TARGET 100 IN GOVERNMENT JOBS

For Online and Offline admission please contact on 7001496841(whatsapp and call)


TARGET 100 IN GOVERNMENT JOBS

আজকের নেওয়া KP CONSTABLE স্পেশাল 100 নম্বরের ফুল মক টেস্টের উত্তরপত্র দেওয়া হলো যারা পরীক্ষা দিয়েছো একটু মিলিয়ে নেবে।
কেউ ভয় পাবে না, মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে খুব ভালো পরীক্ষা হবে সবার।
ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবার পরীক্ষা যেন খুব ভালো হয় 🙏🙏🙏🙏🙏
সবাই আধার কার্ড এবং এডমিট কার্ড নিয়ে পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাবে।
অযথা কোন কঠিন প্রশ্নের মধ্যে নিজেকে ফাঁসিয়ে নেবে না, যেটা করবে সঠিক আনসার করার চেষ্টা করবে 🙏🙏🙏

5 days ago | [YT] | 116

TARGET 100 IN GOVERNMENT JOBS

যাদের WBP SI & KP SI MAIN পরীক্ষা যাদের আছে তোমাদের জন্য
DESCRIPTIVE GI কিভাবে লিখতে হয় তার উপর আগামীকাল থেকে 5 দিন পাঁচটি ক্লাস তোমাদের করিয়ে দেবো। অবশ্যই যেখানেই থাকো ক্লাসটি বাড়িতে গিয়ে হলেও দেখবে, কারণ ডেসক্রিপটিভ জিআই অত সহজ জিনিস নয়। নাম্বার কাটার প্রচুর জায়গা থেকে যায়। তাই ক্লাসগুলো মিস করবে না। তোমাদের কলকাতা পুলিশ সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।
আগামীকাল রাত্রি 8.30PM ক্লাস জয়েন করবে এবং যদি তোমার মেন না থাকে অবশ্যই তোমার কোন বন্ধু অথবা বান্ধবীকেও এ বিষয়টা জানাবে 🙏🙏🙏

1 week ago | [YT] | 98

TARGET 100 IN GOVERNMENT JOBS

কি ভাবছো 40+পেয়েছো বলে মাঠে ডাক পাবে না??
আজকে রাত্রি 8pm এ live এ এসো,
তোমাদের PMT & PET নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু খবর দিতে চলেছি তাই অবশ্যই তোমরা লাইভ জয়েন করবে
না জয়েন করলে অনেক কিছু মিস করবে

3 weeks ago | [YT] | 306

TARGET 100 IN GOVERNMENT JOBS

তোমাদের কনস্টেবল cut off সংক্রান্ত যে ভিডিও আসার কথা ছিল আজকে রাত্রিতে কিন্তু গ্রামের মধ্যে নবান্ন অনুষ্ঠানে প্রচন্ড গান হওয়াতে কোনরকম ভাবে ভিডিও বানাতে পারলাম না।
তোমাদের আমি রাত্রিতে রেকর্ড করে রাখছি এবং আগামীকাল সকালে তোমরা ভিডিও পেয়ে যাবে

3 weeks ago | [YT] | 191

TARGET 100 IN GOVERNMENT JOBS

আজকে রাত্রিতে 9.30pm লাইভে সবাই জয়েন করবে, নিজের চোখে দেখবে পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রী সবাই কত নাম্বার পেয়েছে। ওভারঅল প্রশ্ন হার্ড ছিল,1 ঘন্টার মধ্যে করার প্রশ্ন সব ছিল না। যার যা নম্বর পেয়েছো তোমরা নিচের কমেন্ট করে জানাবে

3 weeks ago | [YT] | 66

TARGET 100 IN GOVERNMENT JOBS

সকল কনস্টেবল পরীক্ষার্থীদের কে জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামীকাল পরীক্ষা দিতে যাওয়ার আগে নিচে দেওয়া সাবধানতা গুলি একটু দেখে নেবে
ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের সকলের পরীক্ষা যেন খুব ভালো হয়।
অনেক ভালোবাসা ও আশীর্বাদ রইল।

3 weeks ago | [YT] | 340

TARGET 100 IN GOVERNMENT JOBS

তুমি কি কনস্টেবল পরীক্ষার্থী?
কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চিন্তিত?
ঠিক রাত্রি 9pm ইউটিউব লাইভ ক্লাস জয়েন করবে, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর ভাবতে হবে না। শুধু একনজরে দেখে নেবে। সবাই রেডি থাকবে এবং অবশ্যই যেন করবে 🙏🙏
কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে সব থেকে বড় ম্যারাথন ক্লাস

4 weeks ago | [YT] | 253

TARGET 100 IN GOVERNMENT JOBS

আজকে রাত্রি 8:30 এ সবাই লাইভে জয়েন হবে,
আজকে তোমাদের সকালে ক্লাস নিতে পারিনি কিন্তু রাত্রে ধামাকা হবে। পরীক্ষাতে একদম সাজেশন ভিত্তিক 120 টি এম সি কিউ জিকে করানো হবে তোমরা কে কেমন অ্যানসার দেবে দেখা হবে

1 month ago | [YT] | 162

TARGET 100 IN GOVERNMENT JOBS

আজকে 12pm এর দিকে তোমাদের GK এর উপর যে ক্লাস আপলোড করব তা কিন্তু কেউ মিস করবে না, পরীক্ষার শেষ 6 দিন আমি যে ক্লাস গুলো করাবো করো প্রচুর কমন পাবে। প্রায় একশটি MCQ প্রশ্ন করাবো একটা ভিডিওতে

1 month ago | [YT] | 214

TARGET 100 IN GOVERNMENT JOBS

একটি ভিডিওতে গোটা সংবিধান শেষ করে দেব।
এর বাইরে সংবিধানের প্রশ্ন আর দেখার দরকার নেই।
একটু পরে ফেসবুকে গোটা সংবিধান অর্থাৎ
🔴 সংবিধানের পটভূমি
🔴 সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা
🔴 বিভিন্ন সংশোধনী পর্ব
🔴 বিগত বছরে আসা প্রশ্ন
Wbp এবং SSC গ্রুপ C & D পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপলোড হবে।
একটু পরে 1pm এর দিকে একটা ভিডিও আপলোড করে দেবো তোমরা সবাই গুরুত্বসহকারে ক্লাসটি দেখে নেবে। আর সংবিধান নিয়ে দ্বিতীয়বার ভাবতে হবে না।।
সংবিধানের ধারা এত পড়ার দরকার নেই যেটুকু দেবো সেটুকু পড়বে তাহলেই হবে

1 month ago | [YT] | 232