Welcome to "Tech Unlimited" which is founded by Saifur Rahman Azim. This channel produces content about YouTube Tips & Tutorials, YouTube Updates, Video making guidelines, Videography, Filmmaking, Cinematography, Video Editing Hacks, and full guides for becoming a successful 'Content Creator'.

Sponsor and Business Inquiries:
techunlimitedbd@gmail.com

Have a great day!!


Tech Unlimited

কি নিয়ে বেশি ভিডিও চান?

3 days ago | [YT] | 123

Tech Unlimited

8K রেজল্যুশনের ভিডিও ধারণ করতে সক্ষম নতুন অ্যাকশন ক্যামেরা বাজারে এনেছে Insta360

4 days ago | [YT] | 108

Tech Unlimited

💥 ইউটিউব আপডেট 💥

কপিরাইট মিউজিক নিয়ে ঝামেলার শেষ নেই, এরই মধ্যে কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) সংগীত তৈরির টুল তৈরি করেছে ইউটিউব। ‘মিউজিক অ্যাসিস্ট্যান্ট’ নামে পরিচিত এই সুবিধার মাধ্যমে নির্মাতারা এখন নিজেরাই তৈরি করতে পারবেন ভিডিওর সঙ্গে মানানসই ইনস্ট্রুমেন্টাল ব্যাকগ্রাউন্ড মিউজিক। রয়্যালটি ফ্রি এই ট্র্যাকগুলো ইউটিউবের ‘ক্রিয়েটর মিউজিক’ প্ল্যাটফর্ম থেকে বিনা মূল্যে ব্যবহার করা যাবে।

সাধারণত ভিডিও নির্মাতাদের জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক খুঁজে পাওয়া বা লাইসেন্স করার বিষয়টি একটি বড় চ্যালেঞ্জ। ইউটিউবের নতুন এই উদ্যোগে সেই প্রক্রিয়াটি অনেকটাই সহজ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এ সুবিধার ফলে নির্মাতারা সহজ ভাষায় লিখে জানাতে পারবেন, কী ধরনের সংগীত তাদের প্রয়োজন। ইনপুট হিসেবে কোন বাদ্যযন্ত্র থাকবে, সংগীতের আবহ বা মুড কেমন হবে এবং এটি কী ধরনের ভিডিওর জন্য ব্যবহৃত হবে, তা লেখা যাবে। এই তথ্য বিশ্লেষণ করে এআই টুলটি একাধিক মিউজিক অপশন তৈরি করে দেবে। ব্যবহারকারীরা চাইলে ট্র্যাকগুলোর নির্দিষ্ট উপাদান যেমন গতি, মুড কিংবা যন্ত্রের উপস্থিতিও নিয়ন্ত্রণ করার সুযোগও পাবেন।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রভিত্তিক যেসব নির্মাতা ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত এবং ‘ক্রিয়েটর মিউজিক’ প্ল্যাটফর্মে অ্যাক্সেস রয়েছে, তারাই মিউজিক অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে পারছেন। এই টুলটি ইউটিউবের পূর্ববর্তী এক্সপেরিমেন্ট ‘ড্রিম ট্র্যাকস’-এর হালনাগাদ সংস্করণ বলা যেতে পারে। তবে ড্রিম ট্র্যাকসের মাধ্যমে যেখানে শুধু স্বল্প দৈর্ঘ্যের সুর তৈরি করা যেত, মিউজিক অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে নির্মাতারা এখন পূর্ণাঙ্গ ও দীর্ঘস্থায়ী ইনস্ট্রুমেন্টাল ট্র্যাক তৈরি করা যাবে।

মিউজিক অ্যাসিস্ট্যান্ট থেকে তৈরি করা প্রতিটি সুর নির্মাতারা বিনা খরচে ব্যবহার করতে পারবেন। এতে আলাদা করে লাইসেন্স কেনার প্রয়োজন পড়বে না। ফলে ব্যাকগ্রাউন্ড মিউজিক খোঁজার ঝামেলা যেমন কমবে, তেমনি ভিডিও নির্মাণে সময় বাঁচবে।
সোর্স: টাইমস অব ইন্ডিয়া

