | 62
View 0 replies
JAJABOR TV -যাযাবর টিভি
তারকেশ্বর এর রাস্তায় মাঝ রাতে কি হয়ে?
সম্পূর্ণ ভিডিও চলে এসেছে আমাদের চ্যানেলে 🙏
#তারকেশ্বর #tarakeswar2025 #jajabor_tv
@jajabortv
2 months ago (edited) | [YT] | 260
View 3 replies
JAJABOR TV -যাযাবর টিভি
শ্রাবণের কিছু বিশেষ মুহূর্ত তারকেশ্বর যাত্রা 2025
https://youtu.be/UNtELNiSEvc?si=7QFXB...
#তারকেশ্বর #tarakeswar2025 #jajabor_tv
@jajabortv
2 months ago (edited) | [YT] | 282
View 3 replies
JAJABOR TV -যাযাবর টিভি
শ্রাবনের প্রথম দিনেই তারকেশ্বর যাত্রা সম্পূর্ণ নতুন Information নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও চলে এসেছে 🙏
#তারকেশ্বর #শ্রাবন #tarakeswar #tarakeswaryatra
@jajabortv
2 months ago | [YT] | 307
View 1 reply
JAJABOR TV -যাযাবর টিভি
শ্রাবণে স্বপ্নে কী কী দেখলে নিজেকে ভাগ্যবান মনে করবেন?
#শ্রাবণে স্বপ্নে বিশেষ কিছু জিনিস দেখাকে মহাদেবের ইঙ্গিত বলে মানা হয়। আমরা সেটা বুঝতে পারি না। তাই এড়িয়ে যাই। কিন্তু নির্দিষ্ট এই জিনিসগুলি স্বপ্নে দেখতে পাওয়ার বিশেষ ব্যাখ্যা রয়েছে।
#হিন্দু ধর্মে বাংলা মাস শ্রাবণের বিশেষ তাৎপর্য রয়েছে। এই মাস জুড়ে শিবের উপাসনা করলে খুব ভাল ফল লাভ হয় বলে বিশ্বাস করা হয়। অনেক শিবভক্ত এই সময় কাঁধে বাঁক ঝুলিয়ে তারকেশ্বর যান। যাঁরা শ্রাবণ মাস জুড়ে ভক্তিভরে শিবের পুজো, সোমবারের উপবাস পালন করেন, তাঁদের সকল মনোবাসনা পূরণ হয়। শাস্ত্রমতে, এই মাসে স্বপ্নে বিশেষ কিছু জিনিস দেখাকে মহাদেবের ইঙ্গিত বলে মানা হয়। আমরা সেটা বুঝতে পারি না। তাই এড়িয়ে যাই। কিন্তু নির্দিষ্ট এই জিনিসগুলি স্বপ্নে দেখতে পাওয়ার বিশেষ ব্যাখ্যা রয়েছে। জেনে নিন সেগুলি কী কী।
শ্রাবণ মাসে স্বপ্নে কী কী দেখতে পাওয়া শুভ?
সাপ: আমরা অনেকেই স্বপ্নে সাপ দেখতে পাই। তবে শ্রাবণ মাসে স্বপ্নে সাপ দেখার বিশেষ অর্থ রয়েছে। মহাদেবের গলার ভূষণ হল সাপ। শ্রাবণে স্বপ্নে সাপ দেখা মানে শিবের আশীর্বাদ প্রাপ্ত হওয়া। এর অর্থ হতে পারে আপনি খুব শীঘ্রই কোনও সুসংবাদ পেতে পারেন, অথবা সম্পত্তি লাভও করতে পারেন। এমন স্বপ্ন দেখলে পরদিন অবশ্যই শিবের পুজো করতে হবে।
গঙ্গাস্নান: শ্রাবণ মাসে রাতে ঘুমের মধ্যে আসা স্বপ্নে যদি নিজেকে স্নান করতে দেখেন তা হলে বুঝতে হবে যে জীবনে সুখ আসতে চলেছে। এটি মহাদেব আপনাকে সকল পাপ থেকে মুক্তি দিচ্ছেন সেই লক্ষণও হতে পারে। বাড়িতে সমৃদ্ধি আসবে, শান্তি বজায় থাকবে। এই ধরনের স্বপ্ন জীবনে নতুন শুরুর লক্ষণও হতে পারে। এই স্বপ্ন দেখলে পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গাস্নান করতে হবে এবং শিবের মাথায় জল ঢালতে হবে। এই দিন নিরামিষ আহার গ্রহণ করলে ভাল হয়।
#রুদ্রাক্ষ: স্বপ্নে রুদ্রাক্ষ দেখাও অত্যন্ত শুভ। শ্রাবণে স্বপ্নে রুদ্রাক্ষ বা রুদ্রাক্ষের মালা দেখতে পেলে সেটিকে সাধারণ জিনিস ভেবে ভুল করবেন না। এর অর্থ হতে পারে আপনি মহাদেবের বিশেষ আশীর্বাদ লাভ করলেন। আপনার জীবনে বহু দিন ধরে চলে আসা কোনও সমস্যার থেকে মুক্তি পাওয়ার লক্ষণ হতে পারে এই স্বপ্ন। এই ধরনের স্বপ্ন অর্থলাভ এবং সম্মানবৃদ্ধির ইঙ্গিতও হতে পারে। এই স্বপ্ন দেখার পরদিন শিবের উপাসনা করতে হবে।
