আগামীকাল থাকছি বহরমপুর গ্রাউন্ডে, আজকে পাশের হার খুব ভালো। তোমাদের হাইটে উল্টোপাল্টা ভাবে মেজারমেন্ট আর হবে না, সমস্ত গ্রাউন্ডে জানানো আছে। চিরঞ্জিত স্যার সব সময় তোমাদের পাশে আছে। আগামীকাল সকাল 10am আমি ওখানে পৌঁছাবো, তোমরা অবশ্যই দেখা করবে যাদের গ্রাউন্ড আছে। আমি থাকতে কোন গ্রাউন্ড নেই তোমাদের অসুবিধা হবে না যারা ন্যায্য হাইট তারা অবশ্যই হাইটে বাদ যাবে না। উল্টোপাল্টা মেজারমেন্ট মেনে নেব না। অনেক মেহনত করে একজন ছাত্র মাঠ করছে অবশ্যই তার মেজারমেন্ট যাতে ভুল না হয় তা সম্পূর্ণ দেখার দায়িত্ব আমার। চিন্তা নেই তোমরা ঠিকঠাক যেন হাইটের ওখানে দাঁড়াবে। সমস্ত গ্রাউন্ডে অলরেডি এই নিয়ে জানানো আছে। যাদের ন্যায্য 167 সেমি হাইট তারা কোনভাবেই বাদ যাবে না চিন্তা নেই। আশীর্বাদ রইল দেখা হচ্ছে আগামীকাল ❤️❤️❤️
আগামীকাল মেদিনীপুর পুলিশ লাইন প্যারেড গ্রাউন্ডে থাকছি সকাল 9am -10am যাদের গ্রাউন্ড পড়েছে তোমরা অবশ্যই মেনগেটের সামনে চলে আসবে দেখা হয়ে যাবে তোমাদের সাথে। ❤️❤️ সকল ছাত্রীদেরকে all the best আগামীকাল নিজের সর্বশ্রেষ্ঠ দিয়ে লড়াইটি জিতে আসবে কারণ লড়াইটা তোমার এবং তোমাকেই লড়তে হবে। এতদিন যা টাইম লেগেছে সেই সব দিকে না ভেবে কালকে যেন তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ এবং শেষ রান সেইভাবেই কিন্তু দৌড়াবে। সকালে পাস করবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি
আজকে বিকেল 4pm থেকে ফেসবুক অথবা ইউটিউব লাইভে জয়েন করবে, আজকে মহা শিবাজী ব্যাচের প্রথম ক্লাস অবশ্যই সবাই জয়েন করবে।2026 এ যদি সিলেকশন খাতাতে নিজের নাম রাখতে চাও আজকে কেউ মিস করবে না।
আমার সকল ছাত্র-ছাত্রী কে নতুন বছরের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। Happy New year 2026❤️❤️❤️❤️ কখনো হার মানবে না, যারা আজকে সিলেকশন পেয়েছো তোমরা নিজের জান লাগিয়ে মাঠ করো যাতে 2026 তোমাদের কাছে স্মরণীয় হয়ে থাকে এবং যারা সিলেকশন পাওনি তোমরাও যে যে জায়গায় ভুলগুলো করেছিলে সেই জায়গা গুলিকে শুধরে পুনরায় 2026 এ নিজেকে নতুনভাবে তৈরি করার চেষ্টা করো। তোমাদের সকলকে এবং তোমাদের পরিবারের সকলকে আমার তরফ থেকে নতুন বছরের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ❤️❤️❤️❤️❤️
