One year before I left Bangladesh with dreams and determination, landing in Italy to study at The University of Trento on a scholarship. The first weeks were overwhelming—new language, unfamiliar streets, and a different education system. But I adapted, found a dorm, learned basic Italian, and embraced the culture.

University life was eye-opening, with discussions, research, and diverse classmates. Beyond studies, I explored Rome, Bologna, and Rimini, enjoyed Italian festivals, and made friends. Balancing expenses and studies was tough—I worked as a barista, food delivery, chef, and freelancer.

Now, I want to share my journey! My YouTube channel isn’t just a guide—it’s real stories, advice, and tips on visas, scholarships, jobs, and life in Italy. If you dream of studying abroad, I’m here to help.

📩 Contact: ikbalinitaly@gmail.com
Join our Facebook Group : web.facebook.com/groups/4013733188868725
🎥 Subscribe & be part of the journey!
#ikbalinitaly


Ikbal in Italy

Planning for Study in Italy In 2026?

6 months ago | [YT] | 0

Ikbal in Italy

আপনি যদি ইতালিতে পড়তে যেতে চান, তাহলে একটা প্রশ্ন আপনার মাথায় আসবেই:
“IELTS দরকার হবে তো?”
“আমি তো ইংরেজিতে পড়েছি, MOI দিলে হবে না?”
“TOEFL দিলে চলে?”
“PTE দিয়ে ভিসা হবে তো?”
এই লেখায় আমি খুব সহজভাবে বলব—এই চারটা অপশনের কোনটা আসলে লাগবে, কোনটা ঝুঁকিমুক্ত, আর কোনটা ঝুঁকিপূর্ণ।
প্রথমেই বলি, Admission এর জন্য B2 লেভেলের ইংলিশ প্রমাণ দিতে হয়।
মানে আপনি ইংরেজিতে কতটা দক্ষ, সেটা ইউনিভার্সিটিকে দেখাতে হয়।
এই প্রমাণ আপনি বিভিন্নভাবে দিতে পারেন:
✅ IELTS
✅ TOEFL
✅ PTE
✅ অথবা MOI (Medium of Instruction) – যদি আপনার পূর্বের পড়াশোনা ইংরেজিতে হয়ে থাকে।
তবে এখানেই আসে আসল প্রশ্ন—“IELTS না দিলেও কি সব ঠিকঠাক হবে?”
MOI – অনেক ইউনিভার্সিটি গ্রহণ করে,
আপনি যদি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে থাকেন, যেমন আপনার Bachelor's ইংরেজিতে ছিল, তাহলে আপনি আপনার ইউনিভার্সিটি থেকে Medium of Instruction (MOI) সার্টিফিকেট নিতে পারেন। কিন্তু... সব প্রোগ্রাম বা ইউনিভার্সিটি MOI নেয় না।
যেমন, কিছু ইউনিভার্সিটি বা প্রোগ্রাম স্পষ্টভাবে বলে দেয়—"Only IELTS or TOEFL or PTE accepted"
তাহলে IELTS-ই সেফ অপশন কেন?
IELTS একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইংলিশ টেস্ট, যা প্রায় সব ইউরোপিয়ান ইউনিভার্সিটি গ্রহণ করে।
🔹 এটি Academic এবং General দুইভাবে দেওয়া যায়।
🔹 IELTS Academic সাধারণত পড়াশোনার জন্য লাগে।
🔹 স্কোর স্কেল: 0–9
🔹 অধিকাংশ প্রোগ্রাম IELTS 6.0 বা 6.5 চায়।
IELTS দিলে:
আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশনে কোন সন্দেহ থাকবে না
ভবিষ্যতে অন্য দেশে (Germany, Netherlands, Finland) পড়তে চাইলে কাজে লাগবে