#শিবলিঙ্গ: শ্রাবণ মাসে স্বপ্নে শিবলিঙ্গ দেখলে নিজেকে ভাগ্যবান বলে মনে করবেন। এর অর্থ হল আপনার সৌভাগ্যের সময় শুরু হতে চলেছে এবং দুঃখের সময়ের অবসান ঘটবে। জীবনে চলার পথে আসা সমস্ত বাধা কেটে যাবে এবং কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন। এর অর্থ শিবের আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকবে এবং আপনার সকল ইচ্ছা পূরণ হবে।
#মহাদেব #tarakeswar #tarakeswaryatra #jajabor_tv
@jajabortv
2 months ago | [YT] | 68
View 2 replies
JAJABOR TV -যাযাবর টিভি
বর্ষা মানেই বাঙালির বাড়িতে বাড়িতে শুরু হয় ইলিশ উৎসব। পাতুরি, ভাপা, কালোজিরের ঝোল কিংবা গোবিন্দভোগ চালের গরম ধোঁয়া ওঠা খিচুড়ির সঙ্গে ইলিশ ভাজা—শ্রাবণ মাসে ইলিশের গন্ধে গোটা বাড়ি ম-ম করে উঠবে সেটাই তো স্বাভাবিক ব্যাপার! বাজারে এখন ইলিশের ছড়াছড়ি। তবে জোগান বেশি হলেও দাম কিন্তু মোটেও কমেনি এই রুপোলি ফসলের।
ভাল ইলিশ নিতে হলে ১৮০০-২০০০ টাকা পকেট থেকে খসাতেই হবে। দাম দিয়ে ইলিশ মাছ কিনেও রীতিমতো হাত কামড়াচ্ছেন অনেকে। রান্নার সময়ও ইলিশের সেই চেনা গন্ধের পাত্তা নেই, স্বাদও মনের মতো নয়।
এত দাম দিয়ে যে মাছটি কিনেছেন, তা আদৌ ভাল হবে তো? মনের মধ্যে এমন সন্দেহ উঁকি দেওয়া অস্বাভাবিক নয়। বাজারে গিয়ে সাধারণত হাত দিয়ে মাছের কানকো তুলে তার টকটকে লাল রং দেখে কেনেন বেশির ভাগ ক্রেতা। কিন্তু কানকোর রং দেখেই শুধু আসল ইলিশে সিলমোহর দেওয়া যায় না। রন্ধনশিল্পী সুশান্ত সেনগুপ্তের মতে, ইলিশের আকার হতে হবে পটলের মতো, পেট মোটা আর দু'দিকটা সরু। যে ইলিশের পেট যত মোটা হবে তার স্বাদ হবে তত বেশি। এর পাশাপাশি ইলিশ মাছের মাথার দিক বেশ সুচালো এবং সরু। ঠিক কানকোর জায়গা থেকে তা আবার চওড়া হতে শুরু করে। সেই বৈশিষ্ট্য দেখে তবেই ইলিশ মাছ কিনবেন। তবে এ ছাড়াও বেশ কিছু টোটকা আছে ভাল ইলিশ চেনার। বাজারে ইলিশ কিনতে যাওয়ার আগে জেনে নিন কোন কোন দিকে খেয়াল না-রাখলে ঠকতে হবে।
১) ইলিশ মাছের রুপোলি রংই সাধারণত ক্রেতার দৃষ্টি আকর্ষণ করে। ভাল মানের ইলিশের গায়ে লালচে-গোলাপি আভা থাকে। অনেকেই মাছের গায়ে রং লাগিয়ে তেমন আভা আনতে চান। তাই কেনার আগে তা ভাল করে যাচাই করে নেবেন। মাছ যত উজ্জ্বল হবে, তার স্বাদ তত বেশি হয়। পদ্মার ইলিশ, গঙ্গার ইলিশের তুলনায় বেশি চকচকে আর উজ্জ্বল হয়।
২) দোকানে গিয়ে মাছ হাতে নিয়ে নাকের কাছে এনে একটু শুঁকে নিন। মাছের আঁশটে গন্ধ এমনিতেই যথেষ্ট চড়া। তবে বেশি তীব্র মনে হলে কিনবেন কি না, সেটা ভেবে দেখা জরুরি। তীব্র গন্ধযুক্ত মাছ অনেক সময় বাসি হয়।
পদ্মার ইলিশ গঙ্গার ইলিশের তুলনায় বেশি চকচকে আর উজ্জ্বল হয়। ছবি: সংগৃহীত।
৩) ইলিশ মাছের চোখের ভিতরেও লালচে আভা থাকে, যা ইলিশের মতো অন্য কোনও সামুদ্রিক মাছের থাকে না। তাই মাছ কেনার আগে চোখ দু'টি ভাল করে খেয়াল করবেন। মাছের চোখ ঘোলাটে হলে বুঝতে হবে সেই মাছ ভাল নয়।
৪) মাছ কাটার সময় রক্তের রঙের দিকেও নজর রাখতে হবে। রক্তের রং কালচে হলে বুঝতে হবে মাছটি দীর্ঘ দিন ধরে মজুত রাখা ছিল, সেই মাছের স্বাদ মোটেই ভাল হবে না। রক্তের রং লালচে হলে সেই মাছ বেশি টাটকা, বুঝতে হবে।
৫) ইলিশ মাছ হাতে তুলে দেখবেন সেটি ফাঁপা নয় তো! মাঝারি মাপের মাছ, যার ওজন বেশি এমন মাছ দেখলে বুঝবেন সেটি টাটকা ও স্বাদেও ভাল।
#ইলিশ #মাছ #fish #bengali #youtubepost #jajabor_tv
2 months ago | [YT] | 10
View 0 replies
Load more