গতকাল KP SI MAIN পরীক্ষা ছিল। তোমাদের বাংলা প্রতিবেদন 30 নম্বরের যেটা এসেছে "সোশ্যাল নেটওয়ার্কিং ও যুবসমাজ" আমি আমার WBP SI & KP SI ব্যাচে যে নোট দিয়েছি সেটা হুবহু কমন এসেছে দেখে নাও। এমনি এমনি ১৪ বছরের অভিজ্ঞতা হয়নি, আবারো WBP SI পরীক্ষাতে কমন পাওয়ার জন্য নোট প্রস্তুতি চলছে। বাকিগুলো সেম টাইপের এসেছে তবে ওভারঅল ছাত্র-ছাত্রীদের পরীক্ষা যথেষ্ট ভালো হয়েছে এবং আশা করি সিলেকশন পাবে বহু জন। ❤️❤️ যারা ভর্তি হতে চাও নতুন করে WBP SI MAIN বা আপকামিং সাব ইন্সপেক্টর এর জন্য তোমরা অবশ্যই নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে নিও 7001496841/6294456686(CALL/WP)
সমালোচকদের কাজই সমালোচনা করা এবং যারা আজকে প্রকৃত স্টুডেন্ট তারা দেখিয়ে দিল সিলেকশনের লিস্টে নিজের নাম রেখে। তবে ভয় পেয়ো না জীবনে ব্যর্থতা থেকে নতুন কিছু শেখো এবং লড়াইটা লড়তে শেখো। আবারো একবার দেখিয়ে দিলাম গোটা পশ্চিমবঙ্গকে সিলেকশন কাকে বলে। সমালোচনা সবাই করতে পারে কিন্তু যখন তোমাদেরকে কোন খবর দিই সেটা জেনে শুনেই দিই। বহুজন ট্রল করেছিল কিন্তু আজকে দেখো সিলেকশনের লিস্টে কত জনের নাম। তাই জীবনে কোন শিক্ষককে ট্রল করার আগে নিজের লক্ষ্য সম্বন্ধে আগে সচেতন থাকো, তুমি একজন হবু পুলিশ, পুলিশের কাজ সমাজের শৃঙ্খলা এবং সমাজকে নৈতিকভাবে নিজের জীবন দিয়েও বাঁচিয়ে রাখা। পুলিশের ডিউটি সম্বন্ধে আগে সচেতন হও তবে পুলিশের চাকরি করার কথা ভাববে। *আগামীকাল ঠিক রাত্রি 7.30pm সবাই লাইভে জয়েন করবে, কত শত শত ছাত্র-ছাত্রী পুনরায় পাস করল সেটা দেখিয়ে দেবো এবং তার সাথে নতুন রিক্রুটমেন্ট কবে আসবে সেই সম্পর্কে সবকিছু বলে দেবো। এইটুকু জেনে রেখো আজকে যারা সিলেকশন পেয়েছে এটা তোমাদের ফাইনাল সিলেকশন নয়। জীবনের শেষ বিন্দু দিয়ে মাঠের জন্য লড়ো, যত মানুষ অবহেলা করেছে সেইগুলোকে সামনে একবার ভাসাও দেখো তোমার মাঠ এমনি হয়ে যাবে। যদি কলকাতা পুলিশ সামনে থাকে বা আপকামিং রিক্রুটমেন্ট এর জন্য পুনরায় একবার উঠে দাঁড়ানোর স্বপ্ন দেখো তাহলে অবশ্যই চিরঞ্জিত স্যারের হাত ধরার চেষ্টা করবে। আজ পর্যন্ত যারা হাত ধরেছে তারা কিন্তু বিফল হয়নি এবং বিপুল হলেও পরে আবার উঠে দাঁড়াতে পেরেছে। আগামীকাল রাত্রি 7.30pm সবাই জয়েন হবে। অনেক পরিশ্রম করি তোমাদের পিছনে, আমাদের এই রিক্রুটমেন্ট বেরোনোর থেকে ওবিসি কেস নিয়ে পরীক্ষা পেছন থেকে সবকিছু নিয়ে এই চিরঞ্জিত স্যারের মাথাব্যথা ছিল। আজকে তার অবসান ❤️❤️❤️ আর একবার ইতিহাস গড়ে দিলাম এটাই সব থেকে ভালো লাগলো। পুলিশ সিলেকশন কাকে বলে আবার আগামীকাল রাত্রিতে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবে আমি একে একে তোমাদেরকে দেখাবো। একটা জিনিস