অনেক অফিসার বা ভিসা কনসুল্টেন্ট IELTS স্কোর থাকলে অধিক আত্মবিশ্বাস পায়
আমি ব্যক্তিগতভাবে বলি, যদি আপনার লক্ষ্য বড় এবং স্পষ্ট হয়, IELTS দিয়ে নিন। এটা একটা ইনভেস্টমেন্ট।
TOEFL – মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক, তবে ইউরোপেও চলে
TOEFL (Test of English as a Foreign Language) অনেক ইতালিয়ান ইউনিভার্সিটিও গ্রহণ করে।
বিশেষ করে:
University of Bologna – TOEFL iBT 80
University of Trento – TOEFL iBT 72+
University of Milan – TOEFL iBT 80
Politecnico di Milano – TOEFL iBT 78
Sapienza University of Rome – TOEFL accepted, but prefers IELTS
তবে TOEFL এর কিছু ঝামেলা আছে:
কিছু ইউনিভার্সিটিতে TOEFL স্কোর আপলোডের সময় ETS verification কোড দিতে হয়
ফর্ম্যাট IELTS থেকে আলাদা, কিছুটা কঠিন মনে হয় অনেকের কাছে
PTE – কিছু ইউনিভার্সিটি নেয়, কিন্তু সীমিত
PTE (Pearson Test of English) Academic version ইতালির কিছু বিশ্ববিদ্যালয় গ্রহণ করে, যেমন:
Politecnico di Torino
University of Padua (কিছু প্রোগ্রাম)
Ca' Foscari University of Venice
📌 কিন্তু এখনো সব ইউনিভার্সিটি এটি স্বাভাবিকভাবে গ্রহণ করে না।
📌 অনেক সময় শিক্ষার্থী নিজেই কনফিউজড থাকে, ইউনিভার্সিটির অফিসেও PTE নিয়ে পরিষ্কার ধারণা থাকে না। তাই যারা ঝুঁকি কমাতে চান, তাদের জন্য এটা রিকমেন্ড করবো না।
DSU Scholarship ও Visa প্রসঙ্গে একটা স্পষ্ট বার্তা:
DSU স্কলারশিপের জন্য কোনও ইংলিশ সার্টিফিকেট লাগে না।
হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন।
DSU দেখতে চায়:
আপনার পারিবারিক আয় (ISEE)
আপনার Itlay-তে পড়াশোনার সত্যতা (অ্যাডমিশন অফার লেটার)
আপনার রেসিডেন্সি ও অন্যান্য সামাজিক অবস্থা
DSU-এর জন্য MOI, IELTS, TOEFL কিছুই লাগে না।
আর ভিসার জন্য—যদি আপনার অ্যাডমিশন লেটারে বলা থাকে যে "The course is in English and the student is eligible based on English knowledge", তাহলে IELTS থাকলেও ভালো, না থাকলেও বড় সমস্যা হয় না।
কিন্তু আপনি যদি IELTS স্কোর দিয়ে ভর্তি হয়ে থাকেন, সেটা দূতাবাসে পজিটিভ ইমপ্রেশন ফেলে।
তাহলে আপনি কী করবেন?
আমার ব্যক্তিগত সাজেশন:
আপনি যদি কম রিসোর্সে ঝামেলাহীনভাবে Admission এবং ভিসা চান, IELTS দিয়ে দিন।
✔️ ভবিষ্যতেও কাজে আসবে
✔️ ইউনিভার্সিটিতে ঝামেলা হবে না
✔️ নিজেও আত্মবিশ্বাসী থাকবেন
এখন আপনি বলুন—আপনি কোনটা দিচ্ছেন বা দিচ্ছেন না?
কমেন্টে জানান বা মেসেজ দিন, আমি চেষ্টা করব আরও গাইড করতে।
.
.
.
.
.
#IELTSforItaly #MOIvsIELTS #StudyInItaly #TOEFLvsIELTS #PTEItaly #DSUScholarship #IELTSBangladesh #StudyAbroadFromBangladesh

6 months ago | [YT] | 8

Ikbal in Italy

যারা একটু একটু করে IELTS প্রস্তুতি নিচ্ছেন, তারা হয়তো Cambridge IELTS বইয়ের নামও শুনেছেন।
আজকের এই লেখাটায় আমি বলব—
Cambridge IELTS সিরিজে এখন পর্যন্ত কতগুলো বই এসেছে, সামনে কী আসবে, আর এই বইগুলো আসলে আমাদের কীভাবে সাহায্য করে।

