Ahle Sunnat Wal Jamayat India (Sunni Jamayat Bangla)

Please Subsribe Now: - youtube.com/channel/UC9feDqutm3dYPKMtFR7es9Q?sub_c…

Friends, To Get Sunni Islamic scholars Lectures, Naat and Bahas, Munazara Please Subscribe our Channel .

Like Facebook Page. www.ahlesunnatwaljamayatindia.wordpress.com/

Please visit the website. www.facebook.com/AhleSunnatWalJamayatINDIA/


Ahle Sunnat Wal Jamayat India (Sunni Jamayat Bangla)

সবার সাদর আমন্ত্রন রইল আগামী ২৭শে মে দরবার শরীফে ।

2 years ago | [YT] | 3

Ahle Sunnat Wal Jamayat India (Sunni Jamayat Bangla)

সবার সাদর আমন্ত্রন রইল আগামী ২৭শে মে দরবার শরীফে ।

2 years ago | [YT] | 11

Ahle Sunnat Wal Jamayat India (Sunni Jamayat Bangla)

#হযরত_মুসা_আঃ_এর_জামানার_চমৎকার_একটি_ঘটনাঃ

🌼 হযরত মুসা (আঃ) একবার আল্লাহ্ তায়া'লাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্! জান্নাতে আমার সাথে কে থাকবে? জবাবে বলা হলো, ওমুক কসাই ! জবাবে কসাইয়ের নাম শুনে মুসা (আঃ) খুবই আশ্চর্য হলেন। অনেক খোঁজ করার পর মুসা (আঃ) তাকে বের করলেন। দেখলেন, কসাই গোস্ত বিক্রিতে ব্যস্ত! সবশেষে কসাই একটুকরো গোস্ত একটি কাপড়ে মুড়িয়ে নিলেন। অতঃপর বাড়ির দিকে রওয়ানা হলেন।
মুসা (আঃ) তাঁর সম্পর্কে আরো জানার জন্যে
অনুমতি নিয়ে পিছুপিছু তাঁর বাড়ি গেলেন। কসাই বাড়ি পৌঁছে গোস্ত রান্না করলেন। অতপর রুটি বানিয়ে তা গোস্তের ঝোলে মেখে নরম করলেন। তারপর ঘরের ভিতরের কামরায় প্রবেশ করে শয়নরত এক বৃদ্ধাকে উঠিয়ে বসালেন। তারপর তার মুখে টুকরো টুকরো রুটি পুরে দিতে লাগলেন। খাওয়ার পর বৃদ্ধা কি যেন কানেকানে বললেন। অমনি কসাই মুচকি হাসলেন। দূর থেকে মুসা (আঃ) সব-ই দেখছিলেন। কিন্তু, কিছুই বুঝলেন না।

মুসা (আঃ) বৃদ্ধার পরিচয় এবং মুচকি হাসার
বিষয়টি কসাইকে জিজ্ঞেস করলেন। কসাই বললেন, ওনি আমার মা আমি বাজার থেকে আসার পর সর্বপ্রথম আমার মাকে রান্না করে খাওয়াই। আর, মা খাওয়ার পর খুশি হয়ে আমার কানের কাছে এসে আল্লাহ্ তায়া'লার কাছে এই বলে দোআ করেন, "আল্লাহ্ তায়া'লা তোমাকে বেহেস্ত দান করুক এবং মুসা (আঃ) এর সাথে রাখুক"! আমি এই দোআ শুনে এই ভেবে মুচকি হাসি যে, কোথায় মুসা (আঃ) আর কোথায় আমি।

সুবহানাল্লাহ

6 years ago | [YT] | 7

Ahle Sunnat Wal Jamayat India (Sunni Jamayat Bangla)

☼✤☼ শুক্রবার নবী (সাঃ)-এর উপর বেশি বেশি দরূদ পড়ুন ☼✤☼
==== জুম"আ মুবারাক === জুম"আ মুবারাক ====
ණ: ইসহাক ইবন মানসূর (রঃ)......... আওস ইবন আওস (রাঃ) সূত্রে নবী (সাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, তোমাদের সকল দিনের মধ্যে পরমোৎকৃষ্ট দিন হল জুম'আর দিন, সে দিন আদম (আঃ)-কে সৃষ্টি করা হয়েছিল, সে দিনই তাঁর ওফাত হয়, সে দিনই দ্বিতীয় বার শিঙ্গায় ফুক দেওয়া হবে এবং সে দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। অতএব, তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পড়। কেননা, তোমাদের দরূদ আমার কাছে পেশ করা হয়। তাঁরা বললেন, ইয়া রাসূলুল্লাহ!! কিভাবে আমাদের দরূদ আপনার কাছে পেশ করা হবে । যেহেতু আপনি (এক সময়) ওফাত পেয়ে যাবেন অর্থাৎ তাঁরা বললেন, আপনার দেহ মাটির সাথে মিশে যাবে। তখন নবী করীম (সাঃ) বললেন নিশ্চয় আল্লাহ্‌ তা'আলা যমীনের (মাটির) জন্য নবীগনের দেহ গ্রাস করা (খাওয়া) হারাম করে দিয়েছেন। (সুনান নাসাঈ শরীফঃ- ১৩৭৭, খণ্ডঃ- ০২)
<===সুবহানাল্লাহ! =====সুবহানাল্লাহ!====>

6 years ago | [YT] | 4