জেনে রেখো সমালোচনা করে জীবনে কিছু বড় কিছু পাওয়া যায় না, কিন্তু সমালোচনা না করে ব্যর্থতা থেকে কিছু শেখো এবং পুনরায় নিজেকে উঠে দাঁড় করানোর চেষ্টা করো। চিরঞ্জিত স্যার সব সময় তোমাদের পাশে আছে, তোমাদের আপকামিং ভ্যাকেন্সি যত তাড়াতাড়ি পারছি বার করার চেষ্টা করছি এবং সেখানে তোমাদের সাপোর্ট চাই। কিন্তু দিনের পর দিন কোন ভিডিও দিলে বা কোন কিছু দিলে তোমাদের কাছে খারাপ মন্তব্য শুনবো এটা আশা করিনি। আজকে 1000 + সিলেকশনের কথা বলেছিলাম আমি কিন্তু ভুলিনি, কিন্তু কালকে তোমরা নিজের চোখে দেখে নেবে সিলেকশন চিরঞ্জিত স্যারের কত হয়েছে। Jai ma kali❤️❤️❤️❤️ তোমাদের সবার প্রিয় চিরঞ্জিত স্যার
আজকের নেওয়া KP CONSTABLE স্পেশাল 100 নম্বরের ফুল মক টেস্টের উত্তরপত্র দেওয়া হলো যারা পরীক্ষা দিয়েছো একটু মিলিয়ে নেবে। কেউ ভয় পাবে না, মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে খুব ভালো পরীক্ষা হবে সবার। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবার পরীক্ষা যেন খুব ভালো হয় 🙏🙏🙏🙏🙏 সবাই আধার কার্ড এবং এডমিট কার্ড নিয়ে পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাবে। অযথা কোন কঠিন প্রশ্নের মধ্যে নিজেকে ফাঁসিয়ে নেবে না, যেটা করবে সঠিক আনসার করার চেষ্টা করবে 🙏🙏🙏
যাদের WBP SI & KP SI MAIN পরীক্ষা যাদের আছে তোমাদের জন্য DESCRIPTIVE GI কিভাবে লিখতে হয় তার উপর আগামীকাল থেকে 5 দিন পাঁচটি ক্লাস তোমাদের করিয়ে দেবো। অবশ্যই যেখানেই থাকো ক্লাসটি বাড়িতে গিয়ে হলেও দেখবে, কারণ ডেসক্রিপটিভ জিআই অত সহজ জিনিস নয়। নাম্বার কাটার প্রচুর জায়গা থেকে যায়। তাই ক্লাসগুলো মিস করবে না। তোমাদের কলকাতা পুলিশ সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামীকাল রাত্রি 8.30PM ক্লাস জয়েন করবে এবং যদি তোমার মেন না থাকে অবশ্যই তোমার কোন বন্ধু অথবা বান্ধবীকেও এ বিষয়টা জানাবে 🙏🙏🙏
TARGET 100 IN GOVERNMENT JOBS
কাটোয়া ব্রাঞ্চে আমার দুই ছাত্র, শুভঙ্কর মন্ডল (CISF )এবং সুমিত পাল (BSF) সিলেকশন পেয়েছে। অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। ❤️❤️❤️
1 day ago | [YT] | 197
View 12 replies
TARGET 100 IN GOVERNMENT JOBS
আগামীকাল থাকছি বহরমপুর গ্রাউন্ডে,
আজকে পাশের হার খুব ভালো।
তোমাদের হাইটে উল্টোপাল্টা ভাবে মেজারমেন্ট আর হবে না, সমস্ত গ্রাউন্ডে জানানো আছে।
চিরঞ্জিত স্যার সব সময় তোমাদের পাশে আছে।
আগামীকাল সকাল 10am আমি ওখানে পৌঁছাবো,