Cambridge IELTS সিরিজ – কোথা থেকে শুরু?
Cambridge IELTS সিরিজ হচ্ছে এমন একটা সিরিজ, যেটা অফিশিয়ালি Cambridge University Press থেকে প্রকাশিত হয়।
Cambridge নিজেরাই IELTS পরীক্ষার সহ-প্রতিষ্ঠাতা, তাই এদের বই মানেই পরীক্ষার মতোই প্রশ্নের অভিজ্ঞতা।
এই বইগুলোতে আপনি পাবেন:
পুরোপুরি ৪টা IELTS টেস্ট – Listening, Reading, Writing, Speaking
Listening স্ক্রিপ্ট
Answer Key
Writing Model Answer
Speaking Cue Card
মানে একদম রিয়েল IELTS পরীক্ষার মতো ফিলিং নিয়ে আপনি বাসায় বসেই প্র্যাকটিস করতে পারবেন।
এখন পর্যন্ত কতগুলো Cambridge IELTS বই প্রকাশ হয়েছে?
Cambridge University Press ২০০০ সালের দিকে প্রথম Cambridge IELTS 1 বইটা প্রকাশ করেছিল।
তারপর থেকে প্রতি বছর বা দেড় বছরে নতুন একটা করে বই বের হতে থাকে।
এখন পর্যন্ত যেটা বের হয়েছে:
Cambridge IELTS 1 থেকে Cambridge IELTS 20 পর্যন্ত
সর্বশেষ বই: Cambridge IELTS 20 (প্রকাশ: জুন ২০২৪)
এই Cambridge 20 হচ্ছে সবচেয়ে আপডেটেড ভার্সন যেখানে ২০২৩–২৪ সালের ট্রেন্ড অনুযায়ী প্রশ্ন আছে।

তাহলে পরের বই কী হবে?
পরবর্তী বই হবে: Cambridge IELTS 21
Cambridge এখনো অফিসিয়ালি কোনো তারিখ জানায়নি
তবে ধারনা করা যাচ্ছে – ২০২৫ সালের জুন–ডিসেম্বরে প্রকাশিত হতে পারে
এই সিরিজের বইগুলো একটার পর একটা ধারাবাহিকভাবে বের হয়, তাই ধরে নেওয়া যায় যে Cambridge 21-ও বের হবে ঠিক সময়মতোই।


আমরা অনেকেই YouTube থেকে কোর্স দেখি, ফ্রি টেস্ট করি… কিন্তু Cambridge বই আলাদা কেন?
এর কারণ হলো:
🔹 রিয়েল এক্সাম ফিলিং: Cambridge IELTS বইগুলোর প্রশ্ন ঠিক সেইভাবেই বানানো যেমনভাবে আসল IELTS পরীক্ষায় আসে।
🔹 টাইম ম্যানেজমেন্ট শিখায়: আপনি টাইম সেট করে বই থেকে টেস্ট দিলে বুঝতে পারবেন, আপনি কোথায় বেশি সময় নিচ্ছেন বা কম দিচ্ছেন।
🔹 Writing ও Speaking টপিক: এই বইগুলোতে যে রকম টপিক থাকে, প্রায় একই রকম প্রশ্ন পরীক্ষায় আসেও।
🔹 Model Answer: Writing Task 1 ও 2-তে এমন Answer দেয়া থাকে যেগুলো Band 7–8 স্কোরের মতো।
Cambridge 20 – কী থাকছে এই বইয়ে?
Cambridge IELTS 20, যেটা এখন পর্যন্ত সিরিজের শেষ বই, তাতে থাকছে:
✔️ ৪টি সম্পূর্ণ IELTS Practice Test
✔️ Listening Script (সঙ্গে অডিও ফাইলও থাকে)
✔️ Reading এবং Listening Answer Key
✔️ Writing Task 1 ও 2-এর Model Answer
✔️ Speaking Cue Card এবং Follow-up প্রশ্ন
নতুন টপিকগুলোর মধ্যে আছে:
Social media and mental health


