তাদাব্বুর কুরআন

"তাদাব্বুর কুরআন"-এ স্বাগতম!

প্রতি সপ্তাহে (বৃহস্পতিবার দিবাগত রাত তথা জুম'আবার) বাংলায় কুরআনের তাদাব্বুর (গভীর চিন্তা ও প্রতিফলন) সেশন আমরা আয়োজন করি। এই সেশন পরিচালনা করেন আফীফ ইবনে মুনির, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্র এবং উক্ত বিশ্ববিদ্যালয়ের ৩য় কুরআনের অর্থ পাঠ প্রতিযোগিতার বিজয়ী প্রতিযোগিতার।

ইতোপূর্বে আমরা Zoom-এ ৫০টি সেশনে (২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত) প্রথম ২ পারার তাদাব্বুর সম্পন্ন করেছি। অতঃপর এই YouTube চ্যানেলের যাত্রা শুরু হয় ২০২৪ সালের জুন থেকে, যেখানে শুরুতে আমরা ওই ২ পারার রিভিশন নিয়ে ২টি লাইভ সেশন করি। এরপর জুলাই থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত আমরা তৃতীয় পারার তাদাব্বুর সম্পন্ন করি। বর্তমানে, ২০২৫ সালে আমরা চতুর্থ পারার তাদাব্বুর শুরু করেছি।

কুরআনের উপর নিয়মিত তাদাব্বুরের জন্য আমাদের সাথে যুক্ত হন এবং সাবস্ক্রাইব করুন!