তোমরা অবশ্যই দেখা করবে যাদের গ্রাউন্ড আছে।
আমি থাকতে কোন গ্রাউন্ড নেই তোমাদের অসুবিধা হবে না যারা ন্যায্য হাইট তারা অবশ্যই হাইটে বাদ যাবে না।
উল্টোপাল্টা মেজারমেন্ট মেনে নেব না। অনেক মেহনত করে একজন ছাত্র মাঠ করছে অবশ্যই তার মেজারমেন্ট যাতে ভুল না হয় তা সম্পূর্ণ দেখার দায়িত্ব আমার।
চিন্তা নেই তোমরা ঠিকঠাক যেন হাইটের ওখানে দাঁড়াবে।
সমস্ত গ্রাউন্ডে অলরেডি এই নিয়ে জানানো আছে।
যাদের ন্যায্য 167 সেমি হাইট তারা কোনভাবেই বাদ যাবে না চিন্তা নেই।
আশীর্বাদ রইল দেখা হচ্ছে আগামীকাল ❤️❤️❤️
4 days ago | [YT] | 269
View 50 replies
TARGET 100 IN GOVERNMENT JOBS
আগামীকাল মেদিনীপুর পুলিশ লাইন প্যারেড গ্রাউন্ডে থাকছি সকাল 9am -10am
যাদের গ্রাউন্ড পড়েছে তোমরা অবশ্যই মেনগেটের সামনে চলে আসবে দেখা হয়ে যাবে তোমাদের সাথে। ❤️❤️
সকল ছাত্রীদেরকে all the best
আগামীকাল নিজের সর্বশ্রেষ্ঠ দিয়ে লড়াইটি জিতে আসবে কারণ লড়াইটা তোমার এবং তোমাকেই লড়তে হবে।
এতদিন যা টাইম লেগেছে সেই সব দিকে না ভেবে কালকে যেন তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ এবং শেষ রান সেইভাবেই কিন্তু দৌড়াবে।
সকালে পাস করবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি
1 week ago | [YT] | 371
View 24 replies
TARGET 100 IN GOVERNMENT JOBS
আজকে বিকেল 4pm থেকে ফেসবুক অথবা ইউটিউব লাইভে জয়েন করবে,
আজকে মহা শিবাজী ব্যাচের প্রথম ক্লাস অবশ্যই সবাই জয়েন করবে।2026 এ যদি সিলেকশন খাতাতে নিজের নাম রাখতে চাও আজকে কেউ মিস করবে না।
2 weeks ago | [YT] | 122
View 6 replies
TARGET 100 IN GOVERNMENT JOBS
আমার সকল ছাত্র-ছাত্রী কে
নতুন বছরের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
Happy New year 2026❤️❤️❤️❤️
কখনো হার মানবে না,
যারা আজকে সিলেকশন পেয়েছো তোমরা নিজের জান লাগিয়ে মাঠ করো যাতে 2026 তোমাদের কাছে স্মরণীয় হয়ে থাকে এবং যারা সিলেকশন পাওনি
তোমরাও যে যে জায়গায় ভুলগুলো করেছিলে সেই জায়গা গুলিকে শুধরে পুনরায় 2026 এ নিজেকে নতুনভাবে তৈরি করার চেষ্টা করো।
তোমাদের সকলকে এবং তোমাদের পরিবারের সকলকে আমার তরফ থেকে নতুন বছরের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ❤️❤️❤️❤️❤️
2 weeks ago | [YT] | 374
View 24 replies
TARGET 100 IN GOVERNMENT JOBS
গতকাল KP SI MAIN পরীক্ষা ছিল।
তোমাদের বাংলা প্রতিবেদন 30 নম্বরের যেটা এসেছে
"সোশ্যাল নেটওয়ার্কিং ও যুবসমাজ"