Climate change


Artificial intelligence


Migration and work trends


আমরা যারা ইতালিতে পড়তে যেতে চাই, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে IELTS দরকার পড়ে।
যদিও বিশ্ববিদ্যালয় MOI (Medium of Instruction) গ্রহণ করে, তবু অনেক ক্ষেত্রে IELTS দিলে আত্মবিশ্বাসও বাড়ে, আর ঝামেলাও কম হয়।
📌 B2 লেভেল (মানে IELTS 5.5–6.5) বেশিরভাগ কোর্সে লাগবেই
📌 যারা Scholarship, Admission, আর Future Study প্ল্যান করেন, তাদের জন্য IELTS প্রয়োজনীয়
আর এই Cambridge বই গুলো দিয়ে আপনি দিনে দিনে সেই স্কোর অর্জনের জন্য প্রস্তুত হতে পারবেন।
কিভাবে পড়বেন Cambridge IELTS বই?
এখানে একটা সিম্পল গাইড দিচ্ছি:
Listening:
অডিও ফাইল চালান, টাইম ধরে প্রশ্নের উত্তর দিন


পরে স্ক্রিপ্ট মিলিয়ে শুনুন কোন শব্দ মিস করেছেন


Reading:
৬০ মিনিট ধরে পুরো ৩টা প্যাসেজের উত্তর দিন


শেষে Answer key দিয়ে মিলিয়ে বুঝুন কোথায় ভুল


Writing:
Task 1 ও 2 আলাদাভাবে টাইম সেট করে লিখুন


পরে Cambridge-এর Model Answer দিয়ে তুলনা করুন


Speaking:
Cue Card নিয়ে ২ মিনিট Practice করুন


নিজেকে রেকর্ড করে শুনুন, কোথায় গ্যাপ পড়ছে


Cambridge বই কোথায় পাবেন?
Hardcopy/Printed Version:
Nilkhet, New Market, Aziz Super Market


Rokomari.com, Boibazar ইত্যাদি অনলাইন স্টোর


PDF Version:
Telegram গ্রুপ


Facebook IELTS Forum


কিছু YouTube চ্যানেলও লিঙ্ক দিয়ে থাকে


তবে PDF নেয়ার সময় দেখে নেবেন যেন বইটা পরিষ্কার স্ক্যান করা থাকে এবং পুরো থাকে।

IELTS একটা এমন পরীক্ষা, যেটা আপনার ভবিষ্যতের পড়াশোনা, স্কলারশিপ, এমনকি ভিসা সিদ্ধান্তেও প্রভাব ফেলতে পারে।
আর Cambridge IELTS বইগুলো হচ্ছে এমন এক রিসোর্স, যেটা আপনাকে এই রাস্তায় আত্মবিশ্বাস ও দিকনির্দেশনা দুইই দেয়।
এখন পর্যন্ত Cambridge IELTS 1 থেকে 20 পর্যন্ত বই এসেছে
পরবর্তী বই Cambridge IELTS 21 হবে, আশা করা যাচ্ছে ২০২৫-এ
Cambridge বইগুলো নতুন টপিক, টাইমিং ম্যানেজমেন্ট ও রিয়েল টেস্ট প্র‍্যাকটিসের জন্য সেরা
আর যদি PDF, প্র্যাকটিস প্ল্যান বা Speaking Topic List দরকার হয়—মেসেজ দিন, আমি সাহায্য করার জন্যই আছি।
.
.
.

#CambridgeIELTS20 #IELTSBooksBD #IELTSPreparation #StudyInItaly #IELTSBangladesh #IELTS2025 #ielts2026 #IELTSBookReview #StudyAbroadBangladesh

6 months ago | [YT] | 5

Ikbal in Italy

ইতালির ট্রেন্টো শহরের পাশের একটি শহর থেকে আতিকুর পলাশ ভাই এসেছিলেন আজ দেখা করতে। তিনি গত ১৮ বছর ধরে ইতালিতে আছেন। তার ভাগ্নির স্টুডেন্ট ভিসা প্রসেসিং এর ব্যাপারে তথ্য জানতে এসেছিলেন ।আশা করছি ভাইয়ার কনফিউশন গুলো কিছুটা হলেও দূর করতে পেরেছি। ইউরোপের যে দেশেই আপনি আসুন না কেন,সে দেশের ভাষা জানা থাকাটা সুন্দর ক্যারিয়ার তৈরি করার জন্য অত্যন্ত জরুরী । ভাইয়া ও সেই কথাই বললেন।

8 months ago | [YT] | 7