বাংলা ভাষাভাষি মানুষদের আবেগ, অনুভূতি, প্রেম, বিরহ, শীতকালে খেজুর রসের সাথে পিঠাপুলি,বর্ষাকালে ছাতা মাথায় দিয়ে মাছ ধরা, ছাতিম ফুলের মৌ মৌ গন্ধে মন উজাড় করা, গ্রীষ্মের তপ্ত দুপুরে হাত পাখার শীতল বাতাসে মন প্রাণ জুড়ানো বাস্তব জীবনের চিত্রগুলো আমরা হারিয়ে প্রযুক্তির যুগে প্রবেশ করেছি। ছোট বেলা থেকে এই অবধি আসার মধ্যিখানে বিভূতিভূষণ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, সত্যজিৎ রায়, আশাপূর্ণা দেবী, মানিক গঙ্গোপাধ্যায় আমাদের প্রজন্মের মানসিক খোরাক জুগিয়েছিল, এত সমৃদ্ধ আমাদের বাংলা সাহিত্য। সেই সাহিত্যকে বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষুদ্র প্রয়াস, অবসরে শুনি।