আমি আমার WBP SI & KP SI ব্যাচে যে নোট দিয়েছি সেটা হুবহু কমন এসেছে দেখে নাও।
এমনি এমনি ১৪ বছরের অভিজ্ঞতা হয়নি,
আবারো WBP SI পরীক্ষাতে কমন পাওয়ার জন্য নোট প্রস্তুতি চলছে।
বাকিগুলো সেম টাইপের এসেছে তবে ওভারঅল ছাত্র-ছাত্রীদের পরীক্ষা যথেষ্ট ভালো হয়েছে এবং আশা করি সিলেকশন পাবে বহু জন। ❤️❤️
যারা ভর্তি হতে চাও নতুন করে WBP SI MAIN বা আপকামিং সাব ইন্সপেক্টর এর জন্য তোমরা অবশ্যই নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে নিও
7001496841/6294456686(CALL/WP)
2 weeks ago | [YT] | 88
View 10 replies
TARGET 100 IN GOVERNMENT JOBS
সমালোচকদের কাজই সমালোচনা করা এবং যারা আজকে প্রকৃত স্টুডেন্ট তারা দেখিয়ে দিল সিলেকশনের লিস্টে নিজের নাম রেখে।
তবে ভয় পেয়ো না জীবনে ব্যর্থতা থেকে নতুন কিছু শেখো এবং লড়াইটা লড়তে শেখো।
আবারো একবার দেখিয়ে দিলাম গোটা পশ্চিমবঙ্গকে সিলেকশন কাকে বলে।
সমালোচনা সবাই করতে পারে কিন্তু যখন তোমাদেরকে কোন খবর দিই সেটা জেনে শুনেই দিই।
বহুজন ট্রল করেছিল কিন্তু আজকে দেখো সিলেকশনের লিস্টে কত জনের নাম।
তাই জীবনে কোন শিক্ষককে ট্রল করার আগে নিজের লক্ষ্য সম্বন্ধে আগে সচেতন থাকো,
তুমি একজন হবু পুলিশ, পুলিশের কাজ সমাজের শৃঙ্খলা এবং সমাজকে নৈতিকভাবে নিজের জীবন দিয়েও বাঁচিয়ে রাখা।
পুলিশের ডিউটি সম্বন্ধে আগে সচেতন হও তবে পুলিশের চাকরি করার কথা ভাববে।
*আগামীকাল ঠিক রাত্রি 7.30pm সবাই লাইভে জয়েন করবে,
কত শত শত ছাত্র-ছাত্রী পুনরায় পাস করল সেটা দেখিয়ে দেবো এবং তার সাথে নতুন রিক্রুটমেন্ট কবে আসবে সেই সম্পর্কে সবকিছু বলে দেবো।
এইটুকু জেনে রেখো আজকে যারা সিলেকশন পেয়েছে এটা তোমাদের ফাইনাল সিলেকশন নয়।
জীবনের শেষ বিন্দু দিয়ে মাঠের জন্য লড়ো,
যত মানুষ অবহেলা করেছে সেইগুলোকে সামনে একবার ভাসাও দেখো তোমার মাঠ এমনি হয়ে যাবে।
যদি কলকাতা পুলিশ সামনে থাকে বা আপকামিং রিক্রুটমেন্ট এর জন্য পুনরায় একবার উঠে দাঁড়ানোর স্বপ্ন দেখো তাহলে অবশ্যই চিরঞ্জিত স্যারের হাত ধরার চেষ্টা করবে।
আজ পর্যন্ত যারা হাত ধরেছে তারা কিন্তু বিফল হয়নি এবং বিপুল হলেও পরে আবার উঠে দাঁড়াতে পেরেছে।
আগামীকাল রাত্রি 7.30pm সবাই জয়েন হবে।
অনেক পরিশ্রম করি তোমাদের পিছনে, আমাদের এই রিক্রুটমেন্ট বেরোনোর থেকে ওবিসি কেস নিয়ে পরীক্ষা পেছন থেকে সবকিছু নিয়ে এই চিরঞ্জিত স্যারের মাথাব্যথা ছিল।
আজকে তার অবসান ❤️❤️❤️
আর একবার ইতিহাস গড়ে দিলাম এটাই সব থেকে ভালো লাগলো।