2 weeks ago (edited) | [YT] | 159

Tech Unlimited

আগামীকাল ৭ এপ্রিল আমরা কোনও পাবলিশ করছি না। #Strike

3 weeks ago | [YT] | 111

Tech Unlimited

💥 গুর্ত্বপূর্ণ ইউটিউব আপডেট 💥
ইউটিউব বলছে: আমরা জানি যে ফিশাররা ব্যক্তিগত ভিডিও ব্যবহার করে ভুয়া তথ্য ছড়াচ্ছে, যার মধ্যে একটি AI-উৎপন্ন ভিডিও রয়েছে যেখানে ইউটিউবের CEO নীল মোহন মনিটাইজেশনের পরিবর্তন ঘোষণা করছেন।

ইউটিউব এবং এর কর্মীরা কখনোই আপনাকে ব্যক্তিগত ভিডিওর মাধ্যমে যোগাযোগ করবে না বা কোনো তথ্য শেয়ার করবে না। যদি কেউ আপনার সাথে একটি ব্যক্তিগত ভিডিও শেয়ার করে যা ইউটিউবের পক্ষ থেকে বলে দাবি করে, তবে এটি একটি ফিশিং স্ক্যাম। এই ভিডিওগুলোর লিংকে ক্লিক করবেন না, কারণ সেগুলো ফিশিং সাইটে নিয়ে যেতে পারে যা আপনার ডিভাইসে ম্যালওয়্যার ইনস্টল করতে পারে বা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে। এই ধরনের ভিডিওর লিংকে কখনোই ক্লিক করবেন না এবং আপনি এটি রিপোর্ট করতে পারেন নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করে।

অনেক ফিশার সক্রিয়ভাবে ক্রিয়েটরদের লক্ষ্যবস্তু করছে এবং ইউটিউবকে নকল করার বিভিন্ন উপায় খুঁজছে, যেমন প্ল্যাটফর্মের ফিচারগুলোর অপব্যবহার করে ক্ষতিকারক কনটেন্টে লিংক দেওয়া। দয়া করে সবসময় সতর্ক থাকুন এবং নিশ্চিত করুন যে আপনি কোনো অবিশ্বস্ত লিংক বা ফাইল খুলছেন না!

3 weeks ago (edited) | [YT] | 237

Tech Unlimited

Eid Mubarak!

4 weeks ago | [YT] | 609

Tech Unlimited

প্রিয় দর্শক, সাবস্ক্রাইবারস ও শুভাকাংখীগণ!
সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারাক। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমাদের চ্যানেলের কনটেন্ট প্রডাকশন ও পাবলিশিং আগামী ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে। আমি ও আমার টিম ছুটির দিনগুলো পরিবারের সাথে কাটাতে চাই, এবং আমরা চাই আপনারাও আনন্দের সময়গুলো পরিবারের সাথে অতিবাহিত করুন। ৫ এপ্রিল থেকে আবারও নিয়মিত আমাদের কনটেন্ট আসবে ইনশা আল্লাহ। শুধু একটাই চাওয়া, এই আনন্দঘন মুহূর্তগুলোতে গা'জার নিপী'ড়িত ভাই-বোনদের কথা ভুলে যাবেন না। আর কিছু না হলেও অন্তত দুয়ায় শামিল রাখবেন তাদের। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক।

1 month ago | [YT] | 894

Tech Unlimited

কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ?

1 month ago | [YT] | 193

Tech Unlimited

অটো রিপ্লাই সম্পর্কে আগে জেনে নিন

1 month ago | [YT] | 21

Tech Unlimited

Thanks to our Silver Member ‪@KsaLifestyle-f2o‬ Thanks for supporting us.
আপনার মেম্বারশিপের জন্য আপনি সবসময় প্রায়রিটি দিয়ে কমেন্টের তথ্যবহুল রিপ্লাই পাবেন এবং বিশেষ বেশি কিছু পোস্ট শুধু আপনি ই দেখতে পাবেন, যা আমাদের মেম্বারশিপের বাইরে সাধারণ সাবস্ক্রাইবার বা দর্শকরা দেখতে পাবেন না। ধন্যবাদ আবারও আপনিও পছন্দের মেম্বারশিপ প্ল্যানে যুক্ত হোন: youtube.com/channel/UCAHWJxNiBr9ii2nukxuMuIw/join

1 month ago (edited) | [YT] | 55