পুলিশ সিলেকশন কাকে বলে আবার আগামীকাল রাত্রিতে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবে আমি একে একে তোমাদেরকে দেখাবো।
একটা জিনিস জেনে রেখো সমালোচনা করে জীবনে কিছু বড় কিছু পাওয়া যায় না, কিন্তু সমালোচনা না করে ব্যর্থতা থেকে কিছু শেখো এবং পুনরায় নিজেকে উঠে দাঁড় করানোর চেষ্টা করো।
চিরঞ্জিত স্যার সব সময় তোমাদের পাশে আছে,
তোমাদের আপকামিং ভ্যাকেন্সি যত তাড়াতাড়ি পারছি বার করার চেষ্টা করছি এবং সেখানে তোমাদের সাপোর্ট চাই।
কিন্তু দিনের পর দিন কোন ভিডিও দিলে বা কোন কিছু দিলে তোমাদের কাছে খারাপ মন্তব্য শুনবো এটা আশা করিনি।
আজকে 1000 + সিলেকশনের কথা বলেছিলাম আমি কিন্তু ভুলিনি, কিন্তু কালকে তোমরা নিজের চোখে দেখে নেবে সিলেকশন চিরঞ্জিত স্যারের কত হয়েছে।
Jai ma kali❤️❤️❤️❤️
তোমাদের সবার প্রিয় চিরঞ্জিত স্যার
2 weeks ago | [YT] | 401
View 63 replies
TARGET 100 IN GOVERNMENT JOBS
Tik tok
ভাগ্যের খেলা শুরু
সবাই তৈরি থেকো,
বহুজনের স্বপ্ন পূরণ হতে চলেছে❤️❤️
2 weeks ago | [YT] | 693
View 112 replies
TARGET 100 IN GOVERNMENT JOBS
আজকের নেওয়া KP CONSTABLE স্পেশাল 100 নম্বরের ফুল মক টেস্টের উত্তরপত্র দেওয়া হলো যারা পরীক্ষা দিয়েছো একটু মিলিয়ে নেবে।
কেউ ভয় পাবে না, মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে খুব ভালো পরীক্ষা হবে সবার।
ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবার পরীক্ষা যেন খুব ভালো হয় 🙏🙏🙏🙏🙏
সবাই আধার কার্ড এবং এডমিট কার্ড নিয়ে পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাবে।
অযথা কোন কঠিন প্রশ্নের মধ্যে নিজেকে ফাঁসিয়ে নেবে না, যেটা করবে সঠিক আনসার করার চেষ্টা করবে 🙏🙏🙏
3 weeks ago | [YT] | 123
View 8 replies
TARGET 100 IN GOVERNMENT JOBS
যাদের WBP SI & KP SI MAIN পরীক্ষা যাদের আছে তোমাদের জন্য
DESCRIPTIVE GI কিভাবে লিখতে হয় তার উপর আগামীকাল থেকে 5 দিন পাঁচটি ক্লাস তোমাদের করিয়ে দেবো। অবশ্যই যেখানেই থাকো ক্লাসটি বাড়িতে গিয়ে হলেও দেখবে, কারণ ডেসক্রিপটিভ জিআই অত সহজ জিনিস নয়। নাম্বার কাটার প্রচুর জায়গা থেকে যায়। তাই ক্লাসগুলো মিস করবে না। তোমাদের কলকাতা পুলিশ সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।
আগামীকাল রাত্রি 8.30PM ক্লাস জয়েন করবে এবং যদি তোমার মেন না থাকে অবশ্যই তোমার কোন বন্ধু অথবা বান্ধবীকেও এ বিষয়টা জানাবে 🙏🙏🙏
4 weeks ago | [YT] | 102
View 4 replies
Load more